![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- খান সাইদ
অনুভবে আমন্ত্রনে বিষর্র্ন্ন বিকেলে
বসন্তের বোতাম খোলা নগ্ন সকালে,
লক্ষ কোটি বৎসর পরে মনে পড়ে
পঞ্চবটিতে যাই যৌবন মন ধরে,
কুবলয়ে নীলউৎপল সরোবরে
মধু কর আমি মধু নেব আহরনে,
মেঘবালিকা পুর্ণ চার্জেই এসো কাছে
চাজির্ত হয়ে অনুভবে রইবো পাশে !
মধ্যরাতে চার্জিত কণা বসন্ত আনে
বিপরীতে মেঘবালিকা যৌবন টানে,
লক্ষকোটি চার্জিত কণা হয় যে মুক্ত
ইলেকট্রন কণা গুলি ভুগর্ভে যুক্ত,
পৃথিবী বসন্ত কণা মমতায় থাকে
আদর সোহাগে মাখামাখি হয় বাঁকে !
১৫৩১৫
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪
খান সাঈদ বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: এতো কঠিন ভাষা! কি দরকার? ভালোই লেগেছে অবশ্য সনেটটা
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮
খান সাঈদ বলেছেন: ভাই অসংখ্য ভালবাসা রইলো ,মাইকেল দাদার ভাষাটি সহজ ও আধুনিক করছি
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সনেট ভাল লাগল । কবিতায় শুভকামনা ।