নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ঈদ পুনর্মিলনী আড্ডা পোস্ট। সবাইকে স্বাগতম।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

দলমত সবকিছুর উর্ধ্বে ওঠে শুধুমাত্র পারস্পরিক সম্প্রীতি আর সৌহার্দ্যকে আর নিবিড়করার জন্য পৃথিবীর সব বাংলাভাষী ব্লগারদের স্বাগতম। চলুন না হয়ে যাক, এক ঈদপুনর্মিলনী ব্লগাড্ডা।



সবাইকে আসসালামু আলাইকুম। নমস্কার। আদাব।

মন্তব্য ১৯৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়া আলাইকুম আস সালাম।
ঈদ মুবারাক।
খবর ভাল খেয়া ??

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

খেয়া ঘাট বলেছেন: ঈদ , কোথায় কাটালেন। দেশে নাকি বাইরে?

২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক আরিফ ...
তুমি ঈদ এর ১০ দিন আগে থেকে শুরু করেছ , সবাই কে ঈদ শুভেচ্ছা দেয়া, ভাবছি আমি ঈদ এর পরবর্তী ১০ দিন ঈদ মোবারক জানাবো সবাই কে ... :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

খেয়া ঘাট বলেছেন: আপনি তো এই ঢাকা, এই দিল্লী।
ইহাকেই বলে কপাল। তা কেমন কাটালেন দেশে।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

আরমিন বলেছেন: ঈদ মোবারক! :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

খেয়া ঘাট বলেছেন: আরমিন, পরবাসে কেমন কাটলো ঈদ? একটু শেয়ার করেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
বিদেশ নাই ভাই, দেশেই।
আপনি কোথায় ??

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: আহারে দেশের ঈদ, কোনো তুলনা হয়না।
আমি আটলান্টায় নামাজ পড়লাম। শুধু নামাজ পড়ার সময় মনে হলো ঈদ । তারপর ঈদের কোনো আমেজই চোখে পড়লোনা। তবে আমি অনেক ঘুরেছি । ছুটি ছিলো। দেশের কোথায় ঈদের নামাজ পড়লেন মুন ভাই।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

কলাবাগান১ বলেছেন: belated Eid Mubarok

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: ঈদ মোবারক ।
ভাই কোথায় ঈদ করলেন। দেশে, পরবাসে, শহরে, গ্রামে? কেমন কাটালেন?

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ মুবারাক।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক স্বর্ণা।
গতরবিবারে আমার এক কাজিন নাম স্বর্ণা, উ ল স্কুলে চান্স পেলো। বিশাল পার্টি ছিলো ।সাথে ঈদের ব্যাপক খাবার। আপনি ঈদ কোথায় করলেন?

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: কপাল আর পরিপূর্ণতা পেল কোথায় বল ? ।।

ঈদ এ দেশে গেলাম কিন্তু জ্বলন্ত জলিল থুক্কু অনন্ত জলিল আর বর্ষা ভাবি র কুন ছবি দেখতে পারলাম না :(
এই জীবন রাইক্ষা লাব আচ্ছে ? ??

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: জ্বলন্ত জলিল..........................হাহাহাহাহাহাহা।
উনিতো আপনার ফ্রেন্ড লিস্টে আছে। আপনিতো উনার ছবির ভিআইপি।
পরের ছবি বলিউডে শ্যুট করার জন্য উনাকে বলেন। ভাইভাবী আপনার গেস্ট হবে। বাদ আসর বিফোর মাগরিব।


৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চট্টগ্রামে সবচে বড় ঈদের নামায যেখানে পড়ানো হয় আগে ওখানে যেতাম আব্বু-ভাইয়ার সাথে।এবার পারিবারিক সমস্যা ছিল, অতদূর যাওয়ার মানসিকতা ছিলনা।বাসার কাছে একটা মসজিদের সামনে রাস্তায় পড়াচ্ছিল-ওখানেই পড়ে ফেলসি ||

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: কোথায়, জমিউতুল ফালাহ , না?
এরপর সারাদিন কি করলেন?

৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ নিউইয়র্কে। এত বাঙালি, তারপরেও ভাল লাগে না।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: অনেক আগে একবার নিউইয়র্কে গিয়েছিলাম। ব্রুাকলিন দাঁড়িয়ে আছি। এমন সময় আসরের আযান দিলো। এক দেশি ভাইকে জিগ্গাসা করলাম ভাই মসজিদে যাবো। কোনদিকে।
ভাই বললেন- এই যে পানের ফিক দেখছেন, না। জাস্ট ফলো করেন। মসজিদে চলে যাবেন/ হয়তো মজা করেই বলেছিলেন।
তবে অনেকটা সত্য।
আমার কিন্তু ম্যান হাটান দারুন লাগলো। ২৪ ঘন্টাই জমজমাট।
ঈদমোবারক। সারাদিন কি করলেন?

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েদা সোহেলী বলেছেন: ওয়ালাইকুম আস সালাম :)

ঈদ মোবারাক. !:#P !:#P

আটলানটার ঈদ তো ভালোই হউয়ার কথা! !।অখানে ত এখন অনেক বাংগালী থাকে! !

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

খেয়া ঘাট বলেছেন: সায়েদা আপু ঈদমোবারক।
আপনি কোথায় করলেন।
জ্বি অনেকেই থাকে। বেশ ঘুরলাম। তবে দেশের আমেজ কি আর পাওয়া যায়?

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

না পারভীন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম । ব্লগীয় ঈদ পুনর্মিলনী ভাল দিনে হয়েছে । হরতাল এর দিন ।

হুম অনন্ত কেন ছবিটা একদিন আগে রিলিজ দিলন ? দল বাইন্ধ্যা দেখতে যেতাম । :(

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: জিম ক্যারি আর অনন্ত জলিলের ম্যুভি দেখার অপশন থাকলে আমি অনন্ত ভাইয়েরটাই চয়েস করবো। ১০০% ।

বাহ, এটাতো খেয়াল ছিলোনা, হরতালে ঘরে বসে ঈদপুনর্মিলনী।
আমাদের ক্লাশের একজন বলতো ঈদ পূর্ণমিলনী।
ডাঃ আপু কি করলেন? খানা,দানা। কি কাপড় পরলেন। কেমন কাটালেন ।

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

না পারভীন বলেছেন: আপ্নি কি করলেন আরু ভাই ? কি রান্না করলেন ?

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: ধুর, রান্না।
গতমাসে আমার গ্যাস বিল এসেছে মাত্র ৩৪ ডলার।
বিগত ৪/৫মাস চুলো ধরাই নাই।
আল্লাহর ওপর ভরসা। বাইরে খাই-দাই। বন্ধু বান্ধবের বাসায় গেলে খেয়েও আসি আবার নিয়ে ও আসি। আল্লাহ ভরসা।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়েস, ওখানে।
এরপর দুপুর অব্দি বাসায় ছিলাম, দুপুরে ফুফুদের বাসায় বেড়াতে গেসি।
তারপর দিন দূরে ২-৩জন আত্মীয় যারা থাকে তাদের ওখানে গেসিলাম, সন্ধ্যায় বাসায় এসে ২জন বন্ধুর সাথে ঘুরতে বের হৈসিলাম, রাতে বাসায় আসছি।আমার ঈদ এর দি এন্ড এরপর।আপনি কি কি করসেন ?

সায়েদান্টি♥ আমাকে বখশিশ কত দিবেন ?? :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: ভালোইতো কাটালেন। মনে হলো পুরো দিনটাই উপভোগ করেছেন।
আমি নামাজ পড়েই কিছুক্ষন জ্যামে আটকা।
তারপর আমার গাড়ীতে করে বেশ কিছু ছোট ছোট পিচ্ছিদের ঘন্টাখানেক রাইড দিলাম। এরপর গ্যাস স্টেশানে গিয়ে সবাইকে ইচ্ছেমতো ক্যান্ডি, বিভিন্ন রকমের হাবিজাবি সব কিছুর নামও জানি না , এসব কিনে দিলাম।
তারপর এক ফ্রেন্ডদের বাসায় লান্চ করলাম। আরেক ফ্রেন্ডের বাসায় ডীনার শেষ করে রাত ১টায় বাসায় ফিরলাম। পরদিন সকালে কাজে গেলাম।
দেশের সবাইকে ব্যাপক মিস করলাম।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ নিউইয়র্কে। এত বাঙালি, তারপরেও ভাল লাগে না।”
-----------------------------------------

-এতো বাঙালি থাকলে কি ভালো লাগে ;)





ঈদ মোবারক সকলকে :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: এতো বাঙালি না থাকলেও কি ভালো লাগে???
সব্বাইকে ঈদমোবারক।
আপনি কোথায় নামাজ পড়লেন, কেমন কাটালেন? ইত্যাদি। স্পেশাল কিছু?

১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

না পারভীন বলেছেন: মুনের ঈদ স্পেশাল পোস্ট টা নার্গিসান্টির ব্যাপক পছন্দ হয়েছে । আমি তো এক কপি নিজের কাছে রেখে দিয়েছি । @ ইমরাজ কবির মুন :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: পড়তে হবে সময় করে। এইমাত্র দেখে আসলাম।
আপনার ইস্মার ফোনটা কি ঈদের বখসিস ছিলো??????

১৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, সত্যিই :P :P :P

হুম, ম্যানহাটন অনেক ভাল।

আমি সারাদিন কিছু করতে পারি নাই। কাজ করতে হয়েছিল। আপনি কি করেছেন? আমার এক আত্মীয় আটলান্টা থাকে, নিউইয়র্ক নাকি অনেক অপরিষ্কার, অনেক মানুষ :P :P :P

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

খেয়া ঘাট বলেছেন: ঐ যে ব্রুকলিন মসজিদের কথা বললাম না?

আটলান্টা কোথায়?

নিউইয়র্ক অপরিষ্কার হলেও পৃথিবীর রাজধানী না। আলাদা কদরতো থাকবেই।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

কোরবানি ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: মাশাল্লাহ। আপনিই প্রথম শুরু করলেন।

কোরবানীর যে ডায়লগটি সবচেয়ে জোশ লাগে, সেটা হলো-----
কি বলেন তো?????

১৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা শে ...

জলিল ভাই আমার ফেসবুক এ কাছাকাছি বন্ধুর তালিকাতে আছেন , কিন্তু উনি হলিউড ছাড়া থিংক ই করতে পারেন না ...।
ঈদ এর জন্য আমার বাসায় বেড়াতে আসবার বিশেষ ছাড় ছিল । অ্যানি টাইম এসে কলিং বেল দেয়া যেত । ;)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

খেয়া ঘাট বলেছেন: উনি ইসপেশাল ইপেক্ট পম ঘানা দিয়ে বলিউডকেই হলিউড বানিয়ে পেলবেন। আপনার সমস্যা কি?

আপনি প্রস্তাব করেন। আমার নতুন ঢালিউড নায়কের হলিউড ইস্টাইলে বলিউড ম্যুভির অপেক্ষায় থাকলাম।

আর ঈদের সময় আপনিতো ঢাকা ছিলেন। উনাকে কি আপনি মফিজ মনে করেন????

১৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

না পারভীন বলেছেন: হাহাহা , কান্ডারির মন্তব্য কোরবানি ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল সবচেয়ে মজার হয়েছে । B:-/ =p~ :-B

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

খেয়া ঘাট বলেছেন: কোরবানির ঈদের বহুল প্রচলিত জোস ডায়লগটা কি বলেন??
ঐটা আরো মজার।

২০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: বিরিয়ানির গন্ধ নাই , সেমাই পোলাও কিছুই দেখতাছিনা
আড্ডা কি জম্বে ।।

একটা কৌতুক মনে পড়ল ।
ডাক্তার তার চক্ষু রোগীর চোখ অপারেশন করে, চোখ দুটি খুলে জানালার দ্বারে রেখে
দিল , তো এক কাঁক এসে একটা চোখ নিয়ে উড়াল দিল ।
ডাক্তার তারাতারি একটা ছাগল জবাই করে ছাগলের চোখ প্রতিস্থাপন
করে নিশ্চিত বাঁচল ।।
কয়েক দিন পর রুগী আবার ডাক্তারের নিকট গেল ।
ডাক্তার , কি মজু মিয়া এখন কেমন দেখছ ।।
মজু , ভাল স্যার কিন্তু বাম চক্ষু বারে বারে কাঁটাল পাতার দিকে নজর
কাঁড়ে ।।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

খেয়া ঘাট বলেছেন: কৌতুকটা জোস হয়েছে। হাহাশে।

পন্ধু ভাই ঈদ কেমন কাটালেন। দেশে না বিদেশে। শহরে না গ্রামে। আপনার সাহিত্য চর্চা কেমন চলছে???

২১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

না পারভীন বলেছেন: একটা ছবি আপ্লোড করতে পারতাম ঈদের জামা দেখানোর জন্য , কিন্তু বাংগালী ইসটালে তোলা ( মিতা হক) তাই আর দিতে পারলাম না । :!> :P

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহাহাহহাহাহাাহাহহাহহাহাহা।

আহারে...............বেচারী দেখি প্যাঁচ থেকে আর বের হতে পারছেনা।
আমি খুব দুখ্খিত। সেমাইর পরিবর্তে আফসোস খাইলাম।

২২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
হুম।আমার এক ক্লোজ ফ্রেন্ড ও ঈদের ২-৩ মাস আগে বিদেশে চলে গেসে।ঈদের দিন ফোন করসিলো। বেচারা কথা বলতে পারতেসিলোনা, গলা ভারী হয়ে গেসিলো।খারাপ লাগে ব্যাপারটায়।

থ্যাংক্স নার্গিসান্টি।এখন আপনিও আমাকে বখশিশ দেন :D ||

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: আসলেই আমরা হলাম দুঃখী পরবাসী। তাই ঈদপোস্ট দিয়ে একাকিত্ব মোচনের চেষ্টা করছি।

আমার পোস্টের মাধ্যমে বখশিস নিলে কিন্তু হিসাব করে কমিশন দিয়ে দিয়েন।

২৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কুরবানীর ঈদ ১৫ অক্টোবার। আমাকে একা পালন করতে হবে। সামুতে থাকব :(

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

খেয়া ঘাট বলেছেন: বাহঃ । তারিখটাও জানা গেলো।
আবার ব্লগের জানা গেলো না। মানে জানা কোথাও গেলো না।

১৫ অক্টোবর কি বার ? সেটাই ভালো । আগে থেকেই ডেট ফিক্সড করা থাকলে। না হয় ছুটি নিতে ব্যাপক ঝামেলা হয়।

২৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমিই দিতে চাইসিলাম বাট আপনি যেহেতু কান্ডারীকে কুরবানের ডায়লগটা দিতে বলসেন, উনিই দিক।আমার এ মুহুর্তে গরু-ছাগল হওয়ার ইচ্ছা নাই :| ||

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: একটা কৌতুক শেয়ার করি।
দুজন লোক হোটেলে খাবার শেষ করে ক্যাশিয়ারের সামনে গেছে বিল দিতে।
ম্যানেজার ডাক দিয়ে জিগ্গাসা করলেন বয় ছেলেকে, এই দাম ক?
বয় ছেলে পিছন থেকে বললো....... আগে গরু, পিছনে খাসি।
আর এইমাত্র যিনি ওঠে যাচ্চেন ইনি ভেড়া।
ঠিকঠাক দাম রাইখেন ম্যানেজার সাব।

২৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

না পারভীন বলেছেন: আপ্নি এটা কি প্রশ্ন করলেন আমাকে আর কান্ডারি কে >> আপনি গরু না ছাগল ? ;)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: সেটাই। কমন ডায়লগ।
এইটা জিগ্গাসা করে অনেকেই মজা নিয়ে নেয়। আমাদের বাসার পাশে ব্রীজের ওপর দুষ্টু ছেলেরা সারাদিন দাঁড়িয়ে থাকতো এই প্রশ্নটা জিগ্গাসা করার জন্য। বজ্জাত পোলাপান।

২৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

না পারভীন বলেছেন: আপ্নি এটা কি প্রশ্ন করলেন আমাকে আর কান্ডারি কে >> আপনি গরু না ছাগল ? ;)

২৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

মনিরা সুলতানা বলেছেন: না পারভিন ......

জামা কাপড় এর ছবি না দাও , তোমার জিরো ফিগার এর সেল ফোন এর ছবি আপ্লোডাও ...।। B-))

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: নাকি ফোনের মাঝেও মিতা হক আসর করেছে। হাক মাওলা।

২৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ কাটালাম ঢাকায় , বন্ধু নয়নের সাথে মিরপুর গোলচক্করে গেলাম
দেখলাম , লাকি ডাগর ডাগর নয়নে আমার দিকে তাকিয়ে , আরে
কি জম্পেশ , সাথে আবুল হায়াত , বিপাশা , আর প্রিয় তারকা
শাওন । ভাবলাম স্বপ্নে দেখতেছি , এই নয়ন আমাকে ছুঁয়ে দেখত
সাথে সাথে ২ ঘণ্টার জ্যাম টুটে গেল আর আমি একটা দামী সিগারেট
জালায়ে আয়েশে দেখলাম ওদের খুব মজা না ।।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

খেয়া ঘাট বলেছেন: বন্ধু ভাই, আপনার জোকসটা দারুন লেগেছে। একেবারে সেরা ।মেলাদিন মনে থাকবে।

উনাদের সাথে একটা ফটু তুলতেন। বিশাল মিস করেছেন। কোনো আলাপ হয়নাই।

২৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: না ফোণ এ মুন এর আছর হয়েছে এই আসরে ,
সালামীর বদলে যদি জিরো চেয়ে বসে ;)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহহাহাহা । হাহাশে।
চেয়ে বসলে দিয়ে দেবে। যত দেবে তত পাবে।
মসু...........একজনকে ব্যাপুক মিস করছি। উনি কিন্তু আসবেন না। কেমন করে আনা যায়। কোনো আইডিয়া।

৩০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





বরাবরের মত আড্ডা পোষ্টে আসতে লেইট করে দেরী হয়ে গেল!!! X(




কেমন আছেন? ঈদ মোবারক। :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: ঈদ মোবারক, ঈদমোবারক, ঈদমোবারক।
কোনো দেরি হয়নাই।

ভালো আছি। কোথায় ঈদ করলেন। কেমন কাটালেন> স্পেশাল কিছু।

৩১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

না পারভীন বলেছেন:
BMW Luxury Car-Sports Car-Roadster এর আসর লাগছে , ব্লগের সব বড়লোকের সামনে গরীবের ফোন দেয়া যাইবোনা । @ মনি আপু /:)


@আরু ভাই আপনাকে গরু আর ছাগল বলার সুযোগ দুইবার করে দেয়ার জন্য ধইন্যা । B-))


@ পরিবেশ বন্ধুর জোক্স দেখে হাসতেই আছি ।
ঠিক কথা , দাওয়াত দিয়ে আনলেন খেতে দিচ্ছেন না কেন ভাই ? #:-S

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

খেয়া ঘাট বলেছেন: আসর অল্প সময়েই চলে যাবে। মাগরিব আর এশার সময়েই দিলে চলবে।
দুইবার বলুন আর চারবার বলুন। এই ডায়লগে ব্যাফুক মজা আছে। বলেও মজা, শুনে মজা। মজা আর মজা।
এইটা সেরা জোকস।
আমিতো আড্ডা পোস্ট দিছি। খাড্ডা পোস্টতো আর দেই নাই। ১০০% আড্ডা। তবে চাইলে আপনারাই খানাপিনার আয়োজন করেন?

৩২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ফানি সব কমেন্ট।



জর্জিয়াতে নাকি দিনে গড়ে ৮৫ জন ইলিগাল ইমিগ্র্যান্ট আসে।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

খেয়া ঘাট বলেছেন: ইমিগ্রান্টদের দেশে ইমিগ্রান্টরাই আমার ইল্লিগাল হয় কেমন করে? B-) B-) B-)

কথা সত্যি কিনা জানিনা। আপনি এ খবর রাখেন, ঘটনা কি????

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নার্গিসান্টি ধরে ধরে সবার ব্যাপারে কমেন্ট দিসেন, আমার বখসিশ এর ব্যাপারটা এক্কেবারে অ্যাভোয়েড করে গেসেন, এগুলা তো ঠিক না। এত্তগুলা মাইনাস X((

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: এর শাস্তি হিসাবে, সারা জীবনের ডাক্তারী খরচ আপনি উনাকে সারাজীবনের বাকির খাতায় লিখে রাখতে বলবেন/

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




আমার মাতৃভূমি বাংলাদেশেই ঈদ করলাম। তবে ঈদের আনন্দটা কেমন জানি আগের মত আর পাইনা। আর তাই পিচ্চি পোলাপান আর মাইয়াদের আনন্দফূর্তি দেখেই দিনটা পার করছি। B-)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

খেয়া ঘাট বলেছেন: দেশে ঈদ করেছেন , এটাইতো বড় আনন্দ । আর লাগে কি ভাই।
সেলামি দিলেন না নিলেন????

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, আপনার জোকটা মজার ছিল ঘাট।
দেশে এবার কুরবানীর ঈদে কিনতু বিশাল বন্ধ আসে :) ||

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: তাইলে এখন থেকেই দাঁত আর ভূড়ির যত্ন পাত্তি শুরু করেন।

৩৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এইবার ঈদে আপনি কি গরু না ছাগল ? ;)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: B-) B-)
কয়েকবছর থেকে যোগ হয়েছে, শুনেছি এইবার আপানারা নাকি উট?

৩৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




পোলাপানদের মধ্য থেকে আদব-কায়দা-ভদ্রতা ভ্যানিশ হইয়া গেল নাকি?!! B:-) এতক্ষন ধরে এই পোষ্টে আছি, অথচ কেউ একবারের জন্যও সালাম দিলনা!! ফিলিং অপমানিত!! :((

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনি মাইক নিয়ে এসে সবার কানে ফুঁ দেন। দেখেন কাজ হয় কিনা।
না হলে বলেন। ব্যবস্থা নিমু।

আমি কিন্তু আগেই দিয়া দিছি ।

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

টুম্পা মনি বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম।
ঈদ মুবারাক।
খবর ভাল খেয়া ?? :D :-B

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

খেয়া ঘাট বলেছেন: টুম্পা মনির আগমন।শুভেচ্ছা স্বাগতম।

ঈদমোবারক। খবর অনেক ভালো। ঈদ কেমন কাটালেন?
স্পেশাল কিছু??????????????????

৩৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইমিগ্র্যান্টদের নিয়ে একটা ক্লাস ছিল, ওখানে পড়েছি।

আমি সবার চেয়ে ছোট, আমাকে সবার সালামী দেয়া উচিত।

মুন ভাইয়া, আমার সালামী দেন B-)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: ও আচ্ছা।
মুন ভাইয়া সবার কাছে থেকে সালামি নিয়ে স্বর্ণাকে দেন।
মানে আপনি কইয়ের তেলে রুই ভাজেন।

৪০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: পরিবেশ বন্ধু উনার মার্কেট ণীয়ে নেয়াতে , উনি আজকাল একটু সাইড লাইনে আছেন ... :)
আমরা সবাই মিস করছি রেজা ঘটক কে ।। রেজা ঘটক

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

খেয়া ঘাট বলেছেন: হাসতে হাসতে অবস্থা কাহিল।

উনাদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করা যায়না। সম্প্রীতি বজায় থাকুক। ভাই আপনি আসেন।

৪১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

জালিস মাহমুদ বলেছেন: ঈদ মোবারক । ভালো কাটুক প্রতিটাদিন..............

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক, ঈদমোবারক, ঈদমোবারক।
কেমন কাটালেন ভাই। স্পেশাল কিছু..............বিশেষকোনো স্মৃতি এই ঈদে, নাকি পানসা কাটালেন????

৪২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি এমনে কবিতা অতটা পছন্দ করিনা, কিন্তু বন্ধুর কবিতা পড়ে দিনে দিনে ভ্ক্ত হয়ে যাচ্ছি।ঈদ মুাবারক বন্ধু।আমি ১টা কবিতা লিখে উনাকে ডেডিকেট করবো, ঘোষনা দিলাম B-)

ঈদ মুবারাক।
খবর ভাল টুম্পা ?? :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

খেয়া ঘাট বলেছেন: আমাদের বাংলা কবিতার কান্ডারী বন্ধু ভাই।
এগিয়ে চলুন ,সাথে আছি চিন্তা নাই।
উনার মাঝে আমি মহাকবি মাইকেল মেহেদিকে সবসময় দেখতে পাই।

৪৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
আরে ভাই বৈলেন না ভূড়ির যত্নের কথা।আমি খাইতেই পারিনা একদম :|।ব্যুফে তে গেলে ১/৪ টাকাও উসুল হয়না, এ জন্যে যাই না আর ||

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪

খেয়া ঘাট বলেছেন: ১ টিকেটে ১ মাস খাওয়ার কোনো ব্যবস্থা নাই। মাসকাবারি বন্দোবস্ত। তবে সাথে এরপর পরিবেশ বন্ধুকে নিয়ে যাবেন। কবিতা গিলবেন খাওয়ার ফাঁকে ফাঁকে। গআশাকরি আপনার হজমে সহায়ক হবে। ভাইকে আগে থেকেই দাওয়াত দিয়ে রাখেন। ঐ সময় আপনার লিখা কবিতাও উনাকে ডেটেকেড করতে পারবেন। ১ টিকেটে দেখি মেলা কাজ।

৪৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
স্বর্ণা, সালাম করলে তবেই না সালামী দেয়ার প্রশ্ন আসে খুকী।
আমিতো আর সালাম করতেসিনা, সেজন্য সালামীর বদলে বকশিশ চাচ্ছি।টেকনিক অ্যাপ্লায়িং শিখে নেন আমার থেকে :-B ||

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

খেয়া ঘাট বলেছেন: যাহাই সেলামি তাহাই বখশিশ।
এখানে শব্দের সুক্ষ্নকারচুপি করে ফায়দা নাই। আপনি ভাগ বুঝিয়ে দিন।

(পেজ লোড হতে অনেক সময় নিচ্ছে। ঘটনা কি?)
হরতালেতো ট্রাফিক কম হওয়ার কথা।

৪৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




সেলামী দেওয়ার উপরেই ছিলাম। অথচ কেউ আমারে সালাম করেনাই!! X( আর সেলামী পাবার ভাগ্য করে জন্মাইনাই। তাই নো সেলামী। শুধু বাপজান মাত্র পঞ্চশত টাকা হাতে ধরায়া দিছিল!! এই বুইড়া বয়সে বাপের কাছ থেকে টাকা নিতে কেমন জানি লজ্জা লাগতেছিল। :#> আর মা জননী ব্যাকগ্রাউন্ড মিউজিকের মত রান্না ঘর থেকে মাঝে মাঝেই আওয়াজ দিচ্ছিল, "কিরে..টাকা পয়সা কিছু লাগবে নাকি??" লজ্জায় এক কথায় উত্তর দিছি, "লাগলে বলব!!" :D

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পড়ে হাসতে হাসতে কাইত। বিশেষ করে মা জননীর টা।

৪৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: গেলাম কি মনে করে মিরপুর সারে এগারোয় , যেখানে আজও জিবন্ত
হুমায়ুন আহমেদ কে দেখা যায় ।
তানার আম্মার বয়স ৮০ এর উদ্ধে হবে , আমাদের দেখেই বসতে বলে
তিনি দেয়ালে টাঙ্গানো হুমায়ুন আহমদ্দের বিশাল তৈলচিত্রে মাথা
রেখে ভেঙ্গে পড়লেন কান্নায় । আমার আম্মু তাকে ধরে চেয়ারে বসালেন এবং অনেক্ষন তারা কথা বললেন আর আমি তার লাইব্রেরির প্রতিটা বই ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম ।।

হটাৎ একটা আওয়াজে আমরা চমকে উটলামত, বাইরে বেরিয়ে দেখি
শিবির আর ছাত্র দের হল্লা ।।
একটা সিএঞ্জি ঢেকে বাসায় ফিরলুম
ঘুম হলনা
কেন জানি হুমায়ুন আহমদের আত্মা আমাকে এসে ভিড় করে , আর
চুপে চুপে কয় হে কবি আর ঘুমিওনা
আমার অসমাপ্ত কাজ শেষ করে একদিন এস চিরঘুমের ঠিকানায় ।।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

খেয়া ঘাট বলেছেন: হুমায়ুন আহমেদ আপনাকে বলেছেন স্বপনে উনার অসমাপ্ত কাজ শেষ করতে। একি শুনালেন গুরু। আপনি আমাকে কি শুনালেন।
আমার ব্লগীয় জীবন স্বার্থক। এমন একজন গুনি মানুষের সাথে পরিচয় হয়ে।
আর আপনার কাব্য সাহিত্য আজ বিশ্বদরবারে নতুন মাত্রায় শোভাশিত হলো। জয় পন্ধুর জয়। জয় পন্ধুর জয়।
গুরু পদধূলি দিন।

৪৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামু লোড হতে এত টাইম নেয় কেন? /:) /:) /:)

আমি ঘুমাতে গেলাম, গুড নাইট।

সবাইকে ঈদ মুবারাক ও আসসালামওয়ালাইকুম।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক সময় নিচ্ছে , ঘটনা কি।
মুন আপনাকে ডাক দিয়েছে।
এরকম আহ্বান করলে কি কেউ ঘুমাতে যেতে পারে। ঘুমতো প্রতিরাত্রিতেই হয়। আর আড্ডাতো একদিন।

৪৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

টুম্পা মনি বলেছেন: ঈদ ভালোই কাটসে। সাজুগুজু করে আশেপাশে সব খানে ঘুরসি। :#) তয় কেউ সালামি দেয় নায়। তাই কিঞ্চিৎ মন খ্রাপ। :( :(( টিভিতে ছাকিব খানের একটা মুভির সামান্য দেখসি। তাই খুশি অনুভব করসি। সবমিলায় ঈদ ভালোই গেসে। :D :D

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

খেয়া ঘাট বলেছেন: আহারে।
তবে জ্বলন্ত জলিল ভাইয়ের মুভিটা দেখলে মনে হয় আপনার খুশীর পূর্ণতা পেতো।
এবার কোরবানী ঈদের জন্য প্রস্তুত হোন।

৪৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

ফালতু বালক বলেছেন: হরতালময় দিনে আড্ডা দিতে মন্দ না।
ঈদ মোবারক খেয়া ভাই।

আড্ডায় অংশগ্রহনরত মুরুব্বীরা সেলামীটা নিজ ইচ্ছায় দিয়া দিলে ভালো হইতো..................। ;) ;)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক। ধন্যবাদ আড্ডায় আসার জন্য।
বাকসো বসিয়ে যান। যার যার মতো দিয়ে দিবে।

আমাদের এখানে প্রায় সময়ই মসজিদে ডোনেশানের জন্য লোকজন বাক্স নিয়ে বসে থাকে। আর বলে-ডোনেশান ফর মসজিদ, ডোনেশান ফর মসজিদ। সেদিন মসজিদ থেকে বের হয়ে আসছি-এমন সময় একজন বলছে-ডোনেশান ফর মসজিদ না এটা হলো ডোনেশান ফর ইউর পকেট।
মানুষ এতো রসিক হয় ক্যামনে?

৫০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২

টুম্পা মনি বলেছেন: মুন -হু খবর ভালো। আপনি ভালো তো? :-B

৫১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

একজন আরমান বলেছেন:
শিরোনাম দেখে মনে করেছিলাম যে ভার্চুয়াল আড্ডা না রিয়েলি ছবির হাটে আড্ডা দিতে আসতে বলবো ! এখন জানতে পারলাম আপনি বিদেশে থাকেন। :(

যাই হোক বিলেটেড ঈদ মুবারক আরিফ ভাই। :)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ঈদমোবারক। ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।
চাঁদের হাটে হলেতো এক জায়গায়ই আড্ডা হতো । আর এখানে সারা দুনিয়াই চলছে।মন্দ কি?
তা কেমন কাটালেন????

৫২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:







ফালতু পোলাপানদের জন্য ২ টাকার উপরে সেলামী দিতে মনে সায় দিলনা। ;)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

খেয়া ঘাট বলেছেন: ধুরমিয়া । দুই টাকাতো আজাকাল ফকিরেও নেয়না।
দুইটাকা দিলে ভাঙা বাসন হাতে ধরাইয়া দিয়ে বলে- চেয়ে আছেন ক্যান, লাইনে খাড়াই পড়েন। না হলে কিছুক্ষণ পরে এ জায়গাও দখল হয়ে যাবে। :-B :-B :-B :-B

৫৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: পবন্ধু সহ আমাদের সামু তে এখন ফ্যান্টাস্টিক ফাইভ এর বদলে সিক্স হল।

সামু র বয় বৃদ্ধা হিসেবে ... সবার জন্য ঈদ সেলামী

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

খেয়া ঘাট বলেছেন: ফ্যান্টাস্টিক ফাইভের লিস্টি দিলে বহুত উপকার হয়।
ঝাতি দেক্তে চায়।

সেলামীর জন্য ব্যাপক ধন্যবাদ। তবে এই পয়সা গনার জন্য কেরানি লাগবে একজন, বহন করার জন্য ালোক লাগবে আরেকজন। উনাদের বেতনের জন্য আবার লাগবে আরেকজন।উনাদের তদারকরের জন্য আরকেজন। ব্যাপরটতো প্যাচ খেয়ে গেলো।

৫৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
স্বর্ণা,
না গেলে হয়না ??

:#>

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

খেয়া ঘাট বলেছেন: আমার বলার কিছু ছিলোনা, ...............চেয়ে চেয়ে দেখলাম..........
স্বর্ণা বড়ই বেরসিক।

৫৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
উহু, হরতাল বলেই তো অধিকাংশেরই কাজ নাই।তাই ব্লগে ঢুকে আসে, জ্যাম ও হৈসে।

টুম্পা- হু টু :)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: হরতালের খবর কি?
বিরোধিদলীয় হরতাল সফল হয়েছে।
সরকারীদল- হরতাল জনগণ প্রত্যাখান করেছে। এটাই কি?

৫৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





সমগ্র জাতি যখন ডিজিটাল বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে তখন মনিরা আপুর(বুঝতে পারছিনা কি নামে সম্বোধন করব) এমন মুদ্রা ব্যবস্থা জাতিকে আরো কয়েকশ বছর পিছিয়ে দিবে। X( তাই এই পোষ্টে মুদ্রা ব্যবস্থাকে নিরুৎসাহিত করার জন্য পোষ্টদাতাকে বিশেষ ভাবে অনুরোধ করা হল!! তবে এবারের মত মনিরা আপুর মুদ্রা সাদরে গৃহিত হল। (বয়ঃজ্যেষ্ট বলে এই কনসিডার।) ;)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

খেয়া ঘাট বলেছেন: জোস।
মসু আপু এইবারের জন্য ক্ষমা। পরের বার কিন্তু ডলারেই দিতে হইবেক।
আগাম জানানো হলো।

৫৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

ফালতু বালক বলেছেন: সপ্ন বিলাসী ভাই, দুই টাকায় তো এখন মন মত চকলেট খাওয়া যায় না, এইঠা কি দিলেন? X(

সুলতানা আপুর মত উদার হোন ;)
বেশি বেশি আকাশ দেখেন ;)

সুলতানা আপু, ধন্যবাদ, অধমকে সালামী দেয়ার জন্য B-) B-)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

খেয়া ঘাট বলেছেন: হায়রে বালক ভাই,
দুই টাকায় মনে ধরলোনা, পয়সায় খুশী হইয়া গেলেন। তীব্র প্রতিবাদ ।
সেলামীর উপর ১৪৪ ধারায় হরতাল আহবান করা হলো।

৫৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

না পারভীন বলেছেন:



মুন বাবা ভুই পাইছি , তাড়াতাড়ি বখসিস দিলাম ।

স্বর্ণা ঘুম থেকে ঊঠলে তুমি , স্বর্ণা আর ফালতু বালক এই ৩ জন ভাগ করে নিও ।

অবশ্য স্বর্ণা আর বালকের কাছ থেকে সালাম পাই ।
@ইমরাজ কবির মুন
@ফালতু বালক
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: এতোক্ষণ পরে দয়ালু মহসিনা আপু , সরি নাপা আপু উনার দয়ার ভান্ডার নিয়া হাজির।
হরতাল প্রত্যাহার করা হইলো।
এবার লাইনে দাঁড়াইয়া সেলামি বুঝিয়া নেন।

৫৯| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি স্বর্ণাকে ভাগ দিতে রাজী আসি।
ফালতুকে কি দেবার তা আপনি দেন, আমি পারবোনা /:) ||

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

খেয়া ঘাট বলেছেন: এ পর্যন্ত আড্ডায় অংশগ্রহণ করার জন্য সবাইকে বিনীত ধন্যবাদ।
আমাকে আবার সকালে কামলা দিতে হবে।
আপনারা যথারীতি আড্ডা চালাইয়া যান, আমি ঘুমাইয়া ঘুমাইয়া স্বাপ্নিক আড্ডা দিবো। কাল এই সময়ে আবার হাজির হইবো ইনশাল্লাহ।
মুন /মসু/নাপা/স্বপ্নবিলাসী কি আড্ডাটা চালিয়ে নিবেন? দয়া করে। তবে রাত যতই হোক না কেন উনি যদি আসেন তবে আমাকে অবশ্যই জাগ্রত করিবেন।


সবাইকে শুভরাত্রি, ঈদমোবারক।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

খেয়া ঘাট বলেছেন: ফালতু , টুম্পা কি হাল ধরবেন?

৬০| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

না পারভীন বলেছেন: সুলতানা আপা , সবার ভাগে ১ পয়সাও তো হপেনা । এটা কি সালামী দিলেন । :-P @ মনিরা সুলতানা

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: বিসমিল্লাহ বলে নিয়া নেন। বরকত হলে ঐ এক পয়সাতেই হবে।
আমারটা আমি নিলাম। বিসমিল্লাহ।

৬১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন:


এখান থেকে শুরু কর ...
বাকি রান্না হচ্ছে গরম গরম পরিবেশন করবো ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

খেয়া ঘাট বলেছেন: ইয়া আল্লাহ সকালে ঘুম থেকে ওঠেই এমন মজাদার খাবার। বাংলার ঘরে ঘরে এরকম গুনি মহিলা চাইগো আল্লাহ।

৬২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাকি রান্না গরম গরম পরিবেশন করা হবে, তারমানে উপরের গুলা ঠান্ডা-বাসি :| /:) ||

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: হরতালের এই গরমের মাঝে তো ঠান্ডা খাবারই ভালো।
আর বাসি হলে ভালোবাসি বলে খেয়ে ফেলেন। ;) ;) ;) ;)

৬৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




ফালতু পোলাপানদের পোষ্টে ঢুকতে দিল কে??!! X( বড়দের মুখের উপর কথা বলা এই বয়সেই শিখে গেছে!! মুরব্বীদের মান্যগন্য করা এই জেনারেশনের পোলাপান ভুলেই গেছে!! এই জাতির উন্নতি হবার কোন চান্স নাই!! ফিলিং হতাশ!! :(( /:)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: ফালতু বলে কি ওদের ঈদ নাই নাকি? এটা কেমন কথা।
ও মন রমজানেরও রোজার শেষে ফালতু বালক সহ সবার জন্য এসেছিলো খুশীর ঈদ।

ব্লগের পাতা লোড হতে হতে তো বুড়া হয়ে গেলাম।

৬৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আহ মুন তোমার জন্য ভাই ...
মুরুব্বী মানুষ সবার দিকে ই নজর দিতে হয় ...

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন:
মেয়ে তুমি কার সাথে ঘুরো, তার পকেট কি আমার চেয়েও বড়????

হো হো হো হো হো হু

৬৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

না পারভীন বলেছেন: ব্লগের রাঁধুনি গ্রুপ নীল দর্পন , শায়মা , আর ধীবর ভাই যেহেতু আড্ডায় এখনো এসে পৌঁছেন নি

তাই আমাদের সুপ্ত প্রতিভা সুলতানা আপুকে অনেক অনেক ধন্যবাদ ঘাট :P এর পক্ষ থেকে । :#)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

খেয়া ঘাট বলেছেন: ব্লগের পাতা লোড হতে হতে তো গরম খাবার সব ঠান্ডা হয়ে গেলো।
উনাদের খবর দেয়া হোক, না হলে আসতে আসতে খাবার সব বরফ হয়ে যাবে।
আর মসুর খাবার দেখে আমার রসনা জলে প্লাবিত হলো।

৬৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

টুম্পা মনি বলেছেন: সবাই এত কিপটা কেনু? কেনু? কেনু? ২টাকা,১০০টাকা সালামি দিতেসে।

দেখেন আমি কত টাকা সালামি দিসি।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার সালামি গৃহীত হইলো। তবে জানতে ইচ্ছুক এতো টাকা সালামি দিলেন- ইহা সাদা না কালো টাকা????? ;) ;)

৬৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

ফালতু বালক বলেছেন:


আপনে বড় বইলা আমার ভাগটাও নিয়া নিবেন..............মুন ভাই

পারভীন আপু, খুব ধন্যবাদ। যদিও পরিমানটা কম হইয়া গেছে, থাক এডজাস্ট কইরা লমু ;)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

খেয়া ঘাট বলেছেন: জীবনে এভাবে এডজাস্ট করতে পারলেই আপনি ফালতু হলেও মহাসুখী। এভাবে এডজাস্ট করতে পারে কয়জনে। ছবিটা পছন্দ হয়েছে।

৬৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: স্বপ্নবিলাসী আমি বলেছেন:




ফালতু পোলাপানদের পোষ্টে ঢুকতে দিল কে??!! X( বড়দের মুখের উপর কথা বলা এই বয়সেই শিখে গেছে!! মুরব্বীদের মান্যগন্য করা এই জেনারেশনের পোলাপান ভুলেই গেছে!! এই জাতির উন্নতি হবার কোন চান্স নাই!! ফিলিং হতাশ!! :(( /:)



আমিও ফিল্লিং হতাশ রে মনা ... জলদি জলদি কষ্ট করে পরিবেশন করলাম, জাতে বাসী দিতে না হয় , এরা বুঝল না

বোঝে না কেউ বুঝলনা /:)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

খেয়া ঘাট বলেছেন: সুখ নাই রে মনা সুখ নাই।
এ সংসারে সবাই অবুঝ মনা ;) ;) ;)

৬৯| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





লোডশেডিং!! X( পরে আবার দেখা হবে!! বিদায় আপাতত।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

খেয়া ঘাট বলেছেন: লোডশেডিং শেষ হলে হাজিরা দিয়েন। আড্ডা চলছেই.......মহাসমারোহে , ........দেশে বিদেশে। একযোগে চলছে।

৭০| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আড্ডায় হাজিরা দিয়া গেলাম।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

খেয়া ঘাট বলেছেন: ব্যাপক খুশী হইলাম। উপরে খানাপিনার আয়োজন আছে। বিসমিল্লাহ বলে শুরু করেন।

৭১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ফালতু ডিস্টার্ব দিয়েন না তো ভাই, ক্রিটিকাল সিচুয়েশন চলতেসে-বুঝেন না? ;) এখন নট এ গুড টাইম ফর বিইং কাবাব মে হাড্ডি /:) ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২

খেয়া ঘাট বলেছেন: কাবাব মে হাড্ডি না হলেও হাড্ডিমে তো কাবাব হওয়া যাবে, না কি বলেন।
এখানে কে কাবাব আর কে হাড্ডি- এটাই হলো আসল কথা।

৭২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
টুম্পার দেয়া সব নোটের সিরিয়াল নাম্বার সেইম।জাল নোট পাচাড় করতে চায়।কেউ পুলিশে খবর দেন, হৈক :-* ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: কথা শুনে হাসলাম।
পুলিশ ভাইয়েরা এর চেয়ে বড় ধান্দায় ব্যস্ত আছে।
এখানে এসে উনাদের ইজ্জতের ফালুদা করবে নাকি?

৭৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

ফালতু বালক বলেছেন: টুম্পা মনি, রোজ দিন মনে হয় আপনি আকাশ দেখেন , আকাশের সাথে আপনার সখ্যতা ভালো B-)

সপ্নবিলাসী ভাই রাগ কইরেন না, সরি ভুল হইয়া গেছে। যান ২ টাকাই নিলাম।

গুরু জনে করো ভক্তি
তবে ২ টাকাই শক্তি । ;)

খেয়া ভাইকে ধন্যবাদ, হরতাল প্রত্যাহারের জন্য।পকেট গরম হইয়া যাইতাছে।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: পকেট গরম হলে ......এবার আরাম করেন।
টাকার খুব দরকার। সামনে কিন্তু ইলেকশান আসতেছে।
সেমাইও লাগবো, কামাই ও লাগবো।

৭৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: নাহ এরা মর্ম বুঝল না আমার সেলামীর ...
সবাই খালি কাগজ খোজে , আমি দিলাম মহামূল্যবান চান্দি ।।

নে বাবা এর বার নাকে তেল দিয়া ঘুমা

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

খেয়া ঘাট বলেছেন: এতোক্ষন পড়ে কাজের কাম করছেন। ডলার এসে পড়েছে।
ঝাপটা মাইরা ধরো, ওয়ালেট গরম করো।

৭৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

না পারভীন বলেছেন:

টুম্পা মনি হাত খালি রে বইন । :(
তাও বালকের মন খারাপের ছবি দেখে ২০ টাকা ওর জন্য আবার বরাদ্ধ করলাম ।

আপ্নের দেয়া টাকায় ওর মন ভাল হয়ে যাবে আশা করি :)

@টুম্পা মনি
@ ফালতু বালক

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

খেয়া ঘাট বলেছেন: ওপরে ডলারের ছড়াছড়ি,
আর আপনি আসছেন ২০ টাকার নোট নিয়ে...............এনোট দেখে ডলারতো হাসবো............... B-) B-) B-) B-)

৭৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

টুম্পা মনি বলেছেন: মুন- আমার নামে গুজব ছড়াইবেন না। X( X(( তালি পরে ব্লগে হরতালের ডাক দিমু কলাম।

ফালতু- আকাশ দেখি। ব্লগে একটা ভেজাল মুন ঢুকে পরেছে। কি করা যায় বলেন?

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০০

খেয়া ঘাট বলেছেন: এমনিতেই জাল টাকার ছড়াছড়ি, তারপর যদি হয় আবার ভেজাল।
তালি পরে ব্লগে হরতালের ডাক দিমু কলাম। - আমিও কলাম..........

৭৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:




একটু দেরী করেই আসলাম। ঈদ মোবারক সকলের জন্য। সালামীর দেয়ার টাইম শেষ আমার শেষ তাই কেউ চাইলেও দিতে পারতাম না। এখন আমার নেয়ার টাইম মনিরা আফা আমার সেলামী না দিয়া কি আপনে দিল্লী গেছেন গা !

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

খেয়া ঘাট বলেছেন: দেরীতে আসার জন্য দেরীতে ধন্যবাদ।
নেক্সট টাইপ সালামি না দিয়া পলায়ন করিলে আকাশ পথে হরতাল।
আকাশেই ভাঙচুর হবে :-B :-B :-B

৭৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

ফালতু বালক বলেছেন: সুলতানা আপু , সেমাই জব্বর হইছে।
বাকী আইটেম তাড়াতাড়ি পরিবেশন করেন ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৬

খেয়া ঘাট বলেছেন: ভাই এভাবে খাদ্য খানার উপর আক্রমণ করলেতো শেষে দমকল বাহিনী ডাকতে হবে খাদ্যনালি ক্লিয়ার করার জন্য। B-) B-) B-)

৭৯| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: লুল পোলা পাইন কাইন্দো না তোমাদের জন্য ও ব্যাবস্থা আছে ...




এই বেলার মত আড্ডা বিরতি নিচ্ছি , আবার দেখা হবে পোলাউ কোর্মা সহ, এর মাঝে সবাই যার যার পছন্দ এর লিস্ট ধরায়েয়া দিতে পারো ।

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩

খেয়া ঘাট বলেছেন: লুল পোলাপাইনের মাঝে কি কোনো লুলমাইয়া আছে?
ঝাতি ঝান্তে চায়

৮০| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

টুম্পা মনি বলেছেন: না পারভিন আপু- আপনি না ডাকতর। ডাকতরদের তো অনেক টাকা। অথচ দিলেন মাত্র ২০! আপ্নে কিপ্টা B:-) B:-) :||

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

খেয়া ঘাট বলেছেন: উনি চিলিম ফিগারের মোবাইলে কিনতে সব টেকা খরচ করে ফেলেছেন, এজন্য আপনাকে ২০ টাকা দিয়েই শান্ত্বনা দিয়েছেন ।
কি আর করবেন, নগদে যা পান তাই ভালো।

৮১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
মনিরান্টি, আগামী মাসে তারটা বড় হয়ে যাবে। আপাতত আমার পকেট যে তার চে বড় এ ব্যাপারে আমি শিওর ;) B-)
জোলির ডলারটা আমার জন্য দেয়া হৈসে, আহহা ভালবাসা ভালবাসা ||

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫১

খেয়া ঘাট বলেছেন: ব্রাডপিট মাইন্ডাতে পারে কিন্তু, খুব খেয়াল কইরা...................

৮২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদ মুবারাক আমিনুর।

টুম্পা আপনি তো জাল নোট পাচার করে চামে দিয়ে বামে পলায়ে যাবেন।মাঝে ফেঁসে যাবে বেচারা খেয়াঘাট।আমি এরকম হতে দিবো না। না না না X(( ||

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: খেয়াঘাটে নৌকা আটকে বসে থাকবো। পালাবে কোথায়???????

"ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ । প্রিয় সামহুয়ার ইন ব্লগের সকল ব্লগার ,পাঠক, ক্যাচাল বাজ ,এবং সেলেব্রেটি দের জন্য রইল ঈদ শুভেচ্ছা ~~ ঈদ মোবারক - মনিরা সুলতানা।

এখানে কে ক্যাচাল বাজ আর কে আটাবাজ -এটা বুঝার সহজ উপায় কি?

৮৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

টুম্পা মনি বলেছেন: মুন - আপনি কিন্তু ইভটিজিং করতেসেন! X( X( X( X(( X(( X(( X(( যেই দেশের প্রধান মন্ত্রি এবং বিরোধী দলীয় নেত্রী নারী সেই দেশে দাঁড়ায় নারীকে অপমান করিতেসেন! X(( X(( X( X(

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: ভুলে গেছেন মাননীয় স্পীকারও নারী।
তাই ঈভটিজিং হবেনা। এ্যাডাম টিজিং হবে।
দাঁড়িয়ে নারীকে অপমান করা যাবেনা, বসে এ্যাডাম টিজিং করা যাবে।

৮৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

ফালতু বালক বলেছেন: না আপু, ধন্যবাদ, ধন্যবাদ , খুব :)


টুম্পা মনি- মুন ভাই আমারে অপ্রকাশ্য ভাবে থ্রেট দিছে, আমি নিজেই খানিক ভয়ে আছি। আর টাকা গুলা যদি সত্যিই জাল হয় তাহলে আপনি ও ফাইস্যা যাবেন ;) ইগনোর করেন।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: টাকা জাল হলে হোক, কোনো সমস্যা নাই। বেজাল না হলেই হলো।
জাল টাকা কমিশনে যাবে, কিন্তু বেজালে সমস্যা হতে পারে।

৮৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

মনিরা সুলতানা বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/142542/small/?token_id=29924c62f72ab453f3a8f1c50a5af32c

টুম্পা মনি , না পারভিন , মুন ,বালক ,আমিনুর রহমান ,স্বপ্নবিলাসী , সবার জন্য ।।
প্রোফেসার সাব রান্না করা হাঁস আর গরু ভুনার যে ছবি দিছে , উনারে দিতে সাহস পাইলাম না ।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: খাবার ব্যাপক পছন্দ হয়েছে।

৮৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

টুম্পা মনি বলেছেন: হি হি হি কি মজা মনিরা আপুর ছবি সব গুলা আসে নাই। হি হি হি :D :D B-)) B-)) B-)) :P

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: আমিতো চার রকমের খাবার দেখতে পাচ্ছি ।মনে হয়ে পুরো টেবিল ভর্ত্তি খাবার না দেয়ার চোখে পড়েনি। টেবিল পূর্ণ হোক।

৮৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

টুম্পা মনি বলেছেন: ফালতু,মুন - আপ্নেরা আমার মত লক্ষ্মী মেয়েকে বেলাকমেইল কইরতেছেন। আপ্নেরা খ্রাপ। X( X(( আপ্নেরা এত্তগুলা মেহজাবিনিয় পচা। =p~

আমি পলাইলাম। B:-/ :-B টা টা।

টা টা মনিরা আপু, পারভিন আপু, স্বপ্নিল,শঙ্কু, আমিনুর রহমান, খেয়া ঘাট সব্বাই। হেপ্পি ব্লগিং।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: এই ঈদের আড্ডা পোস্টকে নিয়ে যাবো ঐ ঈদের কাছে। হেপ্পি ব্লগিং

৮৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

ফালতু বালক বলেছেন: সুলতানা আপু, অমৃত অমৃত।
পেট ভুইরা খাওনোর জন্য ধন্যবাদ আপু।
এখন ঘুম দেয়া দরকার। ;)


আড্ডা থেইকা বিদায়, সবার প্রতি শুভ কামনা, যারা সেলামী দিছেন তাদের প্রতি একটু বেশি ;)

৮৯| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রথমের আইটেমটা মিটবল নাকি ? দেখেই বুঝা গেসে মজা হবে ||

৯০| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

মামুন রশিদ বলেছেন: সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা ।

অফিস ফাঁকি দিয়ে আড্ডা দেবার উপায় নাই । উপস্থিতি জানান দিয়ে গেলাম ।

৯১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: স্লামালাইকুম!

৯২| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কত সকালে ঘুম থেকে উঠেছি দেখেন /:) নাহলে থাকতাম।

মুন ভাইয়া, আমার ভাগ দেন।

না পারভীন, আমি উপরে সবাইকে সালাম দিয়েছি। সবার আমাকে সবচেয়ে আগে সালামী দেয়া উচিত :(

৯৩| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
থাক ভাগাভাগির দরকার নাই, আপনি পুরাটাই রেখে দেন স্বর্ণাপু :)

৯৪| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেন পুরোটা নিব কেন? আপনি অর্ধেক নেন ;)

৯৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এহসান সাবির বলেছেন: সালাম এবং ঈদের শুভেচ্ছা সবাইকে।

৯৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আহহ, আপনি অর্ধেক দিসেন যখন সত্যি কথা বলেই ফেলি।
আমিও প্রথমে অর্ধেক ই দেয়ার চিন্তা করে ১০০টাকার নোটটা ক্রপ করে ২ ভাগ করে ১ভাগ আপনাকে দিচ্ছিলাম।কিন্তু ঐ অর্ধেক ছবিটা আপলোড হচ্ছিলো না, তাই পুরাটা দিয়ে দিসি ;) ||

৯৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি লেট ------

ইদ মোবারক !

৯৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক ... রে ঘ

৯৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাত খাইসি, ডিনারের দরকার নাই।মনিরান্টি একটু ডেজার্টের ব্যাবস্থা করেন ||

১০০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯

মিজভী বাপ্পা বলেছেন: আইয়া পড়লাম :D

১০১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

টুম্পা মনি বলেছেন: হাল্কা গুলাপি আর নীল টাকা :D :D

১০২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: এখনও ঈদের রেশ কাটেনি বন্ধু
জার্নি কি লং না সর্ট
না চিরস্থায়ী , জানতে মুঞ্চায়
ভাল থাক সব সময় , সেই দিনের মত , যেদিন দিনগুলু চিল দুরন্ত ।।

১০৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:

আছেন কিরম?

১০৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সব দেখি ঘুমায়! /:)

১০৫| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২২

না পারভীন বলেছেন: @ ১২৯ টুম্পা মনি , ছোট ছোট বালক বালিকার হাতে বেশি টাকা গেলে চকোলেট খেয়ে দাঁত নষ্ট করে ফেল , তাই হিসেব নিকেশ করে দিলাম আরকি B-))

১০৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

সায়েদা সোহেলী বলেছেন: ওনেক আডডা হয়ে গিয়েছে দেখি! ! :-B :-B. মিস করলা

ঈদ নিউইয়র্কে করেছি :(

দেশের আমেজের সাথে কি আর তুলনা চলে! /:) :((

১০৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ডিজিটাল পোলাপাইন /:) /:) /:) @মুন।

১০৮| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
ঊঁহু খুকী, আমি একদম সাধাসিধা অ্যানালগ পোলা :)
নেন এটা আপনার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.