নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

বাচারা এর চেয়ে আর বেশী বলা যাবেনা। ট্যাগিং এর একটা ভয় আছেনা?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

টাইম ম্যাগাজিনে এবার "পারসন অফ দি ইয়ার" হিসাবে নির্বাচিত হলেন পোপ ফ্রান্সিস। উনার একটা বেশ আলোচিত ছবি হলো- উনি নীচু হয়ে ফ্লোরের উপর বসে একটা মেয়ের পা ধুঁয়ে দিচ্ছেন।



তো রবিবার বিশ্বের নানা দেশের ছোট ছোট শিশুরা উনার ওখানে এসে ভীড় করেছে। একটা ক্লাসরুমে সবাই বসে মনযোগ দিয়ে পোপের কথা শুনছে।



হঠাৎ একটা ছেলে জিগ্গাসা করলো,

মান্যবর পিতা, আমাদের স্বর্গের একটা ধারণা দিন।

পোপ বললেন,

স্বর্গ হলো এমন একটা জায়গা, যেখানে খাবার রান্না করে ফ্রান্সের লোকেরা,

স্বর্গের মানুষের ভালোবাসা যেন ইটালীয়ানদের মতো, যেখানের ম্যাকানিক হলো ঠিক জার্মানদের মতো, শৃঙখলা হলো জাপানিদের মতো, পুলিশ হলো বৃটিশদের মতো আর সরকার পরিচালনা করে সুইচরা।



এবার নরকের একটা ধারণা দিন।

পোপ চারপাশে তাকালেন। তারপর বললেন-

এমন একটি দেশ, যা ৫ বছর হা......এর অধীনে পুড়ে আর পরের ৫ বছর খা..এর অধীনে পুড়ে।



ঠিক বুঝলাম না ফাদার। হা.......বলতে কী বুঝালেন আর খা.....বলতে কী বুঝালেন।



বাচারা এর চেয়ে আর বেশী বলা যাবেনা। ট্যাগিং এর একটা ভয় আছেনা?











মন্তব্য ৮২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :-&

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: ;) ;) ;) ;) ;)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বুঝলাম না ফাদার :#> :#> :#> :#> :#> #:-S #:-S #:-S #:-S

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: আমিও বুঝিনাই প্রিয় অভি ভাই।
;) ;) ;) ;) ;)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

তামিম ইবনে আমান বলেছেন: যে দেশে রাজাকার হয় শহিদ ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: আজব কাজকারবার। কখনো রাজাকার শহীদ, কখনো মুক্তিযোদ্ধা রাজাকার, কখনো রাজাকার মুক্তিযোদ্ধা। :(( :(( :(( :(( :(( :((

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

জনাব মাহাবুব বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: হা ...খার দেশ হলো...আর বললাম না। ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: :-0 :-0 :-0 :-0 বললেই কিন্তু বেকায়দায় পড়বেন। চুপ.চুপ. .চুপ. একেবারে চুপচাপ ......

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

নীল জানালা বলেছেন: পোপতো বাঁইচা গেসে। আপনে কিন্তু রাজাকার ট্যাগ খাওয়ার পথে আছেন। হাম্বা খাম্বা সামলায়া ব্লগিং করেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

খেয়া ঘাট বলেছেন: এক ছিলো টিয়াপাখি।
একটা ছেলে পাখিটি পোষতো।

পাখিটি শুধু ছেলেটির সাথে কথা বলতো। আর অন্য কেউ পাশে গিয়ে কথা বলতে বললে পাখিটি বলতো-
"আমি খুব ডরাই?

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

খন্দকার আরাফাত বলেছেন: চুপ থাকেন ট্যাগ দিয়া দিমু কইলাম |-)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: একেবারে চুপ.............কোনো টু টা ও নাই। !:#P !:#P !:#P !:#P

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

শেরশাহ০০৭ বলেছেন: সরগে যাইতে মন চাই

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই যাবেন , যাবেন না কেন?
নরকের যন্ত্রণা না বুঝলে স্বর্গের সুখ বুঝতে পারবেন না।
তাই নরক কি জিনিস আগে বুঝে নেন। আমরাও বুঝে নেই।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন:

"লেখক বলেছেন: আজব কাজকারবার। কখনো রাজাকার শহীদ, কখনো মুক্তিযোদ্ধা রাজাকার, কখনো রাজাকার মুক্তিযোদ্ধা। :(( :(( :(( :(( :(( :(("

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: সত্যি না !!! অস্পিসাস প্রেইস ভাই???

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: :-* :-*

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;)

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

সাাজ্জাাদ বলেছেন: আমি কিন্তু কিছু বুঝাই.।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: সাবধানে, চুপচাপ, কানেকানে বুঝান। বেশী জোরে বইলেন না আবার। !:#P !:#P !:#P !:#P

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

সাাজ্জাাদ বলেছেন: বুঝি নাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনার বুদ্ধি আছে। খুশী হলাম। বুদ্ধি খাটিয়ে চলবেন। বৃষ্টি যে দিকে ছাতা সেদিকে........... =p~ =p~ =p~

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: মাথা চুলকানির ইমো কোনটা??


ইয়ে মানে আমিও বুঝি নাই 8-|

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: তাইলে আপনি কঠিন নিরাপদে আছেন। আপনার রাস্তা ফুলেল। ;) ;) ;) ;) ;)

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~

আমি জানি আমি জানি পোপ কোন দেশের কথা বলছে , কিন্তু ভুলেও বলব না :-0

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনি আসলেই বুদ্ধমতি আপু। একেবারে চুপ। ভুলেও বলবেন না।
বললেই কিন্তু আক্রমণণণণ................ =p~ =p~ =p~ =p~

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১

একলা ফড়িং বলেছেন: আমিও কিছু বুঝি নাই :| :|


একটু খুইলা কন তো! ;) B-)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

খেয়া ঘাট বলেছেন: কানে কানে সব খুলে বললাম। এবার ঠিক আছে কিনা বলেন???
ঠিক বলেছি না???? ;) ;) ;) ;)

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মন্তব্য করতে মানা , বলছেন এরশাদের নানা। ;) ;) ;) ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

খেয়া ঘাট বলেছেন: আপনি ঠিক বলেছেন জাঁহাপনা। !:#P !:#P !:#P !:#P

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

আকিব আরিয়ান বলেছেন: ট্যাগাইতে ট্যাগাইতে মাইরালা :D

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

উড়োজাহাজ বলেছেন: ঘাড়ে মাথা তো একটাই। তাছাড়া বউ পোলাপান আছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহা।
মন্তব্য পড়ে আমার পুরা মাথাই নষ্ট।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

চটপট ক বলেছেন: ভাই ভুঝতে ফারলাম না থো!!!!!!!!! :||

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫০

খেয়া ঘাট বলেছেন: তাহেল আরেকবার উল্টোথেকে পড়েন।
উল্টো কাহিনী। সোজা করে পড়লে কিছুই বুঝবেন না মাহফুজুল ইসলাম ভাই। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: এই অধীনে থাকা মনে হয় শেষ হতে চলল ;)

এমন দেশ টি কোথাও খুজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি :)

বিজয় দিবস এর শুভেচ্ছা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫১

খেয়া ঘাট বলেছেন: আহারে কবে হবে শেষ!!!! চাই সত্যিকারের সোনার বাংলাদেশ।
আপনাকেও মেলা শুভেচ্ছা।
জয় বাংলা।
বাংলাদেশ জিন্ধাবাদ।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| :|| /:) /:) /:)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫২

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ইহার চেয়ে জটিল ধাধা আমি এই জীবনে পড়ি নাই ! (মাথা চুলকাইতে চুলকাইতে টাক হইবার ইমোট হইবেক ) :(( B:-)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: না পারাই ভালো। যত পারবেন না তত নিরাপদ।
বাঁচতে হলে নিরাপদে থাকতে হবে, আর নিরাপদে থাকতে হলে না জানতে হবে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

মহামহোপাধ্যায় বলেছেন: হুহ !! কেউ কইতেছেনা /:) /:)

আমি একটা ক্লু দেই !!

এই দেশের নামের প্রথম অক্ষর আর অক্ষর জোড়া দিলে এমন কিছু হয় যা দিতে খুব মজা ;) :) :D B-) B-)) :#) :P =p~ :-B

কিন্তু খাইতে :(( :(( :(( :(( :(( :(( :((

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: আর এই দুই অক্ষরের উপর যে চন্দ্রবিন্দু এটা হলো ঐ দুজন, নাম কমুনা। উনারা সমানে চাপতাছে উপর থেকে। কীসের ওপর বসে কে চাপতাছে এটাও কমুনা। মরিতে চাহিনা আমি এ সুন্দর ভুবনে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

আছিফুর রহমান বলেছেন: হা---- আর খা----- এর দেশ। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: ঠিক আছে ডট ডট ডট দিয়ে শূণ্যস্থান খালি রাখবেন। ভুলেও পুরাটা বলবেন না। বললেই কট।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

ইছামতির তী্রে বলেছেন: ভাইজান, এত সাহস নিয়া ঘুমান ক্যাম্নে????
উত্তর আমি কিন্তু জানি তয় কমু না। :( :( :(

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

খেয়া ঘাট বলেছেন: এক্কেবারে মুখে তালা দিয়ে রাখেন।
খুললেই মফিজ কট। মফিজ মানে এই আমরা। এই আমপাবলিকরা আরকি?

মুখে তালা দিয়াই ঘুমাই। দরজায় তালা না থাকুক, মুখে যেন তালা থাকে ইছামতি ভাই।

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

উপপাদ্য বলেছেন: আচ্ছা

হা................... মানে কি হায়েনা??

খুব কঠিন জুক্স, মাথার উপ্রে দিয়া গেলো মনে হয়। ;) ;) ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: চুপ...চুপ চুপ..............ভাই আশে পাশে কেউ নাইতো। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: না পারাই ভালো। যত পারবেন না তত নিরাপদ।
বাঁচতে হলে নিরাপদে থাকতে হবে, আর নিরাপদে থাকতে হলে না জানতে হবে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p

স্বৈরাচারী আর অত্যাচারী কেউ বলবেনা তারপরও!!!!!!!!!!

সেও তো ঘ!নতান্ত্রিক অতংকের জন্যই নাকি!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

খেয়া ঘাট বলেছেন: ঘ!নতান্ত্রিক - শব্দটি জটিলভাবে পছন্দ হয়েছে। অনেক ধইন্যা নেন। দারুন একটা শব্দ। ওয়াও।

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

উপপাদ্য বলেছেন: ভাই আমি কিছু বলিনি। আমি জাস্ট জানতে চেয়েছি।

আমি হাফিজ স্যারের মতো ৭ বছর জেল খাটতে চাইনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

খেয়া ঘাট বলেছেন: শুধু জেলের ভয়, আর কিছু না???

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

দি সুফি বলেছেন: হাহাহাহাহাহা B-)) B-)) B-)) খাখাখাখাখাখা B-)) B-)) B-)) B-))

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

খেয়া ঘাট বলেছেন: এইটা দারুন হয়েছে।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

কাফের বলেছেন: ...সিনা আর ...লেদা :-P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: ডট ডট ডট দিয়ে বলবেন... পুরোটা বলবেন না যেন।
চারপাশে শত্রুর দল, করিতেছে কোলাহল। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ, সেই দেশই হয়ত পৃথিবীর নরক। যেখানে নিরীহ মানুষগুলো যন্ত্রনা উপভোগ করছে।

বাই দ্য ওয়ে, কাফের বলেচেন, সিনা আর লেদা!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: এই নরক যন্ত্রণার শেষ কবে হবে, কীভাবে হবে কাভা ভাই???

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: :D :D

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

সায়েম মুন বলেছেন: করুণ সত্য #:-S

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

খেয়া ঘাট বলেছেন: সায়েম মুন বলেছেন: করুণ সত্য #:-S
++++++++++++++++++++

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

চিরতার রস বলেছেন: পোপরে ট্যাগানো দরকার। আমাদের হা.........খা........নিয়া এতো বড় কথা X(( X(( X((

:P :P :P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

খেয়া ঘাট বলেছেন: ট্যাগাই দেন, পারলে ঠ্যাংগাই দেন , রস ভাই।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ড. জেকিল বলেছেন: পোপ তো বড় মজায়িত মানুষ =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

খেয়া ঘাট বলেছেন: মজায়িত মানুষ।
হাহাহাহাহহাাহাহাহাহাহাহা

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

বেকার সব ০০৭ বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

মহাজাগতিক বলেছেন: হা... আর খা... এর শেষের দুই বর্ণ যথাক্রমে জুড়ে দিলে দিলে কী হয়? নাদা? গ্রামদেশে গরুর গোবরকে বলে নাদা। ভাই, আমার যদি ১৫১ টা গরু থাকতো!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহাহাহাহাহাহা।
হাসতে হাসতে দম বন্ধ হয়ে গেলো। ভাই আপনারা পারেনও বটে।

৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মশিকুর বলেছেন:
একজন> খা খা খা খা খা
অন্যজন> হা হা হা হা হা

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০০

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহাহাহাাহাহহাহাহা।

৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৯

তাসজিদ বলেছেন: হুম্মম্মম্মম্মম্মম্মম্ম ।


কি আর করা। এদের নিয়েই তো থাকতে হবে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: এভাবেই হয়তোবা চলতে হবেরে ভাই।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: স্বর্গীয় কৌতুক ভাল হয়েছে। মানে... কী বলতে কী বলে ফেলি, জনগণই ক্ষমার উৎস।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: না বলাই ভালো লিসানি ভাই।

৪১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

অপ্রচলিত বলেছেন: সোজা ছিল :| :| শুরুতে বুঝি নাইকা, মাথা চুলকানির পর দেখি এই ব্যাপার B-) ভাইজান আসলে.......।। :) ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহা।
না বুঝাই ভালো ভাই। বুঝলেও চুপচাপ থাকা আরো ভালো। স্বাস্থ্যের জন্য, মনের জন্য সবকিছুর জন্যই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.