![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি
আজকের সন্ধ্যাটা বিষন্ন। এই সন্ধ্যায় এই দুটো কবিতা মনের মধ্যে বারবার কেউ যেন আবৃত্তি করছে
"সে আমায় না হোক, কেউ অন্তত কাউকে
ভালোবাসার মতো করে ভালোবাসুক
সময় বিরুদ্ধে যাক
অসুখ তাড়া করে ফিরুক
তবু হাত না ছাড়ুক,
তবু হাত না ছাড়ুক ...।"
____ রুদ্র গোস্বামী
"অনেক দিন হল দেখি না
জানি না কুশল সংবাদ অথবা তুমি কেমন আছো
শুধু মাঝে মাঝে মনে হয়
আমি যেমন বেঁচে আছি তুমিও কী তেমন বিচ্ছিরি ভাবে বাঁচো?"
_____রুদ্র গোস্বামী
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
আকতার আর হোসাইন বলেছেন: ভাল লাগলো ভাই।। খুব ভাল লাগলো...
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো।