![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই ছবির প্রতি খুব আগ্রহ ছিল, এখনো আছে। সেখান থেকেই ছবিগুলি তোলা......দেখা যাক আপনাদের কেমন লাগে....
(১) ক্যালেন্ডুলা (Calendula officinalis )
(২) এটার নাম জানিনা...
(৩) বাগান বিলাস....
(৪) ডায়ান্থাস (Dianthus barbatus)......
(৫) ডালিয়া
(৬) কসমস
(৭) টগর
(৮) নয়নতারা
(৯) !!??
(চলবে)
শখ হয় তাই ছবি তুলি....
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
ক্ষ্যাপাপাগলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ... ৮ নং টার নাম পাইছি। এডিট করে দিলাম।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: চমৎকার !!
৮ নয়নতারা। আমারও আছে।
কি ক্যামেরায় ছবি তোলা?
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
ক্ষ্যাপাপাগলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ... ৮ নং টার নাম এডিট করে দিলাম। এগুলো নিকন ডি ৩২০০ ডিএএলআর দিয়ে তোলা।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
পথহারা নাবিক বলেছেন: সুন্দর হইছে!! আরো ছবি চাই!!
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
ক্ষ্যাপাপাগলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শেষর লিংকটা দেখেছেন? ওখানে কিছু ছবি আছে।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
বেলা শেষে বলেছেন: Assalamualikum, They are very beautiful with good description, good qualitty - good decoration.
Thenk you very much.
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
ক্ষ্যাপাপাগলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এই শখ বজায় থাকুক, শুভ কামনা রইল।
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
ক্ষ্যাপাপাগলা বলেছেন: ধন্যবাদ অথর্ব।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
এয়ী বলেছেন: চমৎকার সব ফুল!!!!
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
ক্ষ্যাপাপাগলা বলেছেন: ধন্যবাদ এয়ী।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
নীল বরফ বলেছেন: দুর্লভ সব ফুলের ছবি।অনেকদিন পর নয়নতারা দেখলাম।
আমারও ছবির তোলার বাতিক আছে। চাইলে আমার ব্লগবাড়ি দেখে আসতে পারেন!। :#> :#> :!> :!>
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
ক্ষ্যাপাপাগলা বলেছেন: ধন্যবাদ। আপনার ব্লগবাড়িতে যামুনে।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭
আদ্রিজা বলেছেন: ১) ক্যালেন্ডুলা (Calendula officinalis )
২) নাম টা মনে পড়ছে না
৩) বাগান বিলাস
৪) ডায়ান্থাস (Dianthus barbatus)
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
ক্ষ্যাপাপাগলা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। এডিট করে দিলাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর।। ৮+৯ এইটা আমি তারা ফুল নামে চিনি।।