![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না.গঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে শামীম ওসমান
--------------------------------------------
টাকা-পয়সা, ধন-সম্পদ কিছুই সঙ্গে যাবে না : শুধুই সংগে যাবে আপনার ইবাদত বন্দেগি আর আপনার চারিত্রিক গুণাবলি।
শামীম ওসমান!!!!!!!!!!!!!!!!!
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৪
খেয়া ঘাট বলেছেন: এটা কোনো কমেন্ট করলেন? একেবারে সিরিয়াস ভাব গম্ভীর কমেন্ট।
ভূতের মুখে রাম নাম,
হাফিজ ছাত্রদের পাগড়ী পরায় শামীম ওসমান।-- এই টাইপের কিছু বলা যায়না
২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২
সংগ্রামী বালক বলেছেন: কথাটা তো ভালোই বলেছে।উনি আবার এ সম্পর্কে ভালো জানেন।এজন্যই তো ত্বকিকে খুন করে ত্বকির কাছে থেকে ইবাদত বন্দেগী আর চারিত্রিক গুনাবলী আত্মসাত করেছে।
৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা নিজের জীবনে যদি এই কথাগুলোর আমল থাকত!!!!!!!
নিশাত তাসনিম@ আপনার দোয়া কবুল হোক!
আর বক্ত বর্তমানে যে হালে আছে তাই যদি তার সাথে যায়- কি হবে আল্লাহ মালুম!!!!!!!!!!!!!!
৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১
চুক্কা বাঙ্গী বলেছেন: আমার মন্তব্য!!! :-< :-<
৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হে আল্লাহ, তুমি মানুষকে ‘মানুষ’ করো। আমিন।
৬| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Lol
৭| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৬
পদ্মা_েমঘনা বলেছেন: শামীম ওসমানের চরিত্র ফুলের মত পবিত্র! আর কি কৈয়াম?
৮| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: নো কমেন্টস
৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২
মোমেরমানুষ৭১ বলেছেন: নিশাত তাসনিম বলেছেন: তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তাকে সত্য ন্যায় ও আলোর পথে আসার জন্য হেদায়েত দান করুক ।
১০| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪
মুক্তকণ্ঠ বলেছেন: দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য।
১১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬
স্বপ্নসমুদ্র বলেছেন: তারে ওখানে নিল টা কে??
১২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬
উদাস কিশোর বলেছেন: আল্লাহ তাকে হেদায়াত দান করুন ।
১৩| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪২
তুষার মানব বলেছেন:
১৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:৩৬
আমিই মিসিরআলি বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হে আল্লাহ, তুমি মানুষকে ‘মানুষ’ করো। আমিন।
১৫| ১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৪:১৪
উপপাদ্য বলেছেন: ভাই আপনারা কি কোনদিন হিপোক্রেট দেখেন নি??
১৬| ১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৪:১৮
দি সুফি বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: নিশাত তাসনিম বলেছেন: তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তাকে সত্য ন্যায় ও আলোর পথে আসার জন্য হেদায়েত দান করুক ।
১৭| ১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমাদের জানাশোনা সব মিথ্যে হতে পারে। সত্যি যদি সে নিজেও মহৎ কেউ হয়ে থাকে, আল্লাহ অবশ্যই তাকে ভালো দেখবেন। আর না হলে কথায় তো চিড়ে ভিজে না।
১৮| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৮
হেডস্যার বলেছেন: দি সুফি বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: নিশাত তাসনিম বলেছেন: তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তাকে সত্য ন্যায় ও আলোর পথে আসার জন্য হেদায়েত দান করুক ।
১৯| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩
রায়হান চৌঃ বলেছেন:
আপসোস হয় এদের জন্য.....
আজকাল এই সব বলতে না পারলে কি আর নেতা হওয়া যায়...? দেখলেন না নেতা হওয়ার জন্য কেউ লেংটা হয়ে নাচে, আবার কেউ ঘোমটা তুলে নাচে আবার কাউ খেমটা হয়ে হাঁসে...... যত্তসব নিল্জ্জের যাত গুলো, বেহায়ার জন্ম....... মিথ্যা বলতে বলতে দেখুন না এদের চেহারার কি অবস্থা....... ছি
২০| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
মামুন রশিদ বলেছেন: ভূতের মুখে রাম নাম
২১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ছোটবেলায় শিখেছেন আমাদের সবার মত করেই, এইজন্যই জায়গা মত বলেছেন!
২২| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৮
আম্মানসুরা বলেছেন: কিচ্ছু বলার নাই।
২৩| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯
একজন ঘূণপোকা বলেছেন:
জোক্স অব দ্যা ইয়ার
২৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: সেরা টপিক :-& :-& :-&
২৫| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি!!
২৬| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৭
নাছির84 বলেছেন: এলাকা থেকে মানুষের গমনের দায়িত্বটা হয়তো তারই ওপর ! সেজন্যই মুখ দিয়ে সবসময় যাওয়া-আসা ঝরতে থাকে। ব্যাপার না, সেরে গেলে ঠিক হয়ে যাবে ...!
২৭| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৭
দালাল০০৭০০৭ বলেছেন: অযোগ্য নেতার যোগ্য বানী।
২৮| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩
রাকিবুল হাসান ২০১০ বলেছেন: শামীম ওসমান তাহলে এভাবে বয়ান দিতে পারেন ??? মহান বয়ান ।্আল্লাহ তারে হেদায়েত দান করুন ।
২৯| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১১
মনিরা সুলতানা বলেছেন: নাম দেইক্ষাই জানে পানি নাই ।।
আবার কয় কমেন্ট করতে :-& :-& :-& :-& :-&
৩০| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই বিশ্বাস করেন, কিচ্ছু কওয়ার নাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭
নিশাত তাসনিম বলেছেন: তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তাকে সত্য ন্যায় ও আলোর পথে আসার জন্য হেদায়েত দান করুক ।