নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

যে দশটি কারণে সামহুয়ারইনব্লগকে আমার এত্তোগুলা খারাপ লাগে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪

কারণ একঃ

প্রায় সময় ব্লগীয় অবরোধের খপ্পড়ে পড়তে হয়, কোনো নোটিশ ছাড়াই।





কারণ দুইঃ

যখন এরকম জমে যাওয়া ভালোবাসায় ক্লিক করলে কম্পিউটার নিজেই জমে যায়।







কারণ তিনঃ

কোন ব্লগারকে সার্চ করার পর সেই ব্লগার যখন বিগ্গাপনের নীচে চাপা পড়ে হা পিত্যেস করে। সার্চ করে সেই ব্লগারকে কোন জায়গায় নিয়ে এসে রাখলো তা যখন বোঝা যায়না।





কারণ চারঃ

লাইক বাটনে ক্লিক করলে যখন মাতালের মতো শুধু ঘুরতেই থাকে, কিন্তু কামের কাম কিছুই হয়না। অনেকে বিভিন্ন উপায় বের করেছেন লাইক দেয়ার জন্য। কিন্তু সে প্রক্রিয়া ফলো করে কয়জন?





কারণ পাঁচঃ

ইমো বাটনে ক্লিক করলে অনেক সময় স্মাইলি পেজ না এসে যখন সরাসরি প্রথম পাতায় চলে যায়।





কারণ ছয়ঃ

সাইট ঠিকঠাক আছে। কিন্তু যখন বারবার চেষ্টা করেও পরিচয় স্বীকার করে নেয়না।





কারণ সাতঃ

এই সমস্যার কি কোনো সমাধাণই নাই? কোনো জবাব মিলেনা।







কারণ আটঃ

ফোনেটিক টেক্সট যখন ইংরেজি হরফ হয়ে যায় , মাঝে মাঝে।





কারণ নয়ঃ

এটা'র ব্যবহার কেউ করেছেন কিনা? আমিতো করতে পারলামনা।





কারণ দশঃ

এটা একটা পরামর্শ।নীচের এই লম্বা পড়ে থাকা খালি জায়গায় আরো কিছু পোস্ট সংযোজন এমনকি চাইলে বিগ্গাপনও যোগ করা যায়।





নতুন বছরে ব্লগ আরো প্রাণবন্ত, দায়িত্বপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠুক এই শুভকামনা।



শুভ



আর



সুন্দর,সাফল্য, অহিংস,সম্প্রীতি, সৌহার্দ্যময়





মন্তব্য ১৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই পোষ্ট নির্বাচিত পাতায় যাবে !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬

খেয়া ঘাট বলেছেন: তারপর কি সমস্যাগুলোর সমাধাণ হয়ে যাবে??? এতোটুকু লিখে ইমোতে ক্লিক করলাম, মন্তব্য পোস্ট না করে সরাসরি প্রথম পাতায়নিয়ে গেলো। এখন আবার মন্তব্য টাইপ করছি। কেমন লাগে????? দেখি ইমোতে ক্লিক করে আবার।
এর আগে মন্তব্য কপি করে রাখি।
!:#P !:#P !:#P !:#P !:#P এবার ঠিক আছে।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার পোষ্টে ভালোলাগা জানাতে গিয়ে চারের খপ্পরে পড়েছি।
প্রতিটাই দরকারী পয়েন্ট। সামুর এই সব সমস্যাও বহু পুরনো। কেবল নির্বাচিত পাতায় চলে যাওয়া কিংবা স্টিকি করা এসবে কোন লাভ নেই স্বর্ণাপু। :(

সামুর স্বার্থে সুস্থ সুন্দর ব্লগিং এর জন্যে এসবের সমাধান হওয়া খুব দরকার। আমাদের গর্ব করার মত প্রথম সারির এক ব্লগিং প্লাটফর্ম হোক যাবতীয় দোষ ত্রুটি মুক্ত।

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২১

খেয়া ঘাট বলেছেন: চার খপ্পড়ে পড়েছি- হাহাহাহহাহা।
এটাতো একেবারেই স্বাভাবিক রোগ, এইরোগের উপশম কি?

আর একটা কথা, ব্লগারদের সংখ্যা বেড়েছে, পোস্ট বেড়েছে, কিন্তু ব্লগের হিটের একবারেই নাজুক অবস্থা। স্টিকি পোস্টেও আগের মতো হিট হয়না। শুরুর দিকের কয়েকবছরে স্টিকি পোস্টে কমপক্ষে হাজার পাঁচেকের উপর হিট হতো দিনেরমধ্যেই। আর এখন..........
আমি নিজেই অন্যএকটা নিক থেকে ব্লগিং করতাম, ঘন্টা তিনেকের মাঝেই পাঁচশ/ এমনকি হাজার ছাড়িয়ে যেতো। আমার লিখারতো কোনো পরিবর্তন হয়নি? রবং দীর্ঘদিনের চর্চায় আরো ভালোই হওয়ার কথা। এলেক্সা রেটিং এ ক্ষেত্রে কী বলে?? একবার সার্চ দিয়ে দেখতে হবে।
শুভকামনা, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৫

গ্রীনলাভার বলেছেন: "ফোনেটিক টেক্সট যখন ইংরেজি হরফ হয়ে যায় , মাঝে মাঝে।" - এটার বাইপাস সমাধান বের করেছি একটা - ctrl+b চাপলে আবার বাংলা লিখা আসে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৬

খেয়া ঘাট বলেছেন: ওয়াও, তাই নাকি। যাক বিরাট চাপ মুক্ত হলাম। এইটা একটা মারাত্মক পেইন ছিলো ভাই।
আপনাকে ধন্যবাদ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২২

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

এত্তসব প্রব্লেম নিয়া ব্লগ যে এখন ও চালু আছে এটাই তো অনেক ! /:)

নতুন বছরের শুভেচ্ছা

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৭

খেয়া ঘাট বলেছেন: ভালোলাগা আর ভালোবাসার একটা জোর আছে না??? !:#P !:#P !:#P
সেই জোরেই চলছে মাহবুব ভাই।

আপনাকেও শুভেচ্ছা ভাইজান।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৫

আমিই মিসিরআলি বলেছেন: আর কয়েন না X((
বন্দুরে লাগবো এইটার সমাধানে /:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৭

খেয়া ঘাট বলেছেন: বন্দুর কপালে বন্দুক ধরে নিয়ে আসেন। বলেন, সমাধান না করা পর্যন্ত কোনো দানাপানি নাই। !:#P !:#P !:#P

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

আমিই মিসিরআলি বলেছেন: বন্দুরে দেইখা আইলাম সেলিম ভাইয়ের লগে ফটোসেশনে ব্যস্ত B-) ;) :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

খেয়া ঘাট বলেছেন: পন্দু ভাইরে বেশী ডাকাডাকি করলে আবার সার্ভার ডাউন করে দিতে পারেন। সুতরাং উনাকে আপোষে রাখতে হবে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

তাসজিদ বলেছেন: তবে সবথেকে বেশি বিরক্তিকর পিন নিয়ে। বার বার সঠিক পিন দেবার পরও যথারীতি " আপনার pin টি ভুল আছে। X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

সামু যদি এ পোস্ট দেখে একটু শেখে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: পিনটাই সবচেয়ে বড় বেশী পেইনরে ভাই।
২০১৪ সালে নতুন ঝকঝকে ক্লেশ মুক্ত ব্লগ চাই।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

মামুন রশিদ বলেছেন: আপনার দেয়া দশ কারণের সাথে আমরা আরো একটা সমস্যায় পড়ি । নেটের স্পীড স্লো হওয়ার জন্য পেজ লোড হয় না । এটা অবশ্য সামুর প্রবলেম না ।

নতুন বছরে ব্লগ আরো প্রাণবন্ত, দায়িত্বপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠুক এই শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: সব সমস্যা কাটিয়ে ব্লগ আরো প্রাণবন্ত হয়ে ওঠুক নতুন বছরে এই প্রত্যাশা রইলো ।

নতুন বছরের শুভকামনা মামুনভাই।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার তো ছবিও আপলোড হয়না ! :( :( :(

নতুন বছরের শুভেচ্ছা !

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: আমার ছবি আপলোডে কোনো সমস্যা হয়না।,তবে হুট করে লগআউট হয়ে গেলে বড়ই দুক্ক লাগে।
নতুন বছরের শুভকামনা আদনান ভাই।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

তাসজিদ বলেছেন: আর ছবি আপলোড করতে তো যান বেরিয়ে যায়

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১

খেয়া ঘাট বলেছেন: এই সমস্যা দেখি আপনার মতো আরো অনেকের।
আশাকরি টেকনিকাল সাইডটি যারা দেখেন উনারা এসব ব্যাপারে একটু নজর দিবেন।
নতুন বছরের শুভকামনা তাসজিদ ভাই। প্রানবন্ত হোক ব্লগিং।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

একজন ঘূণপোকা বলেছেন: + পিক আপলোড করতে পারি না

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: এটাতো দেখি অনেকেরই হচ্ছে।
তবে আমার ছবি আপলোডে কোনো সমস্যা হয়না।

নতুন বছরের শুভকামনা ভাই।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: B-) B-) B-) B-)

মনের কথাগুলা কইছেন ভাই :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

নতুন বছরের শুভেচ্ছা রাসেল ভাই।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

চারশবিশ বলেছেন: হাঃ হাঃ হাঃ আমার কোন সমস্যা হয়না

































তবে.............................................

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: এই তবে'র সমস্যা মিটবে কবে????? চারশবিশ/৪২০ভাই



১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

ইছামতির তী্রে বলেছেন: এত প্রব্লেম নিয়া সামু চলে ক্যাম্নে? :)
এর মধ্যে কয়েকটা সমস্যা আমারো হয়।
আশা করি ২০১৪ সালের প্রথম দিন থেকে এর একটাও থাকবে না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

খেয়া ঘাট বলেছেন: আশাকরি এ আশা পূর্ণ হবে।
ব্লগিং আরো বেশী প্রাণবন্ত, আনন্দদায়ক হয়ে ওঠুক।
ইছামতির তীরে,,,,,,,,,,,নিকটা সুন্দর।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

মশিকুর বলেছেন:
এসব সারানো অনেক কঠিন কাজ। মনেহয় অসম্ভব।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

খেয়া ঘাট বলেছেন: সত্যি বলছেন অসম্ভব!!! আসলেই কি মশিকুর ভাই???

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বললাম না, নির্বাচিত পাতায় যাবে B-)

ছোটখাট সমস্যা আইডেন্টিফাই করলে তারা ডিফেন্ড করে, আর রিয়েল বড় প্রবলেম আইডেন্টিফাই করলে তারা নির্বাচিত করে ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনারতো দেখি ব্লগট্রোলোজার হওয়া দরকার !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: রিয়েল দশটা সমস্যা !
মডু সমাজের দৃষ্টি আকর্ষণ করছি !

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: পাঠক সমাজ মডু সমাজকে অবহিত করবেন, মডু সমাজ টেকি সমাজকে অভিহিত করবেন। তারপর সবাই মিলে সুখে শান্তিতে ব্লগিং করবো । এটাই ২০১৪ সালের ব্লগীয় প্রত্যাশা, নাকি বলেন অভি ভাই???

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

ইখতামিন বলেছেন:
৬ এবং ৮, এই দুই সমস্যার সমাধান আমার কাছে মনে হয় আছে :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

খেয়া ঘাট বলেছেন: গ্রীণলাভার ভাইতো ৮ নাম্বার সমস্যার একটা সমাধান দিয়েছেন।

আপনার কাছে থাকলে ঝেড়ে কাশেন।
অপেক্ষায় আছি =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

ঢাকাবাসী বলেছেন: দেখুন, এই দেশটার কোন কিছুই ঠিক চলছেনা, লিটারেলি কোন কিছুই ঠিক চলেনা তো সামু ঠিক ঠাক মত চলবে এটা আশা করা বেশি হয়ে যাচ্ছেনা? আমি আশাবাদী নই! গ্লাসটা অর্ধেক খালিই দেখি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: যে গ্লাসে পানি ঢালবে তার জন্য অর্ধেক খালি, আর যে পানি পান করবে তার জন্য অর্ধেক ভরা।
আপনি ঢালবেন নাকি পান করবেন???ঢাকাবাসী ভাই??
আর দোষ কিন্তু ঐ কাজের ছেলে মফিজের--"তুই গ্লাস খালি রাখলি ক্যান??

ঠিকই বলছেন , দেশের ট্রেনই বেলাইনে, এখন ব্লগের যা আছে, তাই যথেষ্ট। তবে কিছুক্ষণ আগে আলেক্সা ঘুরে দেখলাম আমাদের এই প্রিয় সাইট এখন ৩৪ নাম্বারে। হিট কমতেছে কেন বুঝলামনা ।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

ইখতামিন বলেছেন: ৮ নং সমস্যার একটা সমাধান (ফোনেটিক ছাড়া)
ফোনেটিক ছাড়া অন্য কী-বোর্ডগুলোর জন্য যেমন বিজয়, ইউনিজয়ে যারা লেখেন তাদের জন্য:
যখন উইন্ডো পুরোপুরি লোড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কমেন্ট করতে চাইলে টেক্সট ইংরেজি শো করবে। তাই ইউন্ডো পুরোপুরি লোড হবার পর মন্তব্য লিখুন।
আর যারা অভ্র ব্যবহার করেন, অথবা বিজয় ইউনিকোড ব্যবহার করেন তাদের এই সমস্যাটা কখনও হবার কথা নয়।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: আর ছয় নাম্বার!! ইখতামিন ভাই?

ধন্যবাদ , অন্ততঃকিছু সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে :এসো ঠেকায় পড়ে নিজেই সমাধান করি"- এই ফর্মূলায়।

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:)
ব্যাপক কাজ করলেন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: ধারাবাহিকভাবে উত্থাপন করা হলো, এবার জনগণের কল্যাণ বিবেচনায় যদি সমাধান মিলে।
ধন্যবাদ কবি ভাই।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: একদম ঠিক বলেছেন! X( X( উচিত দশ কথা।।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে উচিত ধন্যবাদ সুমন ভাই।

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: এক্কেরে হাছা কথা কইছেন ভাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: ২০১৪ সালের প্রারম্ভেই ঝলমলে , উজ্জ্বল , ঝামেলা মুক্ত ব্লগ চাই, নাকি বলেন সোহাগ ভাই।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

এম মশিউর বলেছেন: এইগুলো আজ সামু ব্লগার জাতির গুরুতর সমস্যা!


এর উপায় কি? -শুধুই কি প্রহসণ!!! :-B

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: আর এই সমস্যায় আমরা জর্জরিত। দাবী মোদের একটাই, দ্রত এর সমাধান চাই।
ধন্যবাদ মশিউর ভাই।

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এক্কেরে সঠিক দশটা কারন দিসেন। আরো একটা সমস্যা আমি যোগ করতে চাই, কাউকে একটা সুন্দর কমেন্ট করলাম, হঠাৎ দেখা গেল, আমি লগ আউট হয়ে গেসি। কন তখন কেমন লাগে!! X( X( X(

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

খেয়া ঘাট বলেছেন: এইটা বিশাল সমস্যা।
এর পর আবার লিখার মতো ধৈর্য্যও থাকেনা।
কারণ নাম্বার এগার।
লিস্টি মনে হয় আরো লম্বা হবে। আশাকরি কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধান করে আমাদের ব্লগানান্দ আরো প্রাণবন্ত করবেন ।
অনেক ধন্যবাদ কাভা ভাই।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: অটোমেটিক লগ আউট।
নটিফিকেশনের ঝামেলা।
সার্ভার ডাউন।
+ দিতে না পারা।

এই চারটা সমস্যায় খুব বিরক্ত হই। আর আজ সকাল থেকে যে সমস্যা দেখা দিয়েছে, ১০০ এর বেশি কমেন্টযুক্ত পোস্টে আগের কমেন্ট দেখতে না পারা এবং কমেন্টে লাইক দিতে না পারা !!

এত চাওয়া নিয়ে কোথায় যাই ??

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি??
লিস্টিতো দেখি ম্যারাথন লাইন হয়ে যাচ্ছে।
আশাকরি কর্তৃপক্ষ এর বিহীত করবেন।

এখানেই থাকতে হবে ভাই,
আপনজনদের নিয়েই সময় কাটাতে চাই।

অনেক ধন্যবাদ মমভাই।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমাদের কথাগুলোই বলেছেন।




আল্লাহ আপনাকে না মেরে ফেলে। ;) ;)



























আরে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

খেয়া ঘাট বলেছেন: ২য় লাইন পড়ে তো ভয় পেয়েছিলাম।
শেষের লাইন পড়ে আবার ভয় কেটে গেলো। হায় আল্লাহ।
আপনিতো খুব দুষ্টু ছেলে।
ধন্যবাদ আনোয়ার ভাই।

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

মদন বলেছেন: সামু টিকে আছে শুধু আপনার-আমার ভালবাসায় :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

খেয়া ঘাট বলেছেন: ১০০% ঠিক, ঠিক ঠিক।
অনেক ধন্যবাদ মদন ভাই।

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন: প্রথম সমস্যাটাই সবচেয়ে গুরুতর, মেজাজ খিচড়ে যায় X((

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: সমস্যার মূল সূতিকাগার ঐটাই।
প্রায় সময় এই বদসমস্যার সামনে পড়তে হয়। তখন শুধুই হা পিত্যেস।
অনেক ধন্যবাদ বোধহীন স্বপ্নভাই।

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: একদম ঠিক ঠিক!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ আপনাকে।
এর সমাধান কি?
আশাকরি ২০১৪ সালের প্রারম্ভেই ঝামেলামুক্ত ব্লগ হবে।

৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

জেমস বন্ড বলেছেন: অনেক সময় লিখে গেলে লেখা আসেই না তখন ctrl+F5 ক্লিক করতে হয় /:) /:)


http://i.imgur.com/1oBm1RJ.png

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

খেয়া ঘাট বলেছেন: হাহাহা।
হুম ছবি দেখলাম।
এটাতো দেখি নতুন সমস্যা।
সমস্যা নাম্বার তের।

অনেক ধন্যবাদ জেমস বন্ড ভাই। আপনার নতুন ম্যুভির খবর কি??/

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

অদিব বলেছেন: লগ-ইন করা মহাসমস্যা! ২ দিন পর্যন্ত আমি ট্রাই করছি। কিন্তু সাইন ইন করতে পারি নাই! :-* :-* :-*

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

খেয়া ঘাট বলেছেন: চিন্তা করেন, এইটা কতবড় সমস্যা।
তখনতো মেজাজ ক্যাংগারু হয়ে যাওয়ার কথা।
অনেক ধন্যবাদ অদিব ভাই।

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

ইখতামিন বলেছেন: @কাল্পনিক_ভালোবাসার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করে থাকেন, তাহলে নিচের লিংকে নির্দেশিত পোষ্টের ১১ নং মন্তব্যে আপনার সমাধান খুঁজে পাবেন। :)

দেখুন

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

খেয়া ঘাট বলেছেন: এখন আমি এখানে লিখেই , কপি করে নেই। তারপর প্রকাশ করি। এখন লগ আউট হয়ে গেলোও যেহেতু কপি করা থাকে, তখন আবার পেস্ট করে প্রকাশ করি ।

অনেক ধন্যবাদ ইখতামিন ভাই।

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আদম_ বলেছেন: ভদ্র ভাষায় কষে গালাগাল দিয়ে একটা চিঠি লিখেছিলাম মটু দের কাছে। *লারা কিছুক্ষণ পরে পোস্টটাকে গায়েপ করে দিলো। ওখানে এই সমস্যার গুলোর দুএকটা ছিলো। যেহেতু এই সমস্যা অনেক পুরোনো এবং এটা ঠিক হচ্ছেনা অতএব আমরা ধরে নিতে পারি এটা সামুর প্রোগামারদের অযোগ্যতা। বেশি বেতনে ভালো প্রোগ্রামার আনার উপদেশ রইল................

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

খেয়া ঘাট বলেছেন: ভদ্রভাষায় কষে গালাগাল- এটা কেমন করে দিলেন।
ভাষাও ভদ্র আবার গালাগাল!!!!!!!!!!!!!!!!!!!!!
এটা মনে হয় ঠিক হয়নাই।

আশাকরি কর্তৃপক্ষ এবার আপনাদের সুনজর দিবেন।
ধন্যবাদ আদম ভাই।

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন:


আমি নতুন প্যারা করতে এন্টার চাপলে এমনকি কোন কোন সময় কি বোর্ডের যেকোনো বাটন চাপলেই হলো। পুরো লেখা কপি হয়ে ডাবল সেট হয়ে যাবেই X(





২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: এটা ভুলতে ভুলে গিয়েছিলাম।
এটা আমারতো প্রায়ই সময়ই হয়।
কারণ নাম্বার চৌদ্দ।

ধন্যবাদ অস্পিসাস প্রেইস ভাই।

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ইমরান নিলয় বলেছেন: আমার পোস্টে করা কমেন্টের রিপ্লাই দিতে পারি না :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি??
এটাতো আরো গুরুতর সমস্যা।
কারণ নাম্বার পনের।

অনেক ধন্যবাদ ইমরান নিলয় ভাই।

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

সায়েম মুন বলেছেন: ১ নং সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে।

আমি কাল সন্ধ্যা থেকে রাত বারটা পর্যন্ত সামুতে ঢুকতেই পারিনি। শুধু ব্রাউজারের চাকা ঘুরে। আজ দেখলাম ঐ সময়টা ব্লগ ঠিকই চলেছে। আমার জুম আল্ট্রা থেকে ঢুকতে দেয়নি। সিটিসেলের সাথে সামুর কোন রেশারেষী চলে না কি আবার #:-S

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

খেয়া ঘাট বলেছেন: সায়েম মুন বলেছেন: ১ নং সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে।
এটা হলো সব সমস্যার বাপ।
সাইটে ঢুকতেই না পারলেই তো সবচেয়ে বড় দুক্ক।

সিটিতে স আছে , সামুতেও স আছে, মিতালী না হয়ে রেষারেষি কেন হবে মুন ভাই?????

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

শুঁটকি মাছ বলেছেন: সামু মামু নটিফিকেশন নিয়াও ম্যালা গ্যাঞ্জাম দেয়।যেখানে কমেন্ট দেই তারা রিপ্লাই দিলে তা নটিফিকেশনে শো করেনা।আমার শেষমেস খুজে খুজে ঐ পোস্টে যেতে হয়।হেট ইট। X(( X(( X(( X((

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

খেয়া ঘাট বলেছেন: আর আমারতো সব নোটিফিকেশান জ্যাম লেগে বসে আছে। খুঁজাখুঁজি বাদ দিয়েছি। আই লাভ ব্লগিং !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সমস্যাগুলার সমাধান দ্রুত করার দরকার। সামু'র টেকনিকাল টিম এই ব্যাপারে একটু সচেতন হওয়া খুব দরকার

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

খেয়া ঘাট বলেছেন: নতুন বছরের শুরুত প্রাণবন্ত নির্জন্ঝাট ব্লগিং এর প্রত্যাশা রইলো।
ধন্যবাদ মাসুম ভাই।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: অটোমেটিক লগ আউট
নটিফিকেশনের ঝামেলা।
সার্ভার ডাউন।
+ দিতে না পারা। এগুলো ই সবচেয়ে বেশি ঝামেলার ।

তবে পোস্ট পুরোপুরি লোড হবার আগে রিপ্লাই লিখতে পারবেন , কিন্তু ইমো দিতে পারবেন না , লোড হবার আগে ইমো তে ক্লিক করলে প্রথম পেইজে চলে যায় ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

খেয়া ঘাট বলেছেন: আশাকরি নতুন বছরে এ সকল সমস্যা দূর হবে।

লোড হওয়ার পরই ইমো দেয়ার চেষ্টা করেছি। মন্তব্য লিখা শেষ করে ইমোতে ক্লিক করলেই প্রথম পাতায় চলে যায়।

মেলা ধন্যবাদ আপু।

৪১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৫

সায়েদা সোহেলী বলেছেন: এক ও ছয় এর কারনে আমি প্রায় সামুকে বনবাসে পাঠাই X( X( আসলে আমি নিজেই যাই /:) :(( :-<

তবে সবচাইতে রাগ হয় যখন বড় সাইজের কোন মন্তব্য করে এন্টার করতেই দেখি আমি অট লগআউট !!!!! B:-) X( X( X( গুল্লি মারতে ইচ্ছা করে


২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

খেয়া ঘাট বলেছেন: হাহহাহহা।
আসলেই বিশাল সমস্যা আপু।
আপনি যেটা বললেন, সেটা হলে অসম্ভব খারাপ লাগে। এখন আমি মন্তব্য লিখে আগে কপি করে রাখি, তারপর মন্তব্য প্রকাশে ক্লিক করি।

এসব নিয়েই চলছে। দেখা যাক ২০১৪ সালে কেমন ব্লগ পাই। অনেক শুভকামনা রইলো। শুভ ২০১৪ সাল

৪২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

আকিব আরিয়ান বলেছেন: সমস্যাই সমস্যা :|

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

খেয়া ঘাট বলেছেন: আশাকরি ২০১৪ সালের শুরুতেই সমস্যা লাপাত্তা হবে। শুভ হ্যাপি নিউ ইয়ার আকিব ভাই।

৪৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

আদম_ বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা
এই যেমন মনে করেন: দুস্টু, বদ, কানা, ইত্যাদি

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: দূর মিয়া, এগুলো গালি হলো নাকি, এগুলোতো ভালোবাসাজনিত আদর। হাহাহাহহাহাহাহাাহা।

৪৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

অপ্রচলিত বলেছেন: আপনার পোস্টের কারণে চার নম্বর সমস্যার সমাধান হলে পোস্টে প্লাস :) =p~ এ পর্যন্ত একটি পিলাচও দিতে পারলাম না :( :( :((

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: আগে পারতাম, এখন আর পারিনা। তাই মনে মনে দিয়ে দেই।
কী আর করা??
আশাকরছি এসব সমস্যার সমাধাণ হয়ে ব্লগ আরো প্রাণবন্ত, আনন্দদায়ক হয়ে ওঠবে। শুভকামনা রইলো ভাই।

৪৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

লাবনী আক্তার বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভ হ্যাপি নিউ ইয়ার।

৪৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

গ্রীনলাভার বলেছেন: ভাই "কারন তিন" একট বাইপাস সমাধান বের করছি। আমার ব্লগে একটু ঘুইরা আসেন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: হোমপেজ থেকে সার্চ করলে বিগ্গাপনের নীচে ঢাকা পড়ে, কিন্তু অন্য যে কারো ব্লগ পাতায় গিয়ে সার্চ করলে দেখা যায়।
আপনার ব্লগ ঘুরে আসলাম, কিন্তু খুঁজেতো পেলাম না ভাই।

৪৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

গ্রীনলাভার বলেছেন: ভাই, এডব্লকারটা ইন্‌স্টল করেন। আমার এখানে বিজ্ঞাপনই গায়েব।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: হাহহাহা, এটাতো ভাই বাসায় করতে হবে। কামের জায়গায়তো করা যাবেনা।
সুন্দর জিনিস,,,,কামের জিনিস। অনেক ধন্যবাদ নেন।

৪৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

আমি সাজিদ বলেছেন: মডু ভায়ারা কি চোখে কাপড় বেঁধে আছেন এখনও ?

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: উনাদের মনে হয় এ সমস্যাগুলো হয়না, অথবা সমাধানের চেষ্টা করছেন। আশাকরি ২০১৪ সালের শুরুতেই সবকিছু ঝকঝকা, পরিস্কার হয়ে যাবে সাজিদ ভাই।

৪৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

গ্রীনলাভার বলেছেন: ওক্কে। ইনস্টল করে জানায়েন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ নেন গ্রীনলাভার ভাই।

৫০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাই প্রত্যাশা :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

খেয়া ঘাট বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি বলেছেন: আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাই প্রত্যাশা :)
একগুচ্ছ লাইক দিলাম আপু।

৫১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সব সমস্যার দ্রত সমাধান আশা করছি ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

খেয়া ঘাট বলেছেন: সেটাই প্রত্যাশা রইলো সেলিম ভাই।
নববছরের শুভেচ্ছা রইলো

৫২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

মাহমুদ০০৭ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ভাই :)
হবে হবে ঠিক হবে , আশায় আছি :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৪

খেয়া ঘাট বলেছেন: নতুন বছরে সবকিছু ঝলমলে সুন্দর হোক এই প্রত্যাশা। অনেক শুভকামনা রইলো ভাই।

৫৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

সাদা আকাশ বলেছেন: ১, ২, ৬, ৭ নাম্বার অভিযোগ আমারও আছে X( কিন্তু বলব কাকে? /:) ৭ নাম্বার অভিযোগ যার প্রমান X((

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহা।
যথার্থই বলেছেন।
নতুন বছরের অনেক শুভকামনা রইলো। কয়েকদিন দেখিনাই আপনাকে।

৫৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পোস্টে সহমত।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৫৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

অন্ধকার ছায়াপথ বলেছেন: আরো একটা আছে....প্রায়ই পোষ্ট দেয়ার পর , পরে আর সেই পোষ্ট খুজে পাওয়া যায় না। যেন গায়েব হয়ে যায়.... X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

খেয়া ঘাট বলেছেন: কারণ নাম্বার চৌদ্দ। আশাকরি এসব সমস্যার দ্রুত সমাধান হবে।
অনেক শুভকামনা রইলো ভাই।

৫৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

মিউজিক রাসেল বলেছেন: তাই করনের কি? ৭ সম্বর অভিযোগ যে .....সত্য হি: হি:

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৭

খেয়া ঘাট বলেছেন: এটা হলো অভিযোগ জানিয়ে জবাব না পাওয়ার অভিযোগ। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

নতুন বছরের অনেক শুভকামনা রইলো ভাই।

৫৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

জুন বলেছেন: ওফ কারন ১ এর ছবিটা আমার ভীষন প্রিয় খেয়াঘাট :P
এটা দিয়ে প্রায়ই আমি ফেবুতে স্ট্যাটাস দেই :#>

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

খেয়া ঘাট বলেছেন: কই দেন , আমিতো আপনার স্ট্যাটাস দেখিনা।
লাইক নিয়ে বসে থাকি, স্ট্যাটাস দেখলেই লাইকাতে পারতাম।
নতুন বছরের অনেক শুভকামনা রইলো জুন আপু।

৫৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: জনস্বার্থে খেয়া ঘাট :!> :!> :!> B-)) B-)) B-)) :P :P

২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২১

খেয়া ঘাট বলেছেন: এই ঘাট দিয়ে কতজন পার হয়ে গেলো।
তারপর যখন পাকা সেতু হয়ে যায় তখন ঘাটের কথা আর কেউ মনে রাখেনা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৫৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

বোকামন বলেছেন:
এত্তোগুলা = কতোগুলা ? হা হাহ :-)

ব্লগটির জন্য শুভকামনা রইলো ।
এবং প্রিয় লেখকের জন্যতো অবশ্যই :-)

ভালো থাকা হোক ।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা ভাই। অনেকদিন পর দেখে ভালো লাগলো।

৬০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

না পারভীন বলেছেন: আমি যে লগ ইন হলেই নির্বাচিত পাতায় থাকি , সকল পোস্ট অংশ দেখতে পারিনা । এই সমস্যা দেখছি ১ মাস থেকে । এর কারণ কি কে জানে । সব ব্রাউজার থেকেই একই ঘটনা :(

২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫

খেয়া ঘাট বলেছেন: ঘটনা ঘটনার নিয়মে ঘটেই যাচ্ছে আপু।
আশাকরি এসব ঘটনার ঘনঘটা শীঘ্রই শেষ হবে। শুভকামনা রইলো।

৬১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জটিল এবং সেইরাম পোস্ট। ;)

কইসসা ++++++++++++++++

২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনারে এক্কেবারে কইস্যা ধইন্যবাদ ।

৬২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

আমি তুমি আমরা বলেছেন: সব সমস্যার সমাধান হোক। নতুন বছরের আগাম শুভেচ্ছা :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও নিরন্তর শুভেচ্ছা ভাই। অনেক শুভকামনা রইলো।

৬৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টে কঠিনভাবে সহমত

২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু। নিরন্তর শুভকামনা রইলো।

৬৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৪

রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে রিভেরি টা কে সেটা একটু দেখে আসবেন :P

Click This Link

২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২০

খেয়া ঘাট বলেছেন: অন্য রকমের আইডিয়া। বেশ ভালো লাগলো ভাই।
তবে আমার খেলা দেখতেই ভালো লাগে। খেলতে একেবারেই পারিনা ।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

মুনেম আহমেদ বলেছেন: প্রথম তো অবাক হয়া গেছিলাম আয়হায় নতুন বছর চলে এলো নাকি! আমি কই আছি ! পরে দেখলাম না ঠিক আছে।

ভাল লিখেছেন ভাই লগইন এর সমস্যাটা আমারে খুব ভোগায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই, বেশ ভোগায়। জ্বরের চেয়েও মারাত্মক।
এই নিন নতুন বছরের আগাম শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা রইলো ভাই।

৬৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

মুনেম আহমেদ বলেছেন: প্রথম তো অবাক হয়া গেছিলাম আয়হায় নতুন বছর চলে এলো নাকি! আমি কই আছি ! পরে দেখলাম না ঠিক আছে।

ভাল লিখেছেন ভাই লগইন এর সমস্যাটা আমারে খুব ভোগায়।

৬৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

মুদ্‌দাকির বলেছেন: ১,২,৩,৪,৫ নং সমস্যার দ্রুত সমাধান চাই

বিশেষ করে ১ নং সমস্যা হার্ট ব্রেকিং :( :( :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: আরজুপনি বলেছেন:

ব্লগিয় অবরোধের কবলে জান তেজপাতা

৬৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

ব্লগিয় অবরোধের কবলে জান তেজপাতা :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: আরজুপনি বলেছেন:

ব্লগিয় অবরোধের কবলে জান তেজপাতা
!:#P !:#P !:#P !:#P

৬৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

ফারজানা আখি বলেছেন: এমা !! সেকি !! আপনার ব্লগে যে দেখি , এলাহী ব্যাপার স্যাপার !!।।
সবগুলো এখনো পড়ে উঠতে পারিনি !!.
আর এই চমৎকার পোস্ট টাতে , স্ক্রিন শট দিয়ে একদম নির্জলা সত্যি কথা বলেছেন ... অ্যান্ড ট্রুথ হার্টস ... :-)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম আপু।
পড়ার জন্য, মন্তব্য করার জন্য সবিশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.