![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার ফেসবুক বন্ধ করলো, আর ব্লগ খোলা রাখলো। -ঘটনা কি???
খুউব.......খেয়াল কইরা কিন্তু...................
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
খেয়া ঘাট বলেছেন: আরেকটা শব্দ যোগ করে দিলেই লেগে যাবে ভাবছি দিবো কিনা???
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: দেন
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
খেয়া ঘাট বলেছেন: ডর ডর লাগে
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: ডর করলে ক্যাঁচাল লাগবে না
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
খেয়া ঘাট বলেছেন: গুড়ের ডিব্বাটা রাখলাম। এখনো মুখ খুলিনাই
ওয়াচিং
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
গেম চেঞ্জার বলেছেন: আপনার মতলব সুবিধের মনে হচ্ছে নাআআআ
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬
খেয়া ঘাট বলেছেন: যাক, বাঁচা গেলো।
আপনি মতলব অসুবিধার মনে হচ্ছে সেটাও বলেন নাই
তাই, নিরাপদ জায়গায় আছি ।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা না ক্যাচালের বদলে ফানপোস্টে পরিনত হয়।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
খেয়া ঘাট বলেছেন: আমাদের হাতে আছে কী বোর্ডের অক্ষর।
এই অক্ষরে লিখা স্ট্যাটাস বৃথা যেতে দিবোনা ।
ক্যাচাল ক্যাচাল ক্যাচাল চাই,
ক্যাচাল করেই জিততে চাই।
একটা দুইটা স্ট্যাটাস পড়,
পইড়া পইড়া মন্তব্য কর।
শ্লোগান আর কি হতে পারে ???
৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
ক্যাঁচাল লাগানোর জন্য ||
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
খেয়া ঘাট বলেছেন: কারণ কি??
কেন ব্লগ খোলা আর ফেবু বন্ধ। কিছুই বুঝতে পারছে না না । না কি হেগে হেগে থুক্কু জেগে জেগে শুধুই পড়ছেন
৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
জেগে-হেগে পড়ছি ||
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২০
খেয়া ঘাট বলেছেন: দেইখেন সব আবার একেবারে একাকার কইরে ফেইলেন না
৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
সচেতনহ্যাপী বলেছেন: আরো কিছু লিখতে হবে,তাহলেই না........।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯
খেয়া ঘাট বলেছেন: খুব সেনসেটিভ একটা শব্দ আছে । ঐ টা হলো আসল গুড়। ঐ টা লাগাবো কিনা চিন্তা করছি
৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
সচেতনহ্যাপী বলেছেন: দরকার নেই।।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
খেয়া ঘাট বলেছেন: ঠিক আছে ................লাগালাম না
১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: রবি ঠাকুরের জুতা আবিষ্কারের কবিতা পড়ে নিও
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০০
খেয়া ঘাট বলেছেন: পড়িছি সেটা অনেক আগে
১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: বগুড়া হরিপুরে জঙ্গিহামলা ,ফেসবুক বন্ধ করে কি হলো ।:S
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
খেয়া ঘাট বলেছেন: জেলখানাই সবচেয়ে নিরাপদ
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
আজাদ মোল্লা বলেছেন: ক্যাঁচাল হবেইনা ,
আড্ডা হবে , আমার মনে হয় ।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
খেয়া ঘাট বলেছেন: গুড় মনে হয় ঠিকমতো লাগে নাই
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
ঢাকাবাসী বলেছেন: দেরী কইরেননা, লাগান।
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
খেয়া ঘাট বলেছেন: এতো পরে আসলে হবে। গুড়সব এখন ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
অগ্নি সারথি বলেছেন: ক্যাচাল কই?
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
খেয়া ঘাট বলেছেন: ক্যাচাল ঝিমাই গেছে...............
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
কিরিটি রায় বলেছেন: আমরা পোতায়া গেছি!
৫২, ৬৯, ৭১, ৯০ এখন কেবলই অংক! কর্পরোটে গোলামীর জিঞ্জিল আমাদের ভোগী ভীতু করে দিয়েছে!
শেয়ালের মতো শতবর্ষী হবার বাসনায় পালিয়ে বেড়াই
মীর মদন, টিপু সুলতান তিতুমির রা আর জন্মেনা
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
খেয়া ঘাট বলেছেন: সুন্দরবনেও আগের সেই বাঘ নাই - কিতা করবেন কন
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
সাহসী সন্তান বলেছেন: ক্যাচাল কি লাইগা গেলো নাকি ভাইজান?
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
খেয়া ঘাট বলেছেন: সম্ভাবনা এখনো উঁকি দিয়ে যাচ্ছে।
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
সামিদুল ইসলাম বলেছেন: মন্দব্য গুলো খুব ভাল লাগছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলে হবে!!!
আশা পূর্ণ হলোনা............
মনের বেদনা
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২
রাফা বলেছেন: কারন- ব্লগ নিয়ন্ত্রন করা যায় ফেসবুক নিয়ন্ত্রনের বাইরে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
খেয়া ঘাট বলেছেন: আমার মনে হয়- ব্লগারদের নিমন্ত্রণ করা যায়, কিন্তু ফেসবুকারদের নিমন্ত্রণ করা যায়না
১৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০০
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম @ ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
খেয়া ঘাট বলেছেন: হুকেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে
২০| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: ঘুমের টাইমডাত ক্যাচাল লাগাইবেন?
ঘুমায়া শইলডা তরতাজা কইরাই নামতাম ক্যাচালে - একটূ অয়েইটাইন ভাই - কয়েকটা ঘন্টা প্রস্তুতি নিয়া লই।
অনেক দিন ক্যাচালে নামি না... পয়লা বলেই বোল্ড হওনের চান্স আছে...
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
খেয়া ঘাট বলেছেন: ইতা কিতা মাত মাতইন
২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক আশা করে এসেছিলাম।
আপনে আজকাল ফেবু স্ট্যাটাস ভুল করে ব্লগে টিবি মারতেছেন....
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
খেয়া ঘাট বলেছেন: ব্লগে স্ট্যাটাস লিখি, ফেবুতে ব্লগ লিখি
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: ক্যাঁচাল লাগে না ক্যা?