![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???
.সিনেমা থিয়েটারে গিয়ে সর্বশেষ মুভি দেখলাম রা ওয়ান। এরপর আর থিয়েটারে যাওয়া হয়নি। পিকে দেখার ও খুব ইচ্ছে ছিল, সময়ের অভাবে যেতে পারিনি।
দিলওয়ালেতে শাহরুখ আর কাজল থাকায় ছবিটা দেখার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম,অবশেষে দেখা হয়ে গেল মুভিটি।
প্রথমে বলবো এটা শুধু শাহরুখ কেন্দ্রিক ছবি না! এই ছবি দিয়ে রানীর বেশে কামব্যাক করলো কাজল, স্পেশালি বরুণ দেওয়ান দশে দশ পাবে।
আর শাহরুখ তো শাহরুখই। কি অসাধারণ অভিনয়টা করলেন! আমার মতে শাহরুখের শ্রেষ্ঠ ছবি হতে যাচ্ছে তার ক্যারিয়ারে। আর কোন অঘটন না ঘটলে বলিউডের আয় করা ১ নাম্বারে চলে আসতে পারে।
বলিউডের কিং যদি শাহরুখ হয় তাহলে পরিচালকদের কিং রোহিত শেঠি। ছবিতে রোমান্স, এ্যাকশন, কমেডি সবই ছিল অতুলনীয়, তবে মুভিটার নাম দিলওয়ালে না দিয়ে কমেডি কোন নাম দিতে পারতো। কারণ রোমান্টিক সিনের মধ্যে ও কমেডি ছিল।
আশা করি দিলওয়ালে বলিউডের রেকর্ড করবে।
বেস্ট অব লাক কিং খান।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
আরণ্যক রাখাল বলেছেন: দেখবো| থিয়েটারে দেখার তো উপায় নেই| পাইরেসিই ভরসা!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
ফেরিওয়ালা দাদা বলেছেন: এক বালতি আপসুস
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
অশ্রুকারিগর বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: দেখবো| থিয়েটারে দেখার তো উপায় নেই| পাইরেসিই ভরসা!
ডিভিডি স্ক্রীন প্রিন্ট আসছে টরেন্টে, নামাইতে দিলাম। ভাল প্রিন্টের অপেক্ষা করব কিনা বুঝতেছিনা।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
ফেরিওয়ালা দাদা বলেছেন: টরেন্ট তে চলে আসছে?
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
কেউ নেই বলে নয় বলেছেন: প্রোমো দেইখা তো ভাবছিলাম সিরিয়াস টাইপের কিছু হবে। নামাইতে দিলাম। আজকে রাতেই দেখবো।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
ফেরিওয়ালা দাদা বলেছেন: গুড
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
অশ্রুকারিগর বলেছেন: হ্যা, টরেন্টবিডি ,কিক এস সব জায়গায় আসছে। হলপ্রিন্ট বলিউড মুভি তো রিলিজের দিনই পাওয়া যায়।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
গেম চেঞ্জার বলেছেন: আমি তো নামাইয়ালচি। দেখমু কি-না ভাবতাছিলাম।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০
শাহাদাত হোসেন বলেছেন: প্রশংসা করলেন নাকি ফান করছেন ।সবাই এই মুভির হেব্বি বদনাম করছে ।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪
ফেরিওয়ালা দাদা বলেছেন: বদনাম করলো আবার গাদা?
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
অভ্রনীল হৃদয় বলেছেন: এখনও দেখিনি। ডাউনলোড দিচ্ছি। দেখতে হবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
মেহেদী হাসান শীষ বলেছেন: হুম