![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে দেখি আমার পিসিতে সামথিং সমস্যা দেখা দিয়েছে। আমি সরল মনে ভাবলাম, তাহলে নতুন করে উইন্ডোজ মেরে দিই। যেই ভাবা সেই কাজ। দিলাম উইন্ডোজ। কিন্তু এবার সমস্যা বিপুল বেগে আমার পিসিতে আক্রমণ করলো। আমার দুটো লোকাল ড্রাইভ খুলছে না। খুলতে গেলেই একটু সময় হ্যাং হয়ে থেকে ম্যাসেজ আসে-
'আপনার ড্রাইভটি ফরম্যাট করা হয়নি
আপনি কি এটা ফরম্যাট করতে চান?'
বলেন দেখি কি আজব কারবার! এরকম দুইটা ড্রাইভে সমস্যা হচ্ছে। দুইটা ড্রাইভে আমার প্রচুর অফিসিয়াল ম্যাটেরিয়াল আছে। একেকটা ড্রাইভ সাইজ ৭২ গিগাবাইট। একটার মধ্যে প্রায় ৫০ গিগা ফুল আরেকটা ১২ গিগার মতো। ফরম্যাট করা মোটেও সম্ভব না। এছাড়া পিসি অনেক স্লো হয়ে গেছে। কি করা যায় বলেন তো?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: আরেকটু খোলাসা করে বলা যায় না ভাই? chkdsk /f /r এই জিনিসটা কী?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
নীলশুভ্র বলেছেন: Format দিয়ে ডাটা রিকভারি সফ্টওয়ের ব্যবহার করে ফল পেতে পারনে।
বিস্তারিত জানতে কল করতে পারেন- ০১৮১১২৯০৮৯৪, চকবাজার, চট্টগ্রাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: অপেক্ষায় থাকেন।...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: ফরম্যাট দিলে যদি আবার সবকিছু না পাই!!!
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আমি ভাল মানুষ বলেছেন: আমার পিসিতেও এইরকম সমস্যা হয়েছিল।আমার জানামতে হার্ডডিস্কের পাওয়ার কানেকশনে গণ্ডগোল থাকলে এইরকম সমস্যা হয়।তারপর আমি পাওয়ার কানেকশন খুলে ভাল মত আবার লাগালাম।তার পর থেকে আল্লার রহমতে এখন সব ঠিক আছে।আপনিও ট্রাই করে দেখতে পারেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: আপনার জিনিসটা মনে ধরছে। দেখি একটু পরে ট্রাই করবো। না হইলে ভাল মানুষি ছুটায়া দিমু...
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
মোঃআতিকুর রহমান বলেছেন: আপনার কম্পিউটারে আন্টিভারস দেওয়া আছে ? না দেওয়া থাকলে ভাল মানের আন্টিভারস দিয়ে স্ক্যান করুন । তার পর সমাধান না হলে উইন্ডোজ ৭ ব্যাবহার করুন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: আমি ক্যাসপারস্কি ব্যবহার করতাম। লাইসেন্সড। বাট যখনই এই শালার ক্যাস. ব্যবহার করি তখনই এই সমস্যাটা হয়। আর স্ক্যান করবো কীভাবে, ওই ড্রাইভের রাইট ক্লিকে স্ক্যানের অপশনই আসে না। উইন্ডজে ৭-এ এডোবির আইকনওয়ালা ফাইল শো করে না। ওই টা বাদ...
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
রওনকআলিম বলেছেন: কমান্ড প্রম্পটে উপরের কমান্ড চালান।
কাজ না হলে Format দিয়েন না। EasyRecovery ৬ যোগার করে ডেটা রিকভার করতে পারেন।
আমার ধারনা আপনাকে এন্টিভাইরাস ধরেছে,
সেক্ষেত্রে Partition Find And Mount এই সফ্টওয়ার টাও কাজে দিতে পারে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: দেখি কাজ হয় কীনা...
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
রওনকআলিম বলেছেন: আবার বলছি - Format দিয়েন না
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
রওনকআলিম বলেছেন: chkdsk /f /r c: চালান
c এর যাগায় আপনার ড্রাইভ লেটার দিবেন