নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পায়ে হেঁটে এসেছি হেঁটেই ফিরে যাবো

ফেরেশতা চেয়ে পুণ্যবান

পায়ে হেঁটে এসেছি হেঁটেই ফিরে যাবো

ফেরেশতা চেয়ে পুণ্যবান › বিস্তারিত পোস্টঃ

আমার শহরে তোমার বৃষ্টি

৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৩

আমার শহরে আজ তোমার বৃষ্টি এলো। তোমার সোনারঙ গালের আঁচের মতো পেলব বৃষ্টির ছাঁট এসে ছুঁয়ে দিচ্ছে আমাকে। আমি বৃষ্টির পানি না ছুঁয়েই হাতের আঙুলে স্পর্শ পাচ্ছি তোমার। বৃষ্টি পড়ার শব্দ তোমার কি অদ্ভুত চোখের মতো স্বচ্ছ। রুমঝুম রুমঝুম। আমার চারপাশে হাসছে তারা, নাচছে তুমুল। আহা আহা! তুমি কি আমার নিঃশ্বাসের শব্দ শুনছো? আমি বৃষ্টির পোলাও পোলাও গন্ধে নির্মিমেষ হয়ে মিশে যাচ্ছি। আমাকে আগলে ধরো পৃথিবীর সমস্ত মায়া হাসির কলরোল। তেরে বিনা কিয়া অজুদ মেরা...!



আমি ভীষণ হারিয়ে যাচ্ছি! তোমার দিকেই আমার বৃষ্টিরাতের যাত্রাপথ। এই পথই আমার। আমি তোমার পথেই বারবার লাহাজহীন হয়ে হাঁটি। তুমি বৃষ্টি হলে আমার পথ তুমি। তুমি মানে তুমিই। কিউঁ কি তুম হি হো... আব জিন্দেগি তুম হি হো...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.