![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই নাই ।খুব সাধারণ মধ্যবিত্ত পরিরাবের সাধারণ একজন ছেলে আমি ।আমার পরিবারে বাবা ,মা , দুই বোন আছে। তেমন কোন বিশেষত্ব নাই ।তবে মোটামুটি সব কিছুই একটু একটু পারি ।তবে একটা কাজ একদম ই পারি না সেটা হচ্ছে কাউকে নিজের কাছে ধরে রাখা ।আজ পর্যন্ত এই কাজ টা কখনও করতে পারি নাই ।কেউ আমার খুব কাছে চলে আসলে সে বেশিদিন থাকে না ।একসময় কোন না কোন কারনে দুরে চলে যায় । সবাই হয়ত এটা ভাবতেছেন যে ছ্যাকা খেয়ে এসব বকছি ।না সেরকম কিছু না ।একজন কে ভালবাসি তবে সেটাই আমার প্রধান সমস্যা ।পারিবারিক কিছু কারনে ভালবাসাটা এলোমেলো হয়ে গেছে আর সাথেজীবনের অনেক কিছুই নষ্ট করে দিয়ে গেছে ।অনেকের সাথে এই কারনে সম্পর্ক খারাপ হয়ে গেছে ,যারা আমার খুব প্রিয় কিছু মানুষ ছিল ।।তাদের অনেকেই এখন আমার সাথে কথাই বলে না । বয়স বেশি হয় নি ।তবে এই ছোট জীবনেই জীবনের অনেক কিছুই দেখে ফেলছি ।সফলতা ,ব্যার্থতা ,সফলতার পর সবার অভিনন্দন ,ব্যার্থতার পর সবার ব্যাবহার এসব বিষয় গুলো খুব ভালভাবে দেখছি ।অনেক কিছু উপলব্ধিও করছি । একটা কথা জোর দিয়ে বলতে পারি সেটা হল দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ এক পা এখন আর ফেলে না ।এখন সবাই স্বার্থপর ।তাই স্বার্থপর হওয়ার চেষ্টায় আছি আমার ফেসবুক আইডি লিঙ্ক : https://www.facebook.com/keishuvo
আমাদের আশেপাশে দুইধরনের বন্ধু বিরাজমান।
অনেক বন্ধু যারা সবসময়ই আপনার আশেপাশে থাকবে, আপনি যা বলবেন তারা তাতেই আছে, ভালোই হইছে বেশ হইছে আমি আছি তোর সাথে। ভালো খারাপের বাছবিচার নাই সবকিছুতেই আপনার সাথে হয় হয় করবে। কিন্তু কখনই যেচে আপনার বিপদের এরা নিজে থেকে উপকারে আসবেনা। বড়জোর বলতে পারে এখানে যাও ওখানে যাও কিন্তু নিজে কিছুই করবেনা।
এরা শুধু আপনার সুখের সময়টাকেই ভোগ করবে। আসল বিপদে আপনি টের পাবেন আপনি খুব একা, অসহায়।
কিছু বন্ধু পাবেন এরা আপনার উপর খবরদারি করবে। এই তুই এটা করছিস কেন? এটা ঠিক না, ওখানে গেলি কেন? এরা মানুষ ভালো না, ওই জায়গাটা খুব খারাপ, ইত্যাদি বলে বলে আপনার কান জ্বালাপালা করে দেবে।
তারা সবজায়গায় সবকিছুতে আপনার সাথে না থাকলেও ভালো কিছুতে থাকবে। কিন্তু নজরদারি ও খবরদারি করে বলে আপনি তাদের তেমন একটা পছন্দ করেন না। কিন্তু বিপদের পরলে এরাই নিজের অনেক কিছু স্বেচ্ছায় উৎসর্গ করে হলেও আপনার পাশে দাঁড়ায়। এরাই বিপদের বন্ধু। কিন্তু আমরা চিনতে ভুল করি তাদের।
উপরের দুইধরনের বন্ধু কখনোই আমরা সঠিক সময়ে চিনতে পারিনা, ভুল করে হারিয়ে তাদের চিনতে পারি।
একটু মিলিয়ে দেখ আসলেই সত্যি কিনা। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কিন্তু সেটা যদি হয় সঠিক ও ভালো বন্ধু।
ভালো বন্ধুরা একটু খেয়াল রাখে বেশি আর তাই ভালো-মন্দের খবরদারি ও নজরদারি করতেই পারে,
এতে ইগোতে লাগার কিছু নেই।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: সৌভাগ্য বশত: বিপদের সময় নি:স্বার্থে ঝাপিয়ে পড়ার মতো আর যে কোন সময় কোন কথা ছাড়া সার্বিক ভাবে সমর্থন করার মতো আনেক গুলো পরিক্ষীত বন্ধু আছে আমার। কিন্তু ওদের জন্যে আমি কিছুই করতে পারলাম না এখনো।