নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

তোমাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬








আমেরিকার বিখ্যাত টেলিভিশান নেটওয়ার্ক এবিসি চ্যানেলের অন্যতম জনপ্রিয় একটি থ্রীলার সিরিজ “Quantico”, সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়ে প্রতি রোববার রাতে এই তুমুল জনপ্রিয় সিরিজটি এক ঘন্টার জন্য প্রচারিত হয়।

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন- ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
পুরো আমেরিকায় যেখানে ভারতীয়, চায়নীজ, কোরিয়ানরা দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে আমাদের অবস্থান বলতে গেলে তেমন সুদৃঢ় নয়।
তাই, কোথাও এতোটুকু বাংলাদেশীদের কৃতিত্ব দেখতে পেলে মনটা গৌরব আর আনন্দে ভরে যায়।
শর্বরী জে আহমেদ -তেমনি এক কৃতি নতুন প্রজন্মের বাংলাদেশী মেয়ে।

প্রায় শ'খানেক টিভি স্ক্রীণ রাইটারকে হারিয়ে শর্বরী Quantico এই জনপ্রিয় টিভি সিরিজটি লিখার জন্য নির্বাচিত হয়েছেন এবং ইতোমধ্যে দারুন প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

ভাবতে ভালোই লাগে- আমেরিকার জনপ্রিয় একটি টিভি সিরিজের লেখিকা- আমাদেরই মেয়ে।লক্ষ মানুষের চোখের সামনে ভেসে ওঠছে প্রতি রবিবার -শর্বরীর কী বোর্ড থেকে ওঠে আসা কাহিনী। এইসব প্রতিভাবান বাংলাদেশি তরুন প্রজন্মের হাত ধরেই হয়তো অতি শীঘ্রই অস্কার জয়ী ম্যুভি গুলোর ও পান্ডুলিপি লিখা হবে।

অভিনন্দন শর্বরী । তোমাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৯

আমি মিন্টু বলেছেন: আমাদেরও তেমনই আশা প্রত্তাশা তাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫

খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন শর্বরী । তোমাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৭

রুদ্র জাহেদ বলেছেন: অভিনন্দন শর্বরী । তোমাদের হাত ধরেই
গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক
বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫

খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন শর্বরী । তোমাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

Shahjahan Ali বলেছেন: আমাদেরও তেমনটাই প্রত্যাশা। বহির্বিশ্বে শর্বরীদের হাত ধরেই এগিয়ে যাক বাংলাদেশ :-)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫

খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন শর্বরী । তোমাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

আমি তুমি আমরা বলেছেন: জানতাম না। জেনে ভাল লাগল :)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

আরজু পনি বলেছেন:

এই খবরটা জানতাম না ।
কোয়ান্টিকো সিরিজটা ভালো লাগছে...অনলাইনে ৫ম এপিসোড পর্যন্ত দেখেছি...পরের গুলো পাচ্ছি না ।এখন থেকে দেখলে অন্য রকম থ্রিল অনুভব করবো নিশ্চিত...আমাদেরই মেয়ে B-)

নেটওয়ার্কের সমস্যার কারণে ২/৩ বার রিফ্রেস দিয়ে কমেন্ট করতে পারলাম, কিন্তু লাইক বাটন দেখাই যাচ্ছে না :(

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: মেলা কষ্ট করেছেন আপু। এরকম কষ্ট করে করা ১ টা মন্তব্য ১ হাজারটা লাইকের চেয়েও উত্তম :) :)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

আরজু পনি বলেছেন:

হাহা
এবার আর সমস্যা হয় নি ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: যতবেশী কমেন্ট করবেন তত বেশী সমস্যা কমবে। তাই, আপনি বেশী বেশী আমার পোস্টে কমেন্ট করবেন-কেমন :) :) :)

৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

সুজন চন্দ্র পাল বলেছেন: আমাদের দেশে এসব প্রতিযোগিতা হওয়া ঊচিৎ ।

১৪ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৩

খেয়া ঘাট বলেছেন: অবশ্যই হওয়া উচিত। ধন্যবাদ ভাই।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৯

কামরুন নাহার বীথি বলেছেন:
অভিনন্দন শর্বরী তোমাকে !!!

তোমাদের মত আরো আরো শর্বরীদের হাত ধরেই বহির্বিশ্বে গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক প্রিয় জন্মভূমি বাংলাদেশ!!!!!

১৪ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৪

খেয়া ঘাট বলেছেন: তোমাদের মত আরো আরো শর্বরীদের হাত ধরেই বহির্বিশ্বে গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক প্রিয় জন্মভূমি বাংলাদেশ!!!!!
ধন্যবাদ বীথি আপু।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: Quantico দেখব দেখব করেও দেখি না। ভাল লাগেনা ঐ প্রিয়াঙ্কার জন্যই।

কিন্তু বাঙ্গালী কারো সৃষ্টি শুনে এখন আর না দেখে থাকা হবে না। এটা যেভাবেই হোক দেখে ছাড়ব।

এত জনপ্রিয় সিরিজের রাইটার একজন বাঙ্গালী! ভাবতেই থ্রিলড ফিল করছি।

১৪ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৫

খেয়া ঘাট বলেছেন: কঠিন একটা মন্তব্য করেছেন।
আমিও জানার পর অন্য রকমের থ্রীলড ফীল করি। ঠিক আপনার মতো।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অভিনন্দন। ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন শর্বরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.