![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিলখানার সত্য ১৬ বছরের বেশি হলো, হা-সিনা সরকার দিলোই না কাউকে ঘাটতে, বলতে বা আওয়াজটুকু পর্যন্ত তুলতে। অথচ একটু ভেতরে খোড়াখুড়ি করলেই সব সত্য পানির মতো পরিষ্কার সামনে দেখা দেবে!
.
প্রথমজনের নাম "লক্ষ্মণ সিংহ"।
এক্স ই-ন্ডি-য়া-ন আর্মি সোলজার (প্যারেন্ট রেজিমেন্ট - আসাম রাই*ফেলস), এক্স N•S•G কমান্ডো যিনি প্রেষণে 'র তে AFO পদে এজেন্ট হিসেবে চাকুরী করেছে বহুকাল। তার সম্পর্কে যদি স্পেসিফিকালি বলি, সে ইস*রাইলের মো*সাদ ট্রেইন্ড অপারেটিভ। 'র তে রিক্রুটমেন্টের পর তার ট্রেনিং সেইখানেই ওই কুখ্যাত সংস্থার দ্বারা হয়েছে। এদিকে, ই-ন্ডি-য়া-র দাবি মতে পুরো সাইউথ এশিয়ার শ্রেষ্ঠ স্না-ই-পা-র এই লক্ষ্মণ সিংহ।
.
লোকটাকে আমি জানতে পারি তার এক পডকাস্ট থেকে। সে এখন রিটায়ার্ড, ফিল্মমেকিং করে অলস আয়েসি জীবন অতিবাহিত করায় ব্যাস্ত। তার সম্পর্কে যখন আমি ঘাটাঘাটি করলাম, দেখলাম এই লোকটা নিজেই স্বীকার যাচ্ছে যে সে বাংলাদেশে অপারেশন করেছে এবং তাকে যতবারই জিজ্ঞেস করা হয় যে তার গোয়েন্দা ক্যারিয়ারজুড়ে সবচেয়ে বেশি সে কোন দেশে এঞ্জয় করেছে, তখন সবসময় তার উত্তর থাকে "বাংলাদেশ"।
.
পয়েন্ট টু বি নোটেড: একটা এজেন্টের জন্য সবচেয়ে বেশি আনন্দের বিষয়াদি কী? পিরিতি না শত্রুর র*ক্ত? এটার জবাব একটা ৫ বছরের শিশুরও জানা।
.
তারপর আরো ঘাটাঘাটি করলাম লোকটাকে নিয়ে। একদম বুদ হয়ে তার ব্যাপারে ফুল স্কেলে রিসার্চ করা শুরু করলাম। ভা-র-তে বসবাসরত আমার সকল সোর্সগুলোকে কাজে লাগালাম তার ব্যাপারে তথ্য কালেক্ট করতে। ওদিকে নিজেও দিন-রাত এক করে তার সকল বক্তব্য, অডিও, ভিডিও, পডকাস্ট, এক কথায় সবকিছুর আগাগোড়া দেখা শুরু করলাম, সন্দেহজনক বিভিন্ন ইনফরমেশন নোট করতে থাকলাম। ফলাফল?
.
ভয়ংকর জ্বালাময়ী কিছু বাস্তবতা!
৩ জন ইনফর্মার মারফতে যাচাই করলাম যে ২০০৮ এর আগে লোকটার পোস্টিং ছিলো ভা-র-তের নাগা*ল্যান্ডে একটি ইনফ্যান্ট্রি ইউনিটে। ২০০৮ এর মাঝামাঝি তাকে প্রেশণে সংযুক্ত করা হয় এই জা*হেলি 'র তে এবং কয়দিনের মাঝেই তাকে পোস্টেড করা হয় বাংলাদেশে। আমার এনালাইসিসমতে সে বর্ডার ক্রস করে দেশে ঢুকে নি। সে প্লেনে করেই ব্যাবসায়ীর কভারে বাংলাদেশে এন্ট্রি নিয়েছিলো। এবং বেশিরভাগ সময় মৌলভীবাজার জেলাতে অবস্থান করতো। থাকতো একটি পতি*তালয়ের কাছে একটি আবাসিক হোটেলে। সেখান থেকেই সে বর্ডার এলাকায় তৎকালীন B•D•R এর ইন্টার্নাল এফেয়ার্স ও মুভমেন্ট মনিটর করতো এবং ই-ন্ডি-য়া-তে VHF ব্যান্ডের দ্বারা ও মাঝে মাঝে গরু চোরাচা*লানকারীদের মারফতে চিরকুটযোগে ইনফরমেশন পাস করতো ওখান থেকে।
.
আমার এনালাইসিসমতে, তৎকালীন B•D•R এর ইন্টেলিজেন্স শাখার কাছে তথ্য ছিলো যে এই অঞ্চলে প্রতিবেশী দেশের কিছু গোয়েন্দা অপারেট করছে এবং যার ফলে সেখানে অতর্কিত টহল ও রেইডের সংখ্যা বেড়ে যায়। গোয়েন্দাদের কাছে ইনফরমেশন ছিলো যে এই লোকটি পতি*তালয়গুলোতে তার ইনফর্মার সার্কেল তৈরী করেছে এবং সেখানকার লোকাল দেহব্যা-বসায়ীদের দিয়েই সে বিভিন্ন সেনসিটিভ তথ্য সংগ্রহ করতো এবং লোকাল আওয়া*মী নেতাদের হানিট্র্যাপের মাধ্যমে ফাঁসিয়ে নিজের সোর্সের কাজ করাতো ব্ল্যাকমেইলের মাধ্যমে। আশ্চর্যজনকভাবে, এই লক্ষ্মণ সিংহ বেশ কয়েকটি পডকাস্টে এই পতি*তালয়ে অপারেট করার কথা স্বীকার করেছে এবং এও বলেছে যে একবার পুলিশ-B•D•R এর যৌথ অভিযানে সে ধরাও পড়তে নিয়েছিলো!
.
তবে আফসোস! শেষমেশ এই শুকো*রটা ধরা খায় নি। ধরা খেলে আমার দেশের ৫৭ জন বীর সন্তান আজও জীবিত থেকে দেশকে সামনের সারি থেকে নেতৃত্ব দিতো।
.
তারপর কী হয়েছে সেটা আর জানা যায় না তবে তাকে ২০০৯ এর মাঝামাঝি পাঠানো হয় N•S•G তে, এবং ঠিক এর পরেই তাকে বানানো হয় মো*দির PSO (পার্সনাল সিকিউরিটি অফিসার)। তাহলে কাহিনী কী?
.
পয়েন্ট টু বি নোটেড: তার লাইফে বাংলাদেশে অপারেট করা থেকে N•S•G'তে খু*নী মো*দির বডিগার্ড হওয়া পর্যন্ত এই যে টাইম গ্যাপ এক বছরের, এই বিষয়ে সে কখনো কোনো জায়গাতেই বলে না তবে এটা সর্বদা বলে যে "সবচেয়ে বেশি এঞ্জয় করেছি বাংলাদেশে।"
.
আর সে কোন সময়টাতে বাংলাদেশে ছিলো?
২০০৮ এর মাঝ থেকে ২০০৯ এর মাঝামাঝি!
এই বষয়টি ই-ন্ডি-য়া-ন বেশ কয়েকটি ইন্টার্নাল সোর্স কনফার্ম করেছে।
.
তাহলে এখন বলেন...
কী এমন করলে একটা শত্রু দেশের খু*নী এজেন্ট এই এক বছরের মধ্যে সে বলতে পারে "I enjoyed the most in Bangladesh"???
.
নিজের বিবেককে প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন।
আর দ্বিতীয় যে ব্যাক্তিকে দেখছেন, এই লোকটার নাম "রানদীপ রামেশ"। তৎকালীন "দ্যা গার্ডিয়ান" পত্রিকার সাউথ এশিয়া কোরেসপন্ডেন্ট।
ইনি-ই সেই ব্যাক্তি যে আমাদের B•D•R এর তৎকালীন DG, শহীদ মেজর জেনারেল শাকিল সাহেব নিহ*ত হবার খবরটি সবার আগে ফ্ল্যাশ করেছিলো ভা-র-তীয় মিডিয়াতে যখন আমাদের আর্মি, গোয়েন্দা সংস্থাগুলোও জানতো না যে ভেতরে কী হচ্ছে, মিডিয়া তো দূরের কথা!
.
তাহলে আমার প্রশ্ন হলো, সে কী খোদার তৈরী ফেরেশতা না জ্বিন-ভূত যে যখন পুরো দুনিয়া অন্ধকারে পিলখানা নিয়ে, তখন সে সবার আগে জানলো! তাও আবার আমাদের মিডিয়ার সাথে কোনরকম ইনফো শেয়ার না করে ডিরেক্ট ই-ন্ডি-য়া-ন মিডিয়াগুলোর থ্রুতে নিউজ করলো যে "Director General of B•D•R, Maj. Gen. Shakil has been ki*lled."
.
এখন দেখেন, আপনারা যা ভালো মনে করেন।
পুরো বিষয়টা বাংলাদেশের আপামর জনতার বিবেকের কাছে ছেড়ে দিলাম।
.
আর হ্যা! এখন বুঝেন যে কেনো আও*য়ামী সরকার ও হা-সিনা তাদের পতনের আগ পর্যন্ত কাউকে এই বিষয়ে আওয়াজ তুলতে দেয় নি, কেনো দেয় নি সুষ্ঠু তদন্ত ও বিচার হতে?
প্রভু বলে কথা!
---------Mohammad lyazi
১৩ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৩
কাঁউটাল বলেছেন:
২| ২০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
নকল কাক বলেছেন: আমি একটি বিজ্ঞান কল্পকাহিনি সিরিজ লিখছি, আপনাকে আমার ব্লগে এটি পড়ার আমন্ত্রণ রইল: অচেনা দিগন্ত (পর্ব-১)
৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৭
নকল কাক বলেছেন: আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।
০৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৮
কাঁউটাল বলেছেন: ওকে
৫| ০২ রা মে, ২০২৫ রাত ৯:০৯
Sulaiman hossain বলেছেন: বিচার হোক
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২৫ রাত ১২:১৯
খালিদ-০৭ বলেছেন: প্রমাণ কী?