নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

বৈষয়িক দুনিয়ায় সম্পদই হলো এদের সবচেয়ে বড় মও

২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪৫

এই পৃথিবীতে সম্পদের মোহ নাকি সবচেয়ে বেশী ইহুদিদের।

বলা হয়ে থাকে-

বৈষয়িক দুনিয়ায় সম্পদই হলো এদের সবচেয়ে বড় মও

যার জন্য এরা বিকিয়ে দেয় এমনকি নিজের প্রিয়তমা বউ।



একবার এক ইহুদি একটা গাড়ী কিনে মনের সুখে ড্রাইভ করে যাচ্ছে। গাড়ীর যেন ফুয়েল খরচ না হয়, তাই ঢালু রাস্তায় গাড়ি নিউট্রাল স্পিডে রেখে বসে আছে। গাড়ী চলছে দুলকি দোলে।



পিছনে ইয়া বড় এক ট্রাক, কোনোভাবেই সামনে যেতে না পেরে প্রচন্ড রাগান্বিত হয়ে খুব জোরে ওভারটেক করলো। ফল যা হবার তাই হলো।

ইহুদীর ড্রাইভিং সীটের পুরো দরজাটাই গেলো একেবারে দুমড়ে মুষড়ে।



বেচারা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পুলিশকে দাঁড় করিয়ে বললো-

দেখলেতো- আমার এতোদিনের সন্চয়ের আর সুদের মুনাফায় কেনা গাড়ীটার পুরো দরজাটাই ভেঙে নিয়ে গেলো বজ্জাত ট্রাক ড্রাইভার। এ গাড়ী আমি আরো ডাবল দামে বিক্রি করার আশায় কিনে বাড়ি ফিরছিলাম।



পুলিশ বললো- ইহুদীদের এ রকমই হয়।

তুমি বুঝলে কীভাবে যে "আমি ইহুদি।"



যার নিজের বাম হাত এ্যাকসিডেন্টে উড়ে গেছে সেদিকে কোনো খবর নেই, কিন্তু গাড়ীর দরজার চিন্তা করছে, তারা ইহুদি না হয়ে আর কি হয়?



ইহুদি এবার নিজের বাম হাতের দিকে চেয়ে বলে, হায় হায়!

আমার রোলেক্স ঘড়িটাও দেখি গেছে।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগলো। ইহুদীদের নিয়ে এসব গল্প জানতাম না।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P

২| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

শান্তির দেবদূত বলেছেন: এই কৌতুকটা শুনেছিলাম এক কিপটা লোককে নিয়ে, এখন অন্যরূপে পড়লাম, সময়ের সাথে তাল মিলিয়ে ভালোই রিমেক করেছেন, হা হা হা ।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! ইহুদীদের নিয়ে এদেশে অনেক কৌতুক আছে তবে তা ধীরে ধীরে কমা শুরু করেছে। মার্কিন অর্থ জগতের বিরাট অংশ নিয়ন্ত্রন করে ইহুদীরাই! ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: মার্কিন অর্থ জগতের বিরাট অংশ নিয়ন্ত্রন করে ইহুদীরাই!
একমত।

বিনীত ধন্যবাদ

৪| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

মামুন রশিদ বলেছেন: মার্চেন্ট অব দ্য ভেনিসে শেকসপিয়ার বলেছিলেন, আপনিও বললেন !


যখন বেকার ছিলাম, গোল্ডস্মিথের জামাই হতে চাইতাম :(

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

খেয়া ঘাট বলেছেন: :> :> :> :> :> :> :>

৫| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

মুদ্‌দাকির বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আহারে বেচারার রোলেক্স ঘড়ি

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.