নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

রঙে ভরা বঙগ দেশের এমন ঢঙ দেখলে এর চেয়ে ভালো কৌতুক আর মনে পড়েনা।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৬

খুব আয়েশ করেই খায়েশ করে পায়েশ খাইয়ে মজিদ বিয়ে করলো। সুন্দরী, রুপবতি বউ।

প্রতি রাতেই মজিদ বউয়ের সাথে তার বীরত্ব করে মানে বীরত্বের গল্প বলে। সারাদিনের বাহাদুরি জেনানাকে জানান দেয়।

একদিন সকাল বেলা মজিদ কাজে যাওয়ার জন্য নিজের বাহাদুরি পোষাক পরে প্রস্তুত হলে,এবেলা বউও মজীদের সঙগী হলো।



মজীদ কাজের জায়গায় হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। জামাইয়ের বীরত্ব দেখেতো বউ বেজায় খুশি।



এমন সময় রেল ক্রসিং এ একটা গাড়ি এসে থামলে মজিদমিয়া রেল ক্রসিঙের দায়িত্ববান গার্ড হিসাবে রেলক্রসিংয়ের গেইট লক করে দিলো তার বীরত্বের বড়লাঠি নামিয়ে। গেট বন্ধ হয়ে যাওয়ায় ওপারে সব গাড়ী আটকা পড়েছে।

কিন্তু ঘটনা কি!! অন্য পাশ থেকেতো কোনো ট্রেন আসছেনা।



আটকা পড়া গাড়ীর লাইন লম্বা হচ্ছে। মজিদমিয়া বেজায় খুশি। বউও আরো ডাবল বেশী খুশি। বাহ! নিজের জামাইয়ের কী অপরিসীম ক্ষমতা।



ঠিক এমন সময়-একটা লোক মজিদমিয়ার রুমে ঢুকে দিলো মজিদ মিয়াকে জোড়ে এক থাপ্পড়।

থাপ্পড় খেয়ে মজিদমিয়া তাড়াতাড়ি করে রেলক্রসিংএর গেট খুলে দিলো। আর লোকটি হনহন করে গাড়িতে ওঠে গাড়ি চালিয়ে চলে গেলো।



মজিদ মিয়ার বউতো পুরাই অবাক। ঘটনা কি হলো?

জামাইকে বললো- কিছুইতো বুঝলাম না। এটা কি হলো?

মজিদমিয়া বললো- ঘটনা আর কিছুই নাগো বিবি।

আমার ক্ষমতা আমি দেখালাম লোক না চিনে ক্রসিংএর গেট বন্ধ করে গাড়ী আটকে দিয়ে। আর লোকটি উনার ক্ষমতা দেখালো আমার গালে চড় মেরে।

আমার ক্ষমতা আমি দেখালাম আর উনার ক্ষমতা উনি দেখালেন।

সমান সমান।



দরবেশ বাবার গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকার তার ক্ষমতা দেখালো আবার ৩০ মিনিটের মধ্যে তা প্রত্যাহার করা হলো মানে,দরবেশ বাবা উনার ক্ষমতা দেখালেন। আর মাঝখানে গোলাম মাওলারনি সরকারের ক্ষমতা দেখে বউ হিসাবে একটু খুশী হলেন। আর আমরা আম জনতাতো খানিক এ দিক থেকে আবার খানিক ঐ দিকে দমকা দামকি আর হুমকি হামকিই খেলাম।



রঙে ভরা বঙগ দেশের এমন ঢঙ দেখলে এর চেয়ে ভালো কৌতুক আর মনে পড়েনা।







মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১৯

নিয়েল হিমু বলেছেন: রঙ্গে ভরা । কৌতুকটা উপভোগ করেছি

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৭

খেয়া ঘাট বলেছেন: ঘটনা আর কৌতুক দুটোই কিন্তু উপভোগ্য।
আর এদুটোর যোগফলের ব্যাসার্ধের ভিতরেই কিন্তু আটকে আছে ৫৬ হাজার বর্গমাইল।
আপনাকে ধন্যবাদ।

২| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৪১

উপপাদ্য বলেছেন: আর মাঝখানে গোলাম মাওলারনি সরকারের ক্ষমতা দেখে বউ হিসাবে একটু খুশী হলেন।



হা হা প গে........।

এমন বঙ্গ দেশে কত কিছুই যে সম্ভব।
তবে একটা কথা থাপ্পরের উপরেও থাপ্পর দেয়ার লোকও আছে কিন্তু।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৯

খেয়া ঘাট বলেছেন: এমন কেউ থাকলেতো ভালোই।
খুশী হইলাম ভাইজান।

৩| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৫১

উদাস কিশোর বলেছেন: কৌতুক টা উপভোগ করলাম ।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৯

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ ভাই।

৪| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫২

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৪

পদ্মা_েমঘনা বলেছেন: +++, শেয়ারমার্কেটের কারণে কতলোক সর্বশান্ত হয়েছে, কতজন আত্মহত্যা করেছে! দুনিয়ার আদালতে জামিন হলেও জনতার আদালতে মুক্তি কি এত সহজ? দরবেশ আর কয়দিন বাঁচবে, কতদিন পৃথিবীতে প্রভাব খাটাবে? তারপর?

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২১

খেয়া ঘাট বলেছেন: এই আদালত হবে কবে????? ভাইজান???

৬| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন:
হে হে হে, কম খারাপ বলেন নাই ;) ;)

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭

ভিটামিন সি বলেছেন: আসলেই তো আপনি লোক হিসেবে কম খারাপ না। এক্কেবারে দরবেশ বাবা ওরফে পাটের দশি নিয়ে কথা বলেছেন। সাবধানে থাকবেন। নইলে রনির মতো অবস্থা হৈতারে।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: এখনতো আমার ভয়ানক ডরডর লাগে।
ফাইসা গেলাম নি???? ভাইজান??? =p~ =p~ =p~ =p~

৮| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

হেডস্যার বলেছেন:

উদাহরন তো মারাত্মক দিছেন....... ++

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

খেয়া ঘাট বলেছেন: হেডস্যারের পছন্দ হয়েছে..আর কি লাগে???? খুউব খুশি হয়েছি।

৯| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

িনহািরকা বলেছেন: ভালো লাগলো.......................

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

১০| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২০

ইমিনা বলেছেন: হি হি হি ...
হাসি যে থামছে ই না ...
মন্তব্য করবো ক্যামনে?

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: হাসি বন্ধ হলে করবেন। অসুবিধা কি???

১১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

আমিনুর রহমান বলেছেন:




হাস্মু না কান্মু বুঝতাছি না ;) :P

১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: এ ...............এ.................এ্যা...................
রনিভাইয়ের জন্য কান্দেঁন আর দরবেশ বাবার জন্য হাসেন।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

ঢাকাবাসী বলেছেন: যত ক্রাইম করেন না কেন খালি ঐ মহিলাকে কুশি রাখেন সব ঝামেলা গঅন। ভাল লাগল লেখাটি।

১২ ই মার্চ, ২০১৪ রাত ২:০৫

খেয়া ঘাট বলেছেন: B:-/ B:-/

১৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩০

নিশাত তাসনিম বলেছেন: দরবেশ বাবার গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকার তার ক্ষমতা দেখালো আবার ৩০ মিনিটের মধ্যে তা প্রত্যাহার করা হলো মানে,দরবেশ বাবা উনার ক্ষমতা দেখালেন। আর মাঝখানে গোলাম মাওলারনি সরকারের ক্ষমতা দেখে বউ হিসাবে একটু খুশী হলেন। আর আমরা আম জনতাতো খানিক এ দিক থেকে আবার খানিক ঐ দিকে দমকা দামকি আর হুমকি হামকিই খেলাম।

রঙে ভরা বঙগ দেশের এমন ঢঙ দেখলে এর চেয়ে ভালো কৌতুক আর মনে পড়েনা।

১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনার জবাবটি লিখুন -
জবাব কি লিখা যায় ভাবছি নিশাত ভাই। =p~ =p~ =p~

১৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

মামুন রশিদ বলেছেন: প্র‌্যাকটিকেল জোকস! খুব ভালো লাগল ভাইজান ।

১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান।

১৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: কৌতুকটা বেশ প্রাসঙ্গিক এবং মজার।

১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৮

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ।

১৬| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সব সম্ভবের দেশে সবই সম্ভব ;)


এবারে কৌতুকের কথাটা বলি। কৌতুকটার একটা ভিন্ন ভার্সন আছে।


লাইনম্যান বউকে নিয়ে গেছে তার ক্ষমতা দেখানোর জন্য। দূর থেকে একটা ট্রেন আসতে দেখেই বীরবল লাইনম্যান বুক উঁচিয়ে বউকে বলে, আমার কত ক্ষেমতা, দাঁড়াও, তুমারে অহনে দেখাইতেছি ;)

ট্রেন কাছে আসতেই লাইনম্যান লাইন টেনে ট্রেনের গতিপথ ঘুরিয়ে দিল। আর কী- বিরাট গড়ড়ড়ড়র শব্দে কিছুদূর গিয়ে ট্রেন থামে। ট্রেন থেকে নেমে আসে মাস্টার। লাইনম্যান হন্তদন্ত হয়ে মাস্টারের কাছে ছুটে যায়। মাস্টার মহাশয় লাইনম্যানের দুই কান চেপে জোরসে দুইখান থাপ্পড় বসিয়ে দিলে সে মাথা ঘুরে পড়ে যায়।

পরিস্থিতি শান্ত হবার পর লাইনম্যান বউয়ের সামনে এসে দাঁড়ায়। বউ শংকিত স্বরে বলে, এইডা কী কাম অইল?
বীর বাহাদুর বলে, কী আর অইব? আমি আমার ক্ষেমতা দেখাইছি, মাস্টার তার ক্ষেমতা দেখাইছে ;) ;)

১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সব সম্ভবের দেশে সবই সম্ভব

আপনারটাওতো দারুন লেগেছে। বাহ!!!! জটিলতো।

১৭| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: রঙে ভরা বঙগ দেশের এমন ঢঙ দেখলে এর চেয়ে ভালো কৌতুক আর মনে পড়েনা।


নির্লজ্জ এই নেতাদের হাতে আর কত নির্লজ্জতা দেখলে আমরা মূখ ঘূরাব! ;)

তাদেরতো শরম নাইই-শরমে আমাদেরইতো অন্য দিকে চাইতে হবে!!!!!!!!

১২ ই মার্চ, ২০১৪ রাত ৩:৩৩

খেয়া ঘাট বলেছেন: তাদেরতো শরম নাইই-শরমে আমাদেরইতো অন্য দিকে চাইতে হবে!!!!!!!! =p~ =p~ =p~ =p~

১৮| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

নষ্ট অবতার বলেছেন: ভালো হইছে- মজাও...।

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান।

১৯| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নাছির84 বলেছেন: একদম মোক্ষম উদাহারন। কিন্তু মন ভরে নাই ! আরেকটু 'খুলে ফেললে' খুশি হতাম। মাইনাস লন--------

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: নিলাম মাইনাস। তবে এই মাইনাসেও ব্যাপক সুখ আছে।
আরো খুলে ফেলার কিন্তু যথেষ্ট অনুষঙগ ছিলো। খুব খেয়াল করে দুএকটি লাইন এদিন ওদিক করলেই হতো =p~ =p~ =p~ =p~

২০| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৯

মুদ্‌দাকির বলেছেন: Valoi

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ,।

২১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১

আনোয়ার ভাই বলেছেন: রঙে সঙ সাজিয়া কায়দা মত ঢঙ করিয়া বঙের কত নিয়ম ভঙ করল কথিত দরবেশ গং

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: ব্যাপক মজা পেয়েছি আপনার মন্তব্যে। ধন্যবাদ ভাইজান।

২২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মজাও পেলাম সাথে দীর্ঘশ্বাসও ফেললাম । :)

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৮

খেয়া ঘাট বলেছেন: আমার কথাটাই বলেছেন আদনান ভাই।

২৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪১

খাটাস বলেছেন: হাহাহা ব্রিলিয়ান্ট ম্যাচিং আরিফ ভাই =p~ =p~
কিন্তু কিছুই করার নাই বাবারে আপাতত |-)

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৯

খেয়া ঘাট বলেছেন: কিন্তু কিছুই করার নাই বাবারে আপাতত
হাহাহাহহাহাহাহা।

২৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫০

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P

২৬| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: মজার। =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.