নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে
জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে মাঠে-ময়দানে তো যুদ্ধ হচ্ছেই। কিন্তু এবার ইন্টারনেটে আইএসের বিরুদ্ধে অভিনব এক পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী। আইএসের বিভিন্ন ছবিতে ফটোশপের মাধ্যমে রাবারের হাঁসের ছবি যোগ করে ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে ইন্টারনেটে পোস্ট করছেন তারা। এই উদ্যোগ 'হাঁস উপহাস' আন্দোলন নামে পরিচিতি পেতে শুরু করেছে।
‘ফোরচ্যান’ নামের একটি ছবিভিত্তিক অনলাইন বুলেটিন বোর্ডের ব্যবহারকারীরা প্রথম আইএসের প্রোপাগান্ডামূলক ছবিগুলোকে এভাবে পাল্টে দিয়ে ব্যাঙ্গাত্মক এই প্রতিবাদ আন্দোলন শুরু করেন। তাদের এই আন্দোলনে প্রতিদিন যোগ দিচ্ছে আরো অনেকে।
ফোরচ্যানের এক ব্যবহারকারী একদিন একটি পোস্ট লেখেন, ‘আইএসের প্রোপাগান্ডা ছবিগুলোতে সবগুলো মুখ রাবারের হাঁসের মুখ দিয়ে পাল্টে দিলে কেমন হয়?’ তারপর থেকেই চলছে ভিন্নধর্মী এই প্রতিবাদ কর্মসূচি।
ছবিতে ব্যবহৃত হলুদ রঙের রাবারের তৈরি হাঁসগুলো পশ্চিমা দেশগুলোতে গোসলের সময় সঙ্গে রাখে অনেকে। বাচ্চাদের গোসলের সময় খেলনা হিসেবেও কাজ করে হাঁসটি।
ফেসবুকে পরিবর্তিত এই ছবিগুলো ‘ক্রিয়েটস দ্যা ডাক স্টেট’ নামের একটি অ্যালবামে শেয়ার করা হয়েছে। ছবি শেয়ারিং ওয়েবসাইট ‘ইমেজার’-এ অ্যালবামটি দেখা হয়েছে এক লাখ বারেরও বেশি।
আইএসের পতাকায় লেখা পাল্টানোর পাশাপাশি সেখানে হাঁসের ছবি যোগ করা হয়েছে তিরস্কারের অংশ হিসেবে।
অ্যালবামে এক ব্যবহারকারী উপহাস করে লিখেছেন, ‘দারুণ, এখন আমি গোসল করতেও ভয় পাচ্ছি’!
আইএস নেতা আবু বকর আল বাগদাদির ছবিও ফটোশপে পরিবর্তন করে হাঁসের মুখ যোগ করেন এক ব্যবহারকারী।
প্যারিস হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার প্রতিবাদে হ্যাকিং গ্রুপ ‘অ্যাননিমাস’ আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দু’সপ্তাহের মাথাই হাঁস দিয়ে উপহাসের এই আন্দোলন শুরু হলো।
----সৌজন্যে-চ্যানেল আই
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
অদৃশ্য যোদ্ধা বলেছেন: না বললেও চলবে আপু
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
ডেড আকাশ বলেছেন: আইএস কি দোষ করছে?
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: আইএসের উচিত প্যারিস হামলার মতো খ্রিস্টান সন্ত্রাসীদের উপর আরো হামলা চালানো, তারা তা না করে মুসলিমদের হত্যা করছে
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
অদৃশ্য যোদ্ধা বলেছেন: আইএস যে কি তা সবারই এখন বুঝা হয়ে গেছে। এরা নাস্তিকদের চেয়েও হাজার গুণ খারাপ।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
তাশফিয়া নওরিন বলেছেন: kichu komuna