![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশে পাশের মানুষেরা কিছু বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে। আমার মাঝেও মৃত্যুভীতি শুরু হলো।পৃথিবীর এক প্রান্তে নির্জন এক জায়গায় থাকি।
বাড়িতে যদি হুট করে মরে পড়ে থাকি জানবেও না কেও। আমি মরে গেলাম ভালো কথা, কিন্তু ব্যাংকে মোটামুটি কিছু ডলার আছে এর সদগতি হবে কীভাবে।
এই চিন্তা থেকেই আমার এক বন্ধুর সাথে দেখা করলাম। ওকে ব্যাংকের একটা কার্ড দিলাম আর জানিয়ে দিলাম আমার পাসওয়ার্ড। বুঝিয়ে বললাম, যদি হুট করে পরকালে পাড়ি দেই তবে সে যেন প্রতিমাসে কিছু ডলার ওঠিয়ে আমার দেশের বাড়ির ঠিকানা পৌঁছে দেয়।
আমার মহানুভব বন্ধুটি সপ্তাহে দুয়েকবার ফোনালাপ করে আমার সাথে।একে অন্যের খোঁজ খবর নিই।
গত সপতাহের ঘটনা- বন্ধুকে ফোন করে করে পাচ্ছিলাম না। অগত্যা রওয়ানা হলাম ওর বাড়ির দিকে। ৩৫মিনিট ড্রাইভ করে ওর বাসায় পৌছালাম। বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে ফোন করেই চলছি, এলার্ম বেল বাজিয়ে চলছি। কোনো শব্দ নেই । ভিতর থেকে দরজা বন্ধ।
অবশেষে পুলিশেই ফোন করতে হলো।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ । বেশি খারাপ হয়ে গেলো।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
মানুষ বলেছেন: কেবল ভয় পাওয়ার জন্যে রেডি হচ্ছিলাম এই টাইমে এলার্ম বাজিয়ে দিলেন
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬
খেয়া ঘাট বলেছেন: কি আর করা, এক মিনিটের বেশী হলে যে কেউ আর পড়তে চায়না।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
মাক্স বলেছেন: এক মিনিটের গল্প?
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
খেয়া ঘাট বলেছেন: জ্বি জনাব, এক মিনিটের গল্পই হবে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
মানুষ বলেছেন: সাড়ে তিন বছর ধরে ব্লগে আছেন এখন আর ব্লগ স্ট্রাটেজি নিয়ে আপনাকে জ্ঞান দেওয়া ঠিক না। তবে বলি কি বেশি বেশি ফাউল পোষ্ট দেন সেইগুলা হিট খাবে। মাঝে মধ্যে অরিজিনাল লেখা গুলা ছাড়বেন। ফাউল পোষ্টদাতার ইমেজের কল্যাণে বাকিগুলাও লোকে পড়তে আসবে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
খেয়া ঘাট বলেছেন: হিট টিপস। এই টিপস ব্যাপক হিট খাবে। ছেড়ে দেখতে পারেন।
টিপসের জন্য হিপস হিপস হুররে।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪
১১স্টার বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
খেয়া ঘাট বলেছেন: কী ভয় পেয়েছেন, নাকি কিছুই বুঝতে পারেন নি।
এই ইমুর মানে কি?
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
লাবনী আক্তার বলেছেন: এক মিনিট কেন ? আপনি আর একটু বাড়িয়ে লিখতে পারতেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
খেয়া ঘাট বলেছেন: আর বাড়িয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। এক মিনিটের টোপ দিয়েও কাউকে পড়ানো যায়না। এর চেয়ে লম্বা করলে আপনিও মন্তব্যটা মনে হয় করতেন না। মেলা ধন্যবাদ।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
সিডির দোকান বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
খেয়া ঘাট বলেছেন: এই ইমুর মানে কি???
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
সমানুপাতিক বলেছেন: আপনার ব্যাঙ্ক ব্যালান্স দেখে অবশেষে আপনার বন্ধুটি অকালে অক্কা পেলেন
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
খেয়া ঘাট বলেছেন: ইহা কি বলিলেন। ধন্যবাদ
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
খেয়া ঘাট বলেছেন: হুমম। পুরা জীবনটাই দুঃখময়।
ধন্যবাদ।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
রাসেল ভাই বলেছেন: এইতো জীবন বুঝলো ক'জন মিথ্যে আশার তরী বায়
কে জানে কোন মানুষ কখন অস্তরাগের গান গায় ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
খেয়া ঘাট বলেছেন: বাহঃ কী সুন্দর বলেছেন।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
আরজু পনি বলেছেন:
অনেকদিন পর দেখলাম!!!!!!!!!!!!!
নিঃশ্বাসের বিশ্বাস নাইরে ভাই!
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
খেয়া ঘাট বলেছেন: ঠিক, ঠিক, ঠিক।
অনেক ধন্যবাদ।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: মোটেও ভাল লাগেনি। সাহিত্য পড়তে এস দেখলাম। ওষুধ বিক্রি করছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
খেয়া ঘাট বলেছেন: বেশ মজার মন্তব্য করেছেন।
খুব খুব ভালো লাগলো। মেলা ধন্যবাদ।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: অণুগল্প হিসেবে সার্থক বলা যায়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
খেয়া ঘাট বলেছেন: যাক, অন্তত আপনার ভালো লাগলো। ধন্যবাদ।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
মনিরা সুলতানা বলেছেন: কি যে করেন
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
না পারভীন বলেছেন: ভালো লেগেছে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০১
মানুষ বলেছেন: এইটা কিছু হইল?