নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ নেকলেস চুরি আর মিসির আলী চাচার খুনের রহস্যভেদ

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

গত পর্বে অংশগ্রহণকারীদের অনেক অনেক ধন্যবাদ।

না বলা কথা
এস এম কায়েস
মাসুম আহমদ ১৪
ঢাকাবাসী
মহামহোপাধ্যায়
মৌমিতা আহমেদ মৌ
সুমন কর
কয়েস সামী
বোকা মানুষ বলতে চায়
সেলিম আনোয়ার
স্বপ্নবাজ অভি
বোধহীন স্বপ্ন
মাহমুদ০০৭
এ্যাপোলো৯০
মামুন রশিদ
প্রিন্স মাহমু দ
অশ্রু কারিগড়
আদনান শাহ্‌িরয়ার
সমুদ্র কন্যা
সাদা আকাশ

এই পর্বে অনেকেই সঠিক জবাব দিয়েছেন। সর্বপ্রথম জবাব দিয়ে বিজয়ী হয়েছেন এস এম কায়েস ভাই। আপনার জন্য স্পেশাল ধন্যবাদ। সাথে গোল্ড ট্রফি।

চলুন তাহলে নতুন গল্প শুরু করি।

ছোটগল্পঃ নেকলেস চুরি আর মিসির আলী চাচার খুন রহস্যভেদ

আজ একটি বিশেষদিন। সবাই প্রিয়তমার জন্মদিন পালন করে বিশেষভাবে। আর আমি পালন করি লাবন্যকে যেদিন ফ্রান্স এয়ারপোর্টে দেখেছিলাম সে দিনটি। কারণ-সেদিন যদি আমি ওকে না দেখতাম-তাহলে ও কবে জন্ম হলো , কীভাবে বেড়ে ওঠলো, কেমন করে রাবিন্দ্রিক মেয়ে হলো তার কিছুই জানতামনা।

সলোমন ব্রাদার্সের সামনে গাড়ী পার্ক করে আমি ডায়মন্ড স্টোরের ভিতর ঢুকলাম। ওরা আমার অর্ডার রেডি করে রেখেছে। নেকলেসের প্যাকেটটি নিয়ে বিল পরিশোধ করে আমি গাড়ীতে ফিরলাম।

ঠিক সেসময়েই চোখে পড়লো গাড়ীর রিয়ারভিউ মিররে সেদিন রাতের সেই সেক্স প্রিডেটর লোকটিকে। লোকটি কি তবে আমাকে ফলো করছিলো।

ওয়ান লাস ভেগাস টাওয়ারের ২১ তলায় লাবন্যর ফ্লাট। ১ বেডরুম, ১ বাথরুম, ১ ড্রয়িং রুম, কিচেন আর বেডরুমের পাশে একটা ক্লোজেট।
শুধুমাত্র সামনের দরজা দিয়েই ফ্লাটে ঢুকতে হয়। ফ্লাটের অন্য কোথাও প্রবেশের আর কোনো দরজা নেই। জানালাগুলো দিয়ে কারো প্রবেশ দুঃসাধ্য। বুলেট প্রুফ দরজা। হাতুড়ি দিয়ে একটানা পিটিয়ে গেলেও দরজা,জানালা ভাঙার কোনোও সম্ভাবনা নেই।

এই ফ্লাটের মালিক মিঃ পিটারসন একটু ঐতিহ্য ধরে রেখেছেন আগের আমলের। ফ্লাটের দরজায় তালা লাগানো থাকে। যার যার নিজস্ব তালা। যে তালার শুধুমাত্র ২টাই চাবি। আর কোনো ডুপ্লিকেট চাবি নেই। পৃথিবীর কোনো মাস্টার কি দিয়েও এ তালা খুলা যাবেনা।

আমি লাবন্য'র ফ্লাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপলাম। রাবিন্দ্রিক মেয়ে যেন এডেনের পরী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে।

লাবন্যর গলায় দারুন মানিয়েছে নেকলেসটি। কী অপূর্ব ।
লাবন্য আর আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি।
হঠাৎ লাবন্য বললো-
আমাদের ফিরতে কি অনেক রাত হবে? বেশী রাত হলে এসব পরে বের হবোনা। আমার কেন যেন মনে হচ্ছে- এ নেকলেসটি খোয়া যাবে।

তোমার ইচ্ছা। আমার চোখে তোমাকে দেখা হলো। ফুলের গলায় ফুল দিতে হয়না। ফুলতো এমনিতেই সুন্দর। তুমি চাইলে খুলে আসতে পারো।

লাবন্য তালা খুলে ফ্লাটে ঢুকলো। কিছুক্ষণ পর ভিতর থেকে ডাকলো।
বললো- একটু দেখতো ।চোখে যেন কি পড়েছে।
আমি দেখলাম। লাবন্যর চোখের গভীরে আরো গভীরে দেখছি। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে।
বললাম, নাতো কিছুই দেখছিনা।
সত্যি কিছুই দেখছোনা।
বললাম- ভালোবাসার এক সমুদ্র দেখছি। যেসমূদ্র জলে আমি আকন্ঠ ডুবে আছি।
লাবন্য বললো- আসলেই চোখে কিছু পড়েনি। এমনিতেই তোমাকে ডেকেছি।তোমার কাছ থেকে একথাটি শুনতে বড় ভালো লাগে ।

কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম।

ও এখানে আরেকটি কথা বলে রাখি। একদিন ভোরে মরনিং ওয়াক সেরে মনে করলাম লাবন্যর বাসা হয়ে যাই। দেখি সেই ডাক্তার লোকটি লাবন্যর বাসায় সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কেন যেন মেজাজ খারাপ হয়ে গেলো। মেজাজ খারাপ থেকে কথা কাটাকাটি। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিলাম নাক বরাবর এক ঘুষি লাগিয়ে।

লাবন্য বললো- কি ব্যাপার কি হয়েছে।
ওকে কিছুই বললাম না। কিছুক্ষণ বসে তারপর নীচে নামলাম।

লাবন্য আর আমি এ এম সি থিয়েটারে আয়রন ম্যান ছবিটি দেখে বারমাসা'র ডীনার শেষ করে ওর ফ্লাটে আসলাম। লাবন্য চাবি দিয়ে তালা খুললো। তারপর ঘররে লাইট অন করতেই চীৎকার। মেঝেতে পড়ে আছে ডাক্তার লোকটির মৃতদেহ।

আমার কেন যেন মনে হলো- ঘর থেকে আরো কিছু হয়তোবা খোয়া গেছে। জুয়েলারি বক্স বের করলাম- যা চিন্তা করেছিলাম তাই। লাবন্যর ডায়মন্ডের নেকলেসটিও নেই।

যেহেতু শুধুমাত্র লাবন্য আর আমার কাছেই তালা'র চাবি আছে। আর ডেডবডি পাওয়া গেলো ঘরের ভিতরে, তাই নিশ্চিত পুলিশ আমাকেই সন্দেহ করবে।

কিছুক্ষণ পর পুলিশ আসলো। সিসিটিভি প্লে করে দেখলো- শুধুমাত্র ডাক্তারে সাথে আমার কথা কাটাকাটির আর ঘুষি মারার অংশটিই আছে। এর পর আর কিছুই নেই। ঘরের দরজা, জানালা, তালা সব কিছু ঠিক । কোনো কিছুতেই কোনো আচড়ও নেই।

বাঁচার কোনো উপায় নেই। লাবন্য মিসির আলি চাচাকে ফোন করলো।
চাচা সব শুনে পুলিশকে খুন আর নেকলেস চুরির ব্যাপারটি বুঝিয়ে বললেন।

এখন আপনাদের বলতে হবে - মিসির আলি চাচা কীভাবে মূল রহস্য বের করলেন।

গুডলাক।

হিন্টস দিয়ে দেইঃ মূল জিনিসটা বের করতে হবে তালা লাগানো দরজা বন্ধ ঘরের ভিতর ডেডবডি আসলো কেমন করে? আর গল্পটি মনোযোগ দিয়ে পড়লে ক্লু পেয়ে যাবেন খুব সহজেই।






মন্তব্য ১০৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

খেয়া ঘাট বলেছেন: কেউ যদি রহস্যটা ভেদ করতে পারেন , অনুগ্রহ করে আপাতত চেপে যান। খামোখা আমাকে লজ্জায় ফেলবেন না। ভুল উত্তর ওয়েলকাম। সঠিক উত্তরের জন্য পুরস্কার ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৬

না পারভীন বলেছেন: আচ্ছা , রহস্য ভেদ করে দিয়ে আপনাকে লজ্জায় ফেললাম না । :P :P B-)) B-))

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

খেয়া ঘাট বলেছেন: খুউব ভালো। সঠিক জবান না দিয়েই আপনি ফার্স্ট হয়েছেন । এটাই একটা রহস্য। অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

এস এম কায়েস বলেছেন: ঠিক আছে চেপে গেলাম। ভাল লাগল এটাও।

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে দেখলেই তো আমার ভয় লাগে। এই বুঝি রহস্য ফাঁস হয়ে গেলো। চেপে না রেখে হিন্টস দেন দেখি। তাহলে বুঝতে পারবো আপনার রহস্য উদঘাটন কেমন হলো।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫১

ঢাকাবাসী বলেছেন: মর্ণিং ওয়াকটা সেরে আসি তারপর দেখা যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮

খেয়া ঘাট বলেছেন: আচ্ছা । সতেজ বায়ুতে চিন্তা করেন। অপেক্ষায় রইলাম।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪

এস এম কায়েস বলেছেন: নেকলেস চুরির সাথে মৃত ব্যক্তির কোন সর্ম্পক নেই। ভাই কেমনে হিন্টস দেই??

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৯

খেয়া ঘাট বলেছেন: বুঝলাম। কিন্তু মৃত ব্যক্তি ঘরের ভিতর আসলো কেমন করে। আর সম্পর্কতো থাকতেও পারে। উত্তরের অপেক্ষায় রইলাম।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩০

মামুন রশিদ বলেছেন: আপাতত চেপে গেলাম! পরে যদি না হয় আমাকে দোষ দিতে পারবেন না :-B

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহা।
বেশী চাপলে রহস্য আবার চেপ্টা হয়ে যাবে। তাই একটু চাপকে একটু হালকা করতে পারেন। জবাবের অপেক্ষায় রইলাম প্রিয় মামুনভাই।
আপনি কিন্তু এখনো একটাও জবাব দিতে পারেননি।হুমম।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এসব রহস্য ভেদ করতে পারা আমার কম্ম না !

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: মুন ভাইকে অনেকদিন পর দেখলাম। কেমন আছেন?
আরে খুবই সহজ। দুয়েকবার মন দিয়ে পড়লেই পেরে যাবেন।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
এইতো ভালৈ আসি।
পারসি মনে হচ্ছে, দেখা যাক ||

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: হায় হায় , কী বলেন। এতো তাড়াতাড়ি পেরে গেলেন। রহস্য ঠিকঠাক সমাধান করেছেন তো????

৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

অজানা পথের দিশারি বলেছেন: আমি রহস্য ভেদ কইরা ফেলেছি, কিন্তু আপনি যেহেতু চেপে যেতে বললেন তাই চেপে গেলাম.… :p :D

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: আমাকে গোপনে বলতে পারেন।শোনার পর আমিও চেপে যাবো। কানে কানে বলেন। দিশারী ভাই।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০

অজানা পথের দিশারি বলেছেন: কানে কানে জানি, কেমনে বলে… :D

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২

খেয়া ঘাট বলেছেন: কানে কানে বলতে না পারলে, কানে কানে লিখেন। আমি কান দিয়ে দেখে নিবো। আর চোখ দিয়ে শুনে নিবো। =p~ =p~ =p~ =p~

১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন:
রহস্য ভালোই জমাট বেধেছে । চোখ রাখলাম ।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। একটা সমাধান দিয়ে যান।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

বৃতি বলেছেন: দরজার তালা যদি ভেতর থেকে খোলা যায় (নর্থ আমেরিকার সব দরজার তালার মত) তাহলে সমাধান সহজ । প্রিডেটর লোকটা ডাক্তারকে ফোন করেছে লাবণ্যের অসুস্থতা বা জন্মদিনের কথা বলে । তারপর তাকে ভেতরে এনে খুন করেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: সেটা মনে রেখে বৃতি আপু আমি আগেই বলেছি। ফ্লাটের মালিক আগের দিনের ঐতিহ্য বজায় রেখে আগের দিনের তালার সিস্টেমই রেখেছেন।রেগুলার তালা। আপনি অনেকটা কাছাকাছি চলে এসেছেন, শুধু এটুকুই বলে রাখলাম। চেষ্টা করেন। মনে হচ্ছে পেরে যাবেন।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

বৃতি বলেছেন: বাকিটুকু আপনাকে ফেইসবুকে বলেছিলাম ।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা , ঐটা হবেনা। গারভেজ ডিসপোজাল পাইপ দিয়ে একটা ডেডবডি নিয়ে আসা অসম্ভব।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি লাবন্য'র ফ্লাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপলাম। রাবিন্দ্রিক মেয়ে যেন এডেনের পরী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ,,,,এই লাইনটা কয়েকবার পড়লাম,,,,,,কারন খুব ভাল লেগেছে,,,,,,,,,,,,,,,,রহস্যে ভরা গল্পে আমি রহস্য ভেদ করতে নারাজ,,,,,,,,,,,,,,ভাল লাগা রেখে গেলাম,,,,,,,,,,

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগা হৃদয়ভরে গ্রহণ করলাম। চেষ্টা করলে মজা পেতেন।
একটু ব্রেন স্টরমিং করা আরকি??
ধন্যবাদ আপু।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: জা***************** নি কিন্তু কমুনা । ;) ;) ;) ;)

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: কানে কানে কয়ে ফেলেন। কাউরে কমুনা আনারুল ইসলাম ভাই। =p~ =p~ =p~ =p~

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

আম্মানসুরা বলেছেন: গল্প ভালো কিন্তু ধাঁধাটা কঠিন :(

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

খেয়া ঘাট বলেছেন: আরো কঠিন হলো এই পোস্টগুলো নির্বাচিত পাতার বাইরে থাকে। এত্তো কঠিন। হাহাহাহাহহাহা।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার প্রশ্ন হলো, ফ্ল্যাটের দুই নাম্বার চাবিটা কার কাছে থাকে?? #:-S

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: জায়গামতো নক করেছেন। ১টা চাবিতো লাবন্যর কাছে থাকে। আর অন্য চাবিটা আমার কাছে। কারো কাছ থেকে রুমের চাবি খোয়া যায়নি। এটা ১০০ ভাগ নিশ্চিত।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

আিম এক যাযাবর বলেছেন: লাবণ্যরে জিগান, যা করার তা তো হেই করছে আর না হইলে আপনি, যেহেতু একটা চাবি আপনার কাছে।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহা।
আপনি দেখিতো ভাই পুলিশের মতো আমাদেরই সন্দেহ করলেন। কিন্তু ঘটনার সাথে আমরা কেউ জড়িত না। আর ডেডবডি নিজের ঘরেই ফেলে রাখবো কেন??? আরেকটু চিন্তা করুন যাযাবর ভাই। এক জায়গায় বসে চিন্তা করুন।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো হচ্ছে সিরিজটা। +।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আশাকরি সাথে থাকবেন। ২০টা মতো লিখার ইচ্ছে আছে।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: যখন ভিতরে দাঁড়িয়ে আপনি লাবন্যের চোখে সমুদ্র দেখছিলেন তখন ফ্ল্যাটে ঐ খুনীটা ঢুকে পড়েছিল। তারপরের কাহিনী তো বুঝবেনই। উনি ডাক্তারকে ডেকে খুন করেছে। ব্যস। এখন বইলেন না যে হয় নাই। তাহলে কাঁদবো। আর ভোর চারটায় কেউ ধাঁধাঁ দেয়? আমি ১১ টা পর্যন্ত ঘুমাই !!!!!

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

খেয়া ঘাট বলেছেন: "কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম। "
এতো বড় লোক ঘরের ভিতর থাকলে অবশ্যই চোখে পড়তো। ১ নাম্বার কথা।
তারপর লাবন্য ঘরের তালা বাইরে থেকে বন্ধ করে বের হলো ছবি দেখতে। এখন খুনি যদি ভিতরেও থাকে , তাহলে ডাক্তার ঘরের ভিতর প্রবেশ করলো কেমন করে। বাইরে থেকে তালা লাগানো। ভিতর থেকে খুলার কোনো উপায় নাই। হয়নি আপু। কান্দেন । বেশী করে কান্দেন । নিয়মিত কাঁদলে চোখে চশমা লাগাতে হবেনা। এটা নিয়েও একটা পর্ব আসছে। হায় হায় করলাম কি? ক্লুতো দিয়েই দিলাম।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: ওরে... এইবারেরটা জব্বর কঠিন হৈসে!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: আরে তেমন কঠিন কিছুনা। একটা খেয়াল করলেই পারবেন।ট্রাই করেন না আরেকবার।

২২| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

ভোরের সূর্য বলেছেন: প্রথমে এই লেখাটার জন্য ধন্যবাদ।
ভাই,এই ব্লগে আপনার অনেক ছোট গল্প লেখা আছে।এমন কি পরিকল্পনা আছে যে ভবিষ্যতে একটা ছোট গল্পের বই বের করা? যদি না থেকে থাকে তাহলে একটা পরিকল্পনা করে ফেলুন।এই ফেব্রুয়ারী না হোক পরের ফেব্রুয়ারীতে বের করে ফেলেন।এটা একটা অনুরোধ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: ভাই আপনার এতো আন্তরিকতার জন্য মুগ্ধ হলাম। বইতো ভাই ইচ্ছা করলেই বের করা যায়।কিন্তু ভয়লাগে কেউ যদি না পড়ে। তখন প্রকাশক লজ্জা পাবে। আমিও লজ্জা পাবো।

অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ রইলো। শুভকামনা রইলো।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম।

ও এখানে আরেকটি কথা বলে রাখি। একদিন ভোরে মরনিং ওয়াক সেরে মনে করলাম লাবন্যর বাসা হয়ে যাই। দেখি সেই ডাক্তার লোকটি লাবন্যর বাসায় সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কেন যেন মেজাজ খারাপ হয়ে গেলো। মেজাজ খারাপ থেকে কথা কাটাকাটি। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিলাম নাক বরাবর এক ঘুষি লাগিয়ে।

লাবন্য বললো- কি ব্যাপার কি হয়েছে।
ওকে কিছুই বললাম না। কিছুক্ষণ বসে তারপর নীচে নামলাম।


"আমি আর লাবন্য নীচে নামলাম।" ......... ... ... মাঝখানের প্যারাটার পর " কিছুক্ষণ বসে তারপর নীচে নামলাম"। ভাই কোন কিছু মনে হচ্ছে বাদ পড়েছে। কারণ একবার একবার নীচে নেমে আবার বসে পরে নীচে নামাটা কনফিউশন এরাইজ করছে।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: আশেপাশেই আছেন। বুদ্ধি খাটান বোকা ভাই। বুদ্ধি খাটান। আরেকটু খেয়াল করেন। আশাকরি পেরে যাবেন। আমি অপেক্ষায় রইলাম।

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

সকাল রয় বলেছেন:
রহস্য

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: বিরাট রহস্য ভাই। তবে একটু বু্দ্ধি খাটালে এই রহস্য কোনো রহস্যই না। অপেক্ষায় রইলাম।

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

না পারভীন বলেছেন: এখন কি উত্তর দেয়া যাবে ? =p~


লাবন্য তালা খুলে ফ্লাটে ঢুকলো। কিছুক্ষণ পর ভিতর থেকে ডাকলো।
বললো- একটু দেখতো ।চোখে যেন কি পড়েছে। ।

এই প্রেম ঘন সময়ে ঘরে ঢুকে যায় দুজন । ডাক্তার আর অই সেক্স প্রিডেটর ( এই জিনিস কি , জানিনা) সে ডাক্তার কে খুন করে , সে নেকলেস নিতে এসেছিল , আর ডাক্তার এসেছিল আপনাকে ঘুসি মারতে ।

আধুনিক ফরেন্সিক রিপোর্ট বলে দিবে ডাক্তারের খুনি কে ? ফিংগার প্রিন্ট আছে । এগুলি আপনার সাথে মিলবে না ।আপনি তো অই সময় সিনেমায় ছিলেন , টিকিট কাটা আছে ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম । সুতরাং ১০০% ভাগ নিশ্চিত ঐ সময় ঘরের ভিতর আর অন্য কেউ ছিলোনা।

ফরেনসিক রিপোর্ট, ফিংগার প্রিন্ট ঐ টা হলো সম্পূর্ন ভিন্ন লাইন।এই লাইনে হিসাব করলেতো এটা কোনো গল্পই না। বুদ্ধির লাইনে সমাধান করেন।

আরেটু চেষ্টা করেন। অপেক্ষায় রইলাম।

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

না পারভীন বলেছেন: আরেকটা কথা , আপনার সব লেখাই নির্বাচিত তে যায় । এগুলি না গেলে মন খারাপের দরকার নাই । আমাদের মত নতুন দের জন্য এটুকু ত্যাগ স্বীকার করেন আরু ভাই । হাহাহা । কোথায় জানি দেখলাম , অ বোকামন ভাই এর ব্লগে মন খারাপ করে কি কি বলছেন । :-P =p~

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: না মন খারাপের কোনো দরকার নাই। আমি বলতেও লজ্জা পাই। পোস্টের প্রসংগে আসলো বলেই বললাম।

আমি পোস্ট দেয়ার পরই দেখলাম আমার পরে দেয়া বেশ কয়েকটি পোস্ট নির্বাচিত পাতায়। অবশ্যই পোস্টগুলো অনেক অনেক ভালো।
কিন্তু আমার পোস্টটাতো অত খারাপ না। এর পর বোকামন ভাইয়ের পোস্টে যখনই কমেন্ট করলাম তখন সাথে সাথে আমার পোস্টটি নির্বাচিত পাতায় চলে গেলো। আমি হাসতে হাসতে শেষ।
লিখাগুলোতো আমি নিজের ডায়েরিতে লিখে রাখতে পারতাম।ব্লগে লিখার একটা মাত্র কারণ আর তা হলো লিখাটা যেন অনেক বেশী পাঠকের চোখে পড়ে। মন খারাপ করিনি। এসব শিশুসুলভ মানসিকতা দেখলেই হাসি আসে শুধু।

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

সবুজ০০৭০০৭ বলেছেন: খুনি ক্লোসেটের ভেতর লুকিুয়ে ছিলো

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা ভাই। তাহলেতো ওরা সহজেই দেখতে পেতো। আর ওরা বের হওয়ার সময় দরজা বাহির থেকে তালাবন্ধ করে বের হলো। এখন খুনি যদি ক্লোজেটের ভিতরেই থাকে তবে খুন করার পর বের হবে কীভাবে।

আরেকটু চেষ্টা করেন সবুজ ভাই।

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

জুন বলেছেন: রহস্য ভেদ হলো খেয়াঘাট ? আচ্ছা আমি পরে এসে নাহয় দেখবো আমার ভাবনার সাথে মিল্লো কি না :||
+

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: আপনার ভাবনাটা বলে গেলেই ভালো হতো আপু। আপনার ভাবনার সাথে মিলিয়ে নেয়া যেতো। চেপে রেখে আর চ্যাপ্টা করার দরকার নাই। বলে দিন। ঝেড়ে কাশুন। হাহাহহাহাহাহা।
জবাবের অপেক্ষায় রইলাম।

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: নাহ সারেন্ডার করলাম । যে যে সমাধান মাথায় আসলো নিজেই বুঝলাম সম্ভব না !!! :(

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: আরে না। আমি মনে করি অবশ্যই পারবেন।
শুধু কয়েকবার মন দিয়ে পড়লেই ক্লু পেয়ে যাবেন। চেষ্টা করেন আদনান ভাই। গল্পটা দারুন লিখেছিলেন ভাই।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

অশ্রু কারিগড় বলেছেন: কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম।

তালা বদলিয়ে অন্য তালা ঝুলিয়ে দিছে আর তার একাধিক চাবি থাকাতো খুবই সম্ভব অথবা ঝুলতে থাকা চাবির ছাপ নিয়ে গেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

খেয়া ঘাট বলেছেন: আপনি একেবারে কাছাকাছি চলে এসেছেন। শুধু এবার একটু বুঝিয়ে বলুন।
খুব ভালো লাগছে যে সমাধানের পথে। আর অপেক্ষা করতে পারছিনা। তাড়াতাড়ি বলে দিন। আপনাকে এই পর্বের বিজয়ী ঘোষণা করি।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই কঠিন এবারের টা !
পারমিশান দেন যারা চেপে আছে তারা বলে দিক , আমরা মুক্তি পাই !

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

খেয়া ঘাট বলেছেন: হুমম. পারমিশন দিয়ে দিলাম । চেপে আর চ্যাপ্টা করার দরকার নেই।
আমি বিজয়ী ঘোষণার অপেক্ষায় রইলাম।
আপনার কোনো সমাধান স্বপ্নবাজ ভাই।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কেমনে কি! এসব কেমনে পারমু :)

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

খেয়া ঘাট বলেছেন: না পারার কিছুই নাই কবি ভাই। চেষ্টা করলেই পারবেন।

ও , উনাদের মেল করেছি। কিন্তু কোনো এনসার পাইনি এখনো।

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

ভোরের সূর্য বলেছেন: ভাই এত ভয় পেলে চলে?কেউ না পড়লে না পড়বে তাতে কি। নিজের মনের প্রশান্তিরো তো একটা ব্যাপার আছে। আপনার লেখা ব্লগে অনেকেই পড়ে। অনেকেই তো মন্তব্য করে,সেটাই তো সাহস যোগানোর জন্য যথেষ্ঠ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনাদের অনুপ্রেরণা অনেক সাহস যোগায় ভাই। ইচ্ছে রইলো।
আপনার আর খবর কি???

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুনের সাথে লাবণ্য জড়িত। ও যখন আপনাকে ভেতরে ডাকলো তখন গেট খোলা ছিল এবং গেটটি আপনার চাবি দিয়ে বন্ধ করেছেন। লাবণ্যর চাবিটি ভেতরে ছিল। আর ভেতরের খুনিটি ক্লোজেটের আড়ালে লুকিয়ে ছিল।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা ভাই। লাবন্য কেন খুন করতে যাবে।
আর আমরা যখন বের হয়ে এলাম তখনতো দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিলো। তখন খুনি বের হবে কীভাব। আর ডাক্তার ভিতরে আসলো কীভাবে।

আরেকবার ট্রাই করেন। আশাকরি পারবেন।

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষ চেষ্টা - ডাক্তার যেহেতু লাবণ্যকে পছন্দ করতো সেহেতু সকালে এসে সেও একটা ডুপ্লিকেট চাবি বানানোর পাঁয়তারা করছিলো । আর আপনি যখন লাবণ্যর ডাকে ঢুকলেন তখন চোর এসে লুকিয়ে পরে ক্লজিটে । তার প্ল্যান ছিল চুরি করে জানালা দিয়ে পালিয়ে যাওয়া । কিন্তু দুর্ভাগ্য, ডাক্তার তার বানানো ডুপ্লিকেট চাবিটা পরিক্ষার জন্য লাবণ্যর ফ্ল্যাটে ঢোকে এবং চোরকে দেখতে পায় । চোর উপায় না দেখে ডাক্তারকে খুন করে তার চাবি দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়!!!


উফ কি লিখলুম রে ভাই !!! আর ধন্যবাদ আবারও আমার গল্পটার কথা বলার জন্য । আর আপনাকে আমার প্রিয় একটা গল্প পড়ার অনুরোধ জানিয়ে গেলাম ।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: পৃথিবীর কোনো মাস্টার কি দিয়েও এ তালা খুলা যাবেনা। মানে কোনো ডুপ্লিকেট চাবি বানানো যাবেনা এ তালার।যদি নকল চাবি বানানো যেতো -তবে আপনার জবাব একেবারেই সঠিক। সেজন্য আগেই বলা আছে এ দুটি চাবি ছাড়া আর কোনো চাবি বানানো যাবেনা।

আমরা বের হওয়ার সময় সবকিছু ভালো করে দেখেই বের হলাম। ১০০ ভাগ নিশ্চিত ঐ সময় ভিতরে কেউ আর ছিলোনা।
অনেক ধন্যবাদ গল্পটির লিংক দেয়ার জন্য। এখন কাজে রওয়ানা দিচ্ছি। কাজের ফাঁকে অথবা বাসায় এসে অবশ্যই পড়বো। অনেক ধন্যবাদ প্রিয় আদনান ভাই।

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর মাত্র একটাই উত্তর আমার মতে রয়েছে। আপনার চাবি খোয়া গিয়েছিল যখন থিয়েটারে ছিলেন। আর তা দিয়ে ড্রাগ ডিলার এসেছিল নেকলেস চুরি করতে, কারন সে আপনাকে দেখেছিল নেকলেসটি কিনতে। ডাক্তার যেহেতু সারাক্ষন লাবণ্যর বাসার আশেপাশে ঘরাঘুরি করতো, সে ড্রাগ ডিলারকে দেখতে পেয়ে পিছু পিছু আসে। এবং ড্রাগ ডিলার ডাক্তারকে খুন করে তালা দিয়ে পালিয়ে যায়।

এইটা না হইলে আর কিছু কইতাম না। :P

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা। চাবি সবসময়ই আমার সাথেই ছিলো। চাবি খোয়া যায়নি ভাই। আপনার চেষ্টায় একেবারে মুগ্ধ। একবার না পারিলে দেখো শতবার--ট্রাই করবেন নাকি আবার????

!:#P !:#P !:#P

৩৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

নীল ভোমরা বলেছেন: আন ফরচুনেটলি...এই মুহূর্তে আমি এমন অবস্থায় নাই যে আপনার প্রশ্নের উত্তর দেই! ...তবুও ভাল লাগলো! শুভকামনা!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: যে অবস্থায় থাকুন নিরাপদ থাকুন, সুস্থ থাকুন ভাই। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

৩৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষ চেষ্টার পরে চেষ্টা - মাথার ক্লিপ দিয়ে কি তালাটা খোলা যায়??

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা ভাই। আপনার গল্পটা পড়ে আমি অভিভূত।

৩৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

এন এফ এস বলেছেন: সেক্স প্রিডেটর লোকটাই খুনী চোখ দেখার সময় সে তালা পাল্টে দিয়েছিল এবং পড়ে নেকলেস চুরি করতে ঢুকলে ডাক্তারও ভেতরে ঢুকে পড়ে এবং ডাক্তারকে হত্যা করে সে পালিয়ে যায় আবার তালা পাল্টে

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: একেবারে কাছাকাছি। তবে ব্যাপারটা আরেকটু গুছিয়ে বললেই বিজয়ী হিসাবে ঘোষণা করে দিতাম। আপনার এই জবাবটা অন্য কেউ বুঝলো কিনা সেটাই দেখতে চাচ্ছি। আরেকটু বুঝিয়ে বলবেন? অপেক্ষায় রইলাম।

৪০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ভাই আমি জানি কিন্তু আপনাকে জবাব দিয়ে লজ্জায় ফেলতে চাচ্ছি না ।
( ভাবছি কিছুক্ষন কিন্তু গোবর মাথা যে ভাই কিছু বলে না !

এই সিরিজে খুব মজা পাচ্ছি । দেখি ঘটের মাঝি এইবার কে হয় !!
ভাল থাকুন প্রিয় ভাই :)

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৮

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহা। কমেন্টে মজা পাইলাম। ঘাটের মাঝি বেশ কয়েকজন নৌকা ঘাটে ভিড়িয়েছেন। তবে ঠিক মতো নোঙর করতে পারছেন না। আশাকরি তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।

সাথে থাকবেন আশাকরি মাহমুদ ভাই।

৪১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই খেলুম না, আন্নে মোর লগে মোজা লন! আর এন এফ এস বলেছেন: সেক্স প্রিডেটর লোকটাই খুনী চোখ দেখার সময় সে তালা পাল্টে দিয়েছিল এবং পড়ে নেকলেস চুরি করতে ঢুকলে ডাক্তারও ভেতরে ঢুকে পড়ে এবং ডাক্তারকে হত্যা করে সে পালিয়ে যায় আবার তালা পাল্টে

আন্নে বলেছেন, একেবারে কাছাকাছি। তবে ব্যাপারটা আরেকটু গুছিয়ে বললেই বিজয়ী হিসাবে ঘোষণা করে দিতাম। আপনার এই জবাবটা অন্য কেউ বুঝলো কিনা সেটাই দেখতে চাচ্ছি। আরেকটু বুঝিয়ে বলবেন? অপেক্ষায় রইলাম।

কেম্নে কি? তালা পাল্টে দিলে আপনারা তালা মারলেন কেমনে? :P

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১০

খেয়া ঘাট বলেছেন: এইটা বলে দিলেতো আর কিছুই বাকি রইলোনা বোকা ভাই। তবে একেবারে কাছাকাছি রহস্যের সমাধানে অনেকেই চলে এসেছেন। দেখি শেষ গিট্টুটি কে খুলতে পারেন। সাথে থাকার জন্য বোকা ভাইকে অনেক ধন্যবাদ।

৪২| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:




কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম।

ঝুলনো তালাকে ঝুলনো অবস্থায় লাগিয়ে আপনারা বের হয়ে গেছেন। তার কারণে তালা লক হয়েছে দরজার সেফটি লক হয়নি। যে কারণে বাহীরের কেউ ইচ্ছে করলেই ঢুকতে পারে। আর এ সুযোগটাই খুনি কাজে লাগিয়েছে।
চেষ্টা করলাম একটু । না হইলে লজ্জা দিবেন না। :P

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা হয়নি। নৌকা ঘাট থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে শোভন ভাইজান।
আশেপাশেই ছিলেন।শুধু নোঙর করাই বাকি। আরেকবার চেষ্টা নেন।

৪৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



কিছুক্ষণ পর ঘরের ভিতরে ভালোভাবে চেক করে, সবকিছু ঠিকঠাক দেখে দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম।

আপনার ভালোবাসার এক সমুদ্র দেখা অবস্থায় খুনি তালাটি পরিবর্তন করে চলে যায়। যে কারণে আপনারা যাওয়ার সময় তালাটি মেরে চলে জান কিন্তু নিজেদের তালা কিনা তা চেক করেন নি। যে কারণে খুনি আপনারা যাওয়ার পর সহজেই আপনাকে ফাঁসানোর জন্য ডাক্তার কে খুন করার জন্য। আর এই তালাটাই আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। কারণ বাড়ির অনন্যা তালার সাথে এই তালার মিল নেই। তাই ঘটনাটি সম্পূর্ণ সডজন্ত মূলক।

আবার চেষ্টা করলাম। না হইলে লজ্জা দিবেন না। :)

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৬

খেয়া ঘাট বলেছেন: হুমম...এইতো .........একেবারে গিট্টু আলগা করে ফেলেছেন। বুদ্ধি খাটালে গিট্টু কাটে।

৪৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

আরেকটা কথা শেষ কমেন্ট এর সাথে,
যে তালাটি পুলিশ দরজায় পেল সেই তালার চাবি আপনাদের কাছে নেই।

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৭

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই আছে। আপনিতো আবার দূরে চলে যাচ্ছেন শোভন ভাই।
আমরাইতো বাইরে থেকে এসে নিজেদের চাবি দিয়ে ঘরের দরজা খুললাম।

৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৩

ম্যাভেরিক বলেছেন: তালাটি নকল করা হয়েছিল।

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: জ্বি। তারপর কী হলো............মূল ব্যাপারটি এটাই। যদি আরেকটু খোলাসা করে বলেন ম্যাভেরিক ভাই।

৪৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সেক্স প্রিডেটর লোক অপেক্ষায় ছিলো । যখন আপনি ভিতরে গেলেন, সমুদ্র দেখছেন লাবণ্যর চোখে, তখন লোকটি একইরকম আরেকটি তালা ঝুলিয়ে দেয় আগের তালাটি সরিয়ে । তালার সাথে একটি চাবিও ঝুলানো ছিলো । আপনারা বেরিয়ে তালা লাগিয়ে লাগিয়ে সেই চাবিটিই নিয়ে চলে গেলেন । তারপর সুযোগ বুঝে সেক্স প্রিডেটর নিজের কাছে থাকা চাবিটি নিয়ে ঢুকে পড়লো ফ্ল্যাটের ভিতরে । আর বোকা ডাক্তার সেসময়েই কিনা উপস্থিত হলো ! তাই সেক্স প্রিডেটর লোকটার তাকে খুন না করে উপায় ছিলো না । খুন করে ঘরে লাশ রেখে নেকলেস নিয়ে পালিয়ে গেলো সেক্স প্রিডেটর (ব্যাটাকে তো আমি গাড়ি দিয়ে গুঁতো দিয়েছিলাম, এতো তাড়াতাড়ি ঠিক হলো কিভাবে!!!) !!!!

এন এফ এস ভাই এর উত্তরটাকে গুছিয়ে বললাম । এইবারও যদি বলেন হয়নাই , তাহলে আপনার সাথে আড়ি ! X(

গল্পটা পড়ার জন্য অনেক কৃতজ্ঞ । আপনাদের উৎসাহ সবসময় আমার সাথে থাকুক এইটুকুই চাওয়া ! :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: গল্পতো ভাই আপনি দারুন লিখেন। ঐ রকম একটা লাইন লিখারও সৌভাগ্য আমার কখনো হবেনা।

ঠিক আছে, তবে যদি তালাতে ঐ লোকের আরেকটা চাবি লাগানো থাকে। তবে তো সন্দেহ হবে যে তিনটা চাবি কোত্থেকে আসলো। দুই জনের দুইটা। আর তালাতে ঝোলানো একটা। নৌকা একেবারে ঘাটে ভিড়েছে তবে নোঙরটা ঠিকঠাক হচ্ছেনা। হালকা একটু দোলছে --এই যা।

দেখি আর কোনো ক্লিয়ার জবাব আসে কিনা।
ধন্যবাদ প্রিয় আদনান ভাই।

৪৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

এন এফ এস বলেছেন: হিসাবে বিজয়ী তো আমিই তো বড় করে লিখনি কিন্তু এটা যে কেউই বুঝতে পারবে। আপনি কিন্তু আমাকে বিজয়ী ঘোষণা করতে কার্পণ্য করবেন না।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনি মূল বিজয়ী লিস্টের একেবার উপরের দিকেই আছেন এন এফ এস ভাই। শার্লক হোমসের শিষ্যের পর্যায়ে চলে গেছেন। আমি দেখি আসল শার্লক হোমসকে পাওয়া যায় কিনা।

৪৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

হৃদয় রিয়াজ বলেছেন: চমৎকার লিখেছেন ভাই। কিছু একটা আঁচ লরতে পারছি কিন্তু সেটা বলে আর নিজেকে লজ্জায় ফেললাম না :D পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: লজ্জার কিছুই নাই। আপনার কাছ থেকে একটা জবাবের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ রিয়াজ ভাই। পরের পর্বের অগ্রিম টিকেট দিয়ে গেলাম।

৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

সাদা আকাশ বলেছেন: আপনারা যখন ভেতরে ছিলেন তখন দরজায় ঝুলানো তালা। তক্কে থাকা ঐ লোকটা হুবাহু তালা পাল্টে দেয় এবং আসল তালাটা তার কাছে রাখে। এখন-

"দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে ""আমি*"" আর লাবন্য নীচে নামলাম"

এখনে আপনি তালা লাগিয়েছেন লবন্য নয়।

এর মাঝে ঐ লোক তার নিজের চাবি দিয়ে ফ্লাটে প্রবেশ করে এবং চুরি করে সাথে ডাক্তার কোন কারণে ঐ একই সময় ফ্লটে আসলে তাকে বেগতিক সমস্যা হিসেবে খুন করে ফ্লাটে রেখে যায়।

এবার যাওয়ার সময় আসল তালাটাই লাগিয়ে দিয়ে যায় এবং নিজের বদলে দেয়া তালাটা নিয়ে যায়।

পরে "লাবন্য চাবি দিয়ে তালা খুললো" তার মানে আপনাদের রেগুলার তালা তখন ঐখানে আছে। এবং তা রেগুলার চাবি দিয়ে খোলা হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: পারফেক্ট জবাব । অভিনন্দন সাদা আকাশ ভাই। অনেক অনেক অনেক অভিনন্দন।
তবে আমি অথবা লাবন্য যেই তালা বন্ধ করুক না কেন-এটা কোনো ব্যাপার না।

অনেক ভালো লাগলো ভাই। গোল্ডেন ট্রফি আপনার জন্য।

৫০| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

সাদা আকাশ বলেছেন: আপনারা যখন ভেতরে ছিলেন তখন দরজায় ঝুলানো তালা। তক্কে থাকা ঐ লোকটা হুবাহু তালা পাল্টে দেয় এবং আসল তালাটা তার কাছে রাখে। এখন-

"দরজায় ঝুলানো তালা বন্ধ করে চাবি নিয়ে আমি আর লাবন্য নীচে নামলাম"

**এখনে আপনি তালা লাগিয়েছেন লবন্য নয়।

এর মাঝে ঐ লোক তার নিজের চাবি দিয়ে ফ্লাটে প্রবেশ করে এবং চুরি করে সাথে ডাক্তার কোন কারণে ঐ একই সময় ফ্লটে আসলে তাকে বেগতিক সমস্যা হিসেবে খুন করে ফ্লাটে রেখে যায়।

এবার যাওয়ার সময় আসল তালাটাই লাগিয়ে দিয়ে যায় এবং নিজের বদলে দেয়া তালাটা নিয়ে যায়।

পরে "লাবন্য চাবি দিয়ে তালা খুললো" তার মানে আপনাদের রেগুলার তালা তখন ঐখানে আছে। এবং তা রেগুলার চাবি দিয়ে খোলা হয়েছে।

৫১| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: ছোট তবে রহস্যে ভরা। মনে হয় ৪৩ মন্তব্যই ঠিক। শুধু বলতে পারি, চুরি করার সময় ফ্লাটে ডাক্তার এসে পড়ায় খুন হয়। যেহেতু আসল চাবি তাদের কাছে ছিল, তাই পুলিশ তালা বদলের ব্যপারটি বুঝতে পারে। আর আপনি বেঁচে যান।

ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!! B-) B-)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: রহস্যের সমাধান হয়ে গেছে সুমন কর ভাই।
অংশগ্রহণের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। পরের পর্বে আশাকরি সাথে থাকবেন।

৫২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: :( :( :( :( :(

পরের পর্বের অপেক্ষায় !!! দারুন উত্তেজনা!

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: ঠান্ডায় আইলাসা হয়ে গেছি ভাই। দশ পনেরটা আইডিয়া মাথার ভিতর জিম মেরে বসে আছে। কোনটাকে আগে খেদাই সেটা চিন্তা করছি।

৫৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০১

বৃতি বলেছেন: ২য় কমেন্টে "বাকিটুকু আপনাকে ফেইসবুকে বলেছিলাম" বলতে গার্বেজ ডিসপোজালের কথা মীন করিনি, প্রিডেটর লোকটা কিভাবে ঘরে ঢুকল সেটা বুঝাতে চেয়েছিলাম X(

সিরিজটা সুন্দর হচ্ছে । পরের পর্বের অপেক্ষায় রইলাম ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

খেয়া ঘাট বলেছেন: ও আচ্ছা। ক্ষমাপ্রার্থী।

অনেক খুশী হলাম আপু। আশাকরি সাথে থাকবেন। আপনারা সাথে না থাকলে সিরিজটি লিখা বড়ই দুঃসাধ্য হবে। পরের পর্বের জন্য টিকেট রেখে গেলাম। আপাতত ২০টি পর্ব লিখার ইচ্ছে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.