নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

প্রিয় নেইমারের জন্য নিবেদীত কবিতা।

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৭





বিস্ময়কর ছেলেটা ফুটবলের এক ফুলতো

বাতাসকে দোল বানিয়ে মাঠের পরে দোলতো

লাখকোটি ভক্তকুল সে কথাই যে বলতো

পায়ে বল পেলেই সে বারুদ হয়ে জ্বলতো।

ফুটবলের সব ম্যাজিকগুলো ওর পায়েতেই ফলতো

বড় ক্লাবে টাকার জন্য তার নাহি যে চলতো

পায়ের যাদু, গতির যাদু ওর পায়েই গোলতো

তাইতো সে উজাড় করে বল খেলাটাই খেলতো।



হঠাৎ করে নামলো যেন মাঠ জুড়ে এক অন্ধকার,

খেলার ছলে হাজির হলো মানুষ না এক জানোয়ার

বুদ্ধি করলো যেমন করে ছেলেটিকে তাড়াবার,

পরাজয় বুঝতে পেরে বাড়লো তার হুণ্কার

কোনা বাঁধা মানেনা সে,ছেলেটি যে ওয়ান্ডার

তাই লাথি দিয়ে ধাক্কা দিয়ে করছে আঘাত বারংবার

শেষ আঘাতে ছেলেটির আর্তনাদ আর চীৎকার

কোটিভক্তকে কাঁদিয়ে মাঠ ছাড়লো শেষে নেইমার।



মেসি শুধু আর্জেন্টিনার না ফুটবলেরই বিস্ময়

নেইমার ছাড়া বিশ্বকাপও অন্ধকারই হয়ে রয়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ফুটবলেরই জ্যোতি জয়

জেমস রডরি'র দল হেরে গেলেও মানুষ তার কথা কয়,

ঘাত-প্রতিঘাত ছাড়া খেলা হোক, না হোক কোনো শংশয়

কখন কে যে লুঠিয়ে পড়ে বাড়ছে দ্বিধা বাড়ছে ভয়

তারকারা যে দলের হোক তারা কারো একার নয়

এরা যখন শ্রেষ্ঠ খেলে তখন টোটাল ফুটবলেরই জয় হয়।



ফেসবুক থেকে

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলেও নেইমার ছাড়া বিশ্বাকাপ !! খুবই খারাপ লাগছে

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।

২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: স্তব্ধ হয়ে গেছি।অনেক খেলা দেখে মনে হয়েছে ফুটবল পশুদের খেলা।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

খেয়া ঘাট বলেছেন: ঠিকই বলেছেন সেলিম ভাই।

৩| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৬

রাজিব বলেছেন: আমি আর্জেন্টিনার সমর্থক হলেও নেয়মারের খেলা ভাল লাগে এবং কামনা করি সে যেন ফাইনাল খেলতে পারে। এবারের বিশ্বকাপ নেয়মার, মেসি আর রুবেনের।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

খেয়া ঘাট বলেছেন: মুলাররাও আছে। অনেক ধন্যবাদ ভাই।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মামুন রশিদ বলেছেন: ফুটবল পাগল একটা জাতির স্বপ্ন ও একাই তার ছোট্ট কাঁধে বহন করছিল । ফিরে আসুক, শুভকামনা ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৫| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ফুটবল পাগল একটা জাতির স্বপ্ন ও একাই তার ছোট্ট কাঁধে বহন করছিল । ফিরে আসুক .... আমার কথাও তাই ...

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: একমত। অনেক ধন্যবাদ ভাই।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

শুঁটকি মাছ বলেছেন: নেইমার ছাড়া বিশ্বকাপটা আসলেই কেমন ফ্যাকাশে লাগছে।
কবিতা দারুন হয়েছে!

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১২

লেখোয়াড় বলেছেন:
বাতাসকে দোল বানিয়ে মাঠের পরে দোলতো

এখানে 'দোলতো' না বলে দুলতো বললে বেশ মিলতো।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৭

খেয়া ঘাট বলেছেন: মারাত্মক ভুল হয়েছে ভাই।
বিনীত ধন্যবাদ রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.