নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেল চিতা

খেলতে ভালোবাসি ..... খেলাতেও

খেলারু

জীবনটা একটা খেলা, খালি জয় আর পরাজয়। আপনি জিততে পারেন নাই মানে আপনি পরাজিত হইছেন

খেলারু › বিস্তারিত পোস্টঃ

বসবাস অযোগ্য দশ শহরের তালিকায় ঢাকা

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১১

এক



ইকোনমিস্ট সারা বিশ্বেই বহুল প্রচারিত একটি পত্রিকা। এর যেকোন প্রতিবেদনই বিশ্ববাসী গুরুত্বের সাথে দেখে। এই ইকোনমিস্ট তাদের এক প্রতিবেদনে বিশ্বের দশটি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে।





জীবন যাত্রার মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে বাজে দশটি দেশের তালিকা প্রকাশ করেছে নিজস্ব ইন্টেলিজেন্স ( ব্যবহার করে বসবাসযোগ্যতার উপর ভিত্তি করে সবচেয়ে কম নম্বর পাওয়া শহরগুলোকে অনুযায়ী দশ থেকে এক এইভাবে শহরগুলোর তালিকা সাজানো হয়েছে।



'বসবাসযোগ্যতা'র এই গবেষনায় তারা যে সকল বিষয়কে মাথায় রেখে হিসেব করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে অপরাধের মাত্রা (crime levels), সংঘাতের সম্ভাব্যতা (threat of conflict), স্বাস্থ্য সুবিধা, বাক স্বাধীনতার মাত্রা, গড় তাপমাত্রা, শিক্ষা এবং যাতায়াত ব্যবস্থা।





আসুন তালিকাটিতে চোখ বুলিয়ে নেয়া যাক।







তালিকার দশ নম্বর শহরটি হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আইভরি কোস্টের আবিদজান । প্রতিবেদনে এই শহরটি পেয়েছে ১০০ তে ৪৫.৯ পয়েন্ট







নয় নম্বরে আছে ইরানের রাজধানী তেহরান । প্রাপ্ত পয়েন্ট ৪৫.৮।







আট নম্বর অবস্থানে আছে আফ্রিকার দেশ ক্যামেরুনের বৃহত্তম শহর ডুয়ালা প্রাপ্ত পয়েন্ট ৪৩.৩।







সাত নম্বরে আছে লিবিয়ার রাজধানী ত্রিপলি, প্রাপ্ত পয়েন্ট ৪২.৮।







ছয় নম্বরে আছে পাকিস্তানের শহর করাচী , প্রাপ্ত পয়েন্ট ৪০.৯।







পাঁচ নম্বরে আছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স প্রাপ্ত পয়েন্ট ৪০.৯।







চার নম্বরে আছে জিম্বাবুইয়ের রাজধানী হারারে প্রাপ্ত পয়েন্ট ৩৯.৪।







তিন নম্বরে আছে নাইজেরিয়ার বন্দর নগরী ল্যাগোস (Lagos) , প্রাপ্ত পয়েন্ট ৩৯।







দুই নম্বরে আছে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোসবি , প্রাপ্ত পয়েন্ট ৩৮.৯।







এবার আসা যাক সর্বশেষ শহরটিতে। বিশ্বের সবচেয়ে বাজে শহরের তালিকায় এক নম্বর অবস্থানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার শহর, প্রাণের শহর ঢাকা। ঢাকা পেয়েছে একশতে মাত্র ৩৮.৭।





দুই



আমি অবশ্য অবাক হইনি, তবে লজ্জা পেয়েছি প্রচণ্ড। আর কতবার খারাপের দিক থেকে প্রথম হতে হবে আমাদের ? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, বসবাস অযোগ্য শহরের তালিকায় প্রথম হই ! আর কত ?



আমাদের দেশের মানুষ পরিশ্রমি। তারা উদায়স্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। অথচ এখানে একই সাথে অপরাধের মাত্রা আফ্রিকা বা এশিয়ার যেকোন পিছিয়ে পড়া দেশের থেকে কোন অংশে কম ? প্রতিটি মুহূর্ত আমাদের বাঁচতে হয় সম্ভাব্য সংঘাতের আশংকা নিয়ে। আমরা আতংকে থাকি কখন ক্ষমতা দ্বন্দ্বে সংঘাতে লিপ্ত দুই গোষ্ঠীর মাঝে পড়ে আমাদের জীবন দিতে হয়। এই সর্বদা আমরা একটা আতংকের মধ্যে বসত করি সেটা কি আমাদের জীবনকে ক্রমশ দুর্বিষহ করে দিচ্ছে না ?



এখানে প্রতিটি পদক্ষেপে আমাদের চিন্তা করে চলতে হয়, কথা বলার সময়ও মেপে মেপে বলতে হয়। কখন সামনে ঝোলে ধর্ম অবমাননার দড়ি, আবার কখনও বা রাষ্ট্রদ্রোহ আর আদালত অবমাননার খড়গ। স্বাস্থ্য ও শিক্ষা এই শহরে বাঘের চোখের মতই অমূল্য। টাকা থাকলে মেলে নইলে মেলে না। সেবার মানের যে আকাশ পাতাল তফাৎ তার কথা না হয় বাদই দিলাম।



উপরের সব ফ্যাক্টর বাদ দিলেও শুধুমাত্র যে কারনে ঢাকা পৃথিবীর শুধু না আমার কাছে তো মনে হয় মহাবিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহর হিসেবে বিবেচিত হতে পারে সেটা হল এর যানবাহন অব্যবস্থাপনা, মাত্রাতিরিক্ত যানজট।



এই শহরের কোন পরিকল্পনা নেই, এই শহর বেড়ে উঠছে ক্যন্সার কোষের মত নিয়ন্ত্রনহীনভাবে। এটা ভাবা বোধ হয় অতি কল্পনা হবে না যে নিকট ভবিষ্যতে ঢাকা কোন প্রাকৃতিক দুর্যোগের কবলে যদি পড়ে তাহলে একে মৃত নগরীর পরিণতি বরণ করে নিতে হবে।



হুম, সেদিনও হয়তো আমরা ইতিহাস হব পুনরায় এবং শেষবারের মত।



[পোস্টে ব্যবহৃত ছবিগুলো বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইট, ব্লগ ইত্যাদি থেকে সংগৃহিত, পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ]

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৭

লিঙ্কনহুসাইন বলেছেন: এইটা একটা ফালতু !!! যেই সালারা এই জরিপে ভোট দিছে তারা কোন দিন ঢাকার শহর তো দুরের কথা বাংলাদেশেই আসেনি ! ঢাকার শহরে ১ কোটি ৮০ লাখ লোক বসবাস করে এই কথা শুনেই তারা ভোট দিছে !!!!!

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১

খেলারু বলেছেন: যত দূর বুঝলাম এটা কোন জরিপের ফল হিসেবে প্রকাশিত হয়নি। এটি একটি প্রতিবেদন যা মূলত কয়েকটি ফ্যাক্টরকে বিবেচনায় নিয়ে প্রকাশিত হয়েছে এবং এই প্রতিবেদনে সবচেয়ে কম নম্বর পাওয়া শহরগুলোকে নিয়ে শীর্ষ দশ বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশিত হয়েছে।

২| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল।

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪২

খেলারু বলেছেন: ঠিক কোন বিষয়টা আপনার ভালো লাগল সেটা বুঝতে পারলাম না। দুঃখিত যদি একটু বুঝিয়ে বলতেন আমারও ভালো লাগত :)

৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:১৮

একাকী বাংলাদেশি বলেছেন: শুনেন লিঙ্কন মিয়া, মানলাম ঢাকা এক নাম্বার না। কিন্তু এক থেকে দশের ভিতর যে থাকবে তাতো নিশ্চিত নাকি?

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৭

খেলারু বলেছেন: থাকবে কি না সেটা একটা প্রশ্ন। আবার যে তালিকা এসেছে সেটাও এড়িয়ে যাবার উপায় নেই।

৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২২

রিওমারে বলেছেন: ঢাকা শহড় নিঃ সন্দেহে নোংরা শহর গুলোর অন্যতম হওয়ার যোগ্যতা রাখে যে সব কারনেঃ
১ দুঃসহ যানজট।
২ নোংরা এবং অপর্যাপ্ত পানি সরবরাহ ।
৩ বিদ্যুতের দুঃসহ লোড সেডিং ।
৪পয়ঃনিস্কাশন ব্যাবস্থার বেহাল দশা ।
৫ দ্রব্য মুল্যের উর্ধগতি ।
৬ ঘিঞ্জি রাস্তা ও ঘর বাড়ী ।
৭ শহরের ভিতরে মিল কারখানার উপস্থিতি ও তাদের দুষন।
৮ মশার উপদ্রব।
৯ জনসংখ্যার ভারসাম্যহীনতা ।
১০ লাগামহীন সন্ত্রাস ।
এ ছাড়াও বিবিধ সমস্যা বিদ্যমান থাকার কারনেঃ

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৯

খেলারু বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ কারণগুলো তালিকা করে দেখিয়ে দেয়ার জন্য। এর সাথে আরো কিছু কারণ যুক্ত হবে যা নাগরিকের জীবন যাত্রার মানে প্রভাব বিস্তার করে।

৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রতিবেদনের সাথে একমত হতে পারলাম না। ঢাকা বসবাসের জন্য অযোগ্য ১০ শহরের তালিকার মধ্যে থাকতে পারে কিন্তু সবচেয়ে বেশি অযোগ্য কখনোই নয়।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

খেলারু বলেছেন: প্রতিবেদনটার সাথে একমত হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে প্রতিবেদন যখন ইকোনমিস্টের মত পত্রিকা করে তখন চিন্তিত হবার যথেষ্ঠ কারণ থাকে।

৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪

আল্পেনকর্পস বলেছেন: একমত হতে পারলাম না, আমি অনেকবার কলকাতায় গিয়েছি, আমার কাছে সবসময়ি ঢাকাকে কলকাতার চেয়ে অনেক ভাল শহর বলে মনে হয়েছে।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪

খেলারু বলেছেন: দিল্লি, কলকাতা কিংবা পাকিস্তানের জঙ্গী অধ্যুষিত আরো শহর এখানে বাজে দশে থাকতে পারত বলে মনে করি।

৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন:
আমরা মানি আর না মানি নাক যা কাটার কেটে গেছে। এই টাইপের প্রতি বেদনের জন্য অবমাননার মামলা করা উচিৎ। যারা বসবাস করে তাদের মতামতের জরিপ ছারা এরকম প্রতিবেদন গ্রহনযোগ্য নয় বলে আমি আমে করি।

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২১

খেলারু বলেছেন: মামলা করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে বা গেছে অতীতে ? আপনি বসবাসযোগ্যতার উপর ভিত্তি করে সৎভাবে ঢাকাকে কত নম্বর দেবেন ? অধিবাসীদের আবাসস্থলে প্রতি একটা ভালোবাসা থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি কি করে নিশ্চিত হচ্ছেন জরিপের ফলাফলে সঠিক চিত্র ফুটে উঠবে ? উপরে ৪ নম্বর মন্তব্যে দশটির মত কারণ উল্লেখ করা হয়েছে। পোস্টে আমিও প্রায় পাঁচটার মত ফ্যাক্টরের উল্লেখ করেছি। সেগুলোকে মাথায় রেখে আপনিও যদি ভোট দেন তাহলে ঢাকাকে আপনি সেরা দশের বাইরে নিতে পারবেন না।

আর তুলনা যে করবেন আপনি তো ঢাকায় থাকেন। আপনি কি করে বিশ্বের ১০০-১৫০ শহরের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত জানাতে পারবেন এই বিষয়টা আমার বোধগম্য না।

৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৪

শ্রাবণধারা বলেছেন: "ঢাকা পেয়েছে একশতে ৩৮.৭"
এত পয়েন্ট কি করে পাইলাম? বুড়িগঙ্গার আর ফরমালিন দেওয়া মাছ, ফল , সব্জি বিবেচনা করলে পয়েন্ট মাইনাস হতো আরও ১০০। এতএব, ঢাকার পয়েন্ট আসলে হওয়ার কথা -৬১.৩.............।

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

খেলারু বলেছেন: অংশ নিলে কিছু নম্বর পাওয়ার কথা, হাজার হোক শহর বলে কথা। যোগ্যতা না থাকলে তো আর এইখানে প্রতিযোগীতা করতে পারত না ঢাকা।

তবে কি জানেন, এই নোংরা প্যাচপ্যাচে কাঁদা, অসহনীয় যানজট, মাত্রাতিরিক্ত লোড শেডিং, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবর্ণনীয় হয়রানি, সন্ত্রাস, দুর্নীতির মাঝেও ঢাকা আমার প্রাণের শহর।

৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই দেশে কত বড় বড় মন্ত্রনালয়, মন্ত্রী তারা কি ঘাস খায়?

যোগাযোগ মন্ত্রী ৫ বছরেও যানজট নিরসনে প্রকৃত কোন উপায় বের করতে পারে না??????????

আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, !!!!

পরিকল্পনার জন্য আছ বিশাল বিশাল বিভাগ!!!!!!


এরা করেটা কি??????

না পারলে সারেন্ডার করুক।
বলুক , উন্মুক্ত মতামত প্রস্তাব আহবান করুক।

না। শুধু শুধু নির্লজ্জের মতো পদে আকড়ে থাকা X( X(

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

খেলারু বলেছেন: ১৯৯১ থেকে ২০১৩ মাঝখানে যদি তত্ত্বাবধায়ক সরকারের আমল বাদ দেন তাহলে দেখবেন বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার আর জনগণের ভোটে নির্বাচিত সরকারের সময়কালের মধ্যে একটা ব্যালেন্স ইতিমধ্যে হয়ে গেছে।

এখন গণতান্ত্রিক সরকারের শাসনামল নিয়ে ব্যখ্যা বিশ্লেষন করার সময় এসে গেছে। এই বিশ্লেষন ধারাবাহিকভাবে ১৯৯১ থেকে অদ্য পর্যন্ত যদি করা যায় তাহলে দেখা যাবে কয়েকটা মন্ত্রনালয় বরাবরই বাজে পারফরম্যান্স দেখিয়ে এসেছে।

যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানী, স্থানীয় সরকার ইত্যাদি মন্ত্রনালয় এবং এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আচরণগত তফাৎ সরকারভেদে খুব একটা হয়নি। পদ্মা সেতু থেকে শুরু করে সিএনজি'র মিটার পর্যন্ত নয় ছয় করা হয়েছে। নাইকো থেকে হালের কনকো ফিলিপস কিংবা গ্যাজপ্রম সব সরকারই বহুজাতিকের স্বার্থ দেখে নিজের পকেট ভরায় ব্যস্ত ছিল।

একটা শহরকে সুন্দর ব্যবস্থাপনার আওতায় আনার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করে। এগুলোতে জনবলের অভাব, মাত্রাতিরিক্ত দুর্নীতি এবং কাজের প্রতি এদের অনীহা সব মিলিয়ে শহর ব্যবস্থাপনা সোনার হরিন হয়েই থাকে। এদের কাজের মধ্যে সমন্বয়হীনতাও প্রকট।


একতা শহরে কোন ধরনের যানবাহন কতগুলো চলতে পারে তার একটা নির্দিষ্ট সংখ্যা থাকা উচিৎ। আপনার যে পরিমাণ রাস্তা আছে আপনি তার কয়েক গুন যানবাহন রাস্তায় ছেড়ে দিলে স্বাভাবিকভাবে যা হওয়ার কথা সেটাই হচ্ছে। লাইসেন্স নামক একটা অস্ত্র যদিও সরকারের হাতে আছে তবুও সে সেটা ব্যবহার করে না। বরং বিভিন্ন সময়ে সরকার ঋন নিয়েও গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। এরকম ভূড়ি ভূড়ি ভুল সিদ্ধান্তের উদাহরন দেয়া যাবে।

সারেন্ডার করবে কাদের কাছে ? সবখানেই ঝাকে ঝাকে নির্লজ্জ বিদ্যমান।

১০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৪১

ছণ্ণ্ ছাড়া বলেছেন:

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

খেলারু বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

১১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেছিলাম না ঢাকার চেয়ে পচা শহর খুঁজে পাবেন! না ! হল তো এবার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.