| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরের মাঝামাঝি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বুদ্ধিজীবি, সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিদিনের খবরাখবর রাখছেন। প্রতিদিনের ঘটনাপঞ্জি নিয়ে নানান বিশ্লেষন করছেন। মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর সাফল্যের খবরে তারা আনন্দিত। মুক্তিযোদ্ধাদের ব্যর্থতার খবরে তারা উদ্বিগ্ন।
এমনই একদিন কলকাতার বুদ্ধিজীবি মহলে রটে গেল পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করবে। সব আয়োজন সম্পন্ন। কবি অন্নদাশঙ্কর রায় প্রথম খবরটা পেয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুভাষ মুখোপাধ্যায়েরা গড়ের মাঠে একটি প্রতিবাদ সমাবেশ ডাকেন। সেখানে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য আহবান জানানো হয় অন্নদাকে। বাংলাদেশ তথা পূর্ববঙ্গের প্রতি অন্নদার ছিল গভীর ভালোবাসা আর আবেগ। তার জন্ম যদিও পূর্ববঙ্গে নয়, কিন্তু তার দুটি সন্তানের জন্ম এখানে। আর জীবনের দুটি ভাগ তিনি কাটান পূর্ববঙ্গে। তো গড়ের মাঠে যাওয়ার জন্য বাড়তি টান ছিল তার। গেলেন, কিন্তু এত ভিড় ছিল তিনি ভিতরে পৌছাতেই পারলেন না। তখন তার বয়স ৭০ এর কাছাকাছি। যদিও তিনি শারীরিকভাবে শক্ত-সামর্থ ছিলেন।
ফিরে বাসায় এসে তার বক্তব্যটি তিনি কবিতায় রুপ দিলেন,
যতদিন রবে পদ্মা যমুনা
গৌরি মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান
দিকে দিকে আজ রক্তগঙ্গা
অশ্রুগঙ্গা বহমান
তবু নাহি ভয় হবে হবে জয়
জয় মুজিবুর রহমান।
এখানে বিশেষ গুরুত্বপূর্ন দিক হলো, অন্নদা আশঙ্কা করেছিলেন শেখ মুজিবকে মেরে ফেলা হবে। তাই তিনি এ কবিতাটি লেখেন। তিনি যদি অন্যরকম ভাবতেন, বা তার মধ্যে যদি চিন্তা আসতো, শেখ মুজিবকে পাকিস্তানিরা মারার ঝুকি নেবে না, তবে কী ওই কবিতাটির সৃষ্টি হতো? আমার মনে প্রশ্ন জাগে। আর তিনি যদি গড়ের মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন, তবে হয়তো কবিতাটি সৃষ্টি হতো না। বা তিনি যদি বাসায় এসে ওই সময় কলম, কাগজ নিয়ে না বসতেন, তাহলে কী হতো কে জানে। অনবদ্য, ঐতিহাসিক কবিতাটি হয়তো লেখাই হতো না।
অন্নদাশঙ্কর রায়ের 'আমার ভালোবাসার বাংলাদেশ' বইটি পড়ে আমার এমন মনে হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৩
কাজী আলিম জামান বলেছেন: বেলাল, ধন্যবাদ। লিঙ্ক আছে কী না জানা নেই ভাই। তবে বইটি সংগ্রহ করতে পারেন। প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২২
কিবর বলেছেন: শেখ মুজিবুর রহমানের কীর্তি স্বরন রাখার জন্য আমাদের নদীগুলোকে বাচিয়ে রাখতে হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৯
কাজী আলিম জামান বলেছেন: মন্তব্যটি মজার। তবে নদীগুলো মরে গেলে তিনি স্মরণে থাকবেন না, তা হয় তো গ্যারান্টি দেওয়া যাবে না কিবর
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৬
কাজী আলিম জামান বলেছেন: কিবরকে একজন পরিবেশবাদী ভেবে ভালো লাগছে!
৩|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১২
মামুন বিদ্রোহী বলেছেন: কিবর বলেছেন: শেখ মুজিবুর রহমানের কীর্তি স্বরন রাখার জন্য আমাদের নদীগুলোকে বাচিয়ে রাখতে হবে।
..................... আপনার মন্তব্যটি মনে লাগল
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭
কাজী আলিম জামান বলেছেন: কিবর ও মামুনকে একজন পরিবেশবাদী ভেবে ভালো লাগছে!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৯
ফয়জুল আলম বেলাল বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ । 'আমার ভালোবাসার বাংলাদেশ' বইটির কোন লিংক পাওয়া যাবে কি?