![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপার হিরো সম্পর্ক আগ্রহ নাই এমন সিনেমা ও কমিক প্রেমী পাওয়া দুষ্কর। তাছাড়াও আগামী কয়েক বছরে বেশ কিছু সুপারহিরো মুভি আসছে। তাই বলায় যায় আগামী কয়েক বছর মুভি পাড়া সরগরম রাখবে সুপার হিরোরা। সুপারহিরোদের সম্পর্কে আমরা অনেকেই অনেককিছু জানি আবার অনেকের রয়েছে জানার আগ্রহ, সেই আগ্রহ থেকেই আজ লিখছি। পাঠকদের যদি ভাল লাগে তবে পরবর্তীতে ধরাবাহিক ভাবে অন্যান্য সুপার হিরোদের (ব্যাটম্যান, সুপারম্যান এর মত জনপ্রিয় সুপার হিরো যাদের অরিজিন মোটামুটি ভাবে সবাই জানেন তাদেরটা বাদে) নিয়ে লিখব।
আজ লিখছি সুপার হিরো ব্ল্যাক প্যান্থার সম্পর্কেঃ
ব্ল্যাক প্যান্থার (T'Challa) মার্ভেল কমিকস এর একটি কাল্পনিক সুপারহিরো চরিত্র। লেখক-সম্পাদক স্ট্যান লি এবং স্কেচশিল্পী ও প্লট-পরিকল্পনাকারী জ্যাক কিবরি ১৯৬৬ সালে মার্ভেল এর আরও একটি জনপ্রিয় কমিক সিরিজ ফ্যান্টাস্টিক ৪ এ সর্বপ্রথম ব্ল্যাক প্যান্থার এর অভিষেক ঘটান। ব্ল্যাক প্যান্থার আমেরিকার মুল ধারার কমিসক এ প্রথম কৃষ্ণাঙ্গ সুপারহিরো। ব্ল্যাক প্যান্থার উইজার্ড পত্রিকা দ্বারা ৭৯ তম সর্বশ্রেষ্ঠ কমিক বই চরিত্র স্থান অর্জন করে. IGN এর র্যাংকিং অনুসারে ৫১ তম জনপ্রিয় সুপারহিরো হিসাবে স্বীকৃতি পায়।
T'Challa (ব্ল্যাক প্যান্থার) হলেন আফ্রিকার দুর্গম Wakanda রাজ্যের উন্নত প্যান্থার উপজাতি গোষ্ঠীর রাজকুমার। এই উপজাতি প্রধান এর আনুষ্ঠানিক উপাধি হল “ব্ল্যাক প্যান্থার”। যা কিনা যোগ্যতম লোক হিসাবে T'Challa অর্জন করে নেন।
তাদের রাজ্যে অনেক বছর আগে vibranium কম্পন বিশোষণ খনিজ (কাল্পনিক) তৈরি একটি উল্কা বিধ্বস্ত হয়, এবং লোক চক্ষুর অন্তরালে অনাবিৃষ্কত থাকে। T'Challa-র পিতা T'Chaka তৎকালিন উপজাতী প্রধান vibranium উল্কাটি খুঁজে পান এবং এর কম্পন বিশাষন শক্তি সম্পর্ক অবগত হন। তিনি সিদ্ধান্ত নেন যে, নিরাপত্তার স্বার্থ বাইরের জগত থেকে তার রাজ্য Wakanda কে গোপন রাখবেন এবং মুল্যবান vibranium এর শক্তিকে Wakanda রাজ্যের কল্যানের জন্য ব্যায় করবেন। কিন্তু অভিযাত্রী Ulysses Klaw, vibranium উল্কাটির ব্যাপারে জানতে পারে এবং সেটি সংগ্রহের জন্য Wakanda রাজ্য আক্রমন করে। রাজ্য রক্ষায় T'Challa-র পিতা T'Chaka মারা যায়। এমতাবস্থায় বালক T'Challa, vibranium এ তৈরী বিশেষ কম্পন যন্ত্র দ্বারা প্রতিরোধ গড়ে তোলেন এবং শত্রুদের বিতাড়িত করেন। এতে মুল হামলাকারী ও ব্ল্যাক প্যান্থার এর প্রধান শত্রু Ulysses Klaw এর একটি হাত নষ্ট হয় এবং সে পালিয়ে যায়। T'Challa তার বীরত্বের জন্য প্যান্থার গোষ্ঠীর প্রধান নির্বাচিত হন ও ‘‘ব্ল্যাক প্যান্থার” উপাধি পান। পরবর্তীতে T'Challa তার গোষ্ঠীর নিরাপত্তা ও মানবতার সেবায় নিজেকে কঠোর পরিশ্রম আর অনুশীলন এর মাধ্যমে তৈরী করে, যার ফলশ্রুতিতে এক জন অনন্য সুপার হিরো ‘‘ব্ল্যাক প্যান্থার’’ জন্ম লাভ করে।
পরবর্তীতে ব্ল্যাক প্যান্থার আমেরিকায় আসে এবং Avenger এ সক্রিয় এবং অন্যতম সদস্য হিসাবে যোগ দেয়।
ব্ল্যাক প্যান্থার বিভিন্ন সম্মিলিত উপজাতি গোষ্ঠীর প্রধানও বটে। ব্ল্যাক প্যান্থার প্রযুক্তি সচেতন, স্মার্ট এবং পৃথিবীর অন্যতম ধনী ব্যাক্তি। তার পরিহিত স্যুটটি হলো “দি হান্ট স্যুট”
আর সবথেকে বড় চমকটি হল মার্ভেলের অন্যতম জনপ্রিয় ক্যারেক্টার Strom এর বর হচ্ছেন এই ব্ল্যাক প্যান্থার।
ছবিটি marvel contest of champions গেম এর স্কীনশট।
আশা করছি লেখাটি সকলের ভাল লাগবে ।
১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮
ক্ষ্যাপাপাগলা বলেছেন: ধন্যবাদ। ব্লাক প্যান্থার এর একক মুভিতে অনেক পরিচিতি পাবে আশা করছি।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২
রিকি বলেছেন: সুপার হিরো সম্পর্ক আগ্রহ নাই এমন সিনেমা ও কমিক প্রেমী পাওয়া দুষ্কর। এটা এমন একটা জিনিস ছোটবেলা থেকে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আগে খেয়াল করিনি জন্য দুঃখিত, পোস্টে ভালো লাগা। আগে ফ্যান্টাস্টিক ৪ কার্টুন দেখতাম--- ব্ল্যাক প্যান্থার কে দেখিনি। পড়ে ভালো লাগল। চলতে থাকুক এই সিরিজ