নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন ব্লগে, বিভিন্ন স্ট্যাটাসে আমার লিখাগুলোর মালিকানা অন্যরা নিয়ে যাচ্ছে। আমি অবাক!!

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬

আমার নিজের লিখা বিভিন্ন জন, বিভিন্ন ভাবে কপি পেস্ট করেই যাচ্ছে। এতে আমি বড় সুখ পাই। মাঝে মাঝে আঁতকে ওঠি, চমকে ওঠি, মনের জ্বালায় ধমকে ওঠি।তবে খারাপ লাগে নিজের লিখায় লাইক পাই ২০-২২ টা। আর যারা কপি পেস্ট করে ইচ্ছেমতো নানান নামে চালিয়ে দিচ্ছেন উনারা লাইক পান শত শত হাজারে হাজারে। এই লিখাটা আমার -একটা নমুনা দেখেন। বিভিন্ন ব্লগে, বিভিন্ন স্ট্যাটাসে আমার লিখাগুলোর মালিকানা অন্যরা নিয়ে যাচ্ছে। আমি অবাক!!

এই লিখাটি আমি ফেসবুকে লিখেছিলাম, ব্লগেও।

জেতার কৌশল ১০০%গ্যারান্টিড



বড় সেলিব্রেটিদের মৌলিক লিখা দরকার। আর একান্তই যদি অন্যের লিখা ভালো লাগে তাহলে সূত্র উল্লেখ করে দিলেই হয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

ইমিনা বলেছেন: সব চেয়ে বড় সমাধান হলো - সব ধরনের লেখালেখি একদম বন্ধ করে দিন :P :P

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: এটা খুব ভালো একটা পরামর্শ। ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

উদাস কিশোর বলেছেন: ইমিনা বলেছেন: সব চেয়ে বড় সমাধান হলো - সব ধরনের লেখালেখি একদম বন্ধ করে দিন :P :P
.
এসব টুকলিবাজদের ঠেকানো মুসকিল

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

খেয়া ঘাট বলেছেন: এটা খুব ভালো একটা পরামর্শ। ধন্যবাদ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

উড়োজাহাজ বলেছেন: লিঙক কাজ করে না।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি। লিঙকটা দেখি কাজ করছেনা। বাসায় যখন দেখলাম তখন কজাজ করছিলো। অফিসের কম্পিউটার থেকে দেখি কাজ করেনা। আর উনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এখন আর দেখা যাচ্ছেনা।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৬

নহে মিথ্যা বলেছেন: ভাই আমারো একই অবস্থা... আমার কথা হল কপি করলে করুক... কিন্তু লেখকের নাম কপি করতে সমস্যা কোথায়???
এই লেখাটা পড়ে দেখেন কপির মাত্রা কেমন :P Click This Link

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: দেখলাম। ভয়াবহ ব্যাপার।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: এজন্য দায়ী লেখক নিজেই কারন ছদ্দনামের কপি রাইট হয়না আর তাই আপনি ঐ মেরে দেওয়া লেখা কিভাবে দাবি করবেন ? এখন থেকে লেখার শেষে আসল নাম লিখে কপি রাইট করুন ,কারন এরপরও যদি আবারো পুনরাবৃত্তি হয় তখন আপনি ডোমেইন এবং আই পি অ্যাড্রেস নিয়ে তাঁকে ধরতে পারবেন । সব সময় লেখার মুল কপি হোক হাতে লেখা বা আপনার নামের পি সি তে সেভ করা প্রমান হিসাবে ভালো কাজ দেবে ।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা ভাই। এখানে ছদ্মনামে লিখলেও ফেসবুকে আসল নামেই লিখি।
ধন্যবাদ।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এটা এমন একটা সমস্যা যেটার সহজ কোনও সমাধান নেই । খুবই দুঃখজনক একটা ব্যাপার ।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: আদনান ভাই, দুঃখও লাগে আবার হাসিও আসে।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

আলী খান বলেছেন: বাংলাদেশে কোন নিউজ পেপার নাই, আছে শুধু টয়লেট পেপার। X( X(
বাংলাদেশে কোন সাংবাদিক নাই, আছে সাংঘাতিক X(( X((

১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৮

খেয়া ঘাট বলেছেন: :( :( :( :( :(

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: হাজার হাজার লাইক পেতে হলে আপনাকে সানিয়া খানম হতে হবে :D

১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৮

খেয়া ঘাট বলেছেন: উনি কে?????

৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

মামুন রশিদ বলেছেন: প্ল্যাগিরিজম! সূত্র উল্লেখ না করে যেকোন ধরণের লেখা কপি করা পরিষ্কার লেখাচুরি ।



১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

দালাল০০৭০০৭ বলেছেন: চুরি করার পর তার আইডি ব্লক হয়েছে।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: " আইনস্টাইনের পিতার নাম কেয়ামত " এই লেখাটা পড়ার পর থেকেই টুকলিবাজরা সাবধান হয়ে গেছে। এখন তারা প্রয়োজনীয় অংশটাই কপি করে।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬

উপপাদ্য বলেছেন: খেয়া ভাই, জাতীয় দৈনিকেই ব্লগারদের লেখা চুরি করে ছাপিয়ে দেয়। চোরে চোরে ভরে গেছে দেশটা।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করে কি ধরনের আত্মতৃপ্তি পায় মানুষ??

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৪:২২

আমি অপদার্থ বলেছেন: হুদাই মিয়া লিঙ্কযে কাজ করেনা , ভণ্ডামি ছাড়েন।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৫:২২

খেয়া ঘাট বলেছেন: জ্বি। আপনাকে বিনীত ধন্যবাদ ভাই।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩১

ঢাকাবাসী বলেছেন: পুরো দেশটাই করাপটেড, নাম্বার ওয়ান করাপটেড, অপরাধীর শাস্তি না হওয়া আরো করপশনের লক্ষন!

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনেরে একটা চিমটি! ;)

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই সমস্যাটা আমার রেগুলার হচ্ছে। কিছুদিন আগে নিচের লোকের ভদ্রলোক খুব ইনিয়ে বিনিয়ে মেসেজ পাঠালেন আমার বন্ধু হতে চান। আমি উনার দাকে সাড়া দিলাম। এরপরে উনার ওয়ালে গিয়া দেখলাম উনি প্রায় সেলেব্রেটি লেভেলের। বাট সেড ব্যাপার হল উনি আমার লেখা এবং আমার ফেইসবুক স্টেটাস ডেইলি তিনবার করে পোস্ট নিজের করে পোস্ট করছেন। আমি উনারে জিগাইলাম ভাই এগুলা কার লেখা। সাথে সাথে উনি আমারে ব্লক করে দিলেন। তারপর আমি আমার কয়েকজন এফবি বন্ধুদের জানালাম। তারা একশন নিল। তারপর সবগুলা স্টেটাস ডিলেট দিল! ভাই কিছুদিন পর এমনও হতে পারে যে আমাদের নিজেদের লেখা সেটাও প্রমাণ করতে হবে।

https://www.facebook.com/nirneyo.somikoron

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫

শান্তির দেবদূত বলেছেন: লিংক কাজ করছে না; ঠিক করে দিয়েন, পেইজ নট এভেইলেবেল দেখাচ্ছে। চোর মহাশয়া ডিলিট করে দিয়েও থাকতে পারে।

খুবই দুঃখজনক ব্যাপার, কি যে মজা পায় অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিয়ে! আজব! পাবলিক।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

একজন ঘূণপোকা বলেছেন: ইমিনার মন্তব্য ভালো লেগেছে


আপনার জন্য সমবেদনা

এই রকম ব্যাপার ফেইস আমরা সবাই কম বেশি করছি



১৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

না পারভীন বলেছেন: লেখাটি চুরি হয়েছিল . এবং মেয়েটি ৫০০ লাইক আর ২৫০ টি কমেন্ট পেয়েছিল .মজার ব্যাপার হল এত ভাল লিখার জন্য তাকে সবাই ধন্যবাদ দিচ্ছিল আর সে বিনীত ভাবে তা রিসিভ করছিল .তার বোধদয় হয়েছে মনে হয় .

২০| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩

অন্তরন্তর বলেছেন:

আর একজনের লিখা চুরি করে এরা কি আনন্দ পায়
আমি জানি না। আসলেই ব্যাপারটা দুঃখজনক।
কি করবেন খেয়াঘাট ভাই, এদের বলেও কিচ্ছু হবে
না। শুভ কামনা।

২১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

সাজিদ উল হক আবির বলেছেন: এসব ক্ষেত্রে আমি নিজেকে শান্তনা দেই এই ভেবে যে, যারা আমার সামান্য ফেবু স্ট্যাটাস বা ব্লগের লেখা চুরি করে তাদের লেখক জীবনের দৌড় আর কতটুকুই বা হতে পারে?

২২| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এটা এমন একটা সমস্যা যেটার সহজ কোনও সমাধান নেই । খুবই দুঃখজনক একটা ব্যাপার ।

২৩| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দুঃখজনক একটা ব্যাপার।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

প্যারাডাইস বলেছেন:

খুব দুঃখজনক। এদের মস্তিষ্কে পচন ধরেছে।
শুভ কামনা।

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

অন্ধবিন্দু বলেছেন:
এ ব্যাপারে গিনেস বুকে একটা রেকর্ড করা যাইতে পারে !
কি বলেন, আরিফ ?

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪০

সীমানা ছাড়িয়ে বলেছেন: সীমানা ছাড়িয়ে বলেছেন: হাজার হাজার লাইক পেতে হলে আপনাকে সানিয়া খানম হতে হবে :D

লেখক বলেছেন: উনি কে?????

যিনি আপনার স্ট্যাটাস মেরে দিলেন তিনিই তো সানিয়া খানম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.