![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একই জোকস বারবার শুনতে ভালো লাগেনা। তাই রিজিক্স ( গানের যেমন রিমিক্স, জোকসের সেরকম রিজিক্স) করার প্রয়াস। আমার আগের আরো কিছু রিজিক্স আছে- টাইমলাইনে পড়তে পারেন। ধন্যবাদ।
এক পড়ুয়া ছেলে লাইব্রেরীতে বসে বসে পড়ালেখা করছে। এমন সময় তার লাফাঙ্গ বন্ধু হাজির হয়ে বললো-সারাজীবনতো পড়েই গেলি। পড়ালিখা বাদ দিয়ে জীবনে যে অন্য আরো কতরকমের মজা আছে। তার কিছুইতো বুঝলিনা।
দোস্ত, প্লিজ ঝামেলা করিসনাতো। পড়াটা শেষ করতে দে।
ঐ এক জিনিসইতো শিখলি শালা আঁতেল।
পড়ুয়া ছেলেটার মেজাজ চড়া হচ্ছে। রেগে গিয়ে বললো- শুধু পড়ালিখা না রে। টাউট -বাটপারি যদি শুরু করি। সেটাতেও A+ পাবো। আর তুই ফেল্টুস খাবি।
দুজন বের হলো। বিকেলবেলা হাঁটতে হাঁটতে মার্কেটের একটি ক্যান্ডিশপে ঢুকলো। কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে এসে -পড়ুয়া ছেলেটি-ওর বন্ধুকে দেখিয়ে বললো-দেখেছিস। কেমন করে তিনটি ক্যান্ডিবার হাতিয়ে নিলাম। দোকানি টেরই পায়নি। বলেই ক্যান্ডিগুলো শার্টের পকেটে রাখলো।
লাফাঙ্গা বন্ধুটিতো পুরোই অবাক। এরপর নিজেকে সামলে নিয়ে বললো- চল আবার দোকানে যাই। তোকে আরো কঠিন জিনিস দেখাচ্ছি।
দুজনে আবার দোকানে ঢুকলো। লাফাঙ্গ বন্ধুটি দোকানিকে বললো-ভাই, একেবারে টাটকা দারুন একটা ম্যাজিক দেখবেন ?বলেই -দোকানিকে একটি ক্যান্ডিবার দিতে বললো। দোকানি দিতেই পেটে চালান। তারপর আরেকটা , তারপর আরেকটা। পরপর তিনটি পেটে চালান করে দেয়ার পর। দোকানি বললো- এখানে ম্যাজিকেরতো কিছুই দেখলামনা।
লাফাঙ্গ বন্ধুটি হাসতে হাসতে বললো- ভাই আসল ম্যাজিকতো এখনই দেখবেন। আমার বন্ধুর পকেট চ্যাক করে দেখুন। তিনটি ক্যান্ডিবারই পেয়ে যাবেন।
দোকানিতো পুরাই অবাক। পড়ুয়া বন্ধুটিও হাসছে। দোকানি তাড়াতাড়ি পকেট হাতড়িয়ে দেখে, না পকেটে কিছুই নাই।
তারপর ঝাড়ি ঝেড়ে বললো- ঐ মিয়া ফাজলামি করেন? এখানে ক্যান্ডি কই। তিনটার ডাবল দেবেন। একটা হলো ক্যান্ডির দাম, আরেকটা হলো ফাজলামির দাম।
দুজন দোকান থেকে বের হয়ে এলো। লাফাঙ্গ বললো- দোস্ত বুঝলাম না। তোর পকেটের ক্যান্ডিগুলো গেলো কই?
তুই যে এই ঘটনা ঘটাবি তাতো আগেই বুঝতেই পেরেছিলাম দোস্ত। তাই তুই যখন একটা একটা করে ক্যান্ডি পেটে চালান দিচ্ছিস ঠিক তখনই পকেট থেকে বের করে আবার কেউ না দেখে মতো ক্যান্ডিগুলো ঠিক জায়গায় রেখে দিয়েছি।
মোরালঃ পড়ুয়া ছেলেদের ঘাটাতে নেই।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
খেয়া ঘাট বলেছেন:
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৩
অবাধ্য সৈনিক বলেছেন: :-<
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩২
খেয়া ঘাট বলেছেন:
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৪
প্রবাসী পাঠক বলেছেন: মোরালঃ পড়ুয়া ছেলেদের ঘাটাতে নেই।
বেচারা লাফাঙ্গা বন্ধুটা।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩২
খেয়া ঘাট বলেছেন: ঘাটালে দাম কিন্তু ডাবল দিতে হবে।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৫
হাসান মাহবুব বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন:
৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫২
বটের ফল বলেছেন: মোরালঃ পড়ুয়া ছেলেদের ঘাটাতে নেই।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৪
খেয়া ঘাট বলেছেন: ঘাটালে দাম কিন্তু ডাবল দিতে হবে।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: হাহাহ, রিজিক্স ভালো লাগছে
পড়ুয়া ছেলে নিয়ে নাসের (সেই নাছির, উত্তর আমেরিকার সভাপতি ) একটা দারুন কৌতুক বলতো । ঐ পৃষ্টা উল্টানো আর কি! রোজা রমযানে এখানে বলা যাবে না, আপনাকে চ্যাটে শুনিয়ে দিব
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:০৮
খেয়া ঘাট বলেছেন:
আমিতো এখন রোজা। রোজা আবার হাল্কা হবেনাতো!!!!!!!!!!!!!!!
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:১৩
খেয়া ঘাট বলেছেন:
আমিতো এখন রোজা। এ সময়ে শুনলে আবার হাল্কা হয়ে যাবে নাতো
৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:১৬
মামুন রশিদ বলেছেন: ওকে, আমি চ্যাটে লিখে দিব । ইফতারের পর আপনি দেইখেন
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:১৯
খেয়া ঘাট বলেছেন: হোহোহোহোহোহোহোহোহো।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:২৪
এহসান সাবির বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:০৪
খেয়া ঘাট বলেছেন:
৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:১০
মনিরা সুলতানা বলেছেন: পড়ুয়া ছেলেদের ঘাটাতে নেই।
ঘাটাতে আসুবিধা না থাকলে ও অ-ঘাটাতে কিন্তু ডুবে মরার সম্ভবনা
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২৭
খেয়া ঘাট বলেছেন: :> :> :> :> :> :> :> :>
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২৮
খেয়া ঘাট বলেছেন: মেলা দিনে পরে ঘাটে দেখলাম...........ভালোইতো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২৮
খেয়া ঘাট বলেছেন: ফেবুতে নেকড়ের গল্প আছে..................।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাবছিলাম- এই বুঝি পড়ুয়া ছেলেটি ধরা খেয়ে গেলো শেষ পর্যন্ত পড়ুয়াদের মর্যাদা সমুন্নত থাকলো দেখে আস্থা পেলাম
০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
খেয়া ঘাট বলেছেন:
১১| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:২১
মাহবু১৫৪ বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
খেয়া ঘাট বলেছেন:
১২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:২৮
নিশাত তাসনিম বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:০৩
খেয়া ঘাট বলেছেন:
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:১৭
শুঁটকি মাছ বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৪৭
খেয়া ঘাট বলেছেন:
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৪২
বোকামানুষ বলেছেন: রিজিক্স ভাল লাগছে
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৪৬
খেয়া ঘাট বলেছেন: অনেক খুশি হলাম ভাই। কারো ভালো না লাগলে লিখার উৎসাহে ভাটা পড়ে।
১৫| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৩
একজন ঘূণপোকা বলেছেন:
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
খেয়া ঘাট বলেছেন:
১৬| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা মজা পেলাম।
মদটা পুরানো, বোতলটা নতুন; তবে বোতল আর মদটার কম্বিনেশন সেই রকম হয়েছে
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
খেয়া ঘাট বলেছেন: রমজান মাসে মদ, বোতল ভালো জিনিস না, কিন্তু আপনার মন্তব্য পেয়ে দারুন শান্তি পেলাম।
১৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:০৭
মহামহোপাধ্যায় বলেছেন: আচ্ছা এখন থিকা আর ঘাটামুনা
০৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৪
খেয়া ঘাট বলেছেন:
১৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫
রাজিব বলেছেন: লেখাপড়া করে যে অনাহারে মোরে সে
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই
০৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৪
খেয়া ঘাট বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: কৌতুক গুলু ফাটাফাটি