নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ধনী হওয়ার ছয়টি মহামূল্যবান সূত্র

০৩ রা জুন, ২০১৪ ভোর ৫:২১

বিশ্বের অন্যতম ধনী মানুষের একজন, অসম্ভব মেধাবী,জনহিতৈষী,মানবমিত্র এবং সর্বোপরি ফিলানথ্রোপিস্ট ( এর সঠিক বাংলা জানিনা-কেউ জানলে দয়া করে জানাবেন) হিসাবে বিশ্বব্যাপী সুপরিচিত Warren Buffett কর্তৃক ধনী হওয়ার অত্যন্ত চমৎকার ছয়টি মূল্যবান টিপস। পড়ুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।



১। আয়ঃ সবসময় একটিমাত্র আয়ের উপর নির্ভর করলে চলবেনা, কমপক্ষে ২য় একটি আয়ের পথ বের করতেই হবে।



২। ব্যয়ঃ যদি এরকম জিনিস ক্রয় করতেই থাকেন যা আদৌ আপনার দরকার নাই, তবে মনে রাখবেন একসময় দরকারী জিনিস কেনার জন্য আপনাকে ঘরের জিনিস বিক্রি করতে হবে।



৩।সন্চয়ঃ খরচ করার পর যা অতিরিক্ত থাকে তা সন্চয় না করে বরং সন্চয় করার পর যা অতিরিক্ত থাকে তাই খরচ করুন।



৪। রিস্ক গ্রহনঃ কখনোই দুপা একসাথে ডুবিয়ে পানির গভীরতা মেপে দেখবেন না।



৫। বিনিয়োগঃ সবগুলো ডিম সবসময় এক ঝুড়িতে রেখে মাথায় বহন করা যাবেনা।



৬। প্রত্যাশাঃ সততা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটি জিনিস যা কখনোই সস্তা লোকের কাছ থেকে প্রত্যাশা করা উচিত নয়।











মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৬:২৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার!

০৩ রা জুন, ২০১৪ সকাল ৭:২৭

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইজান।

২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৮:৩৯

বাবুল হোসেইন বলেছেন: ফিলানথ্রোপিস্ট হলো দানবীর, লোকহিতৈষী ব্যক্তি

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫০

মাহমুদ০০৭ বলেছেন: মনে রাখলাম ।
অনেক দিন পর আপনাকে দেখছি ভাই - কেমন আছেন ?
আপনাকে ব্লগে মিস করি ।
আশা করি আবার আগের মত নিয়মিত হবেন ।
ভাল থাকবেন ।
ধন্যবাদ ।

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

খেয়া ঘাট বলেছেন: বাহঃ আপনাকে দেখেও ভালো লাগলো মাহমুদ ভাই।

৪| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫১

আজীব ০০৭ বলেছেন: চমৎকার!

০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! কথা সত্য !
ধনী হইতে পারলে আপনার আমার বাসায় দাওয়াত !

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: আপনার বাসায় আমার দাওয়াত অথবা আমার দাওয়াত আপনার বাসায়- আমি দুটোতেই রাজি আছি। দ্রুত ধনী হোন অভি ভাই।

৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সরি , আমি ধনী হইতে পারলে আমার বাসায় আপনার দাওয়াত হবে

৭| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর ও কাজের সুত্র।


আসলেই মহামুল্যবান :)

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:২০

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ নেন। এবার ফর্মূলা বাস্তবায়ন করেন।

৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:১৭

খাটাস বলেছেন: বাহ দারুন। এবার আর আমারে ঠেকায় কে? :)
ধন্যবাদ জানবেন এজন্য ভাই :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:০১

খেয়া ঘাট বলেছেন: আমাকে কিছু কমিশন দিবেন প্লিজ। সূত্রগুলো শেয়ার করার জন্য- =p~ =p~ =p~

৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫০

মামুন রশিদ বলেছেন: ভাইজানতো ফিলানথ্রোপিস্ট রাগিব আলি সাহেবের দ্যাশের মানুষ ;)

(পাইলট স্কুলের হোস্টেল দখল করে মার্কেট আর দেবোত্তর মন্দিরের পুরুতকে ভয় দেখিয়ে চা-বাগান দখল নিয়ে আমি কিচ্ছু জানি না :( )

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:০২

খেয়া ঘাট বলেছেন: সেটার খবর আমিও জানিনা।
আরো কথা আছে, কইতে লজ্জা লাগে। =p~ =p~ =p~ =p~

১০| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:০৩

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার লিকেছেন, এবার ধনী হওয়ার একটা চেষ্টা করে দেকা যাইতে পারে :-B

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: হতে পারলে আমাকে জানাবেন কিন্তু।
অন্ততঃ এক কাপ চায়ের দাওয়াত দিবেন এই আশা রাখি।

১১| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:১২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ইচ্ছে করছে এখুনি ধনী হয়ে যাই ! সুত্র মনে রাখার চেষ্টা করবো, দেখি কি হয় ! খিকজ ! :P

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৫

খেয়া ঘাট বলেছেন: ইচ্ছে করছে এখুনি ধনী হয়ে যাই =p~ =p~ =p~ =p~ =p~

১২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: এতদিনেও কিছু না করতে পেরে আমারা পুরো পরিবারটিই এখন "ভোগীর মানসিকতায়" আছি।। একটি সুত্রও কাজে আসে নি। কারন এ্যালজেবরা বরাবরই আমার ভীতির একটা কারন ছিল। সেটাই বাস্তবে কাজে লাগিয়েছি।।

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৮

খেয়া ঘাট বলেছেন: তাহলে আপনি এবার নিজের সূত্র নিজে লিখেন ভাইজান। =p~ =p~ =p~

১৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: সেটাতো মন্তব্যের প্রথমেই লিখে দিয়েছি,ভাই @ খেয়াঘাট

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৯

খেয়া ঘাট বলেছেন: বুঝছি...........আপনি ভোগী ........যাক তাহলে ধনী না হলেও শান্তিতে আছেন। সেটাই বড় কথা ভাইজান।

১৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:১৫

সিস্টেম অ্যাডমিন বলেছেন: ৬ নম্বর পয়েন্ট টি বাদে আর যাই হোক আপনি বেশী দূর এগোতে পারবেন বলে মনে হয় না । বাকি পয়েন্ট গুলি কেবল মাত্র সাময়িক সস্তি দিতে পারে । আমাদের কর্মের অদৃষ্ট স্বরূপ আমরা ধনী বা গরিব হয়ে থাকি ।। কর্মটি কেবল মুখ্য হতে পারে বাকী সব নিরর্থক !
কোন টিপস বা ফর্মুলা দ্বারা আর যাই হোক ধনী হওয়া কঠিন ।

০৬ ই জুন, ২০১৪ রাত ২:২৫

খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন ভাই।

১৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন ভাই।

১৬| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৭

বোকামানুষ বলেছেন: ধনী হইতে মন চায় :) :P

০৬ ই জুন, ২০১৪ রাত ২:২৫

খেয়া ঘাট বলেছেন: আমারও ভাই। =p~ =p~

১৭| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগার বন্ধু খাটাশ বলেছেনঃ আমারে এবার ঠ্যাকায় কে! =p~
আরিফ ভাই বলেছেনঃ আমাকেও কিছু কমিশন দেবেন প্লিজ! !:#P

অনেক ধন্যবাদ আরিফ ভাই, সুন্দর কিছু পয়েন্ট শেয়ার করার জন্যে। ফিলানথ্রপিষ্ট মানে কি পরোপকারী গোছের কিছু ?

ভালো থাকুন। আপনার কথা সব সময় মনে থাকে ভাই। আশা করি দেশে আসলে আপনি আপনার সাথে দেখা করার সুযোগ পাব। :)

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: আমিও একজন প্রিয় মানুষের সাথে দেখা করার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ দেখা হবে।

১৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৯

তুষার মানব বলেছেন: ধনী হইতে মুঞ্ছায় :( :(

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: আম্রাও

১৯| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

স্বাধীনতা_bd বলেছেন: ব্লগে নতুন মন্তব্য করার মত সাহসী হতে সময় লাগবে...

২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনার প্রোফাইল ছবিটা সুন্দর।

২০| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭

ধুমধাম বলেছেন: ওয়ারেন বাফেট!

২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি , ধন্যবাদ/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.