নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এই সময়ের হাইকু

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

ষোল কোটি বাঙ্গালীর হে মুগ্ধ রমণী,
রেখেছো ফেসবুক বন্ধ করে-
স্ট্যাটাস না দেয়ার যন্ত্রণা বুঝোনি।

- (আসুন মনের আনন্দে ছড়া লিখি)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

মাহমুদা আক্তার সুমা বলেছেন: আহা আমি সবাইকে মিছ করছি। মজার লেখা।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২১

খেয়া ঘাট বলেছেন: আমিওওওওওওওওওওওওওওওওওওওওওও

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

রেজা এম বলেছেন: B-) B-)

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: হাসলে হবেনা :) :) :)
দুলাইনের ছড়া লিখেন :)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

রেজা এম বলেছেন: হুম /। লিখমু ভায়া । টিমে পাই না ! :(( :(( :((

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

খেয়া ঘাট বলেছেন: মনের মাধুরি/ক্যাটরিনা/মিশিয়ে লিখেন :)

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

রেজা এম বলেছেন: ইনশাআল্লাহ !! আজ রাতে ই লিখমু। থামস আপ :) :)

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

খেয়া ঘাট বলেছেন: আইচ্ছা । অপেক্ষায় আছি :)

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

অগ্নিবীণা! বলেছেন: আপনার থেকে আরো কিছু কবিতা আসা করছি...

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি , আরো কিছু যোগ করে নতুন পোস্ট দিয়ে দিয়েছি.............ইয়াহু...............:)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

ভারসাম্য বলেছেন: তিনি অবশ্য বলেছেন কিছুদিন পরেই তিনি সব খুলে দেবেন। সব! ;)

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: ওয়াসতাগফিরুল্লাহ । ইতা কিতা মাত মাতেন :) :) :)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

শুভ্রা হক বলেছেন: এই দেখেন, ফেসবুক বন্ধেরও উপকারিতা আছে। আপনার মনে কবিতার জন্ম হচ্ছে।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি জনাবা। ঠিক বলিছেন :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.