নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

হালকা ১৮+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

(মূল লিখাটি ইমেইলে পাঠিয়েছেন এক বড়ভাই। ব্লগআইডি নাই তাই লিখতে পারছেন না। ফেসবুকে লগইন করতে পারছেন না-তাই স্ট্যটাস দিতে পারছেন না-তাছাড়া-কষ্টকরে লগইন করতে পারলেও লিখাটি পোস্ট করতে নাকি উনার খুবই লজ্জা লাগছে । আমিতো পড়ে হোহো করে হাসলাম- এখনো হাসছি। হাসি যে থামতেই চায়না :) :) :) ভাই বললেন- যদি আমি পোস্টও করি তবে ১৮+ লিখে দিতে। আমি ১৮+ লিখার কিছুই খুঁজে পেলাম না। তাই হালকা ১৮+ লিখে দিলাম।

স্থানঃ ভিপিএন চেকিং পয়েন্ট , চানখারপুল। সময়- সন্ধ্যা ৬ টা।

স্যার, মদনারে বেশী ঘাটাইয়েন না । ও ম্যালা পুংটা আছে। চেক করার দরকার নাই। ওরে আপনি ছাইড়া দেন।
অফিসারঃ ছাইড়া দিমু মানে। ওকি তোর হুমন্দি লাগে??
মদনা দাঁত ক্যালাইয়া হাইসা চেগাইয়া সামনে আগাইয়া যায়।
অফিসারঃ এই মদনা সামনে আয়। ফেসবুক চালাস?
মদনাঃ জ্বি চালাই।
অফিসারঃ কেমনে চালাস? ফোন বাইর কর। চেক করি।
মদনাঃ আমার এক হাতে মাটা, আরেক হাতে আটা। আপনি একটু কষ্ট কইরা প্যান্টের পকেটে হাতাইয়া নেন স্যার।
মদনা আগে থেকেই ভাব বুইঝা তার লম্বা পাল্টুনের নীচে শিশু পাল্টুনখানা খুলে পকেটখানা ফুটা কইরা রাখছে।
অফিসার বামপকেটে হাতাইয়া কিছু না পাইয়া চোখ রাঙ্গান। মদনা চোখের ইশারায় এবার ডান পকেট দেখিয়ে দেয়। অফিসার ডান পকেটে হাত ডুকিয়ে চিক্কুর দিয়া ওঠে - ওরে আমার হাত ধোঁয়ার জন্য লাক্স সাবান আর পানি নিয়া আয়। ভিপিএন চেকের গোষ্টি কিলাই- চেংগি মাছ আমার ইজ্জতের একেবারে পাংচার কইরা দিছেরে।

:) :) :) হো হা হা হা...........।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ওপস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: ) :) :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: :) :) :) হো হা হা হা...........

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: :) :)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

মাকড়সাঁ বলেছেন: - চেংগি মাছ আমার ইজ্জতের একেবারে পাংচার কইরা দিছেরে।
হো হা হা হা...........।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: :) :)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

তিক্তভাষী বলেছেন: বাংলাদেশে ফেইসবুক বন্ধ থাকলেও বিকল্প পথে এই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: বাঁচাও কাকু মানে কালা কুদ্দুস।

এমনতো হওয়ার কথা ছিলোনা।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

আখেনাটেন বলেছেন: :D :D :D

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :)

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১০

কালের সময় বলেছেন: হে হে হে =p~ =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

জাওয়াদ স্পিকিং বলেছেন: চাইট্টা শিওর হইলনা ক্যান।এমন পুলিশের দরকার নাই

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

জটায়ু. বলেছেন: ;) ;) =p~ =p~

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

আবু শাকিল বলেছেন: মজা পেলাম আরিফ ভাই :) :)

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

রুদ্র জাহেদ বলেছেন: চেংগি মাছ আমার ইজ্জতের
একেবারে পাংচার কইরা দিছেরে।

হো হা হা হা :D

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.