নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মাননীয় অর্থমন্ত্রীর হার্ট আ্যটাক আর জলিলীয় দাওয়াই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

গতকাল রাতে অর্থমন্ত্রীর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলো।

আর আমাদের দেশের রাজনীতিবিদ , মন্ত্রীমহোদয়রা মালেশিয়ার মাহাথির না যে, দেশেই চিকিৎসা করাবেন। অথবা বলবেন না যে, বাইরের উন্নতি প্রযুক্তি দেশে লইয়া আনেন। সব রাবিশ।



দেশের রাজনীতিবিদগনের সর্বরোগের চিকিৎসালয় সিংগাপুরের মাউন্ট এলিজাবেতেই অবশেষে মন্ত্রি মহোদয়ের আশ্রয় হইলো।



মন্ত্রীমহোদয়ের হার্ট নিয়ে বাঘা বাঘা চিকিৎসকদের ত্রাহিমধুসুদন অবস্থা। বাঁচার কোনো লক্ষণ নাই। মন্ত্রী বললেন-এটা একটা ফটকা হসপিটাল। সব রাবিশ।



এমন সময় বাংলার ট্রম ক্রুজ অনন্ত জলিল কামিং পম ঘানা টু ঢাকা ।

ঢাকা এয়ারপোর্টে পেলেন ল্যান্ডিং করবে। এয়ারপোর্টে বিশাল জ্যাম। প্লেন প্লান মাফিক ল্যান্ডিন করতে পারছেনা। কিন্তু বিধাতা যা করেন ,তা ভালোর জন্যই করেন।



বাংলার টম, ভিলেনর যম,পরিচিত ঘানা পম , অনন্ত জলিল শুনলেন এলিজাবেথ হসপিটালে মাল মহোদয়ের হার্ট শুধু রাবিশ রাবিশ করছে।



সাথে সাথেই এ্যকশান। অনন্তের পাশে বসা ছিলো বর্শা, থুক্কু বর্ষা।

বললেন- ইয়ো...লাদি মানে ল্যাডি মুভ কুইক পম হিয়ার।

তারপর দিলেন এক জাম্প। বিজলির চেয়ে আরো দ্রুত গতিতে প্লেনের জানাল খুলে এক লাফ দিয়ে সিংগাপুর অভিমূখে যাওয়া অন্যএকটি প্লেনে দূরন্ত জলিল উড়ন্ত মাক্কি থুক্কু পক্ষী হয়ে প্লেনের ভিতরে হান্দাইয়া পড়লেন।



প্লেন সিংগাপুর এয়ারপোর্টে ল্যান্ডিং করার আগেই আরেক জাম্প। সরাসরি এয়ারপোর্টের বাইরে। এবার আরেক জাম্প দিয়ে ডাইরেক্ট মাননীয় মন্ত্রীর বেডের পাশে।



জ্বলন্ত জলিল থুক্কু অনন্ত জলিল বললেন-

আই কাম পম ঢাকা, করো রুম ফাঁকা। লীভ মি এলোন একা।



তারপর ডাইরেক্ট হাত ঢুকিয়ে দিলেন মন্ত্রীর হার্টের ভিতরে। একটানে বের করে আনলেন।



দেখেন হার্টের মাঝে নানারকমের তেঁতুলের রস, ফটকা বাজারের টাকার ময়লা, পদ্মাব্রীজের জং ধরা লোহা লক্কড়ের মরিচা, সোনালী ব্যাংকের কালো নোট সব মিলে একসাথে শুধু রাবিশ , রাবিশ বলে জিকির করছে।



অনন্ত জলিল হার্ট দেখেন আর কেল কেলাইয়া হাসেন। কেল কেলাইয়া হাসেন আর হার্ট দেখেন।



মন্ত্রি বলেন- ওরে রাবিশ কিছু একটা কর।



মন্ত্রীর ধমকে জলিলের চমক ভাঙগে। কেলানি বন্ধ হয়।



জলিলেরও শ্যুটিং প্যাক আপ করতে হবে। আর সময় নাই। এবার নিঃস্বার্থ ভালোবাসার সার্ফ এক্সেল দিয়ে মন্ত্রীর হার্টকে ক্লিন করে মুহুর্তেই আবার জায়গা মতো বসিয়ে দিলেন।



মন্ত্রি মহোদয়ের কেলানি এবার দেখে কে। মন্ত্রীর হাসি বলে কথা। হাসি ঝুলে পড়লো ভূঁড়ি পর্যন্ত। হার্ট এখন আর রাবিশ রাবিশ করেনা। শুধু নিঃস্বার্থ ভালোবাসার ভূয়সী প্রশংসা করে।



গতকাল রাতে একটা খবর পড়লাম- মাননীয় অর্থমন্ত্রী " নিঃসার্থ ভালোবাসা"র ভূয়সী প্রশংসা করে বলেন- আমাদের ছবি হলিউডের ছবির সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলছে।





উক্ত খবরখানা পাঠ করিয়া রাতে কখন যেন ঘুমাইয়া গেলাম । আর ঘুমের ঘোরে উপরে বর্ণিত বিদঘুটে স্বপ্নখানা দেখিবার বিরল সৌভাগ্য লাভ করিলাম।



মন্তব্য ৮৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: জলিল বলেছেন- ইপ ইউ লাফ মোর, ইউ উইল ক্রাই মোর।

মানে হলেো - হাইসলে কাইন্তে হবে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ভুদাই আমি বলেছেন: ছুন্দর মুভু রিভুউ দিছেন বাহে।




ঔ সাওয়ার ছিঃনেমা আবার লোকে দেখে! শুধু তাই নয় আবার ফ্রষংশা করে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

খেয়া ঘাট বলেছেন: ভুদাই আমি বলেছেন: ছুন্দর মুভু রিভুউ দিছেন বাহে।
ঔ সাওয়ার ছিঃনেমা আবার লোকে দেখে! শুধু তাই নয় আবার ফ্রষংশা করে।
আপনার মন্তব্য পড়ে হাহাশে। হাহাশে। হাহাশে।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ !! :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক অবস্থা ! যেখানেই অর্থ সেখানেই তৈল মর্দন ! সেলুকাস বাঙ্গালী !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক অবস্থা ! যেখানেই অর্থ সেখানেই তৈল মর্দন ! সেলুকাস বাঙ্গালী !

চিন্তাশীল মানুষের চিন্তাই এরকম। দারুন বলেছেন প্রিয় অভিভাই।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: জলিল বলেছেন- ইপ ইউ লাফ মোর, ইউ উইল ক্রাই মোর।
মানে হলেো - হাইসলে কাইন্তে হবে।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: হাসতেই আছি। ভাগ্যিস স্বপ্নটা দেখেছিলেন। =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

খেয়া ঘাট বলেছেন: আমি সৌভাগ্যবানদের একজন এমন স্বপ্ন দেখলাম প্রিয় মুন ভাই।

স্বপ্নের উপরতো আর মামলা করা যাবেনা। আমরা স্বপ্ন দেখা ঠেকায় কে?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: :D :D :D B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

খেয়া ঘাট বলেছেন: ইপ ইউ লাফ মোর ইউ উইল কেরাই মোর......জলিল ভাই বলেছেন।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

বটের ফল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
হাসতেই আছি। হাসার কোনো শেষ নাই।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: বেশী হাইসলে কিন্ত পরে কাইনতে হবে।

বুঝেছেন। =p~ =p~ =p~ =p~ =p~

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

খাটাস বলেছেন: বাংলার ট্রম ক্রুজ অনন্ত জলিল কামিং পম ঘানা টু ঢাকা ।
হাসতেই আছি, এত টাইটেল নামের। =p~ =p~ =p~
এইটা কি লিখলেন ভাই!!!! :D :D =p~ =p~ =p~ :P :P
+++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: টাইটেল কি কম হয়ে গেলো =p~ =p~ =p~

বেশী হাইসলে কিন্তু কাইনতে হবে। বুঝেছেন।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: পোস্টে ২ টা লাইক। এই লাইকগুলো কারা দিলেন এবং কীভাবে দিলেন। আমিতো কারো পোস্টে লাইক দিতে পারছিনা। অনুগ্রহ করে জানাবেন।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

খাটাস বলেছেন: আরিফ ভাই এই পোস্টে দেখেন লাইক এর সিস্টেম, যদি ও এই দুইটার মধ্যে আমি একটা ও দেই নি। :D
View this link

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

খেয়া ঘাট বলেছেন: ওরে বাবা। যারা এতো শ্রমসাধ্য কাজ করে নিজের সময় অপচয় করে ২ টা লাইক দিয়েছেন ........তাদের প্রতি ভালোবাসার শেষ নাই।
ইহাকেই বলে প্রকৃতপক্ষে নিঃস্বার্থ ভালোবাসা।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

হৃদয় রিয়াজ বলেছেন: হে হে হে এইডা কি দিলেন বস??? হাস্তেছি তো হাসতেই আছি। কখন যে মাড়িসুদ্ধ টেবিলের উপর কুলে থুক্কু খুলে পড়ে যায় তা নিয়ে টেনশিত B-) :D :||

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

খেয়া ঘাট বলেছেন: হৃদয় ভাই হৃদয় কিন্তু ঠিকঠাক রাখবেন। না হলে বিশিষ্ট হার্টেস্পেশালিস্ট জলিল ভাই আপনার হৃদয় নিয়ে টানাটানি শুরু করতে পারেন।

আপনার মন্তব্য পড়ে আমিও হাসতেই আছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

খেয়া ঘাট বলেছেন: ও আপনার হৃদয়তো আবার নায়ক রিয়াজের হৃদয়। জলিল ভাই আবার উনারে বিশেষ একটা ভালা পান না। তাই হৃদয়খানা আপনার উনার কাছ থেকে একটু তফাতেই রাখবেন।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

সানফ্লাওয়ার বলেছেন: :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ !:#P !:#P !:#P !:#P

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

তারেক রহমান বলেছেন: আমার কালি হাসি পায়

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

খেয়া ঘাট বলেছেন: তাইলে কালি কালি বেশি করে হাসেন =p~ =p~ =p~ =p~
ধন্যবাদ তারেক ভাই।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: পোষ্ট আর মন্তব্য সব কিছুতে পিলাচ ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

খেয়া ঘাট বলেছেন: সবকিছুর সাথে আপনাকেও প্লাস দিলাম। নিজ দায়িত্বে বুঝে নেন।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

দি সুফি বলেছেন: হাহাহাহাহা সেইরকম হইছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~
প্লাস বুঝিয়া লন ++++++++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

খেয়া ঘাট বলেছেন: ঠিকঠাক বুঝে নিলাম।

তবে, আপনার জন্য জুতো অপেক্ষা করছে :) :)

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

ভোরের সূর্য বলেছেন: রাবিশ অর্থমন্ত্রী রাবিশ কেই বাহবা দিবেন সেটাই স্বাভাবিক।ওনার কি সময় আছে গেরিলা বা রানওয়ের মতন ছবি দেখে বাহবা দেয়ার।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: আরে উনি বাহবা দিলেন বলেই তো আমি এতো সুন্দর স্বপ্ন দেখার গৌরব অর্জন করলাম।

বাহবা দীর্ঘজীবী হোক। আর নানারঙের স্বপ্ন দেখে আমার রাত কাটুক।
অনেক শুভকামনা ভাই।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

মনিরা সুলতানা বলেছেন: শুভ সকাল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি। শুভ সকাল। কাজে আছি। কাজের ফাঁকে ব্লগিং করছি না কি ব্লগিং এর ফাঁকে কাজ করছি আল্লাহই জানে। কেমন আছেন? আপনি, আপনারা?

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: ব্লগিং এর ফাঁকে তুমি কাজ করছ ...।।
আমরা আমাদের মত আছি । ডাক্তার আপা বড় বড় ওটি নিয়ে বিজি ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: হার্টের কোনো রোগী থাকলে ডাক্তার আপা জলিল ভাইয়েরে যেন খবর দেয়। উনিই এ ক্ষেত্রে শেষ ভরসা।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: তবে, আপনার জন্য জুতো অপেক্ষা করছে

৪৫ নাম্বারটা আমার পায়ে ঠিকঠাকভাবে লাগে। ভালো ব্র‌্যান্ড না হলে কিন্তু পায় দিব না :-P :-P

(বুঝাইয়া বলেন :|| )

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: আগে দেখে আসি,,,,, আপনি জুতোর আশে পাশে আছেন কিনা? তারপরে ব্রান্ডের খবর নিবো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: এই পোস্টের আগের পোস্টে জুতো আছে, সেটার কথা বলেছিলাম।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সপ্নাতুর আহসান বলেছেন: হা হা হা
মজা পাইলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: ব্যাপক আনন্দিত হইলাম ভাই।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: মাল কাক্কুর হার্টর বিত্রে তেতইর রস.. :|


আফনে কামডা বালা কইরছইন্না বাইসাব । তাইন কুব বালা মানুষ । বালা মানুষরে লইয়া হাসি তামাসা করন বালা নায় :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

খেয়া ঘাট বলেছেন:
মাল কাক্কুর হার্টর বিত্রে তেতইর রস..
কারণ হইলো মাল কাক্কু যে মালটা সরস।

আমি কিতা করলাম সাব, ফত্রিকা ফড়িয়া লায় লায় ঘুমাইলাম, আর স্বপ্নর মাঝে ওথা দেইখা ঘুম থাকি ওঠলাম।

আর হাসলেতো সাব হার্টেরও উপকার । যাইওক, আফনারে দেইখা বড় ভালা লাগলো ।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

না পারভীন বলেছেন: হ্যাল্লো মুসাফির ,
আপনাকে থ্যাঙ্কস এ, জে কে নিয়ে স্বপ্নে পাওয়া পোস্ট দেয়ার জন্য । আপনি জানেন না , অনন্তের প্রচেস্টা কে আমি দেশের প্রতি
নি;স্বার্থ ভালবাসা হিসেবে দেখি ।


১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

খেয়া ঘাট বলেছেন: আমরাও আপনার সাথে একমত।
জলিল ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহা.... আপনি ঘুমিয়ে পড়েছেন...আর আমি ঘুম থেকে ওঠে পড়েছি ;)

সকালটা ভালো করে দিলেন, ভাই!
হাসি ভুড়ি পর্যন্ত ঝুলে পড়েছে...! =p~ =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি ও হাইসতেই আছি।
এতোদিন কই ছিলেন?

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাইসলে কাইন্দে হবে... অর্থমন্ত্রীর বেলায় সেটা ঠিকও হতে পারে...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: যত হাসি তত কান্না , বলে গেছেন রাম শন্না।

সবার বেলায় ঠিক. হাইসলেই কাইনতে হবে।

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

এক্স রে বলেছেন: হার্টের এক্স রে করার দায়িত্ব আমাকে দেয়া হউক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: জলিল ভাই এক্স রে ছাড়াইতো চিকিৎসা চালাচ্ছে। তবে আপনি উনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: ক্লাসিক স্যাটায়ার! দারুণ লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

রাশেদ অনি বলেছেন: মাননীয় অর্থমন্ত্রী পম গানা?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: নো, পিনান্স মিনিস্টার ইজ নট পম গানা। হি ইজ পম ঢেকা আই মিন ঢাহকা। পিউর ব্রিটিশ এ্যাকসেন্ট =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মনিরা সুলতানা বলেছেন: আমি তো জানতাম তুমি অন্ধজনে দেহ আলো ।।

তোমার একটু সাহায্যই পারে সামু ব্লগ কে আর একটা কালজয়ী পোস্ট দিতে ...।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

খেয়া ঘাট বলেছেন: কি বলেন আপু।

কিছুইতো বুঝিনাই। জয় পরাজয়ের ঘটনাতো কিছুই বুঝলাম না। মগজের ভিতর রাবিশ ঢুকে গেছে। নিজগুনে বুঝিয়ে বলেন।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

না পারভীন বলেছেন:
আরু ভাই সিলটি ।
তুমি সিলটি মাত মাতাও , ইতার লাগি শুদ্ধ ভাষা ভুলিয়া গেলা , আর শুদ্ধ ভাষায় মাত মাততে ফারনা ।
তবুও তুমি অনন্তরে নিয়া কিতার লাইগা হাস ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: আমিও তো মাততাম ফারিনা। কিন্তু আমিতো অভিনয় খরিয়া আমার মাত কেউরে হুনাই নাগো বইন।

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: কেউ একজন তখন বলতো, স্যার বলদের গোবর হয় । গু না স্যার।
স্যার বলতেন, গোবরের একটা ইজ্জত আছে না, এর মাথায় গু-ই ভালো।
;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: অন্য পোস্টের কমেন্ট মনে হয় ভুল করে এখানে চলে এসেছে। :-* :-* :-* :-* :-* :-* :-*

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: জি না ,এই পোস্ট এর ই কমেন্ট এটা ,তুমি না বল্লা মাথায় রাবিশ , আমি বলতে চাইলাম, রাবিশ এর ইজ্জত আছে না :#)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: রাবিশ এর ইজ্জত আবার গোবরের চেয়েও বেশী। =p~ =p~ =p~ =p~ =p~

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

অ্যানোনিমাস বলেছেন: খিক্স!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: খিক্স....খিক্স.........খিক্স

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার স্বপ্ন দেখি বড়ই জলিলিয় মাল ! =p~ =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: জলিল ভাইকে কিন্তু ভুলেও এ স্বপ্নের কথা বলা যাবেনা। শেষে নিজের হার্ট নিয়ে টানাটানি পড়বে। =p~ =p~ =p~ =p~

৩৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এতোদিন কই ছিলেন?”
-আছি তো আপনার কাছেই, একটু ঘাড় ঘুরালেই তো আমি!

খেয়াঘাট ভাই, কাজের সময় চুরি করে ব্লগে থাকি। চুরি করার চান্স যখন কম, তখন ব্লগে উপস্থিতিও একটু কম। গরিবরে মার্জনা করবেন!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

খেয়া ঘাট বলেছেন: মাঝে মাঝে আসবেন। দেখা হলে ভালোই লাগে। ভালো থাকবেন ভাই।
আমিতো ব্লগিং এর ফাঁকে কাজ করি।
কাজের ফাঁকে ব্লগিং করলে সময় পাইনা।

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

তোমোদাচি বলেছেন: =p~ =p~ =p~ =p~ :P :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~ =p~

বাংলার টম, ভিলেনর যম,পরিচিত ঘানা পম , অনন্ত জলিল

এই লাইন টা পড়ে হাসতেই আছি

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

মিনেসোটা বলেছেন: অনন্ত জলিলরে পঁচানোর জন্য তেব্র প্রতিবাদ জানাই, উনি আমাগো আইডল

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

খেয়া ঘাট বলেছেন: হ উনি সবার চোখের পুতুল।
আই মানে চোখ,
ডল মানে পুতুল। আইডল হলো চোখের পুতুল। জলিলরে খুব বালা পাই।
=p~ =p~ =p~ =p~

৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

সাহাদাত উদরাজী বলেছেন: মালে মাল চিনতে পারছেন!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

খেয়া ঘাট বলেছেন: সাহাদাত বলেছেন: মালে মাল চিনতে পারছেন! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.