![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমার খুশীর দিন।
প্রথম আলোর ভালোবাসার গল্প লিখা প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি।
সবাই চা নাস্তা করেন। আর বিলটি আমার নামে পাঠিয়ে দিয়েন।
এখানে পড়েন-
ব্রেইল
উপরের লিংক কাজ না করলে অনুগ্রহ করে নীচের লিংকে ক্লিক করে পড়তে পারেন। অনেক খুশী হবো ।
Please click here, and thanks for reading
ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
লাবনী আক্তার বলেছেন: দারুন লিখেছেন!! পড়ে ভালো লাগল অনেক!! শুভেচ্ছা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
খেয়া ঘাট বলেছেন: খুশি হলাম। অনেক ধন্যবাদ। পড়ার জন্য।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
হীরক রাজা বলেছেন: পড়লাম, অসাধারণ.....ভবিষ্যতে এরকম আরো ভালো কিছুর প্রত্যাশায় থাকলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন আপনাকে ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
খেয়া ঘাট বলেছেন: বাসন ভরা ধন্যবাদ
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: এইবার
আপনার খাওয়ানো লাগবে না ...
কষ্ট করে লিখছেন , আপনাকে দিলাম
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
খেয়া ঘাট বলেছেন: কেকের সাথে আবার মেহেদি লেগে যায়নিতো..
পুরোটাতো একা খেতে পারবোনা।
আচ্ছা আলু ভর্তার ভালো রেসিপি জানেন?????
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: congrats
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
হুমায়ুন তোরাব বলেছেন: very good
২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
না পারভীন বলেছেন: আরিফ ভাই , গল্পটি পড়েছিলাম কাগজে । গল্পটি পড়ার পর তাৎক্ষনিক ভাবে খারাপ লেগেছে এই ভেবে যে কিভাবে মানুষ এত সুন্দর লিখে ।
আজ লেখকের সাথে পরিচিত হয়ে ভাল লাগছে ।শুভেচ্ছা রইল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ জানবেন।
বেশআনন্দিত হলাম আপনি পড়েছেন জেনে।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়াউ ব্রো!!!!!!!!!! কংগ্র্যাচুলেশান।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
খেয়া ঘাট বলেছেন: থ্যাংকু.....।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
মনিরা সুলতানা বলেছেন: জানি ।। কিন্তু আমার হাত ছাড়া .........।।
মোটামুটি হয়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
খেয়া ঘাট বলেছেন: বুঝলাম........আপনি মনে হয় মাইক্রোওভেন কেক বানান।
সব কিছু ঘুটে মাইক্রোর ভিতর
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
বটবৃক্ষ~ বলেছেন: গল্পটা পড়ে মেইল করেছিলাম...শুভেচ্ছা জানিয়ে!
এখন অনুসরনে রাখলাম...পুরোনো গল্পগুলো পরে পরবোক্ষন..
নিরন্তর ভালোলাগা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
প্রায় তিনশত মেল পেয়েছি ভাই। এখনো পাচ্ছি।এতো ভালো লাগলো না মেল গুলো পেয়ে ।আপনার কোনটি ছিলো বলেনতো।
ভালো থাকবেন।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
বৃতি বলেছেন: অভিনন্দন !!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব সুন্দর!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮
খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০
বিপদেআছি বলেছেন: অভিবাদন গ্রহন করুন ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: ধুর আমি বললাম , আলু ভর্তা সবচাইতে ভাল রেসিপি টাই আমার
কিন্তু বানাতে হলে আমার হাত এর দরকার।।
ওই রেসিপি অন্য কেউ ফলো করলে, সেটা খেতে মোটামুটি হয়
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
খেয়া ঘাট বলেছেন: এখন এই হাত পাবো কোথায়...
তার মানে আলু ভর্তা খাওয়া হলোনা।
আফসোস, বড়ই আফসোস।
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
বেবিফেস বলেছেন: অনেক অনেক অভিনন্দন । গল্পটাতো আগেই পড়েছি আজ আপনার নাম জানা হল। ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। বাবু কেমন আছে???
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
অদ্বিতীয়া আমি বলেছেন: অভিনন্দন
অনেক ভাল লাগল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
দুরন্ত-পথিক বলেছেন: অভিনন্দন আপনাকে।বরাবরের মতোই ভাল লেখা।
লেখাটা বাস্তব হলে মানতে অনেক কষ্ট হত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য, মন্তব্য করার জন্য।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
নুসরাতসুলতানা বলেছেন: পত্রিকার শিরনাম ছাড়া অন্যকিছু পড়া হয়না। তবে এ গল্পটিা কেন যেন পড়া হয়েছে।আজ নজরে এলো লেখাটা আপনার এবং পুরস্কার পেয়েছে গল্পটা।কনগ্রেটস।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
খেয়া ঘাট বলেছেন: আপনি পড়েছেন আমি খুব খুশি হলাম।
অভিনন্দন জানিয়েছেন,আরেকবার খুশী হলাম।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫
খেয়া ঘাট বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ।
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
মনিরা সুলতানা বলেছেন: কখন আসেন কখন যান , বুঝি না
ক্যামন আছেন আপনি ?
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
খেয়া ঘাট বলেছেন: বসে আছি পথ চেয়ে, ..............মনো মানেনা..
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮
খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ
২২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনি আসলেই অসাধারন একজন লেখক। সামুতে আপনি আমার সহব্লগার, গর্বিত বোধ করছি।
অনেক অভিনন্দন ভাই।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
খেয়া ঘাট বলেছেন: খুব লজ্জিত হলাম।
আপনার অভিনন্দন প্রাণভরে গ্রহণ করলাম আর আপনাকে ধন্যবাদ জানালাম।
২৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
আিম এক যাযাবর বলেছেন: অভিনন্দন। আশা করি আরো ভালো লিখবেন.....
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭
বইয়ের পোকা বলেছেন: অভিনন্দন চা খেয়ে বিল পাঠিয়ে দিয়েছি। বিলটা দিয়ে দিয়েন
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ চা পানের জন্য ......তবে এতো অল্প খেয়েই আপনি তৃপ্তি পেলেন। শুধু চা পানেই সন্তুষ্ট হলেন।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪
খেয়া ঘাট বলেছেন: বিল দিয়ে দিলাম। এতো কম খেলেন কেন??? অনেক ধন্যবাদ
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
আমি তুমি আমরা বলেছেন: অভিনন্দন (যদি অনেক দেরীতে তবুও... ... )
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১
অচিন.... বলেছেন: Congratualtions!!
২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪১
খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ, মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
২৭| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
না পারভীন বলেছেন: আরু ভাই , শরীল্ডা ভালা ?
পুরষ্কার টি বুঝে পেয়েছিলেন ? কি দিল ? প্রাইজবন্ড ? পুরষ্কার দিয়ে কি করলেন ? প্রশ্ন দেখিবার সাথে সাথে উত্তর দিয়ে রাখবেন পিলিজ ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
খেয়া ঘাট বলেছেন: পুরস্কার এখনো পাইনাই। দেশে গেলে মনে হয় পাবো। মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ রইলো।
২৮| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
অনাহূত বলেছেন: গল্পটা খুব সুন্দর। পড়লাম।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আরেকটা ভালো খবর জানাবো আশাকরি দু মাস পরে।
শুভকামনা রইলো ভাই।
২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
না পারভীন বলেছেন: ২৩ জুলাই এর উত্তর ১৫ সেপ্টম্বর । তাও নোটিফিকেশনের জোরে আমি দেখলাম আজ । একেই বলে ছেলে ব্রেটি ।
আপনি কবে আর দেশে আসবেন , আর আমি খাব মিষ্টি ? তাও আবার মিষ্টি খাওয়া নিষিদ্ধ করা হয়েছে । লো ক্যালরি ঝাল কিছু খাওয়ায়েন ভাই ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬
খেয়া ঘাট বলেছেন: তাহলে আপনি আমাকেই খাওয়াবেন। দুজনের টা একজনে খেলেই হলো। নাকি বলেন? আমি মিষ্টি খেলাম আর আপনি জলপান করলেন। পুরো প্যাকেজ। মিলেমিশে করি কাজ।
৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
অস্সাম !! m/
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মুন ভাই। শুভকামনা রইলো ভাই।
৩১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
না পারভীন বলেছেন: যদি সুদূর পরবাস থেকে দেশে এসে আবার এই পর্যন্ত আসতে পারেন , তাহলে খবর দিয়েন মিষ্টির দোকান বুকিং দিয়ে রাখব । এখানে খুব ভাল মিষ্টি পাওয়া যায় । না হয় আমি পানিই খাব । হাহাহা ।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
খেয়া ঘাট বলেছেন: পুরো মিষ্টির দোকান বুকিং দিয়ে রাখলেতো মনে হয় মিষ্টিই আমাকে খাবে, আমি মিষ্টি খাওয়ার চান্স পাবোনা। হোহোহোহোহহোহোহোহোহোহো।
" যদি কোনোদিন দেখা হয়, তবে না দেখার ভান করে আবার চলে যাবেননাতো?"-বিল দেয়ার ভয়ে। ডাক্তাররা যা কৃপণ।
৩২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
আিম এক যাযাবর বলেছেন: অভিনন্দন, এগিয়ে যান আরও বহু পথ.........আমাদের দোয়া রবে আপনার সাথে।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫২
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। বিনিত ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো।
৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১
মাসুম আহমদ ১৪ বলেছেন: কনগ্রেটস ব্রো
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই । অনেক শুভকামনা রইলো।
৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাট লিংকটা কাজ করছে না আমার জন্য।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
খেয়া ঘাট বলেছেন: প্রায় কয়েক মাসের গল্প। লিংকটা এখন আর কাজ করছেনা। ওরা মনে হয় পুরানো লিখা একটা সময়ের পর আর রাখেনা।
তবে পড়তে চাইলে অনুগ্রহ করে এখানে পড়েন। অনেক খুশী হবো।
Please click here,Thanks
৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩
মনিরা সুলতানা বলেছেন:
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
খেয়া ঘাট বলেছেন: এতো হাসির কি হলো..........................নাপা'র জন্য হাসেন। নাপা কিন্তু মাইন্ড করবে...................
৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতো ভালুবাসা!!!!!!!!!!!!!!!
অভিনন্দন!!! খাওয়াবেন কবে?
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
খেয়া ঘাট বলেছেন: আগেই বললাম না, খেয়েই বিল টা পাঠিয়ে দিতে। ইচ্ছেমতো খানা।
অথবা ডাঃ নার্গিস পারভিনের সাথে যোগাযোগ করেন। উনি পুরা মিষ্টির দোকান বুকিং দিয়ে রেখেছেন।
উল্টা পাল্টা হলে খবর দিয়েন। ব্যবস্থা নিবো।
৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০
কেএসরথি বলেছেন: একটা কথা বলি, কেউ লিংকের ক্লিক না করেই অভিনন্দন জানাচ্ছে।
পেজটা "পাওয়া যায়নি" দেখাচ্ছে।
সঠিক লিংকটি দিন প্লিজ।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭
খেয়া ঘাট বলেছেন: ভাই এখানে দেখুন।
প্রায় কয়েক মাসের গল্প। লিংকটা এখন আর কাজ করছেনা। ওরা মনে হয় পুরানো লিখা একটা সময়ের পর আর রাখেনা।
তবে পড়তে চাইলে অনুগ্রহ করে এখানে পড়েন। অনেক খুশী হবো।
Please click here,Thanks
৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২
অদ্ভুত স্বপ্ন বলেছেন: যদিও লিঙ্কটি এখন কাজ করছে না তবে আমি কিন্তু সেই সময় গল্পটা পড়েছিলাম। গল্পটা যোগ্যভাবেই প্রথম সেরা হয়েছিল।
পুরো গল্পটা গতানুগতিকভাবেই চলছিল তবে শেষে এসে একটা টুইস্ট বা চমক ছিল। সেই জন্যই বোধ হয় এটি সেরা'র পুরস্কার পায়।
অনেক দেরিতে হলেও অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো।
৩৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গল্প পড়লাম।
লিংক কাজ না করলেও পড়া যায়
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
খেয়া ঘাট বলেছেন: আপনিতো ফেসবুকে পড়েছেন, তাইনা ????? মিষ্টি খেয়ে বিলটা রেখে দিয়েন। দেশে এসে পরিশোধ করে দেবো।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
খেয়া ঘাট বলেছেন: এখন লিংক যোগ করে দিলাম। কাজ করে কিনা দেখেনতো , আশরাফ ভাই।
৪০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
না পারভীন বলেছেন: ৩ মাসের প্রেয়সীকে পুরান লাগে , আপনে তো সেইরাম বড়লোক , আপুও বড়লোক ,যদি কোনদিন দেখা হয় আপনারা দেখেও না দেখার ভান করে চলে যাবেন কিনা , আমার মত গরীব ডাক্তারকে চিনবেন কিনা , নাকি ভাবেই অস্টমী হয়ে যান ( সব সময় যেমন থাকেন আরকি ) আমি সেই ভাবনায় আছি ।
:-<
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
খেয়া ঘাট বলেছেন: এটা হলো আপনার দূর্ভাবনা ডাক্তার মেডাম।
আর প্রেয়সী যত পূরাণ হয় ততই ভালো। আন্ডারস্টেডিং বাড়ে। কোল্ড টি এন্ড ওল্ড ফ্রেন্ড নেভার হার্ম ফর হেলথ।
আর আপনি গরীব ডাক্তার কিনা জানিনা, তবে গরীবের ডাক্তার হিসাবে ভালো করেই জানি।
এতোদিন শুনে আসলাম আনন্দে আটখানা হয়ে যাওয়া,
আর এখন শুনলাম ভাবে অস্টমী হয়ে যাওয়া। চিকিৎসাবিগ্গানে এটা কি নতুন কোনো রোগ নির্ণয় ? ডাক্তাররাই ভালো জানবে
৪১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: মটেও নাপা জন্য হাসি না ...।
হাস্লাম এই ভেবে যে কে কাকে কি বলে ......
তুমি তো খরচের ভয় এ দেশে ই আস না
আর ডাঃ কৃপণ না হলে তো আমাদের খবর ছিল , কিডনি নষ্ট হলে একটা বদলে দুইটা ফেলে দিত...।।
ডাঃ আপাদের টাকা না থাকলে কি হবে ইজ্জত আছে ,বিল এর চিন্তা তোমার করতে হবে না ।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪
খেয়া ঘাট বলেছেন: আর ডাঃ কৃপণ না হলে তো আমাদের খবর ছিল , কিডনি নষ্ট হলে একটা বদলে দুইটা ফেলে দিত -
বিল-এর চিন্তা আমি কেন করবো। বিলের চিন্তা করবে তো হিলারী।
ভাবেই অস্টমী হয়ে যাওয়া - এই ধরণের নতুন কোনো রোগের নাম কি আপনি শুনেছেন?????????
৪২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭
কেএসরথি বলেছেন: অনেক আগেই পড়েছিলাম লেখাটা। কিন্তু জানতাম না যে আপনার লেখা।
লেখাটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। আপনি পড়েছেন জেনে।
বিনীত ধন্যবাদ রইলো অনেক শুভকামনা রইলো।
৪৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
মনিরা সুলতানা বলেছেন: ভাবেই অস্টমী হয়ে যাওয়া - এই ধরণের নতুন কোনো রোগের নাম কি আপনি শুনেছেন????????
জি ভাই শুনেছি ,প্রায়শই আমি আর নাপা এই রোগে রোগাক্রান্ত পাবলিক দের আমাদের আশে পাশে দেখতে পাই
আর আপ্নে "তাল গাছ সব সময় আমার" রোগে রোগাক্রান্ত পাব্লিক দেখছেন ??না দেখে থাকলে .............................................
যদি কোনোদিন দেখা হয়, তবে না দেখার ভান করে আবার চলে যাবেননাতো?"-বিল দেয়ার ভয়ে ।
নিজে লেখার বেলায় বিল বিল এ থাকে আমার বেলায় ......।।
বিল-এর চিন্তা আমি কেন করবো। বিলের চিন্তা করবে তো হিলারী।
এদের কে বলে তালা গাছ সব সময় উনাদের
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
খেয়া ঘাট বলেছেন: বুঝলাম। তালগাছ নিয়ে তালগোল পাকিয়ে লাভ নাই। মনে করেন তালগাছটা আমারই হলো। পরিচর্যা করা, যত্নপাত্তি করা , দেখভাল করা সব আমার। কিন্তু তালগাছের পাকা তালটা যান আপনাদের দুজনকেই দিলাম।
বাংলাদেশ ভারত মিল্লা তালের পিঠা বানাইয়া খান ।দুদেশের সম্প্রীতি বাড়ুক। তাল খান, তালের পিঠা খান। পিঠা খেয়ে তালি বাজান
৪৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
মনিরা সুলতানা বলেছেন: ভাবেই অস্টমী হয়ে যাওয়া - এই ধরণের নতুন কোনো রোগের নাম কি আপনি শুনেছেন????????
জি ভাই শুনেছি ,প্রায়শই আমি আর নাপা এই রোগে রোগাক্রান্ত পাবলিক দের আমাদের আশে পাশে দেখতে পাই
আর আপ্নে "তাল গাছ সব সময় আমার" রোগে রোগাক্রান্ত পাব্লিক দেখছেন ??না দেখে থাকলে .............................................
যদি কোনোদিন দেখা হয়, তবে না দেখার ভান করে আবার চলে যাবেননাতো?"-বিল দেয়ার ভয়ে ।
নিজে লেখার বেলায় বিল বিল এ থাকে আমার বেলায় ......।।
বিল-এর চিন্তা আমি কেন করবো। বিলের চিন্তা করবে তো হিলারী।
এদের কে বলে তালা গাছ সব সময় উনাদের
৪৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মনিরা সুলতানা বলেছেন: আহা তর্ক যুদ্ধে খ্যেমা দিতে গিয়ে বেচারা তাল হারিয়ে তালগোল পাকিয়ে বেতাল হয়ে গেছে ...
অহ .....................................................................।
আবার ও অনেক অনেক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
লাবনী আক্তার বলেছেন: Congratualtions!!