| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিয়ম অন্যের ঘরে ঝি'য়ের কাজ করে রাতে এসে বই নিয়ে বসতো। শয্যাশায়ী পঙ্গু পিতা আর অসুস্থ মায়ের সেবা করে পার করতো রাত। নিজের কোনো ঘর ছিলোনা। অন্যের ঘরে পেয়েছিলো- তিনজনের মাথা গুজার ঠাঁই। এসব কিছু মরিয়মের জীবনকে থামাতে পারেনি।
মরিয়ম- তাক লাগিয়ে দিলো সবাইকে। খুলনা বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান প্রথম শ্রেণী পাওয়া মরিয়মকে অভিনন্দন।
এই মরিয়ম আর ওর গর্বিত বাবা-মাই - এই বিজয়মাসে শ্রদ্ধার আলোকবর্তিকা, বিজয়মাসে আমার অনুপ্রেরণার পতাকা।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: খুব ভালো কথা বলেছেন। ধন্যবাদ।
২|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৭
সুলতানা রহমান বলেছেন: বাহ্!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ।
৩|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
রাতুল_শাহ বলেছেন: মরিয়মকে অভিনন্দন
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: মরিয়মকে অভিনন্দন
৪|
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: দারুণ একটা সংবাদ শেয়ার করলেন।
মরিয়ম তাঁর জীবন-যুদ্ধে জয়ী হয়ে উঠুক--এই কামনা রইলো।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: মরিয়ম তাঁর জীবন-যুদ্ধে জয়ী হয়ে উঠুক--এই কামনা রইলো। ++++++++
৫|
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন মরিয়ম!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম!
৬|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: অভিনন্দন
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম!
৭|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মরিয়ম আর ওর গর্বিত বাবা-মাই - এই বিজয়মাসে শ্রদ্ধার আলোকবর্তিকা, বিজয়মাসে আমার অনুপ্রেরণার পতাকা।
দারুন বলেছেন।
অভিনন্দন মরিয়মকে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম!
৮|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
নান্দনিক নন্দিনী বলেছেন: মরিয়ম কে মাস্টার্স করানোর দায়িত্ব নিতে চাই। ঠিকানা দিন……………… ধন্যবাদ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
খেয়া ঘাট বলেছেন: ডেইলি স্টারে বিস্তারীত জানার জন্য ইমেইল পাঠিয়েছি। ওদের জবাব পেলেই যোগাযোগ করবো।
আপনার নান্দনিক মনের জয় হোক ।
৯|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
নীলসাধু বলেছেন: গ্রেট
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম!
১০|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
আম আদমি বলেছেন: অভিনন্দন মরিয়মকে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম!
১১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
মাকড়সাঁ বলেছেন: অভিনন্দন
১২|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
শহুরে আগন্তুক বলেছেন: এই মরিয়ম আর ওর গর্বিত বাবা-মাই - এই বিজয়মাসে শ্রদ্ধার আলোকবর্তিকা, বিজয়মাসে আমার অনুপ্রেরণার পতাকা।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪
খেয়া ঘাট বলেছেন: এই মরিয়ম আর ওর গর্বিত বাবা-মাই - এই বিজয়মাসে শ্রদ্ধার আলোকবর্তিকা, বিজয়মাসে আমার অনুপ্রেরণার পতাকা।
১৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
শহুরে আগন্তুক বলেছেন: পোস্টটা আমাদের বিশ্ববিদ্যালয়ের পেজে দিলাম ভাই ।
https://www.facebook.com/DhakaBishwabiddalayParibar/photos/a.552542328104318.123879.551127674912450/1116429241715621/?type=3
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪
খেয়া ঘাট বলেছেন: লিঙ্কটা আসেনি ভাই
১৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন মরিয়ম
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম
১৫|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪
রাফা বলেছেন: মরিয়মই আমাদের প্রকৃত স্বাধীনতা।অভিনন্দন মরিয়ম-সামনে এগিয়ে চলো।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪
খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন মরিয়ম
১৬|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪১
ব্লগার মুস্তাকিম বলেছেন: অনুপ্রেরণা
১৭|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,
মরিয়মকে অভিনন্দন । এরকম অনেক নাম না জানা মরিয়মরা ছড়িয়ে আছে এখানে ওখানে । তাদেরকেও অভিনন্দন ।
আর বিশেষ সাধুবাদ ব্লগার নান্দনিক নন্দিনী কে মরিয়মের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্যে ।
১৮|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস, আমি মনে করি মরিয়ম'দের আসলেই সহমর্মিতা প্রয়োজন। অভিনন্দন বড় বিলাসী উপহার। যেমন পূর্ণিমার চাঁদও মাঝে মাঝেই ঝলসানো রুটি
![]()
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
তাকে সাহায্য করার চেস্টা করেন।