| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্যের আভায়,
উদ্বেলিত সূচনায়,
আলোকিত চারপাশ,
দূর শালিকের ডাক,
ক্লান্ত পথিকের হাক,
নির্লিপ্ত অবকাশ।
নিবদ্ধ দৃষ্টি জোড়া,
নিঃসীম, অপার মায়া ভরা।
তপ্ত বালুকায়,
উত্তাপ যত ছড়ায়,
রৌদ্ররাশি ছোয় মধ্যগগন,
কত হৈচৈ, মাখামাখি,
কোকিলের ডাক, সুরের আকাআকি,
কত আশা, ভালবাসা, স্বপ্নবুনন।
শান্ত, বিকেল স্নিগ্ধতায় মিশে,
বাউলের গানে,
জীবনের আহ্বানে,
প্রলম্বিত কামনা,
অগোছালো মেঘ,
নিয়ন্রনহীন আবেগ,
দূর নিলীমায় আনমনা,
ঝাপসা চোখ ডুবে যায় না মেলার হিসেব নিকেশে।
আলো যত কমে,
অন্ধকার তত নামে,
আশা নিরাশার ভেলায়,
বেহিসেবি অবেলায়,
সাঙ্গ হয় সব,
থামে জীবনের উৎসব,
মায়াভরা এই ভবে,
ভোরের সূর্য একা একাই ডোবে।
......... খালিদ মাহবুব (রোমেল) ০৭.০৯.২০১৫ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯
এহসান সাবির বলেছেন: বেশ!