![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???
এক টুকরো মেঘের ভিতরে আমার ঘর বাধতে ইচ্ছে করে
সূর্যাস্তের সময়।
আজকের চাদটা ও অনেক বড় বিমান থেকে বসে ছবিটি তুললাম
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
ফেরিওয়ালা দাদা বলেছেন: দাদা সাথে বউ থাকলে আরও বেশি মজা হত।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বলেছে ভাই!
তাদের ঝগড়ার সময়তো বর্ষাকালে
দেখেন না কি আক্রোশে ঝাপিয়ে পড়ে একে অন্য! আমরা কেঁপে উঠি বজ্রাঘাতে.. কড়ড়ড়ড়ড়ড়ড় কড়ড়ড়াৎ ধ্রুমমমমমমমমম
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
ফেরিওয়ালা দাদা বলেছেন: ঝগড়া করছে এটা আপনি কিভাবে বুঝলেন?? হয়তো ওরা গান ও গাইতে পারে তখন।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম ফেরিওয়ালা দাদা ভাই
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
ফেরিওয়ালা দাদা বলেছেন: আজ্ঞে ধন্যবাদ
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ঝগড়া করছে এটা আপনি কিভাবে বুঝলেন?? হয়তো ওরা গান ও গাইতে পারে তখন।
কি বল্লেন ভাই! এমন সুরে গান!!! আর
তা গাইলে বুঝি এমন বিদ্যুত চমক আর কলজে কাঁপানো বজ্র স্বর হয়???? তা কোন রাগে গায় তবে তারা!????
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার ছবি ও বর্ণনা।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
সাইফুল১৩৪০৫ বলেছেন: আমাদের গ্রামে এক মেয়ের নাম হচ্ছে শান্তি ভানু। মেয়েটার বিয়ে হয় ইদ্রিস আলী নামের আমাদের গ্রামেরই আরেক ভাইয়ের সাথে। এখন ঝরু নামের একজন ফান করে ডায়লোগ দিত শান্তি পাব কই? শান্তি গেছে ইদ্রিসের বাড়ি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
ফেরিওয়ালা দাদা বলেছেন: হিহিহি
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ সুন্দর। আমিও মেঘ দেখতে পছন্দ করি।
যদি আমার সিট জানালার পাশে না হয় তখন কষ্ট পাই।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ছবি । ভাল লেগেছে ।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪২
তার আর পর নেই… বলেছেন: দুই আর তিন নাম্বার ছবি কিভাবে তুললেন? অনেক আগে একবার বিমানে চড়েছিলাম। বন্ধ জানালা দিয়ে যেটুকু দেখা যায় তাই দেখেছিলাম। +++
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
ফেরিওয়ালা দাদা বলেছেন: জানালা বন্ধ অবস্থায় তুলছি।
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: +++
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
সাজিল বলেছেন: ++++
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
আরবি মুসাফির বলেছেন: খুব সুন্দর হয়েছে। শান্তি আর শান্তি। আকাশপানে যদি বাড়ী হতো.?