নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধেরসাধনামম শুন্যগগণ বিহারীআমি আপন মনেরমাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-

Kazi Emran

Kazi Emran › বিস্তারিত পোস্টঃ

\'\'ভালবাসার অপেক্ষা"

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৪

ইতি তোমার আর আমার ভালবাসার মধ্যে পার্থক্য কি জান?
-কি?
- তোমাকে আমার ভালবাসতে ইচ্ছে করে তাই ভালবাসি; আর আমি তোমাকে ভালবাসি তাই তুমি আমাকে ভালবাস। কিছু বুঝলে?
- না।
বিষন্ন মুখে ইতি ছাঁদে চলে গেল। তার মায়াবী মুখে বিষন্নতার ছাপ আসলে তাকে দেখা যায় পূর্ণিমার চাঁদের মত। ছাঁদের এক কোনে তার ছোট্ট বাগানটিতে আজ চারটা গোলাপ ফোটেছে। না... চারটা না! বাগানের সবচেয়ে অবহেলিত গাছটিতেও একটি ফুল। ঝরে যাওয়া ফুল। অনেক গুলো পাপড়ি ঝরে শুকিয়ে গিয়েছে। মনেহচ্ছে কিছুদিন আগের ফোটা। দেখেই বুঝা যাচ্ছে এই ফুলটাই তার বাগানের সবচেয়ে বড় আর সুন্দর ফুল ছিল। অথচ এতদিন তার চোখেই পরেনি। ইদানিং সব সুন্দর বিষয়গুলোই তার চোখের আড়ালে ঘটে যাচ্ছে।
তার মনে পরলো অযত্নে রাখা এই গাছটার প্রায় সব ডালই সে কেঁটে দিয়েছিলেন; গাছটার বৃদ্ধি হচ্ছিলনা, ফুল ধরছিলনা বলেই।
ইস্... অপেক্ষা করলে কতইনা ভাল হতো। তার আফসোসের সীমা রইলনা। একাকী সময় এই বাগান নিয়েই কাটায় সে। এই বাগানটাকে যে সে কত ভালবাসে..!! তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের একটা হচ্ছে ভালবাসার অপেক্ষা।

(সংক্ষেপিত)

- কাজী ইমরান। (১৪ ফেব্রুয়ারির প্রথম ঘন্টায় ২০২০)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

নেওয়াজ আলি বলেছেন: ফাগুনের শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০২

Kazi Emran বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: ওকে।

০২ রা মে, ২০২০ রাত ১১:৪৩

Kazi Emran বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.