![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের বিবেক হলো সবচেয়ে বড় বিচারক। দেশের আলো বাতাসে বড় হলাম। দেশের প্রতিতো একটা দায়বদ্ধতা আছে। দেশের জন্য কিছু করা হয়নি। কিন্তু সুন্দরভাবে ধন্যবাদতো অন্তত প্রকাশ করতে পারি।
আজ ইচ্ছে হলো এতোদিনের জমে থাকা ধন্যবাদগুলো প্রকাশ করে নিজের বিবেকের কাছে একটু পরিষ্কার হই।
পিকেটারঃ
একটা গাড়ী পুড়ালে ৫০০ টাকা করে আপনারা পান।দিনে যদি তিনখানা গাড়ী পুড়াতে পারেন তবে ১৫০০ টাকা হয়।মাসে ৪৫০০০ টাকা।বেকারত্বের অভিশাপমুক্ত হয়ে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠার জন্য আপনাদের ধন্যবাদ।
কর্তব্য কাজে মারা যাওয়া পুলিশ কনস্টেবলঃনুন
নুন আনতে পান্তা ফুরোয় আপনার পরিবারের অবস্থা। ছেলেমেয়ে পরিবার পরিজন সবাই আপনার উপর খুবই বিরক্ত। ওরা আপনাকে আর বিরক্ত করবেনা। আপনাকেও আর ওদের যন্ত্রনা সহ্য করতে হবেনা। এখন ওরাও সুখী, আপনিও সুখী। স্বাধীন বাংলাদেশে এরকম একটি সুখী পরিবারইতো চাই। নিজে পুড়ে মরে এরকম একটি সুখী পরিবার তৈরীতে অবদান রাখায় আপনাকে ধন্যবাদ।
রাজপথে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা দশ বছরের শিশু শান্ত
পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য নাকি ২৫% বনভূমি দরকার। সেখানে আমাদের দেশে ৯% শতাংশ বনভূমিও নেই। আর গাছপালা না থাকলে পাখি থাকবে কোত্থেকে। তাই সৌখিন পাখী শিকারীদের আজ বড় কষ্ট। শান্ত তুমি রাজপথে গুলিবিদ্ধ হয়ে নাগরিক শিকারীদের টার্গেট প্রাকটিস করার সুযোগ করে দেয়ায় তোমাকে ধন্যবাদ।
যাত্রীবাহি বাস পুরানো দলঃ
প্রচন্ডে হাড়কাঁপানো ঠান্ডা।এই ঠান্ডা যে কত ভয়াবহ তা আমার যারা উষ্ন কাপড়ে আবৃত হয়ে ঘরে বসে রাজা উজির মারি তাদের বোঝার সাধ্য নাই। কিন্তু উনারা শীতার্ত মানুষের এ কষ্টটুকু বুঝেছেন। শীতবস্ত্রহীন হাজার হাজার মানুষের এ শীত কষ্ট লাঘব করতে আপনারা যারা বাস পুড়িয়ে একটু উষন্তা দিচ্ছেন, তাদের অনেক ধন্যবাদ।
সম্মানীত সরকারী এমপি মহোদয়ঃ
তৃতীয় বিশ্বের খুব গরীব দেশ হিসাবেই বহির্বিশ্বে আমাদের পরিচিতি।প্রতি বছর ফোর্বস ম্যাগাজীনে যে ধনী মানুষের লিস্ট বানায়। সেটা পড়ি আর হাহাকার করি। আহ! যদি নিজের দেশের কেউ থাকতো।পাঁচ বছরে আপনাদের এ্যভারেজ সম্পদের পরিমাণ প্রায় ২০০ গুন বেড়েছে। আর কয়েট টার্ম যদি আপনারা এ আসনটি ধরে রাখতে পারেন আর জ্যামিতিক হারে সম্পদের পরিমাণ বাড়াতে পারেন, তবে ইনশাল্লাহ দরিদ্র দেশের বদনাম গুছে যাবে। ফোর্বস ম্যাগাজিনের পাতা আপনাদের ছবিতে শোভিত হবে। বিল গেটস হয়তো আপনাদের সম্পদের পরিমান দেখে লজ্জিত হবে।এ আনন্দ কোথায় রাখি। সম্মানিত সাংসদ মহোদয় সম্পদের ভান্ডার তৈরীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যান।আপনাদের ধন্যবাদ।
র্যাবঃ
চারবছর পর পর অলিম্পিকের আসর বসে। আমাদের দৌড় শুধুমাত্র মাঠে পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ পর্যন্তই।কোয়ালিফায়িং রাউন্ড থেকেই আমার টাটা বা বাই। কিন্তু মনে হয়, এবার আমাদের স্বপ্ন পূরণ হবে। রাতের অন্ধকারেও আপনারা যে নিঁখুতভাবে নিশানা প্র্যাকটিস করে সফলতা লাভ করছেন। আশাকরি, আগামি অলিম্পিকের শুটিং ইভেন্টে আমরা সোনা নিয়েই ঘরে ফিরবো। ঠিকঠাক প্রাকটিস চালিয়ে যান। র্যাবের নিখুঁত মানুষ শিকারী সদস্যবৃন্দ আপনাদের ধন্যবাদ।
সম্মানিত মন্ত্রীমহোদয়গণঃ
দেশে নাকি এখন টেলিভিশনের চেয়ে টেলিভিশনের চ্যানেল বেশী। কিন্তু একটাও কামের চ্যানেল নাই।বিনোদনের বড়ই অভাব। একমাত্র ইত্যাদি আর কত টেনে নিয়ে যাবে। তাছাড়া স্টান্ডআপ কমেডি' যে বিশাল বড় রসের ভান্ডার তা এখনো দেশে প্রচলিত না। কিন্তু আপনার সেই দ্বার মুক্ত করে দিয়েছেন। শুধু আপনাদের কথা-বার্তা, আচার আচরণ নিয়ে ২৪ ঘন্টার একটা দারুন হাস্যরসের বিনোদন চ্যানেল হতে পারে। কেউ ঈদের নামাজকে জানাযার নামাজ বলছেন, কারো পায়জায়মার দড়ি খুলে যাচ্ছে, কেউ মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে দমকাচ্ছেন, কেউ মন্চে মন্চে বসে ঝিমুচ্ছেন, কেউ দিনরাত শুধু কালো বিড়াল ,কালো বিড়াল বলে নিজেই বিড়াল খ্যাতি লাভ করেছেন,কেউ শুন্য বাতাসে রিভলবার নিয়ে খেলছেন, কেউ পিট বাচাঁতে দৌড়াচ্ছেন,কেউ বোরখা পরে কোর্ট কাচারি করছেন, কেউ সারাক্ষণ রাবিশ রাবিশ বলে চেচাচ্ছেন ইত্যাদি আরো কতকি? দেশের মানুষকে হাজারো দুঃখের মাঝেও এমন নির্মল আনন্দ দেয়ায় আপনাদের ধন্যবাদ।
সরকারী দল/বিরোধী দলঃ
বাঙালীর বদনাম হলো এরা খুব অলস জাতি। শুধু খায় আর ঘুমায়। দেশের উন্নয়নে এই জাতি বিরাট বোঝা। তাছাড়া দিনদিন যে হারে জনসংখ্যা বাড়ছে। মানুষের পাচঁটি মৌলিক চাহিদা পূরণে আপনাদের সূদর প্রসারী কাজ জাতি যুগযুগ ধরে মনে রাখবে। এমনকি বিশ্বের জনবহুল দেশগুলোও আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে।প্রতিদিন গড়ে নাকি শুধু জানামতে ৯ জন লোক মারা যাচ্ছে। যেটা হলো অস্বাভাবিক মৃত্যু। এবার হিসাব করে দেখেন-দিনে ৯ জন হলে মাসে ২৭০ জন, বছরে ৩২৪০জন। চিন্তা করে দেখেন সংখ্যাটি আরেকটু বাড়ানো যায় কিনা। এই মানে দিনে ৯ জনের বদলে ৯০ জন আরকি। আশাকরি আপনারা একটু মনোযোগ দিলেই পারবেন। যদি পারেন, তবে খুব সহজেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা , চিকিৎসা নিয়ে আর চিন্তা করতে হবেনা। মানুষই নাই, চিন্তা করবেন কীসের। শুধু কিছু কিছু এলিট শ্রেণী রাখবেন। যাদের ছেলেমেয়েরা বাইরে পড়ালিখার পাশ দিবে। এই পাশ দিতে যে সময় লাগবে,সে সময়ে যদি লোকসংখ্যা আবার বেড়ে যায়, তবে উনারা দেশে ফিরে এসে আবার ব্যালেন্স করে নিবেন। দেশের জনসংখ্যা কমানোর এরকম একটি সফল কাজের জন্য আপনাদের দু দলকেই ধন্যবাদ। কারণ, আজকের যে বিরোধী দল কাল সে সরকারী দল।
বিব্রতবোধকারী দলঃ
আপনারা হলেন শিষ্টাচারের বিশাল নিদর্শণ। একটা সময় ছিলো যখন সভ্যতা, ভব্যতা, আদব কায়দা, লাজ লেহাজ ছিলো। এখন কার আগে কে বলে। কে কারে দমক দেয়। মুখ দিয়ে কথার খই ফুটে। পোলা-মাইয়া এখন প্রেমিক প্রেমিকার কপালে চুম্বন দিয়ে পরিবারকে প্রগতিশীল করে তোলে। চারদিকে বয়ফ্রেন্ড , গার্লফ্রেন্ডের বিশাল হাটবাজার। অমুকের সাথে তমুক এনগেজ্ড। বিশাল ঘোষণা। আদব লেহাজ যে একটা জিনিস ছিলো তা এখন আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া মুশকিল। এ অবস্থায় আপনারা যে কোনো কিছুতেই লাজুক হাসি দিয়ে মুখ লুকিয়ে বলেন-এ ব্যপারে আমি বিব্রতবোধ করছি। আহ! প্রাণটা জুড়িয়ে গেলো। অন্তত এই ভেবে শান্তনা এখনো কিছু মানুষ আছেন যারা ঠাস করে সব বলে ফেলেন না, মাঝে মাঝে বলতে বিব্রতবোধ করেন। জনাব, আপনাদের ধন্যবাদ।
আমজনতা
সক্রেটিস একবার বড় দুখি হয়ে নাকি বলেছিলেন, ভেড়ার পালের একটা ভেড়া হলেই ভালো হতো। তাইলে আর এতো কিছু চিন্তা করতে হতোনা। ভেড়ার পালও তো খেয়ে বেঁচে থাকে। আর যখন ছুটে কিছু না বুঝেই না জেনেই একদিকে ছুটে। রাখাল যে দিকে নিয়ে যায় ভেড়াদল সেদিকেই ছুটে যায়। তারপর খোয়াড়ে আটক করে রাখে। কিন্তু এই ভেড়াদল কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, শেষ পর্যন্ত কোন খোয়াড়েই আটকা পড়বে তাও চিন্তা করেনা।মহান সক্রেটিসের চিন্তাকে নিজের জীবনে রুপ দেয়া আমজনতা ভেড়ারদল আপনাদেরও ধন্যবাদ।
আপনারাও যদি কাউকে ধন্যবাদ জানাতে চান এখানে জানাতে পারেন।
ধন্যবাদ প্রকাশ করার মাঝে মানসিক শান্তি আসে, মনে প্রফুল্লতা আসে।
জানাবেন নাকি কাউকে ধন্যবাদ ?নিজের মতো করে।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪১
খেয়া ঘাট বলেছেন: বড়ই চিন্তার বিষয় ভাই।
আপনাকেও কি ধন্যবাদ দিবো???
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫০
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ দিয়া আমি কি করব, ভাই। :-&
চলেন সামুর সবাই মিলা একটা রাজনৈতিক দল খুলি।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
খেয়া ঘাট বলেছেন: আমাকে সভাপতি বানাইলে আছি। নাহলে কোন্দল।বিশাল কোন্দল। অবরোধ, হরতাল সবকিছু একসাথে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আবুল আর শেখ মুজিব উভয়ই দেশপ্রেমিক।
আর আপনার নিকে কেমন জানি নৌকা নৌকা গন্ধ!
নাহ! আপনেরে সভাপতি বানানো যাইব না।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২১
খেয়া ঘাট বলেছেন: আমি জোর করিয়াই হইবো
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০২
েফরারী এই মনটা আমার বলেছেন: " তুই ব্যটা একটা রাজাকার।" বলল এক স্কুল পড়ুয়া ছাত্র তার অপর সহপাঠী বন্ধুকে।"
"কি ! তুই এতবড় কথা বল্লি আমাকে ? আমাকে রাজাকার বলতে পারলি ?"
ব্যস লেগে গেলো দু'বন্ধু ।
কিন্তু কেন দ্বিতীয় বন্ধু আপসেট হয়ে পড়লো তাকে "রাজাকার" বলাতে ?
অথচ "রাজাকার" শব্দটির আভিধানিক অর্থ স্বেচ্ছাসেবক।
একটি শব্দের দুই ধরনের অর্থ হতে পারে।একটি প্রকৃত অর্থ বা আভিধানিক অর্থ।অপরটি ব্যবহারিক অর্থ।
"রাজাকার" শব্দটি ব্যবহার করে জামাতীরা ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে,গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ,লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে-লুটপাট করেছে ।
ফলশ্রুতিতে "রাজাকার" শব্দটির আভিধানিক অর্থ ভালো হলেও বর্তমানে এই শব্দটির অর্থ দালাল,বেইমান,রাস্ট্রদ্রোহী,দূষ্টলোক ইত্যাদি হয়ে গেছে।
তদ্রুপ হয়েছে POLITICS এবং POLITISIAN শব্দ দু'টি। POLITICS শব্দটির আভিধানিক অর্থ রাজনীতি।আর POLITISIAN শব্দটির আভিধানিক অর্থ রাজনীতিবিদ।
কিন্তু শব্দ দুটির বর্তমানে ব্যবহারিক অর্থ দাঁড়িয়েছে.......
তাই তো গতকাল আমি যখন আমার এক বন্ধুকে "তুই ব্যটা একটা একনম্বর Politisian ...."বলতেই সে খুব খেপে গেল।
কারনটা কারো জানা থাকলে দয়া করে বলবেন কি?
Click This Link
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২১
খেয়া ঘাট বলেছেন:
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
মামুন রশিদ বলেছেন: এর চেয়ে সুন্দর পরিহাস আর কি হইতে পারে!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
খেয়া ঘাট বলেছেন: আপনি কি কাউকে ধন্যবাদ দিতে চান???
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “প্রতি বছর ফোর্বস ম্যাগাজীনে যে ধনী মানুষের লিস্ট বানায়। সেটা পড়ি আর হাহাকার করি। আহ! যদি নিজের দেশের কেউ থাকতো।পাঁচ বছরে আপনাদের এ্যভারেজ সম্পদের পরিমাণ প্রায় ২০০ গুন বেড়েছে। আর কয়েট টার্ম যদি আপনারা এ আসনটি ধরে রাখতে পারেন আর জ্যামিতিক হারে সম্পদের পরিমাণ বাড়াতে পারেন, তবে ইনশাল্লাহ দরিদ্র দেশের বদনাম গুছে যাবে। ফোর্বস ম্যাগাজিনের পাতা আপনাদের ছবিতে শোভিত হবে।”
-সংযুক্তি নিষ্প্রয়োজন
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
খেয়া ঘাট বলেছেন: কী অবস্থা ভাইজান।
আপনাকে মিসাইতো।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
মুক্ত মানব বলেছেন: একাদশতম ধন্যবাদ: মি: সুরজিৎ সেন গুপ্ত
কতশত মানুষ নিজের নামের প্রতি সুবিচার করতে পারে না। যেমন , কাণা পোলার নাম পদ্মলোচন, দৌলত মিয়া কমলাপুর ষ্টেশনের ভিখারী ইত্যাদি। কিন্তু মাননীয় শ্বেত বিড়াল সুরজিৎ সেন গুপ্ত একটা ধন্যবাদের হকদার এই জন্য যে তিনি নিজ নামের প্রতি সুবিচার ক'রে কিভাবে এতো মালামাল বানালেন সেই ফর্মুলা গুপ্ত রাখতে কামিয়াব হয়েছেন। উনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
খেয়া ঘাট বলেছেন: কালো বিড়াল আসলেই এই ধন্যবাদ প্রাপ্য।
এই ধন্যবাদ যোগ করতে পেরে আমার পোস্টখানার মর্যাদা বহুগুনে বেড়ে গেছে। অনেক ধন্যবাদ মুক্ত মানব ভাই।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জয়নাল হাজারিতে দেশটা ছেয়ে গেছে... এদেশে কবে যে একজন আন্না হাজারি পাবো... কবে যে একটি আম আদমি পার্টি গড়ে ওঠবে... দিল্লীর মতো ক্ষমতার পালা বদল হবে... অপেক্ষায় আছি।
আপনি তো অল্প কথায় আমাদেরকে দেশের চলমান রাজনীতির ষোলকলা বলে দিলেন, খেয়াঘাট ভাই। দারুণ!
পিলাচ নয় তো কী!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
খেয়া ঘাট বলেছেন: আমাদের দেশের আম আদমি পার্টি গড়ে ওঠলেও লাভ হবে কিনা জানিনা। কারণ গাছের আমেও তো ফরমালিন মারা থাকে। এবং জনগণ মারা খায়। এটা কোন টাইপের মারা খাওয়া তাকিন্তু বলবোনা।
তারপরও যদি একটা রদবদল হতো তাও ভালো। হয় শামীম ওসমান না হয় সেলিম, পিন্টু।
এভাবে আর কতো?
ভালো থাকবেন ভাইজান।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আপনাকে মিসাইতো।”
-হাহাহা... আমিও তো মিসাই...চলুন তবে এবার কোলাকুলি হয়ে যাক!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
খেয়া ঘাট বলেছেন: কোলাকুলি ভালোই হয়েছে মাইনুল ভাই, মনে হচ্চে একেবারে ভোটের আগের রাতের কোলাকুলি।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পরিহাস শুধুই পরিহাস, এর চেয়ে ভাল কি পেতে পারি!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
খেয়া ঘাট বলেছেন: আর কিছু পাওয়ার কি বাকী আছে ভাই??
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
আরজু পনি বলেছেন:
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ দিয়া আমি কি করব, ভাই। :-&
চলেন সামুর সবাই মিলা একটা রাজনৈতিক দল খুলি।
এই আইডিয়াটা আমার পছন্দ হইছে ।
দলের নাম হতে পারে এসবি (সামহোয়্যারইন ব্লগ)... আর এর লোগো একটা 'রিক্সা' ।
আমাদের স্বরাষ্ট বা পররাষ্ট্র মন্ত্রনালয় না দিলে খেলতাম না
বিরাট ব্যাপার স্যাপার কিন্তু
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন: এসবি"তে আপু অনেকেই সুবিধাবাদি ও মনে করতে পারে।
তবে এটাইতো আসল কথা। মানে দিলের কথা।
আমাকে সভাপতি বানিয়ে দিন বাকিটা আমি দেখবো ........
লোগো পছন্দ হয়েছে, নামটাও হয়েছে।
কমিটির কাজ শুরু হোক। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। শুভকাজে দিরং করে লাভ কি?????
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
আরজু পনি বলেছেন:
ধুরু...আমাদের হবে না...আমার নিজের পদ
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
খেয়া ঘাট বলেছেন: অসুবিধা নাই, পদ, আপদ, বিপদ সবকিছু মিলিয়েই একটা কিছুতো হবে।
শুরু করি........যত পারি......তাড়াতাড়ি।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
এহসান সাবির বলেছেন: আমি-ও ধন্যবাদ দিতে চাই, তবে লিস্ট অনেক বড়.........!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
খেয়া ঘাট বলেছেন: আরে ভাই, এই সুযোগ আর কোথায় পাবেন।
দিন না একটা ধন্যবাদ। বেশী করে ধন্যবাদ দিন, মনে প্রশান্তি নিন।
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার এই পোষ্ট আমার ইচ্ছে করতেছে লিফলেট আকারে বিলি করি , হরতালের দিনে রাজপথের দুরন্ত সৈনিকদের মাঝে !
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
খেয়া ঘাট বলেছেন: বিলি করেন, টেকা আমি দিমু। একেবারে সত্যি বলছি।
নিজের পয়সায় ধন্যবাদ গ্যাপন।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
মুদ্দাকির বলেছেন: সকল বাংলাদেশী বাঙ্গালীকে ধন্যবাদ (হাসিনা এন্ড খালেদা ইঙ্কলুডেড) কারন they don't smell their own shit & because they think their shit doesn't stink!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
খেয়া ঘাট বলেছেন: মুদ্দাকির বলেছেন: সকল বাংলাদেশী বাঙ্গালীকে ধন্যবাদ (হাসিনা এন্ড খালেদা ইঙ্কলুডেড) কারন they don't smell their own shit & because they think their shit doesn't stink!!!
++++++++++++++++++++++
(হাসিনা এন্ড খালেদা ইঙ্কলুডেড)
হাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহহাহাহা। জটিল হয়েছে ভাইজান।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: A++
WE WANT TO SEE OUR M.P.s PHOTO AT FORBES.
OTHERWISE FORBES WILL BE BANNED !!!
NO COMPROMISE.
GOOD WRITTEN "KHEYA GHAT".
CONGRATS.
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২১
খেয়া ঘাট বলেছেন: OTHERWISE FORBES WILL BE BANNED !!
হাহাহাহাহহাহা।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যটির জন্য।
শুভকামনা রইলো।
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
বোকামন বলেছেন:
যাদের ধন্যবাদ দিলেন ! তারা কী পড়বে আপনার এই পোস্ট !
ওত সময় নেই যে ...
তবুও নিজের দায়িত্ব পালন করলেন এজন্য একখানা ধন্যবাদ আপনাকে দিলাম ... হাহ হা হা :-)
হা হাহা হা .....
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২২
খেয়া ঘাট বলেছেন: আমার ধন্যবাদ আমি আনন্দচিত্তে গ্রহণ করলাম।
ইস যদি ধন্যবাদগুলো ঠিকঠাক পৌঁছাতে পারতাম।
কেমন আছেন বোকামন ভাই??
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জুন বলেছেন: নুন আনতে পান্তা ফুরোয় আপনার পরিবারের অবস্থা। ছেলেমেয়ে পরিবার পরিজন সবাই আপনার উপর খুবই বিরক্ত। ওরা আপনাকে আর বিরক্ত করবেনা।
সৌখিন পাখী শিকারীদের আজ বড় কষ্ট। শান্ত তুমি রাজপথে গুলিবিদ্ধ হয়ে নাগরিক শিকারীদের টার্গেট প্রাকটিস করার সুযোগ করে দেয়ায় তোমাকে ধন্যবাদ।
কষ্টকর এক ধন্যবাদ এখানে দিয়ে গেলাম।
পৌছে দেয়ার দায়িত্ব কার খেয়াঘাট ?
+
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
খেয়া ঘাট বলেছেন: আপনার কষ্টকর ধন্যবাদখান দুঃখের সাথে গ্রহণ করা হলো। কিন্তু পৌঁছাতে যে বড় ভয় হয় জুনাপু।
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
মশিকুর বলেছেন:
সবাইকে ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ মশিকুর ভাই।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
সুমন কর বলেছেন: দারুণ সব পয়েন্ট করে পুরো দেশের বর্তমান অবস্থা তুলে ধরলেন। যদিও আমাদের দেশের রাজনীতি ঐসব মার-প্যাঁচ ভালোই জানে। তবে দেখলাম, নতুন দল এসবি-র আগমন হচ্ছে। এগিয়ে যান....আমারা আছি পিছু পিছু...
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৯
খেয়া ঘাট বলেছেন: জয়েন করে ফেলেন এসবি-তে।
আপনার চয়েসের কোনো পদ থাকলে আগাম জানিয়ে যান....শেষে কিন্তু পদ হারিয়ে খোড়া হয়ে যেতে পারেন সুমন ভাই।
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯
েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী।
সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
দুর্নীতি না থাকলে এদেশ বিশ্বের এক নম্বর ধনী দেশে পরিণত হতো।
Click This Link
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫১
খেয়া ঘাট বলেছেন: আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক।
আপনার কথাগুলো খুব ভালো লেগেছে ভাই। মনে হচ্ছে আমার মনের কথাগুলোই যেন বলে দিয়েছেন।
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩১
জাহাঙ্গীর জান বলেছেন: রাষ্ট প্রতি আবদুল হামিদ চাচাকে ধন্যবাদ না দিলে উনার প্রতি অন্যায় করা হবে, উনি পল্টন ময়দােনে যেই কুস্তি খেলা দেখার ইচ্ছে ছিলো সেটা বাস্তব রূপ নিতে যাচ্ছে বাকিমাত্র কিছু ঘন্টা,উনাকেও ধন্যবাদ ।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬
খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন। উনিও ধন্যবাদ প্রাপ্য। জাতিকে এরকম একটি খেলা দেখাতে কোনো রকম বাঁধা সৃষ্টি না করার জন্য। ঠিক বলেছেন ভাই। ঠিক ঠিক বলেছেন।
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৩
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এসবির জন্য একটা খসড়া কমিটির নকশা দিলাম।
লোগো হইবে রিক্সায় চড়ারত অবস্থায় আমার ইয়া বড় ছবি।
সভাপতি/দলের মাতব্বর/হেভি পাওয়ারফুল/বস -
জনৈক রুয়েটিয়ান
নদী, খাল, মৎস্যচারণক্ষেত্র, নৌপরিবহণ বিষয়ক সম্পাদক -
খেয়া ঘাট
(ক্ষমতায় গেলে ওয়াসা, বুড়িগঙ্গা, এমভি রুস্তম সহ এইগুলা আপনার।)
টেলিযোগাযোগ বিষয়ক সম্পাদক -
আরজুপনি
(নকিয়ার এডে দেখলাম আপনারে। ক্ষমতায় গেলে এয়ারটেল, বাংলালিক, জিপি সব আপনার। কি বলেন।)
হইবে নাকি?
২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭
খেয়া ঘাট বলেছেন: আইচ্ছা মাইনা নিলাম আপনেই সভাপতি।
তয় সভাপতি সাব রিকশায় শুধুই কি বসে থাকবেন, নাকি রিকসাখান সামনে এগুবে। যদি এগোয় তবে ইহার পাইলট হবে কে?????
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
বাংলাদেশী দালাল বলেছেন:
হুম বোকামন ভালো বলেছে।
যাইহোক আমাদের মাঝেই হয়তোবা কেও নিরবে ধন্যবাদ গ্রহন করেছে ।
নতুন বছরের শুভেচ্ছা রইল প্রিয় খেয়া ঘাট।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহা।
আপনার জন্যও অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো প্রিয় বাংলাদেশী ভাই।
২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
বেলা শেষে বলেছেন: আপনারাও যদি কাউকে ধন্যবাদ জানাতে চান এখানে জানাতে পারেন।
ধন্যবাদ প্রকাশ করার মাঝে মানসিক শান্তি আসে, মনে প্রফুল্লতা আসে।
জানাবেন নাকি কাউকে ধন্যবাদ ?নিজের মতো করে।
...at first i have to thanks to you.....because not i- myself but my heart feel good....
Salam & Respect.......
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সরকারি দল বলি আর বিরোধীদল বলি, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনই একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কাজ করে। আমজনতার সাংগঠনিক নয়, তারা সবাই দেশের ভাল হয়ত চায়, কিন্তু সংঘবদ্ধভাবে তার জন্য প্রকাশ্য কিছু করতে চায়না। কারন তাদের মধ্যে আছে নিরাপত্তাহিনতার অভাব।
আমি যদি কাউকে জিজ্ঞাস করি, দেশের এই সমস্যা সমাধানের উপায় কি তাহলে এটাই শুনব, দুই নেত্রীর সংলাপ আর একটা নির্বাচন।
এই দুই নেত্রী ছাড়া কি বাংলাদেশ অচল?
হয়ত না। কিন্তু দেশ এমনিতেই চলবে।
কারণ, আমজনতা মধ্যে প্রথম শহীদ কে হবে। কে প্রথম, প্রথম কাতারে এসে দাঁড়াবে।