নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু মানুষকে ঘৃণা করা আমার কাছে খুবই কষ্টের মনে হয়...... আমি তাদের মৃত ভাবতেই পছন্দ করি

বেলাল আহমেদ রাসেল

আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার

বেলাল আহমেদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

১২০ দিনের মধ্যে রানার বিচারের দাবি সুরঞ্জিতের

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ঢাকা: ১২০ দিনের মধ্যে (চার মাস) সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।



তিনি বলেছেন, “রানাকে গ্রেফতারের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। এখন কোন আইনে বিচার হবে সেটা ঠিক করবে সরকার। আমরা দ্রুত বিচার আইনে তার বিচার করার দাবি করছি। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি প্রজ্ঞাপণ জারি করতে পারে।”



দুপুরে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।



জেল হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “জেল হত্যা মামলার রায় হয়েছে। এজন্য জাতির সঙ্গে আমরাও স্বস্তি প্রকাশ করছি। এর মাধ্যমে গণতন্ত্রের পথ প্রশস্ত হয়েছে। আইনের শাসনের জয় হয়েছে। সার্বিকভাবে এ রায়ে আমাদের কলঙ্ক মোচন হয়েছে।”



স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নারীকে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়ায় নারী জাগরণ আরো এক ধাপ এগিয়েছে। যদিও এটি হেফাজতে ইসলামসহ মৌলবাদী নারী বিদ্বেষীদের জন্য চপেটাঘাত।”



এ সময় আরো উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩

এমইউএম/জেডএম



সাভার ট্র্যাজেডিতে সাহায্যের হাত বাড়ান

বাংলানিউজ সোশ্যাল সাভির্স (বিএনএসএস) সামাজিক সেবার লক্ষ্যেই প্রতিষ্ঠা লাভ করে। এরই অংশ হিসেবে সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের জন্য নিরলস কাজ করছে বিএনএসএস।



সম্প্রতি সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে বিএনএসএস টিম। সেবা ও সহায়তা কার্যক্রমে আপনিও অংশ নিতে পারেন। যোগাযোগ: বিএনএসএস কমিটির আহ্বায়ক শারমীনা ইসলাম-ফোন: ০১৯৩৭১৯৯৩৭৬, ইমেইল[email protected]

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

গারো হিল বলেছেন: এই চোরা কি কইছে এটা নিয়া পোস্ট না দিলেও হইতো...১২০ দিনের কিসের ১২দিনের মধ্য বিচার চাই.......।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: Click This Link

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: Eire chura kala bilaida aise! Oidare pida tartari!

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মাইন রানা বলেছেন: এই কালো বিড়ালের কথা নিয়া না লাইলে ভাল হয়

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

ভালোরনি বলেছেন: গ্রামে গন্জে যে সব চোর ধরা পরে তাদেরও মিনিমাম লজ্জা সরম আছে। তারাও অল্প কয়েকদিন মানুষের সামনে আসে না।

যাই হোক, Why 120 days? Why not 12 days?

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

Limon BD বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত মিঃ কালো বিড়াল আপনি কি বলেছেন আমি শুনতে পারিনি।আপনি কি আরেকটু জোরে বলবেন.........।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

ধ্বণি বলেছেন: এই বিচার করতে ১২০ দিন লাগে.....ওরে ছাইরা দিক ভোদাই সরকার এর বিচার এর দরকার নাই.....পাবলিক এর হাত এ দিক ১০ মিনিট এ বিচার খতম B-)) B-))

৮| ০১ লা মে, ২০১৩ রাত ১:৫৫

বাংলার হাসান বলেছেন: কালা বিলাই বলে কথা।

৯| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:২৪

সাদা রং- বলেছেন: ১২০ দিন বেশি হয়ে যায়, তার আগে ওরে সাভারে নিয়ে ধ্বংস রানা প্লাজায় নিয়ে গার্মেন্টস শ্রমিকদের সামনে রাখলে হয়। যা বিচার করার তারাই করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.