নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক এবং একটি মেয়ে

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

ফেসবুকে একটা মেয়ে তার ফ্রেন্ড লিস্ট থেকে ৫০ জন স্মার্ট ছেলেকে সিলেক্ট করবে চ্যাট করার জন্য। ৫০ জনের মধ্যে ১৫ জনকে বানাবে তার বেষ্ট ফ্রেন্ডের তালিকায়, বাকি ৩৫ জন ছেলেকেই মেয়েটির ভাল লাগে।
আবার এই ৩৫ জনের মধ্যে কিউট এবং হ্যান্ডসাম ছেলে দেখে ১০ জনকে বাছাই করবে। তার মধ্যে ৪ জনকে তার মোবাইল নাম্বার দিবে, বাকি ৬ জনের সাথে ধুমাইয়া চ্যাট করবে।
যে ৪ জনকে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তারা বাকি ৪৬ জনের মধ্যে স্পেশাল! তাদের বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করা হবে। এবং এই ৪ জনকেই তার বয়ফ্রেন্ড বানাবে, একসময় ৪ জন ছেলেই বুঝতে পারবে মেয়েটা তাদের সাথে ফুটবল বনাম ক্রিকেট বনাম হকি বনাম টেনিস বল খেলছে একসময় তারাও কেটে পড়বে। এতে মেয়েটি হতাশ হবে না, বরং আরও বেশি উগ্র হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে মেয়েটির..... আইটেম খেলা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

বিজন রয় বলেছেন: তাই নাকি?

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

দিনাজপুরিয়া বলেছেন: এত খেলা একসাথে ভাই ক্যামনে :(

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

চানাচুর বলেছেন: cow sar ভাইই ভাল আছেন?

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

ফেরিওয়ালা দাদা বলেছেন: ভাও কাকে বললেন?

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১০

মাসুদ_খান বলেছেন: পোষ্টি পড়ে বেশ মজা পেলাম। তবে ছেলেরাও কম যায় না। তবে একটি কথা শিকার করতেই হবে। মেয়েদের সর্বনাশ অন্য একটি মেয়ে ডেকে আনে। প্রথমে একটি মেয়ে একটি ছেলেকে ভালবাসা শেখিয়ে টিস্যু-পেপারের মত ছুড়ে ফেলে দেয় তারপর সেই ছেলেটি দশটা মেয়েকে টিস্যু পেপারের মত ব্যবহার করতে থাকে । এতে করে ছেলেরা হয়ে যায় খারাপ চরম অন্যায় কারী। কিন্তু এই অন্যায়ের পথ কে দেখালো এবং ছুড়ে ফেলা কে শেখালো???????

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

ফেরিওয়ালা দাদা বলেছেন: মেয়ে!

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: এত্ত গবেষণা , এই অপূর্ব ক্ষমতা খানা যদি ভালো কাজে লাগাতেনরে ভাই দেশ এর অনেক উন্নতি হতো ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

মৌমুমু বলেছেন: ১ জন মেয়ে=৫০ জন ছেলে!! ফেরিওয়ালা দাদা, ছেলের সংখ্যাটা কম হয়ে গেলোনা!! শতকরা(১০০) ধরে করলে হিসেবে সুবিধা হতো। উস্সুক মন জানতে চায়, ৫০ জনের মধ্যে কি আপনিও ছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.