![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজু আর দিপু খুব আড্ডা দিতাম। একদিন রাতে শাহ্ মখদুম হলের ডায়নিং এ খাবার পর হাটতে হাটতে জোহা হলের পেছনে বিশ্ববিদ্যালয়ের বধ্যভুমিতে গেলাম ৩ জন। জোহা হল ছিল ৭১ এ পাকিস্থানী হানাদার বাহিনীর ক্যাম্প। তখনকার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী দের ধরে এখানে অমানবিক অত্যাচার করা হত আর এর পেছনের বধ্যভূমিতে অমানবিক ভাবে তাদের মারা হত। অনেকক্ষন গল্প করার পর আমরা ৩ জনেই চুপ। শুয়ে আছি বধ্যভূমিটার ঠিক মাঝখানে। কারও মূখে কোন কথা নেই। অথচ আমরা একসাথে থাকলে এমনটি কখনই হয়না। যেন সবাই নিশ্চুপ হয়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে। হ্যাঁ আমরা তখন কিছু শুনতে পায়নি তবে ঠিকই অনুভব করতে পেরেছিলাম লাখো শহীদের আর্তনাদ। সেদিন আকাশে অনেক তারা ছিল। খোলা আকাশপানে শুয়ে নিশ্চুপ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখছিলাম, একটুও ক্লান্তি বা ঘুম আসেনি সেরাতে। ঝিরিঝিরি বাতাসে হালকা ঠান্ডায় অবূর্ব শিহরন জাগছিল মনে। মধ্যরাতে ঝটিকা গতিতে ঠিক পাশের রেললাইন দিয়ে ছুটে গেল কোন এক ট্রেন তীব্র আলোয় রাস্তা চিরে। ট্রেনের ঝিকঝিক শব্দ অনেকক্ষন ধরে প্রতিফলিত হল দূরের বিল্ডিংগুলোয়। একভাবে আকাশের দিকে তাকিয়ে আছি আমরা.....আস্তে আস্তে ভোর হচ্ছিল, স্পষ্ট দেখছিলাম...একটা একটা করে আকাশের তারা গুলি নিভে যাচ্ছিল। হঠাত রাজু বলল দেখদেখ আমাদের জীবন থেকেও সোনালী দিনগুলি ঠিক এইভাবে তারার মতই চলে যাচ্ছে। খুব খারাপ লাগছিল সেদিন।
হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলিকে খুবই মিস করি। দিনগুলি ছিল আসলেই সোনালী।
I miss u my dear campus, I'll always miss you.
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
ক্ষ্যাপাপাগলা বলেছেন: পাইলট ভাই কি রা বি এর? কোন ব্যাচ?
২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১
আল ইফরান বলেছেন: আমি মিস করার পথে দেড় পা দিয়ে ফেলছি।
আর একটু (আই মিন রেজাল্ট ) হইলেই শেষ
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
ক্ষ্যাপাপাগলা বলেছেন: করবেন রে ভাই করবেন, খুবই মিস করবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
ঘুড্ডির পাইলট বলেছেন: আমিও মিচ করি ।