| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহ্য দুপুর, আগুন-বিকেল, হাহাকার ওঠা সন্ধ্যা
তবু গভীর রাতটা আমার খুব প্রিয়
চন্দ্র মাঝ আকাশে, নির্ভার চরাচর
তোমাকে খোঁজার এই তো সময়
কেবল আমি নই, সেও
কোথায় তুমি প্রিয়
মুকুলধরা আমগাছের নিচে
শুকিয়ে যাওয়া পুকুরঘাটে
পাশাপাশি বসার চিহ্ন আজও বর্তমান
তোমার ঘ্রাণ পাই, কাঁঠালিচাপার মতো
পায়ে চলার শব্দ এ আর রহমানের সুর হয়ে বাজে
কিন্তু গেলে কোথায় তুমি এই রোদের দুপুরে
তাকিয়ে থাকি অনন্তলোকে
হঠাৎ মৌচাক ভেঙে একদল মৌমাছি
কানে কানে গান শুনিয়ে বলে,
এত উতলা কেন, আনাড়ি কবি
তোমার সে আসবে, বর্ষা হয়ে
মাত্র তো দুটো মাসের অপেক্ষা
আমি বলি, তবে আমি ঘুমালাম, ডেকে দিয়ো
ঢাকা, ২৯ ফাল্গুন, ১৪২০
২|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
কাজী আলিম জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পড়ার জন্য এবং চমৎকার মন্তব্যের জন্য
৩|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১
অন্ধবিন্দু বলেছেন:
হঠাৎ মৌচাক ভেঙে একদল মৌমাছি
কানে কানে গান শুনিয়ে বলে,
এত উতলা কেন, আনাড়ি কবি
কবির ইচ্ছা পূরণ হোক ...
কবিতায় ভালোলাগা।
৪|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩
কাজী আলিম জামান বলেছেন: অন্ধবিন্দু, বৈশাখের এই দুপুরে অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
মেঘরোদ্দুর বলেছেন: সুন্দর!!