![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখা চুরি হলে খারাপও লাগে আবার হাসিও আসে
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:০২
খেয়া ঘাট বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৩
খেয়া ঘাট বলেছেন: আমীন, আমীন, আমীন।
২| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৮
অপ্রতীয়মান বলেছেন: এদেরকে আচ্ছা মত ধোলাই দেয়া দরকার। লেখা ভালো লাগলে শেয়ার করুক সে আলাদা বিষয়। কিন্তু একেবারে নিজের বলে চালিয়ে দেয়া মেনে নেয়া যায় না।
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৬
খেয়া ঘাট বলেছেন: বড়ই দুঃখ
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১৫
সুমাইয়া আলো বলেছেন: কত চুর আছে এই বঙ্গদেশে, আর আপনি আছেন লিখা চুর নিয়া
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৭
খেয়া ঘাট বলেছেন: সেটাই...আপনার প্রোপি'র আঁকা ছবিটা খুবই ভালো লেগেছে।
কেমন করে এমন তরো আঁকতে পারে???
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩
ঢাকাবাসী বলেছেন: অদ্ভুত এক দেশে বাস করি!
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৮
খেয়া ঘাট বলেছেন:
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭
খাটাস বলেছেন: আমার অবশ্য বিষয় টা ভাল লাগছে। টাকা চুরি চামারির চেয়ে লেখা চুরি করলে অন্তত একটা সময় মানুষ হয়ে যাবে- আশা করা যায়। তবে ঠিক টাইমে টাইট দিতে হবে।
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৮
খেয়া ঘাট বলেছেন: টাকা চুরি চামারির চেয়ে লেখা চুরি করলে অন্তত একটা সময় মানুষ হয়ে যাবে- আশা করা যায়। ++++++++
৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৬
শুঁটকি মাছ বলেছেন: বেচারা ছবিটাও মেরে দিছে।
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৯
খেয়া ঘাট বলেছেন: খামোখা কষ্ট করে লাভ কি????
৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৮
ডি মুন বলেছেন: আমার ভীষণ অবাক লাগতেছে । যে লেখার শিরোনাম 'চোর' সেই লেখাও চুরি হয়!!!! আই মিন চুরি করার আগে তার কি একটুও কিছু মনে হলো না।
বইয়ে ঠিকই লেখা - চোরের আবার ধর্ম কি !
২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
খেয়া ঘাট বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:০১
শান্তির দেবদূত বলেছেন: চোর সঠিক লেখাটাই চুরি করেছে। বলতে গেলে সেই একমাত্র আপনার শুভাকাঙ্খি, চোররা নিশ্চয় অনেক দোয়া করছে আপনি আরও ভালো ভালো পোষ্ট লেখেন আর উনারা সেগুলো সানন্দে চুরি করে যাক।