![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মার্জিয়া,
প্রথমে নাও হ্মদয়ের প্রমাণ চাপ ও তাপে এক মৌল পরমাণু ভালবাসা । তুমি আমার প্রেম পর্যায় সারণির 110 নং মৌল । তুমি আমার অনেক রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার ফল । তুমি শেষ হলে হলেই আমি শেষ ।
তোমকে একদিন না দেখলে আমার হ্মদয় কার্বন-ডাই-অক্সাইডে ভরে যায় । আবার যখন তোমার দেখা পাই তখন কার্বন-ডাই-অক্সাইড অপসারিত হয়ে অক্সিজেন ভরে ওঠে । তোমার চোখ দেখে মনে হয় যেন ওই চোখ থেকে রাদারফোর্ডর ভালবাসা মডেলের আলফা কণা বিচ্ছুরিত হচ্ছে । তোমার চোখের ওই চাহনি গামা রশ্মির মত আমার হ্মদয় ভেদ করে বের হয়ে যায় । তোমার আর আমার মধ্যে প্রেমের যে সিগমা বন্ধন সৃষ্টি হয়ছে তা কখনো ভেঙ্গে যাওয়ার নয় । অণুকে ভাঙ্গলে পরমাণু পাওয়া যায়, আবার পরমাণুকে ভাঙ্গলে পাওয়া যায় মৌলিক কণিকা । কিন্তু আমার এই হ্মদয়টা ছিন্ন-ভিন্ন করে ফেললেও তোমাকে ছাড়া অন্য কিছুই পাওয়া যাবে না । আমার প্রেম বোরের পরমাণুর মডেলের মতো না যে তোমার চেয়ে সুন্দরী কোন মেয়ে দেখলে তোমাকে ছেড়ে এক লাফ দিয়ে তার গলায় ঝুলে পড়ব । আবার তার কাছ থেকে ছ্যাকা খেয়ে আরেক লাফ দিয়ে তোমার কাছে ফিরে আসব । বার্জেলিয়াসের সুত্র ভুল প্রমাণিত হয়েছে । কিন্তু তোমার আমার প্রেম কখনোই ভুল প্রমাণিত হবে না । নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যেমন ঘুরতে থাকে । ঠিক তেমনি আমিও প্রত্যেক বিকালে তোমার বাড়ির চারদিকে ঘুরতে থাকি তোমাকে এক পলক দেখার প্রত্যাশায় । তুমি আর হিলিয়াম গ্যাসের মতো নিষ্ক্রিয় না থেকে লিথিয়ামের মতো সক্রিয় হয়ে আমার প্রেমে সাড়া দাও ।
তাই সাবধান এপ্রন ও নিরাপদ চশমা না পরে বাড়ির বাইরে বের হবে না ।
ইতি
তোমার প্রেমাকাঙ্খী
ক্যাম(chem)
সংগৃহীতঃ আলপিন (25/04/2005)***প্রথম আঁলো***
“অনেক স্মৃতি
বুকের গুদাম ঘরে
তোমার কথা
শুধুই মনে পড়ে”
২| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আমি মাসুদ বলেছেন: তোমার কথা
শুধুই মনে পড়ে”
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫
প্রত্যাবর্তন@ বলেছেন: রসায়ন শিখলাম ।