নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আমার লিখা ঈদের বিশেষ নাটক- ব্রেইলের ইউটিউব লিঙক।

১০ ই জুন, ২০১৪ রাত ১১:২৮

দেশে, বিদেশে, দুর পরদেশে,

ব্লগে এবং ব্লগের বাইরে অবশেষে

ফেবু'র বন্ধু, আপামর সুধীজন,

খ্যাতিমান শুভাকাঙ্খী অথবা গুনিজন

আত্মীয়, অনাত্মীয়, আরো যারা সব-

এতোদিন ম্যাসেজে ইমেইলে করছিলেন কলরব-...

ব্রেইল নাটকটি দেখার জন্য ছিলেন অপেক্ষায়

-আপনাদের মনোবাসনা এবার পূর্ন হলো তাই।



সবাইকে তাইতো দেখার অনুরোধ আর শুভেচ্ছা জানালাম,

তবে আর দেরী কেন? নীচে নাটকের লিংক দিয়ে গেলাম।







মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: দেখছি এখন নাটকটা।

১০ ই জুন, ২০১৪ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম প্রপা ভাই।

২| ১১ ই জুন, ২০১৪ ভোর ৪:১৯

উপপাদ্য বলেছেন: নাটকটা দেখতেছি...। চমৎকার

১১ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৫

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাইজান।

৩| ১১ ই জুন, ২০১৪ ভোর ৪:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শীঘ্র দেখব।

১১ ই জুন, ২০১৪ ভোর ৫:০৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। দেখার পর একটা আওয়াজ দিয়ে যাবেন....কিন্তু =p~ =p~

৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: টিভিতেই দেখেছি, আবার দেখব ।


:) :)

১২ ই জুন, ২০১৪ রাত ৩:৫৮

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ নেন মামুন ভাইজান।

৫| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

জেরিফ বলেছেন: শুরু করেছি দেখা :)

১২ ই জুন, ২০১৪ রাত ৩:৫৯

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম জেরিফ ভাই।

৬| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
শেষের দিকে পিচ্চিদের ভাড়ামোটা না থাকলেই হত।


মুল গল্পে মনে হয় এইটা ছিলো না :(

১২ ই জুন, ২০১৪ রাত ৩:৫৯

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।মূল গল্পে এটা ছিলোনা।
ধন্যবাদ ভাই।

৭| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: নাটক দেখিনি সময় করে দেখে নিব ভাই

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই সময় বের করে দেখবেন রাসেল ভাই।

৮| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:২০

খাটাস বলেছেন: চমৎকার ছিল নাটক টা প্রিয় আরিফ ভাই :)

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
অনেকদিন হলো আপনার মজার ফেবু স্ট্যাটাস পড়িনািই।
ঐটাতো পুরা ক্লাসিক ছিলো। মনে হলেই শুধু হাসি। :-< =p~ =p~ =p~ =p~

৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

খাটাস বলেছেন: হাহাহা এত দিন পড়ে ও আপনার মনে আছে আরিফ ভাই :) :D
ফেসবুকে আপাতত নাই। অনেক লজ্জিত বিনীত কৃতজ্ঞতা ভাই। :#> :!> :D :D :D :D :D

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

খেয়া ঘাট বলেছেন: মনে আছে মানে।
এটাতো যেকোন আড্ডার মূল রস। যেই শুনে সেই হোহো করে হাসে।
=p~ =p~ =p~ =p~ =p~
যাক, অবসরে আবার উইটি রস নিয়ে ফিরে আসেন. অপেক্ষায়..

১০| ১৪ ই জুন, ২০১৪ রাত ১২:১১

কয়েস সামী বলেছেন: এইটা কি আপনের লেখা মিয়াভাই? জানতাম না!!! চমৎকার ছিল নাটকটা। আগে জানান নাই কেন??

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাইসাব।
আপনি দেখেছেন জেনে অনেক খুশী হলাম। বিনীত ধন্যবাদ রইলো-প্রিয় গল্পকার।

১১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:১১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। দেখার সুযোগ পেলাম, প্রিয় সহব্লগারের সৃষ্টি। অনেক অনেক শুভকামনা পথচলায়।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: আপনি দেখবেন জেনে খুব ভালো লাগছে। বিনীত ধন্যবাদ রইলো লিসানি ভাই।

১২| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩০

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আমি নতুন মানুষ, তবে ব্লগের কনো ভাইয়ের লেখা নাটক দেখব এটা ভেবে আনন্দ পাচ্ছি খুব। ভীষন ভালো লাগছে। আমি সময় করে দেখে নেবো। ভালো থাকবেন।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: আশাকরি দেখবেন। আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

১৩| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৯

রাজিব বলেছেন: অভিনন্দন রইলো। এবারের ঈদেও আপনার আরও নাটক প্রচারিত হোক সেই কামনা করছি।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: এই ঈদে একটা নাকটের শ্যুটিং শুরু হয়ে পরিচালক শেষ করতে পারেন নি। ইনশাল্লাহ ঈদুল আযহায় আশাকরছি। দোয়া করবেন। ভালো থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.