নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My pain is constant & sharp..... and I do not hope a better world for anyone....In-fact i want my pain to be inflicted on others................ !!

সৌরভ খান (বিমূর্ত)

সৌরভ খান (বিমূর্ত)

সৌরভ খান (বিমূর্ত) › বিস্তারিত পোস্টঃ

প্রামানিক ভাই! অনুগ্রহ-পূর্বক আমাকে মার্জনা করুন!! [ সৌরভ খান-বিমূর্ত ]

২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:২০

কিছুদিন পূর্বে আমি ''জনাব প্রামাণিক"-নামক এক সুনামধন্য ব্লগারের একটি পোষ্ট ভুলবশত সমালচনা-মূলক একটি মন্তব্য করেছিলাম। যা ছিল নিছক আমার একটি অনিচ্ছাকৃত ভুল। আমি স্রষ্টাকে ভয় করি। এই কারনে কোনভাবেই ইচ্ছাকৃতভাবে আমার দ্বারা এমন একটি মিথ্যা অপবাদ কখনোই সংগঠিত হতে পারেনা।

মন্তব্যটি হল- Click This Link

“[[ লিখাটি মেজর জাহান মিয়ার বই সমকাল পর্ব-১ (বই)এর আর্টিকেল থেকে সবটাই হুবুহু নকল করা হয়েছে নিজের নামে।ছি! ছি! তোমরা কেমন মুমিন! ধিক্কার তোমাদের.!!!! তোমরা কি প্রশংসা কুড়ানোর জন্য ইসলাম নিয়ে গবেষণা কর। তোমার সবগুলো রচনাই বাইজিদ খান, কাজি জাহান মিয়ার বই থেকে নকল করা যার রেফারেন্স পর্যন্ত তুমি দাওনি। ছি! ধিক তোমাদের। তোমরা নিজেরা যা করবার যোগ্যতা রাখনা-তার জন্য প্রশংসিত হতে চাও?? তোমরা কি কুরআন পাঠ করনি?? যেখানে সৃষ্টিকর্তা বলেছেন-“যারা নিজেদের কৃতকর্মে উল্লসিত হয় এবং নিজেরা যা করেনি এমন কাজের জন্য ক্রেডিট কুঁড়াতে (প্রশংসিত হতে)ভালোবাসে-তোমরা কি মনে কর তারা আল্লাহ্‌র শাস্তি হতে কখনও মুক্তি লাভ করবে??
-না কস্মিনকালেও তা মনে করোনা! কারণ-তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি”-[সূরা-আল ইমরান-১৮৮]]”

আসলে '‘আশরাফ মাহাবুদ’' নামক এক ভণ্ড ব্লগারের কিছু নকল করা প্রবন্ধে আমি- উক্ত সমালোচনামূলক মন্তব্যটি করতে চেয়েছিলাম এবং তা করেছিও-(Click This Link )–এই ফেক ব্লগার লজ্জায় আমার মন্তব্যের প্রতিউত্তর পর্যন্ত প্রদান করেনি এবং উনাকে সতর্ক করা শর্তেও তার নকল করা আর্টিকেলগুলো রিমুভ করেনি। আমি উনাকে এতোটা নিচে নামাতে চাইনি। অথাপিও অনিচ্ছা শর্তেও বাধ্য হয়েছি। এই কারণে যে ওয়ার্ন করা শর্তেও তিনি তার নকল করা পোষ্টগুলো রিমুভ করেনি।
সুতরাং- বাধ্য হয়েই আমাকে এই ফেক ব্লগারের মুখোশ উন্মোচন করতে ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়েছে। তিনি যদি নিছক পার্থিব কোন বিষয়ের ব্লগার হতেন, তাহলে হয়ত বিষয়টি এড়িয়ে যেতাম। কিন্তু ইসলাম খুবই স্পর্শকাতর বিষয়। এর সাথে আমাদের বিশ্বাস-অবিশ্বাসের মূল্যবোধ জড়িত।

ওই সাগ্লার ব্লগার-মেজর জাহান মিয়া, লিউ লুইস, বায়েজিদ খান সহ আরও বিভিন্ন বিদেশি লেখকেদের বইপত্র ও অনলাইন প্রবন্ধ থেকে হুবুহু আর্টিকেল পাইরেসি বা চুরি করে-শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করবার মাধ্যমে অন্যের কৃতিত্বের ফসল বা রচনা নিজের নামে চালিয়ে লাইক-কমেন্টের প্রশংসনীয় ক্রেডিট ভক্ষণ করছেন। এই জঘন্য কর্মের কোন প্রকার অনুমোদন ইসলামে নেই।
সুতরাং ইমান বা বিশ্বাসের স্বার্থে-ইসলামের বিশুদ্ধতা অক্ষুণ্ণ রাখতে, যারা ইসলাম প্রচারের নামে ইসলামের কলম যোদ্ধাদের পবিত্র লিখনিকে অবমাননা করে চলেছে- তাদের মুখোশ খুলে ফেলা চাই!!

কারণ সৃষ্টিকর্তা বলেছেন -"সত্য থেকে মিথ্যা আলাদা না করা পর্যন্ত আল্লাহ্‌ কাউকেই ছাড় দেবেননা" -[আল-কুরআন]।
ইসলাম প্রতিটি মানুষের নিজ নিজ স্বকীয় চিন্তা-গবেষণা ও ভাব-মতবাদকে সতন্ত্র-স্বাধীনভাবে ভাববার, প্রকাশ করবার ও তা পরিপূর্ণরূপে নিরাপত্তা বিধানে প্রেরণা যোগায়।

কারও কোন অধিকার নেই অন্যের সতন্ত্র আবিস্কারকে চুরি করে নিজের নামে পেটেন্ট করার। চুরি- হাত কাঁটা যাবার মত অপরাধ- চোরগুলোর লক্ষ্য-উদ্দেশ্য যতই একমুখী হোকনা কেন কিনবা সেটা যে ধরনেরই চুরি হোকনা কেন? যার যার চিন্তা তার তার- কিন্তু ইমানি আদর্শের একাত্মতা সবার।

আমি এই ফেক দাওয়াতির কিছু ব্লকের লিঙ্ক দিচ্ছি--যার সবগুলোই ইসলাম প্রচারের নামে এই স্মাগ্লার-ব্লুগার তার ব্লগে জাহান মিয়া,বাইজিদ খান, নুর ইমরানেরসহ অন্যান্য দেশি-বিদেশি ইসলামিক স্কলারদের বইগুলো থেকে হুবুহু আর্টিকেল নকল করে-শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিচ্ছে!!
এই হল তার প্রমানসমূহের কিছু নমুনা---
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29417930… Click This Link Click This Link
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29611939
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29611902
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29611641
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29608921
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29508410
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29507086
https://www.facebook.com/ashraf.mahmud3?fref=st
https://www.facebook.com/ashraf.mahmud3

প্রামাণিক ভাই- মূলত আমি ওই ফেক ব্লগারের মুখোশ উন্মোচন করতে গিয়েই অজ্ঞানতাবশত আমি আপনার এই উক্ত (Click This Link)-পোষ্টে কমেন্ট করেছি। মনের অজান্তেই হয়ত আমি আপনাকে অত্যন্ত বাজেভাবে আঘাত দিয়ে ফেলেছি।
সুতরাং আমার কৃতকর্মের জন্য আমি বিনীত চিত্তে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি!!
আনুগ্রহ পূর্বক আমাকে ভুল বুঝবেনা। দয়া করে এই ক্ষুদে বালকের কৃতকর্ম ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন !! আর আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনার যেই ক্ষতি হয়েছে-তার জন্য সত্যিই আমি আন্তরিকভাবে অনুতপ্ত।
আশা করি -রাগ মুছে ফেলে আমার প্রতি একটু করুণার দৃষ্টি নিক্ষেপ করবেন। দয়া করে আমার উপর মনঃক্ষুণ্ণ হবেন না।

প্রামানিক ভাই!! দয়া করে আমাকে মার্জনা করুণ!! ছোটভাই হিসেবে আমি আপনার সহানুভূতি, অনুকম্পা ও স্নেহ কামনা করছি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৫

আবুল হায়াত রকি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। সাথে লিঙ্ক দিয়ে খুব ভাল করেছেন। সময় করে বাকিটা নিশ্চয়ই দেখব।

আপনাকে আন্তরিক ধন্যবাদ ও মূগ্ধতা।

২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্ষমা চেয়ে ভালো করেছেন। আশা করছি, প্রামানিক ভাই আপনার কৃতকর্মের কথা ভুলে যাবেন এবং আপনাকে মার্জনা করবেন। আপনাকে ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: আপনি ক্ষমা প্রার্থনা করায় আপনার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলাম।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৫

সৌরভ খান (বিমূর্ত) বলেছেন: আমার মার্জনা মঞ্জুর করবার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ প্রামানিক ভাই। আশরাফ ভাই ও রকি ভাইকে অজস্র ধন্যবাদ। সকলের প্রতি আল্লাহ্‌র দয়া, অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.