নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছবিতে একটি শব্দ লুকানো আছে। গুগলের সাহায্য ছাড়া আপনার মেধার পরীক্ষা নিন।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৩২





দেখা যাক, লুকানো শব্দ বের করুন। আপনি নিজে যেন আবার লুকিয়ে না যান। যারা আগে জেনেছেন বা পেরেছেন। উনার লাইনের শেষে দাঁড়ান, কেমন?

মন্তব্য ৬৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: আবারো বিল্লি খোঁজার মত টেনশানে ফেলে দিলেন খেয়া ঘাট ভাই।

Liar শব্দটা আছে মনে হয়।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: কেউ কথা রাখেনা, কেউ কথা রাখেনি। লাইনের শেষে দাঁড়াতে বলেছিলাম। আগেই চলে আসলেন। অভিনন্দন।

২| ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৪০

ভারসাম্য বলেছেন: সত্যি ছবি আছে? আপনি মিথ্যে বলছেন না তো! Are you a liar? ;)

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৪৫

খেয়া ঘাট বলেছেন: কেউ কথা রাখেনা, কেউ কথা রাখেনি। লাইনের শেষে দাঁড়াতে বলেছিলাম। আগেই চলে আসলেন। অভিনন্দন নেন। কী আর করা???

৩| ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: ভাই এইটা আগে থেকে জানতাম না। আপনার আগের ধাঁধার বিল্লি খোঁজার অভিজ্ঞতা কাজে লাগালাম। তাতেই ফলাফল পেয়ে গেলাম।

দুঃখিত ভাই - মজাটা মনে হয় নষ্ট করে দিলাম।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৫০

খেয়া ঘাট বলেছেন: জ্বিনা, মজাটা এখন আরো বেড়ে গেলো।
আগের বারতো অনেকেই বলেছিলেন বিল্লী নেই। এবার সেই অপবাদ পাবোনা... আমি নিরাপদ এখন। আপনাকে ধন্যবাদ ভাই।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: আগেরবারের চেয়ে এবারের ধাঁধাটা অনেক সহজ হয়ে গেছে ভাই। আমার মনে হয় একটু চেষ্টা করলেই প্রতি দশ জনের অন্তত নয় জন এটা সহজেই পেয়ে যাবে।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৫৪

খেয়া ঘাট বলেছেন: কন কি????? পারবেনা.চ্যালেন্জ দিলাম।
কারণ কি জানেন????










ব্লগে ইদানীং দশজন পাঠক পাওয়াই অনেক দূরহ ব্যাপার। সেই দিন আর নাইরে ভাই............

৫| ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৫:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: আপনার চ্যালেঞ্জের কাছে হার মেনে নিলাম ভাই। কারণ ব্লগে সত্যিই পাঠকের উপস্থিতি অনেক কমে গেছে।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: সেইদিন আর নাইরে ভাই,
এখন নিজের পোস্টে নিজেই হীট বাড়াই।

৬| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:৫৮

মামুন রশিদ বলেছেন: এসব কাজে বরাবরই পিছিয়ে থাকলেও এবার আর Liar বলতে পারবেন না :D

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:১৮

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহাহা..............কথা সত্য। ভুল বললে নিজেই লায়ার হবো। তাই বলবোনা। তবে এটার সাথে সম্পূরক প্রশ্নঃ
ছবিটা কার? সেটাও কিন্তু আসল প্রশ্ন। এখানে পলিটিক্যালি একজন বিখ্যাত লোককে সবাইকে দিয়ে লায়ার বলানো হচ্ছে। বুঝেন ঠ্যালা।
বলতে হবে ছবিটা কার??????

৭| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৮:২৩

বন্ধুহারা০০ বলেছেন: বেশি একটা সমস্যা হলোনা তো। :-B

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন।
তবে এটার সাথে সম্পূরক প্রশ্নঃ
ছবিটা কার? সেটাও কিন্তু আসল প্রশ্ন। এখানে পলিটিক্যালি একজন বিখ্যাত লোককে সবাইকে দিয়ে লায়ার বলানো হচ্ছে। বুঝেন ঠ্যালা।
এবার বলতে হবে ছবিটা কার?????? পলিটিক্স আসলেই পলিট্রিক্স।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন।
তবে এটার সাথে সম্পূরক প্রশ্নঃ
ছবিটা কার? সেটাও কিন্তু আসল প্রশ্ন। এখানে পলিটিক্যালি একজন বিখ্যাত লোককে সবাইকে দিয়ে লায়ার বলানো হচ্ছে। বুঝেন ঠ্যালা।
এবার বলতে হবে ছবিটা কার?????? পলিটিক্স আসলেই পলিট্রিক্স।

৮| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার মাথা চুলকায় ;)

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২৯

খেয়া ঘাট বলেছেন: তাহলে বুঝতে হবে আপনার চুলের নীচে বুদ্ধির খনি আছে। চুলকাচ্ছে বুদ্ধি বের হওয়ার জন্য। আর মিথ্যার আশ্রয় না নিয়ে বলে ফেলেন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৮:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগের বারের মত মডুরা পোষ্ট নির্বাচিত করবে না, নাকি? নাকি মডুরা মিথ্যাবাদী? ;)

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
বাহঃ পুরান কথা মনে আছে????????????????????????

১০| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৮:৫১

রাতুল_শাহ বলেছেন: পারি বললে বলবেন Liar ....
না পারলে বলবেন fire

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: নাউ ইউ ক্যান চীয়ার!!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:২১

ঢাকাবাসী বলেছেন: উত্তরটা তো অনেকেই বলে দিলেন, মজা আর রইলো কোথা!

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৪

খেয়া ঘাট বলেছেন: বলার মাঝেও মজা আছে , আবার না বলার মাঝেও মজা ।
তবে অংশগ্রহণই আসল মজা। =p~ =p~ =p~ =p~

১২| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৩২

ইছামতির তী্রে বলেছেন: ফেবুতে ব্যবহার করলাম কিন্তু!

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৪

খেয়া ঘাট বলেছেন: ধুমাইয়া করেন। তবে লিংকটা একটু মেহেরবানী করে জানান দিয়েন। !:#P !:#P !:#P !:#P

১৩| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৪৫

না পারভীন বলেছেন: প্রতিভার অপচয়। :(

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: ঝেড়ে কাশেন পিলিজ.......................প্রতিভাকে একটু ঘষাঘষি না করলে জং ধরে যাবেতো। একটু ঘষামাজা করেন ডাক্তার আপা। =p~ =p~ =p~ =p~

১৪| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: সবটাই ধা ধাঁ মজা পাইলাম

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৭

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ বন্ধু ভাই।

১৫| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৪

জালিস মাহমুদ বলেছেন: আমার তো মনে হয় শব্দটা ৯৬ হবে ! আপনি কি বলেন ????

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৮

খেয়া ঘাট বলেছেন: ইশারায় কোনোো পলিটিক্স ঢুকান নাই তো :-B :-B :-B :-B

১৬| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: liar

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৪০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন।
তবে এটার সাথে সম্পূরক প্রশ্নঃ
ছবিটা কার? সেটাও কিন্তু আসল প্রশ্ন। এখানে পলিটিক্যালি একজন বিখ্যাত লোককে সবাইকে দিয়ে লায়ার বলানো হচ্ছে। বুঝেন ঠ্যালা।
এবার বলতে হবে ছবিটা কার?????? পলিটিক্স আসলেই পলিট্রিক্স।

১৭| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

স্বপনচারিণী বলেছেন: মজাই পেলাম। Liar.....giarও হতে পারে। ধন্যবাদ। শুভকামনা।

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪

খেয়া ঘাট বলেছেন: প্রথমটাই ঠিক আপু। মেলা ধন্যবাদ রইলো।

১৮| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৫

আমি স্বর্নলতা বলেছেন: আমি প্রথমে বানান করছিলাম এভাবে Sair. :P :P

বানান করার পর খেয়াল করলাম প্রথম অক্ষর এস হবেনা এটা এল হবে। :P :P :D :D

আর ফাস্ট কমেন্টেই দেখলাম যে আমারটাও ঠিক হয়েছে। খুব মজার পোস্ট। ভালো লেগেছে অনেক। :D :D

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫০

খেয়া ঘাট বলেছেন: বাহঃ বাহঃ বাহঃ।
আমারও একেবারে আপনার মতোই ঘটনা ঘটেছে।

এবার ছবিটি কার বলুন। এটি এঁকেছেন একজন রিপাবলিকান আর্টিস্ট। এবং ছবির লোকটিকে ইচ্ছেমতো সবাই লায়ার বলে তাদের মজা নিচ্ছে।

১৯| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: লাবণ্য কই ?? /:)

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: আরে ভাই লাবণ্যরা নামে লাবণ্য কিন্তু আসলে জঘণ্য..আমি মানুষ হিসাবে নাকি নগণ্য, তাই উনি এখন উনি কোথাও হয়েছেন ধন্য।
যদি আবার হতে পারি অনন্য, তবে নিয়ে আসবো আপনাদের জন্য।
=p~ =p~

২০| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: আই হেইট লায়ার :)

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪

খেয়া ঘাট বলেছেন: মী টূূূূূূূূূূূূূূূূূূূূূূু।
ধইন্যা নেন ভাই।

২১| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:১৭

শের শায়রী বলেছেন: উত্তর তো পেয়েই গেছেন। আপনার সেই সব মনোমুগ্ধকর গল্প চাই। কেমন আছেন ভাই?

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৬

খেয়া ঘাট বলেছেন: আরে আপনি!!!!!!!!!!!!!!! সব কিছু ঠিক দেখছিতো?????
কেমন ছিলেন, কেমন আছেন, কোথায় ছিলেন.............
এতোদিন কোথায় ছিলেন??????????????
------------------------------------------

২২| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মামুন রশিদ বলেছেন: ছবি দেখতে পারলেও কার ছবি বুঝতে পারছি না । মনিকা কান্ডে মিথ্যে বলা বিল ক্লিনটন না তো!

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৭

খেয়া ঘাট বলেছেন: উহূূূূূূূূূ, হয়নি।
আরেকটু চেষ্টা করেন।

২৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: আবারো বিল্লি খোঁজার মত টেনশানে ফেলে দিলেন খেয়া ঘাট ভাই।

আমি কিন্তু এখনো খুঁজে পাইনি :(

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৭

খেয়া ঘাট বলেছেন: কী বলেন ভাইজান???
মিথ্যা বলছেন না তো??? =p~ =p~

২৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:১১

একজন ঘূণপোকা বলেছেন:
না ভাই সত্যি কইতাছি, মিথ্যা খুঁজে পাচ্ছি না ;) ;) =p~ =p~ =p~

০৫ ই জুন, ২০১৪ রাত ১:১৩

খেয়া ঘাট বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন:
না ভাই সত্যি কইতাছি, মিথ্যা খুঁজে পাচ্ছি না !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#Pপারেনও বটে।

২৫| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: সম্পূরক প্রশ্নঃ
ছবিটা কার? সেটাও কিন্তু আসল প্রশ্ন।


এই প্রশ্নের উত্তরত আরও সহজ প্রিয় খেয়া ঘাট ভাই।

উত্তরঃ আমি জানি না। ( অনেকক্ষন চেষ্টা করে দেখলাম কিন্তু পারলাম না )

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৪

খেয়া ঘাট বলেছেন: এটা নিয়েতো বিশাল পলিটিক্যাল ঝড় বয়ে যাচ্ছে, গতকাল রেডিও নিউজেও শুনলাম...................(আমেরিকান রেডিও)
ক্লু দিলাম প্রপা ভাই।

২৬| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৫০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: পোস্ট দেরীতে দেখেছি। যাই হোক পোস্টে ঢুকার আগেই ছবি দেখে বুঝে গেছিলাম এইটা Liar হবে!!!! কিন্তু দেরী করে দেখার কোনো মজা নাই!!! /:) /:) /:)

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৭

খেয়া ঘাট বলেছেন: প্রথমে ধইন্যা নেন।
মজা কিন্তু এখনো শেষ হয়নাই। বলতে পারেন শুরু হলো।
এটা একজন পলিটিক্যাল লোকের ছবি। বিরোধী পক্ষের আর্টিস্ট দ্বারা ছবিটি আঁকা। যেখানে সবার মাধ্যমে কমেন্ট লিখে এই বিখ্যাত লোকটিকে লায়ার বলানো হচ্ছে। বলতে হবে ছবির লোকটি কে?????

২৭| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:০১

মুদ্‌দাকির বলেছেন: liar

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: ধইন্যা নেন।

২৮| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৫

ভারসাম্য বলেছেন: ক্লু না দিয়ে এবার ব্যাক্তিটির নাম বলে দিন। অনেক খুঁজলাম। সরাসরি বলা না গেলে, ক্লু আরেকটু ভালভাবে দিন। :(

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: মূল ছবির নীচে এই রকমের অনেকগুলো কমেন্টের একটি-
David Hutchinson- some folks just can't accept he won, not once but twice. He is the President of the United States. He is representing all of us, not just a select few. You may not agree with most of his political decisions or like his speeches, or his looks, or his press conferences, or even his March Madness Bracket Choices, But he hasn't gotten us into a war which would have killed thousands of our youth: Osama Bin Laden is dead: Al Qaeda is crippled and on greatly diminished (both on HIS watch), He saved us from economic meltdown, bailed out Detroit Automakers: The stock market is busting loose, the economy is clearly on the mend (growth is positive, unemployment well under 7% now, housing market has recovered) So what do you selfish "Americans" expect from your president? The Truth? Most of you can't handle the truth and looked the other way for 8 years while we spent $1B a day in Iraq for nothing, Wall Street was bailed out by George, not Obama but Obama cleaned up nearly all of his messes. So MOVE ON!

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: Jeff Bisho- Some of you finger pointers are funny. You're quick to call Obama a liar but you have no problems with the last president who started a war that was based upon lies. That war has cost us 4500+ American lives plus billions of dollars and still counting!

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন:

মূলছবি। এই ছবিটিকেই নাকি ব্যবহার করা হয়েছে।

২৯| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: লায়ার

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: কেমন আছেন???

৩০| ০৮ ই জুন, ২০১৪ রাত ৩:১৬

রোমান হাসান রনি বলেছেন: Liar

৩১| ০৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রোমান হাসান রনি ভাই। আপনিতো পুরাই হিরো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.