![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা দিবসে সামান্য একটা খুদে বার্তা বাবাকে এতটা আনন্দিত ও আবেগআপ্লুত করবে সপ্নেও ভাবিনি, বাবা খুদে বার্তাটির উত্তর দিয়েছে,
সে লিখেছে, “সে আমাকে সবথেকে ভালবাসে এবং আমার সাথে সময় কাটাতে ভালবাসে”
বাবা কি করে তোমাকে বোঝায়, আমিও তোমাকে খুব ভালবাসি, তোমার সাথে সময় কাটাতে ভালবাসি, কিন্তু নিষ্ঠুর তুমি আমাকে তথাকথিত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিষ্ঠুর একটা জগতে আমাকে একা ঠেলে দিয়েছ, সেই নিষ্ঠুর জগতটি আমাকে অনেক পরিবর্তন করে ফেলেছে, আমি অনেক বদলে গেছি বাবা...অনেক বদলে গেছি, অনেক নিষ্ঠুর-অনেক স্বার্থপর-অনেক খারাপ হয়ে গেছি। সেই নিষ্ঠুর জগতটি আমাকে অনেক কাঁদিয়েছে বাবা অনেক কাঁদিয়েছে, একা একা কত রাত কেঁদে কাটিয়েছি বারান্দায় বাবা, তুমি দেখনি..তুমি দেখনি। কই তুমি তো আমাকে কখনই কাঁদতে দাওনি?? কি হবে কাড়ি কাড়ি টাকা দিয়ে যদি তুমি না খাক???
আর কিছু লিখতে পারছিনা বাবা, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে....শুধু জানি তোমাকে খুব ভালবাসি, তোমার অবুঝ ছেলেটি আজকের ছেলেটির চেয়ে অনেক ভাল ছিল, তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারলে ভাল লাগত।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০২
ঘুড্ডির পাইলট বলেছেন: মন খারাপ ?