![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার চোখের জ্যোতি পরীক্ষা করুন। গিভ ইট অ্যা সট। সময় কিন্তু দশ সেকেন্ড।
১০,৯,৮,৭,৬,৫,৪,৩,২, ১.............পারলেন কি বিড়াল ধরতে????
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৬
খেয়া ঘাট বলেছেন: জ্বি, পেয়েছেন কি? পেলে হিন্টস দেন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৫
খেয়া ঘাট বলেছেন: কয়েকটি টিপসঃ
একটু দূর থেকে দেখতে হবে।
দুচোখ দিয়ে এক জায়গায় দেখবেন।
বিড়ালটা কিন্তু কালো না।
পুরো ছবির রঙের সাথে মিল রয়েছে
প্রথম দশ সেকেন্ডে না পারলে একটু বেশী সময় লাগবে।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮
উপপাদ্য বলেছেন: গুগলে যেয়ে সলুশন দেখেও খুঁজে পাচ্ছি না। জ্যোতি টতি তো একদমই নাই ভাই। আমার কি হপে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪০
খেয়া ঘাট বলেছেন: ওয়াও ।
অলরেডি গুগলি করে ফেলেছেন। গুগলি কি বলে??? তাহলেতো পাওয়ার কথা ভাইজান।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৪
প্রবাসী পাঠক বলেছেন: ছবির ভিতরে খুঁজে দেখিনি কিন্তু ছবির নিচে "Find the Cat" এর মধ্যে থাকা কেট ( বিড়াল) টা দেখছি।
যদি এইটাই সঠিক হয় তাহলে আমি ৩ জনের একজন।আর না হলে এবার ছবিতে খুঁজে দেখি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৬
খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহা।
জ্বিনা ভাই। এটা আসলে ছবিতেই আছে। ছবিতেই খুঁজে দেখুন। গুডলাক।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৪
উপপাদ্য বলেছেন: গুগুল যেনে দেহাইতাছে আমিও এনেই খুজতাছি মাগার বেরি বেরি হার্ড।
আমি খালি এখন দেখবার চাই হাজারে ঐ ৩ জন কেডা কেডা?/
আপনিও কি ঐ ৩ জনের একজন?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০২
খেয়া ঘাট বলেছেন: আমি খালি এখন দেখবার চাই হাজারে ঐ ৩ জন কেডা কেডা?/
আপনিও কি ঐ ৩ জনের একজন? হাহাহাহহাহা।
আমার প্রায় চার মিনিট লেগেছে ভাই। তারপরেও ব্যাটাকে বের করতে পরে ব্যাফক খুশি হয়েছি।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০১
প্রবাসী পাঠক বলেছেন: কালকেই চক্ষের ডাকতর দেখামু জানালা দিয়া এত দূরের চাঁদটা দ্যাখতে পাইতাছি মাগার ছবিতে বিলাইটা দেখতাছি না।
@ উপপাদ্য - গুগুল মামাও যখন ফেল মারছে তখন অন্য ট্রিক্স কাজে লাগাই। কিছু খাবার ল্যাপটপের সামনে রাখি, দেখি বিলাইটা খাওয়নের লোভে নড়াচড়া করে নাকি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৩
খেয়া ঘাট বলেছেন: জটিল একখান বুদ্ধি ভাইজান।
এই বুদ্ধি থাকলেতো পাইরতেই হইবে। চেষ্টা নেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬
খেয়া ঘাট বলেছেন:
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সারাদিন ট্রাই করলেও দেখব না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৬
খেয়া ঘাট বলেছেন: আমার এক ফ্রেন্ড এইমাত্র ১ সেকেন্ডেই দেখিয়ে দিলো। সাদাদের দেখি ভালোই চোখের জ্যোতি আছে।
জিগ্গাসা করলাম, সত্যি করে বল,, আগে থেকেই জানতি কিনা?
বললো......এই প্রথম দেখলো।
চেষ্টা নেন। অবশ্যই পারবেন। না পারার কিছু নাইগো আফা।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দূরে লাঠিটার পাশে কি ওটা বিড়াল?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১২
খেয়া ঘাট বলেছেন: সাদা টা??জ্বিনা। ঐ টা বিড়াল না।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সাদা না, ডান পাশে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৮
খেয়া ঘাট বলেছেন: ডান পাশে কিছু পাথর আছে, ঐ খানে বলছেন?
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫
উপপাদ্য বলেছেন: @ প্রবাসী পাঠক: আপনার ট্রিকসটা পছন্দ হইছে।
গুগল ইমেজে টো বক্স করে দেখাইছে, তাও আমি ঠাহর করতে পারছি না। আমার চোখের অবস্থা বুঝেন। আমারতো ডা. দেখাতেই হবে।
@ এক্সট্রা স্বর্না: ওত দূরে যাবেন না। আপনিও দেখি আমার মতোই ধরা খাচ্ছেন মনে হচ্ছে। এটা অনেকটা জলছাপের মতো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২০
খেয়া ঘাট বলেছেন: ট্রিকস আমারও পচ্ছ্ছ্ছন্দ হয়েছে। কিন্তু খুঁজেতো বের করতে হবে।
জলছাপ হোক আর পানিছাপ হোক বিলাই কিন্তু একটা জায়গা মতো বসা আছে।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৬
উপপাদ্য বলেছেন: ৪কে মনিটর লাগবে মনে হচ্ছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২১
খেয়া ঘাট বলেছেন: যা লাগাবার লাগান। বিলাই কিন্ত বের করতেই হবে।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমিও প্রথমে জলছাপের মত অথবা বিভিন্ন কিছুর সমন্বয়ে বানানো কোনো বিড়াল মনে করেছি কারণ সাইকোলোজিকাল ইলাস্ট্রেশানগুলোতে এরকম করা হয়।
এটা চোখের প্রবলেম বলে মনে হয় না। কারণ, এই ছবিটা বানানোই হয়েছে এভাবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৩
খেয়া ঘাট বলেছেন: বিড়াল কিন্তু অতকিছু বুঝেনা। সে বেটা ভালোই মজা নিচ্ছে।
জ্বি ছবিটা বানানোই হয়েছে এজন্য। ক্যাট গেম।
চেষ্টা নেন আপা। পারিবেন।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জানি বিড়ালটা ওই খাঁচার ভিতর
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৫
খেয়া ঘাট বলেছেন: জবাবটা পছন্দ হয়েছে মাগর উত্তরটা ঠিক হয়নাই।
বিলাই বাহিরেই আছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬
খেয়া ঘাট বলেছেন:
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পেয়েছি আমি, গুগল থেকে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৭
খেয়া ঘাট বলেছেন: নকল থেকে সাবধান। টুকলিফাই চলবেনা। নকল জবাব নেয়া হবেনা।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯
প্রবাসী পাঠক বলেছেন: আমার ট্রিক্সে কাজে দিছে ,অবশেষে পাইছি।
গুগলের কাছ থেকে হেল্প নিতে হল। হাই রেগুলেশনের অন্য একটা ছবি ডাউনলোড করে বড় করে তারপর দেখতে পেলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩১
খেয়া ঘাট বলেছেন: খাইছে আমারে। জটিলস.........
এখন আপনিই কন, ধন্যবাদটা কারে দিমু................
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদটা মূলত আমাদের শ্রদ্ধেয় গুগুল মামারই প্রাপ্য। তবে আমার কষ্টের দিকে একটু সুনজর দিলে মামার পাশাপাশি ধন্যবাদের কিছু অংশ আমিও পাই। এখন আপনার বিবেচনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৮
খেয়া ঘাট বলেছেন: আমার বিবেচনায় আপনি এই বিশাল রহস্যের এতো দ্রুত সমাধানের জন্য নিজস্ব চিন্তাভাবনা, বুদ্ধিগ্যান খাটিয়ে, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কোনোরুপ বক্রচিন্তা না করে সরাসরি জায়গামতো উপস্থিত হয়ে যে বিচক্ষণতার পরিচয় দিয়ে এ জটিলভাবে লুকায়িত বিড়ালকে টেচ করতে পেরেছেন, তাই আপনাকে শুধুমাত্র ধন্যবাদ নাদিয়ে কিছু ধন্যযোগ করে দিলাম। হে হুইসেলব্লোয়ার আপনি ধন্যযোগ গ্রহণ করুন.............................
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৮
ফারহুম বলেছেন: আমি মনে হয় পেয়ে গেছি, বিড়াল্টা ছবির মাঝামাঝি আছে তাই না
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৯
খেয়া ঘাট বলেছেন: অপস।
উপর থেকে নীচের মাঝামাঝি নাকি ডান থেকে বামদিকে মাঝামাঝি???
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৪
ফারহুম বলেছেন: এইটাইতো বিল্লিটা না?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৫
খেয়া ঘাট বলেছেন: জ্বিনা ভাইজান। হয়নাই। বিলাই লাল বৃত্তের বাইরে অবস্থান করছে।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৩
প্রবাসী পাঠক বলেছেন:
এই ছবিটা থেকে সহজে খুঁজে বের করা যায়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৯
খেয়া ঘাট বলেছেন: কেন ঐটা থেকে পারা যায়না। আমারতো সেইম মনে হলো।
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২১
প্রবাসী পাঠক বলেছেন:
এ রকম আরও কিছু ছবি পেলাম, বিড়াল খুঁজে বের করার ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০০
খেয়া ঘাট বলেছেন: খুঁজা দ্য সার্চিং বেগিং দ্য শুরু করলাম. কিন্তু এখনো পাইনাই।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন:
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩২
দায়িত্ববান নাগরিক বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০১
খেয়া ঘাট বলেছেন: অনেক ধইন্যা নেন। কত সময় লাগলো বললেন না তো।
ঐ তিনজনের দলে নাকি.............দলের বাইরে রে ভাইরে।
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৬
উপপাদ্য বলেছেন: @ দ্বা. না: এভাবে পরীক্ষার প্রশ্ন উত্তর ফাঁসের তেব্র নিন্দা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০২
খেয়া ঘাট বলেছেন: এলা সব্বাই পাশ করে যাবে................তেব্রনিন্দা.............আমারটাও যোগ করেন।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৪
এম এ কাশেম বলেছেন: সাদা দেয়ালের নীচে শুয়ে আছে,
তাই না?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৬
খেয়া ঘাট বলেছেন: জ্বিনা ভাইজান।
আপনারতো পারার কথা ছিলো, প্রোফাইল ছবি দেখে মনে হলো।
২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫
আমি রেদওয়ান বলেছেন: প্রথম ১০ সেকেন্ড কেন, ২০ সেকেন্ডেও ধরতে পারি নাই। আমার কি হপে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯
খেয়া ঘাট বলেছেন: আপনি আমার দলে আসেন। আমারও আপনার মতো অবস্থা।
তবে শেষে পেরেছি।
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
১১স্টার বলেছেন: আসলে এসব ছবির কোথাও বিড়াল নাই মানুষ তার কল্পনা দিয়ে বিড়াল তৈরি করে নেয় এসকল হিজিবিজি ছবির ভিতর।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩
খেয়া ঘাট বলেছেন: জটিলস বলেছেন ভাইজান।
তবে বিল্লি কিন্তু জায়গামতো বসে আছেন। ধ্যান করে দেখতেছে আপনারা খুঁজে পান কিনা।
২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
মামুন রশিদ বলেছেন: খুঁজে পাই নাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪
খেয়া ঘাট বলেছেন: ওকে, বিল্লিও আপনাকে খুঁজে পায় নাই।
আপনিও বিল্লীকে পান নাই। সমান সমান।
২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
সাইবার অভিযত্রী বলেছেন: গু ভাই কয়েকটা জবাব দিল :
Click This Link
Click This Link
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
খেয়া ঘাট বলেছেন: গু ভাই, প্রথমে বুঝতে পারিনাই। পরে বুঝতে পেরে ফিকসসসসসসসস
কি নামটারে কি করলেন ভাইজান......দুষ্টু ছেলের দল।
২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: তবে তার থেইকা এইটা ভাল :
Click This Link
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
খেয়া ঘাট বলেছেন:
৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
লাবনী আক্তার বলেছেন: আমিও খুজে পাইনি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
খেয়া ঘাট বলেছেন: তাহলে আপনারা দুজনেই সমান আপু।
বিল্লীও আপনাকে পায় নাই, আপনিও বিল্লীকে পান নাই।
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০
লাবনী আক্তার বলেছেন:
বিল্লি কি আমাকে খুজেছিল নাকি?
আমিতো জানি যে আমি খুজেছিলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
খেয়া ঘাট বলেছেন: বিল্লী সব বলগারদেরই খুঁজছে...........
আর মাইনষের চোখের জ্যোতির অবস্থা দেইখা ন্যাজ নাড়ছে।
খুঁজে কি পেলেন? খুঁজে কী পেলেন?
৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১
লাবনী আক্তার বলেছেন: বিল্লি এখন খুজে পেলুম।
পাথরটার নিচে শুয়ে আছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
খেয়া ঘাট বলেছেন: পাথরটার নিচে শুয়ে আছে-------------তার মানে আপনি এখনো পান নাই।
খালিচোখ, চশমা, কন্টাক্ট লেন্স, লেজার নাকি নারিকেলের পাতায় বানানো চশমা ব্যবহার করেন????????????????????????//
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪
হেডস্যার বলেছেন:
দেরি কইরালাইছি....বিলাই কি আমার লাইগা এতক্ষন বইসা আছে??
অয় গেছে গা...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
খেয়া ঘাট বলেছেন: হেডস্যার বইলা কথা।
আপনারে না কইয়া যাবে। বিল্লীর ছাত্রত্ব নষ্ট হবেনা???
হে আপনার দিকে চেয়ে বসে আসে। এই যে আপনারে কায়দা কইরা এইমাত্র কইলো............স্যার চালাকি কইরা কই যায়???????//
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: খুজে পাই নাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
খেয়া ঘাট বলেছেন: হে ও আপনারে খুঁজে পায় নাই।
দুজনেই দুখি।
৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
ইছামতির তী্রে বলেছেন: আমি মনে হয় পেরেছি। বিড়ালটা ঠিক মাঝখানটায় বাম পাশে (আমার দিক থেকে) মুখ ফিরে অনেকটা বাঘের মত মাথা কিছুটা উচু করে আধাশোয়া অবস্থায় আছে।
এটা দেখতে হবে ভিন্ন এঙ্গেলে। পুরো চক্ষুদ্বয় মেলে দেখা যাবে না। এটা দেখতে হবে আধা খোলা চোখে।
এখন বলুন, আমি ঠিক আছি কি না। একটা কথা আমি কোন কমেন্টস দেখি নি। আমাকে বিশ্বাস করতে পারেন। ১০ সেকেন্ডের বেশী লেগেছে। তবে ২০ সেকেন্ডের ভেতরেই পেরেছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
খেয়া ঘাট বলেছেন: বাঘের মত মাথা কিছুটা উচু করে -- এটুকু ঠিক আছে।
তবে আপনার বামদিক থেকে নাকি ছবির বামদিক থেকে -ক্লিয়ার করেন।
আর ২০ সেকেন্ডর মধ্যে পারলে আপনি ১হাজারে ১৩৫ জনের ১ জন।
ধইন্যা নেন ভাইজান।
৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
বশর সিদ্দিকী বলেছেন: বের করছি তবে একটু সময় লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭
খেয়া ঘাট বলেছেন:
ধন্যবাদ নেন।
আমারতো চার মিনিটের বেশী সময় লেগেছে।
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পাই নাই।
আমার চোখের পাওয়ারতো দেহি এক্কেরে নাই।
চিন্তাই আছি !! কি হবেগো দাদা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
খেয়া ঘাট বলেছেন: অবশ্য আপনার চোখে চশমা আছে,এরপরও চোক্ষের এ অবস্থা!!!!!!!!!!!
আপনারে নিয়ে আসলেই ব্যাফক চিন্তায় আছি জনাব।
৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
সাদা আকাশ বলেছেন: পেয়েছি, ডানদিকে পাথরগুলির সামনে দাড়িয়ে। তবে ১০ গোনার মধ্যে হয় নি। এরচেয়ে বেশি সময় লেগেছে। ইলুশন টা দারুণ। চারিদিকের রঙের সাথে মিলে যাওয়ায় বের করাটা আসলেই একটু কষ্টের
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
খেয়া ঘাট বলেছেন: সবকিছু ঠিক বলেছেন , তবে দাঁড়িয়ে নেই।
বেশকয়েকদিন পর দেখলাম। ভালো লাগলো।
৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
চিরতার রস বলেছেন: ছবিটা লো রেজুলেশনের হওয়ায় বিলাইয়ের আসল চেহারা বাইর করা মুশকিল। আমিতো বিলাই বাইর করতে গিয়া অনেকগুলা বিলাই পাইলাম। লগে বগ, বেজি, খরগোসও পাইলাম।
আর সবচাইতে রিয়েল বিলাই মনে হইছে সাদা দেওয়ালের পাশে যেইডা হুইয়া রইছে, ঐডারে।
পারছি নাকি ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন: তাইলে বলেন , আপনি এক্কেরে চিড়িয়াখানাই খুঁজে পেয়েছেন।
আর আপনার মন্তব্য পড়ে আমার চোখ এখন আওলাইয়া গেলো।
জ্বেনা , ঐ ডা বিল্লী না।
বিল্লী অন্য জায়গায় বসে আপনার দিকে চাইয়া রয়েছে।
৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯
জাহিদ ২০১০ বলেছেন: দায়িত্ববান নাগরিক তো আগেই উত্তর ফাসঁ কইরা দিলো
এর তেব্র ভাবে আক্রমানত্মক প্রতিবাদ জানাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
খেয়া ঘাট বলেছেন: দায়িত্ববান নাগরিক ভাই এই প্রথম অদায়িত্ববানের মহৎ কাজটা করে জাতির চোখ জ্যোতি পরীক্ষায় বিশাল ফেরকা লাগালেন।,
তেব্র ফরতিবাদ জানাই।
৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
হাতীর ডিম বলেছেন: আমি ও পাইছে। ওই যে দেখা যায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
খেয়া ঘাট বলেছেন: কই দেখা যায়..................
হাতীর ডিমের মতো নাকি ঘোড়ার ডিমের মতো, সইত্য করি কন।
৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
কাশেম খান বলেছেন: এই ছবিতে কোনো বিলাই নাই.... মিথ্যা কথা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
খেয়া ঘাট বলেছেন:
আপনি একজন সত্যবাদী বলগার। ২২ নাম্বার মন্তব্য দেখার দরকার আছে কি?????? কাশেম ভাই।
৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
রায়হান চৌঃ বলেছেন:
ধুরু মিঞা....!! খালি আকাম করেন....
এত কষ্ট না করে সংসদে গেলে ই তো কাম হইয়া যায়.....
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহহাহাহাহহাহাহাহাহাহাহহাহাহাহাহহাহাহাহা।
এরকম একটা কমেন্টের অপেক্ষায় ছিলাম।
হাসতে হাসতে শেষ।
এবার সইত্য কইরা বলি. আপনি কী বুঝাতে চেয়েছেন......আমি বুঝি নাই।
ঝেড়ে কাশেন।
৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
রায়হান চৌঃ বলেছেন: নাহ তেমন কিছু না....!!
তবে বলি কি ? বিড়াল ই যদি খুজতে হয় তবে বন- জঙ্গলে কেন...? আর আমাদের দেশে সেই রকম বন- জঙ্গল পাবেন ই বা কোথায়.... তার চেয়ে বরং নামি দামি টা ধরে আনলেই তো....
ভালো থাকবেন... আপনি আনেক সুন্দর লিখেন... , আমি প্রায় সব গুলো লিখা ই পড়েছি...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
খেয়া ঘাট বলেছেন: আমি বুঝছি আপনি কী বুঝাতে চান। তবে বলবো না................ডর লাগে।
বিনীত ধন্যবাদ ভাই। অনেক খুশী হলাম। অনেক শুভকামনা রইলো।
৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
আমি ইহতিব বলেছেন: জীবনেও খুঁজে পাইতামনা, চোখের অবস্থা কেরোসিন
আমিও ফারহুমের মতো কালো জিনিসটারে বিড়াল ভেবেছিলাম। দা.না. ভাইয়ের দেয়া ছবি দেখেও বুঝতে কষ্ট হয়েছে যে ওখানে কোন বিড়াল বসে আছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
খেয়া ঘাট বলেছেন: আপনারতো কেরোসিন...........আমার ডিজেল।
ভয়াবহ অবস্থা ।
তবে আমার চারমিনিটের মতো লেগেছে। পারার পর খুব শান্তি পাইছিলাম।
৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: এ তো পুরান জিনিস স্যার !
এর আগে বাজিতে জিতে কেএফসি তে লাঞ্চ করেছি
ডান দিকে কোনায় তবে রাস্তার নিচে , ইটের স্তুপের সামনে আর লতাপাতা থেকে সরলরেখার মত টানলেই পাওয়া যাবে !
আপনি কই খাওয়াবেন বলেন ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
খেয়া ঘাট বলেছেন: আপনি জিতেছেন।
আপনি কই খাইতে চান কন???????????????????
কই কি ভাজি করে খাবেন নাকি রান্না করে ঝোল ভাত খাবেন।
কই যেভাবে খেতে চান.......বলেন......।
অর্ডার দিয়া দিমু।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
খেয়া ঘাট বলেছেন: আপনার মন চাইলে কই নিজেই রান্না করে খাওয়ামু।
বিশাল সাইজের কই পাওয়া যায়।
৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
খেয়া ঘাট বলেছেন: পারেন নাই তো???????????????কান্তাছেন।
আমিও পুরা চারমিনিট কানছি। এর পরে হাসছি। দুষ্টু বিড়াল।
৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
মুদ্দাকির বলেছেন: পাই নাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
খেয়া ঘাট বলেছেন: ভালো করে মনদিয়ে চোখ দিয়ে খুঁজেন। না পাইয়া যাইবেন কই।
খুঁজে বের করতেই হবে।
বিল্লী খুঁজা দেখি আসলেই মেলা সমস্যা।
৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
একজন ঘূণপোকা বলেছেন:
দেরি করে ফেলেছি, উত্তর পত্র ফাঁস হয়ে গেছে
দশ সেকেন্ডে পারতামনা মনে হয়।
তবে দুই মিনিট হলে পারতাম
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
খেয়া ঘাট বলেছেন: পারলেই হলো।
তবে হাজারে তিনজনের মধ্যে থাকতে পারবেননা।
দানা ভাই বিশাল ক্ষতি করেছেন। পরীক্ষা শেষ হওয়ার আগেই উত্তর ফাঁস কুব খ্রাপ কাজ।
৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
বৃতি বলেছেন: যেখানে Cat লিখা ঠিক তার উপরে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
খেয়া ঘাট বলেছেন: জ্বিনা আপু। দুষ্টু বিল্লী এতো সহজেই কি ধরা দিবে।
২০ -২০ ভিশন না হলে মনে হয় সমস্যাই হবে।
আরেকবার চেষ্টা নেন।
৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
ডিজিটাল অপু বলছি বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/172230/small/?token_id=bc55f19cb9bf3e53e712696ef08e0d29
পাইয়াছি তাহাকে পাইয়াছি।তবে মামার বাড়ী গিয়ে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
খেয়া ঘাট বলেছেন: তবে ধন্যবাদ কি মামারে দিমু নাকি আপনারে দিমু?????????????
দম লন, বিল্লীরে জিগাই নেই।
৫২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ১০২ তম মন্তব্য আমার
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
খেয়া ঘাট বলেছেন: জ্বি। বিল্লীও তাই বলেছে।
বিল্লী কি পেলেন খুঁজে। নাকি চোখের জ্যোতির বড় বেগতি অবস্থা । বিনা পয়সা পরীক্ষা করার এমন সুযোগ আর ফাইবেন না ..........এমন সুযোগ করে দেয়ার জন্য বিল্লীকে ধন্যবাদ দিন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
খেয়া ঘাট বলেছেন: জ্বি। বিল্লীও তাই বলেছে।
বিল্লী কি পেলেন খুঁজে। নাকি চোখের জ্যোতির বড় বেগতি অবস্থা । বিনা পয়সা পরীক্ষা করার এমন সুযোগ আর ফাইবেন না ..........এমন সুযোগ করে দেয়ার জন্য বিল্লীকে ধন্যবাদ দিন।
৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
নিশাত তাসনিম বলেছেন: বুঝতে পারলাম চোখের জ্যোতির অবস্থা খুব খারাপ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১
খেয়া ঘাট বলেছেন: কেমন খারাপ
চশমা, কনটাক্ট, লেজার নাকি নারিকেল পাতারটা লাগবে????
দেখেন এইটা চোখে লাগিয়ে, দেখা যায় কিনা???
৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
নিকষ বলেছেন: বিড়াল মনে হয় লাঞ্চ খাইতে গেছে। যাই আমিও গিয়া লাঞ্চ খাইয়া আসি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১
খেয়া ঘাট বলেছেন: দুইজনে মিলে একসাথেই খাবেন?
ফ্রি চোখের জ্যোতি পরীক্ষার চান্সটা নিবেন না??????????
৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
দি সুফি বলেছেন: শিরোনাম পড়েই চশমাটা চোখে লাগিয়ে নিয়েছিলাম। তাও ২ মিনিট ধরে খুজে পেলাম না। পরে বড় একটা ছবি দেখে খুজে পেয়েছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ । এই নিন আপনার জন্য দুই জোড়া চশমা ।
৫৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
দি সুফি বলেছেন: ছবি এটাঃ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
খেয়া ঘাট বলেছেন: বিল্লীর হিল্লী হয়েছে।
৫৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমি ভাবছি পোষ্টর মন্তব্য গুলান খালি ধীরে ধীরে ছোট খাট রেকর্ডের দিকে। এখন বিড়াল নয় বিকেলে খেলা আসুন টকশো করি খেলা নিয়ে.......>> টি-২০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
খেয়া ঘাট বলেছেন: নেক্সট আইপিএলে সাকিব ভাইয়ের দর সাড়ে তিন কোটি টাকা
৫৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
মেহেরুন বলেছেন: অনেক খুঁজিয়াও বিলাই পাইলাম না
আমার চোখ গ্যাসে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
খেয়া ঘাট বলেছেন: দুক্কু কইরেন না।
এই নেন দুইজোড়া । লাগিয়ে দেখেনতো । আশে পাশে বিল্লী আছে কিনা???
৫৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
একলা ফড়িং বলেছেন: দি সুফি ভাইয়ের কমেন্ট দেইখা ফালাইছি আগে
অবশ্য এত ছোট ছবিতে সারাদিন খুঁজলেও পাইতাম না!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
খেয়া ঘাট বলেছেন: এইখান থেকে একটা লাগিয়ে দেখেনতো , কী অবস্থা!!!!
৬০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সকাল রয় বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
খেয়া ঘাট বলেছেন: একেবারেই গ্যাছে..............কিছুই দেখেন না???????????????
সব আন্দার দেখেন????????
৬১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
পেন্সিল চোর বলেছেন: চোখ তো গেসে আমার! শালার বিলাই কই লুকাইয়া রইছে!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
খেয়া ঘাট বলেছেন: এতো কম দেখলে আপনার চুরিকর্মে তো বিশাল সমস্যা হবে।
পেট চালাইবেন ক্যামনে
বিনা পয়সা চোখ পরীক্ষায় সুবর্ণ সুযোগ হেলায় হারাইবেন না।
৬২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
করিম কাকা বলেছেন: বিল্লি খুজে মোর চোখ ছিল্লি গেল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
খেয়া ঘাট বলেছেন: এরপরও কি কোনো একটা হিল্লী হলো করিম কাকা
৬৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি পাইনাই।বিড়াল আমার এমনেই পছন্দের না (এর জন্য অবশ্যি কিছু মেয়ের ন্যাঁকামো দায়ী), তাই আফসোস কাজ করতেসেনা ||
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
খেয়া ঘাট বলেছেন: (এর জন্য অবশ্যি কিছু মেয়ের ন্যাঁকামো দায়ী),
একা না খুঁজে ঐ ন্যাকা মেয়েরে সাথে নিয়ে খুঁজেন।
পাইবেন অবশ্যই পাইবেন।
৬৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
টয়ম্যান বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
খেয়া ঘাট বলেছেন: কাইন্দেইনা.......এই নেন । তিনটার একটা । কাম হয় কিনা দেখেন।
৬৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
সাজিদ উল হক আবির বলেছেন: খুইজ্জা পাইনাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০
খেয়া ঘাট বলেছেন: এই নেন । এবার চেষ্টা নেন।
৬৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: দেশে আসলে আমার বাসায় দাওয়াত আপনার , মনে রাইখেন !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২
খেয়া ঘাট বলেছেন: আলহামদুলিল্লাহ।
কই কি আমিরিকির হবে না কি দেশের টা হবে?
তবে সবচেয়ে মজার কই কোনটা জানেন?
বজ্রপাতের সময় যেটা পানি থেকে ডাংগায় ওঠে গাছে চড়ার চেষ্টা করে ঐ টা।
ঐ কই খেয়েছেন কখনো????? জটিল মজা অভি ভাই।
দেশে আসলে একসাথে কই খাবো..........তবে টার্গেট হলো বজ্রপাতের সময় ডাঙায় ওঠা কই।
৬৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই চোখ গেলো বিল্ডিংয়ের কোনায় সাদা শেলের দিকে। এর ২ সেকেন্ডের মাথায় তা থেকে আরেকটু দূরে কান উঁচু বিল্লিটার দিকে কিন্তু ওটাই যে বিল্লি তা নিশ্চিত নই। ছবি ডাউনলোড করে জুম বাড়িয়ে খুঁজলাম। ছোটো ছেলেকে ডেকে বিড়াল দেখানোর কথা বলতেই শুরুতে আমার মতো সাদা শেল, তারপর ২য়টা- পরে বললো- কোনো বিড়াল নাই এখানে
জলদি সমাধান না জানালে আমার ঘুম হারাম হয়ে যাবে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
খেয়া ঘাট বলেছেন: আপনার ভাইজান টুয়েন্টি টুয়েন্টি ভিশন। একহাজারে তিন জনের দলে ঢুকে পড়েছেন।
"এর ২ সেকেন্ডের মাথায় তা থেকে আরেকটু দূরে কান উঁচু বিল্লিটার দিকে "
নিশ্চিত হওয়ার জন্য ২২নাম্বার ,৫৬ নাম্বার মন্তব্য দেখেন।
আপনার ছেলেকেও মন্তব্য দুটো দেখান। ওর জন্য আদর রইলো।
৬৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না ভাই, আমার হয় নি আমি সাদা শেল থেকে ডানে উপরে আরেকটা সাদা যে বস্তুটা দেখা যাচ্ছে, সেটির কথা বলেছিলাম। ২২/৫৬ কমেন্ট দেখেও ওটাকে চিনতে আমার সময় লেগেছে- ফুল ক্যামোফ্লেজ নিয়ে শুধু ছায়ার মতো চোখ দুটো নিয়ে মামা বসে আছেন বোধ হয়
আমার ছেলে বললো- ওটাই
আমি চশমা পরি। ১.২৫ হলো পাওয়ার
যাক, শান্তি পেলাম।
শুভ কামনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
খেয়া ঘাট বলেছেন: বাপ ছেলের জন্য এই দুইটা উপহার দিলাম। আপনার ছেলেকি এই চশমাগুলো দেখেছে? শৈশবে আমরা কিন্তু অনেক পড়েছি এগুলো।
৬৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
রূপা কর বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০
খেয়া ঘাট বলেছেন: বুঝছি..........আপনিও আন্দা।
আহারে!! একেবারে কিছুই দেখেন না?????????? আপসোস।
৭০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
আরজু পনি বলেছেন:
অফলাইনে অনেকক্ষণ চেষ্টা করে, গুগল সুত্র পেয়েও পারি নাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহাহাহা.................
আপনি গ্যাছেন...............আপনি বান্দা ......পুরাই আন্দা হইয়া গ্যাছেন
৭১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
কোজাগরী চাঁদ বলেছেন: আমি ১ সেকেন্ডেই বুঝছি বিড়ালটা সাদা দালানের পাশেই দাঁড়ায় আচে। এত সহজ কিন্তউ কেউ পারছে না। কি আশ্চর্য্য!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
খেয়া ঘাট বলেছেন: জ্বিনা, ভাইজান। হয় নাইক্কা। নতুন করে চেষ্টা নেন।
৭২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/172398/small/?token_id=539a87ce0fe34cfc7718bc86afbe5496
৩ জনের এক জন হতে পারছি কিনা জানি না , তবে পিক ডাউনলোড করে একটু বড় করে দেখছিলাম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৬
খেয়া ঘাট বলেছেন: লিংকুতে কী দিলেন???????
টুকলিফাই করেছেন?????????????????????? কাম হইতোন।
তারপর বিল্লীর কি হিল্লী হয়েছে????????????/
৭৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১
বেলা শেষে বলেছেন: খেয়া ঘাট; একহাজার জনে মাত্র ৩ জন মানুষ পেরেছে প্রথম ১০ সেকেন্ডে বিড়ালটি খুঁজে বের করতে:
বিড়ালই যদি খুঁজে না পাই- তবে বউ খুঁজে পাব কি করে?
ওটা আমার বা বউ এর দোষ নয়- আমার কাজলের দোষ ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
খেয়া ঘাট বলেছেন: বিড়ালই যদি খুঁজে না পাই- তবে বউ খুঁজে পাব কি করে? ফিক ফিক ফিক
তবে বিড়ালের সাথে বউএর কি ভাইজান। বউ শুনলে কিন্তু খবর আছে???????
৭৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭
মুনেম আহমেদ বলেছেন: এখানে কুনু বিলাই নাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৩
খেয়া ঘাট বলেছেন: "কোনো ব্যাঙ" বলে একটা প্রাণীর নাম শুণেছিলাম কিন্তু "কুনু বিলাই" বলে কিছু আছে কি???????????????????
আপনি বিল্লী খুঁজইন ভাইজান। পাইবেন।
৭৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩
মুনেম আহমেদ বলেছেন: দি সুফির মার্ক করা ছবিটা জুম করে দেখে তারপর পেলাম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৫
খেয়া ঘাট বলেছেন: নকল চইলতোনো................
সুফিভাই কামডা ঠিক করে নাই। আপনি ঐ ছবি বাদ দিয়ে নিজের চোখের জ্যোতির পরীক্ষা নেন।
চোখতো আপনার তাইনা,,,,,,,,,,আরেকজনের চউখে দেখে লাভ কি?????
ধইন্যা নেন।
৭৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৪
অপ্রচলিত বলেছেন: বিলাই পাইনাই তয় একটা সাদা ইন্দুর আর একটা হলদে গিরগিটি পাইছি
বাইজান কি করা যায় এখন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫২
খেয়া ঘাট বলেছেন: দিলেনতো গিরগিটি প্যাচকি লাগাইয়া।
ইনাদের আবার কোনজায়গায়পাইলেন ভাইজান????? ব্যাফুক চিন্তায় পড়লাম।
৭৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০২
রাসেলহাসান বলেছেন: ১অ মিনিট ধইরা তাকাইয়া থাকলাম মাগার বিড়ালরে তো পাইলামনা।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৩
খেয়া ঘাট বলেছেন: এইগুলার একটা পইরা দেখেন। এবার আরেকবার টেরাই করেন।
৭৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৪
অন্তরন্তর বলেছেন:
আগেই ২ বার আপনার পোস্ট দেখে গিয়েছি।
এই পোস্টের জন্য আপনাকে মাইনাস। এমনিতেই
চশমা ছাড়া কিছুই পড়তে পারি না তার উপরে
আপনার এই বিলাই খোঁজার পোস্ট। চোখ আরও
খারাপ করার জন্য আপনাকে মাইনাস।
বিলাই খোঁজে পাই নাই। আসলেই আমার পক্ষে
পাওয়া সম্ভবও না।
শুভ কামনা সর্বদা। ++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২৬
খেয়া ঘাট বলেছেন: বারে, বিনা পয়সায় চক্ষু পরীক্ষার সুযোগ দিলাম। আর আপনে মাইনাস দিলেন। খুবখ্রাপ।
আপনার শৈশবের ছবি পেয়েছি।
এইযে ...........
হারিয়ে যাওয়া এই চশমাখান লাগিয়ে দেখেনতো বিল্লাইরে ধরতে পারেন কিনা??????????????
৭৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন:
কালো বিড়ালটাকে কিন্তু আমি দেখে ফেলেছি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯
খেয়া ঘাট বলেছেন: ঘটনা কি কন দেহি..........
বিলাই বলতেই সব্বাই কালো বিড়ালই বুঝায় কেন???????
আর আপনার বিড়ালতো দেখি মিউজিক্যাল সজারু বিড়াল । এইটারে কই থেকে মিলাইলেন
৮০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
খেয়া ঘাট বলেছেন: এটাতো দেখি ম্যাজিক দামাক জাম্পিং বিড়াল।
ছবির বিলাই কিন্তু একেবারে বাঘের মাসীর মতোই বসে আছে।চুপচাপ সব খেয়াল করছে।
৮১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
মহামহোপাধ্যায় বলেছেন: ভাইজান, আমার চোখে যে সমস্যা আছে সেইটা জনসমক্ষে এইভাবে ফাঁস না করলেও পারতেন। বিড়ালরে একটা আপনারে দুইটা কইস্যা মাইনাস
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
খেয়া ঘাট বলেছেন: বিড়ালের বিড়ালের টা দিলাম। হে কয়,,, এইডা দিয়া আমি কি করুম। কুকুররে দিলে বরং ভালো হইতো । হে সেটা হাড্ডি মনে কইরা চিবাইতে পারতো।
আর মাগনা জ্যোতি পরীক্ষা .সে জন্যই ভাই গুরুত্ব দিলেন না। বুঝলাম. জিনিস মুফত হইলে এইডার আর কোনো কদর নাই।
৮২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
বৃতি বলেছেন: ছবির ডানদিকে, নিচে, একেবারে কোনায়।
এবার ঠিক না হলে আপনার ছবিই ভুয়া
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
খেয়া ঘাট বলেছেন: হয়নি আপু।
উত্তরতো মেলা আগেই ফাঁস হয়ে গেছে। এবার একটু নিজ দায়িত্বে তালাশি দিয়ে বের করে দেখেন। বিলাই কিন্তু এখনো যায়নাই। আগের জায়গায়ই বসে আছে।
৮৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: বিড়াল খুঁজে পাওয়াটাই আসল নহে। বিড়াল মারাটাই আসল কাজ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
খেয়া ঘাট বলেছেন: লাখ কথার এক কথা বলেছেন।
তয় বিল্লী খুঁজেই যদি না পান মারবেন ক্যামন করে ।
অদৃশ্য বিল্লী মারার ফরমুলা কি?? ঝাতিকে ঝানান।
৮৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
ভিটামিন সি বলেছেন: হালার বিলাই, তোরে যদি আমি পাইতাম, থাপড়াইয়া মুতায়ালতাম। এইবার নিয়া ৪ বার পোষ্টে হান্দাইলাম। গুগলে গুগলিং করলাম, তারপরেও তোরে পাইলাম না। এইজন্যই ধুধকে (দুদকে) কালা বিলাই খুইজ্জ্যা পায় নাই। ১২ বছর ধরে কম্পু গুতায়া মনে হয় চোখের সাড়ে ১৪ টা বাজায়া ফালাইছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
খেয়া ঘাট বলেছেন: ভিটামিন সি বলেছেন: হালার বিলাই, তোরে যদি আমি পাইতাম, থাপড়াইয়া মুতায়ালতাম। এইবার নিয়া ৪ বার পোষ্টে হান্দাইলাম। গুগলে গুগলিং করলাম, তারপরেও তোরে পাইলাম না। এইজন্যই ধুধকে (দুদকে) কালা বিলাই খুইজ্জ্যা পায় নাই। ১২ বছর ধরে কম্পু গুতায়া মনে হয় চোখের সাড়ে ১৪ টা বাজায়া ফালাইছি। হাহাহহা হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে শেষ।
এইটা দিয়ে চেষ্টা নেনতো । দেখেন কী অবস্থা।
৮৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
খােলদ িস বলেছেন: কোন বিড়াল নাই।
আমি সিউর করতেছি।
থাকলে দেখতে পাইতাম, ১০ মিনিট এর উপর খুজলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
খেয়া ঘাট বলেছেন:
আরেকটু শিউর হওয়ার জন্য--
২২নাম্বার ,৫৬ নাম্বার মন্তব্য দেখেন।
৮৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
অদৃশ্য বলেছেন:
এটা একটা ভয়ানক পরীক্ষা... বেড়ালটাকে পাওয়া মোটেও সহজ নয় ঘাসের রং এর কারনে... আমার চোখ ব্যাথা করছে...
শুভকামনা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
খেয়া ঘাট বলেছেন: নিশ্চিত হওয়ার জন্য ২২নাম্বার ,৫৬ নাম্বার মন্তব্য দেখেন।
এই জিনিস পড়ে নেন-- ব্যাথা কমে যাবে।জ্যোতি বাড়বে।
৮৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
লাবনী আক্তার বলেছেন: আমিতো চশমা পইরাই দেখছিলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
খেয়া ঘাট বলেছেন: আপ্পি এবার তাহলে চশমা খুলে দেখেন
তারপর বিল্লীর কোনো হিল্লী করতে না পারলে ২২ আর ৫৬ নাম্বার মন্তব্য ঘুরে আসেন।
৮৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: :!> :!>
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
খেয়া ঘাট বলেছেন:
৮৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
বোকামন বলেছেন:
এভাবে চোখের জ্যোতি পরীক্ষা করা যায় কি ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
খেয়া ঘাট বলেছেন: আপনে কি সিরিয়াসলি বলছেন????????????
মেলাদিন পর দেখলাম। কী খবর????
৯০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
খেয়া ঘাট বলেছেন: জোর করে খাওয়াইতেছে...............জটিল
"তুই খাবিনা তোর চৌদ্দ গুষ্টি খাবে"
৯১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
জুন বলেছেন: আমি আজ চারদিন ধরে দেখছি সত্যি বলতে কি এখানে কোন বিড়ালের চোক্লাও নেই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
খেয়া ঘাট বলেছেন: মাওলা আন্ধা করিলারে মাওলা আন্ধা করিলা।
৯২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
খাটাস বলেছেন: আগে একবার দেখায় মাত্র এক সেকেন্ডেই পেরেছি :#> তবে প্রথম বার এক মিনিটের কিছু বেশি ই লেগেছিল। চক্ষু সেবা মুলক ভাল পোস্ট।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
খেয়া ঘাট বলেছেন: কনগ্রাটস..............তাহলেতো আপনি হাজারে ৩ জনের দলের ভিতর ঢুকে গেছেন।,
চক্ষু সেবা মুলক ভাল পোস্ট।
৯৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬
আমিই মিসিরআলি বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪
খেয়া ঘাট বলেছেন: বিল্লীতো দেখি অখনো পান নাই
৯৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৬
আমিই মিসিরআলি বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২১
খেয়া ঘাট বলেছেন: হয়নাই, হয়নাই। বিল্লী খুঁজে পান নাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২২
খেয়া ঘাট বলেছেন: ২২,৫৬,১০৬
৯৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
আমি তুমি আমরা বলেছেন: বিলাই কুতায়?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫
খেয়া ঘাট বলেছেন: আপনার চোখ যেখানে নাই, বিলাই সেখান। এবার খুঁজে দেখেন।
৯৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
মনিরা সুলতানা বলেছেন: বিলাই মারছি থুক্কু ধরছি
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
খেয়া ঘাট বলেছেন: ঠিক আছে আগে ধইরতে হবে, তারপর মাইরতে হইবে।
আপনাকে দিয়ে হবে।
৯৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮
আমিই মিসিরআলি বলেছেন:
আগে ক্যান দেখলাম না
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
খেয়া ঘাট বলেছেন: আপনার কান্দন দেখে বিল্লী কিন্তু হাসে।
৯৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৪
প্রবাসী পাঠক বলেছেন: ছবিটা প্রথমবার দেখে আমিই মিসিরআলি ভাইয়ের মার্ক করা জায়গাটাতে বিড়াল ভেবেছিলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০
খেয়া ঘাট বলেছেন: তারপর জায়গামতো হাজির হয়েছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৪
প্রবাসী পাঠক বলেছেন: Find the cat