![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হলুদ ফুল আর পরীদের নিয়ে আজ সারাদিন খুব আমোদে ছিলাম। খুবই সুন্দর একটা দিন গেলো। এখন, বিকেল। আমরা দুজন আজ খুব খুশী। আমি আর আমার সাত বছরের ছোটবোন আদরি। দুজনের সবগুলো ফুলই আজ বিক্রি হয়েছে। অনেকদিন পর আজ পেটভরে খাবো। একটা বড় ফুলের মালা অবশ্য রেখে দিয়েছি। বিক্রি করিনি। সেটা পেট ভর্তি করে খেয়ে বাড়ী ফিরার পথে মায়ের কবরে রেখে দিয়ে যাবো। আমরা পেটভরে খেয়েছি শুনলে মা খুব খুশী হবেন।
িিইস, অন্তত প্রতি সপ্তাহে একবার এই দিনটি আসেনা কেন?
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
হাসান মাহবুব বলেছেন: ডার্ক সাইড অফ দ্যা মুন...