![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উনার পোস্ট থেকে অনেক বিষয়ে জানা যায়। যুক্তিগুলো স্ক্যুয়েবাল,চিন্তাগুলো ব্যতিক্রম।
উনার পোস্টগুলো প্রথমপাতায় আসছে না। দয়া করে কেউ দেখবেন কি??
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খুব শীগ্রই বেকসুর খালাস পাবেন! বলেছেন জনৈক মডুরেট
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ খেয়াঘাট; সামুকে জানাতে পারছি না; কয়েকবার চেস্টা করেছি, "জোড়া কাপচা" সঠিভাবে কাজ করে না, ইমেইল যায় না।
আসলে, আমি যা দেখি, যা ভাবি তাই প্রকাশ করার চেস্টা করি, বিরাট কিছু না; এতে কিছু মানুষের মন খারাপ হয়; কিন্তু কখন, কোন বাক্য মানুষের মনের উপর আঘাত হানে, বুঝতে পারলে আমি অবশ্যই তা করতাম না; আমার কাছে মানুষ বড়, মানুষের মনে কস্ট যাক, এ ধরণের কিছু করার ইচ্ছা আমার নেই।
আপনাকে আবারো ধন্যবাদ, মড়ুরা হয়তো জানতে পারবেন।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৬
মামুন ইসলাম বলেছেন: বুঝলাম না এই লোকটা এত কট খায় কেন ?
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫
এই আমি রবীন বলেছেন: ব্লগের (সামু’র) প্রতি ভালবাসা ও উত্সর্গ অপরিসীম।
সেই সাথে আমি উনার ধৈর্য্যের প্রসংশা করি।
আশা করি মডু সু-দৃষ্টি দিবে।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
হাইজেনবার্গ ০৬ বলেছেন: উনার পোস্ট প্রথম পাতায় আসে না এটা খুবই খুশির কথা।ইয়া আল্লাহ রহম কর।উনি এক্টা বিরক্তিকর ব্লগার,সারাদিন,সারাক্ষন অনবরত লেদায় ব্লগে।ব্লগে উনি ব্যাটিং,বোলিং,ফিল্ডিং, আম্পায়ারিং সব একাই করেন। অন্যান্য ব্লগকে ডিসরেসপেক্ট করে কমেন্ট করেন।আমার ধারনা উনার ব্লগিং এ পেইন হয়ে অনেকেই সামুতে আসেন না। আরো অনেক কিছু বলা যায় কিন্তু লাভ নাই।মডুর উচিত উনারে পারমানেন্টলী কোন এক্টা কিছুতে ব্লক করে রাখা।অথবা যারা এর মুরীদ তারা তাদের উস্তাদকে নিয়ে নয়া আস্তনা খুলে ব্লগে লেদাক।
এরা মানুষ ও জাতির জন্য কিছু করার মতো মগজের অধিকারী নন; সামান্য এটা -সেটা, নাট ফাটক, বালছাল করবেন, সেটা নিয়ে বেকুবেরা লাফাবে, এইতো! এটা এক্টা সামান্য ব্লগিং এর নমুনা।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ নিজের নিজের ওকালতি!!!!!
ভালইতো ডিজিটাল বলে কথা হা হা হা
অনেক দিন পর আপনার পুরনো নিকে নতুন নিকের জন্য পোষ্টাইলেন!
আসলেই এক্সেস নেই!!!! নাকি ষ্টান্ট!!!!
বলার কারণ হল আপনারতো ইদানিং বৃহষ্পতি চলছে! সেকানে শনির দশা আসারতো কথা না!!!!
যাক- মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে একমত বলেই সুষ্ঠু সমাধানের কামনা করছি।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
চাঁদগাজী বলেছেন:
@বিদ্রোহী ভৃগু,
আপনি বলেছেন,
"অনেক দিন পর আপনার পুরনো নিকে নতুন নিকের জন্য পোষ্টাইলেন! "
-তা'হলে "খেয়া ঘাট" আমার পুরানো নিক? এত কম দক্ষতা নিয়ে ব্লগিং করলে কিভাবে কি? মনে আছে, অনেক লম্বা সময় রাজনৈতিক বিষয়ে ব্লগিং করে, এখন "তথাকথিত গজল" লিখছেন! কিছুদিন পর, জ্বীন-ভুত-পেত্নীর গল্প শুনার আশা করছি।
আমাকে একাধিক নিকে ব্লগিং করতে হয়নি; যাঁরা আমার পোস্ট পড়েন, তাঁরা আমার পোস্টের প্যাটার্ণ চিনেন।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি তাকে মিস করছি
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ খেয়াঘাট ! সরি!
উনার খেলাঘর আইডির সাথে কনফ্লিক্ট করেছে! পারডন মি!
@ চাঁদগাজি ... আপনার কত শত নিক নিহত হইছে মনে রাখছেন না পারকিনসনে ভুগছেন???
আমাকে একাধিক নিকে ব্লগিং করতে হয়নি; যাঁরা আমার পোস্ট পড়েন, তাঁরা আমার পোস্টের প্যাটার্ণ চিনেন - হা হা হা
হাসালেন বটে!! জোকস অব দা ইয়ার!!!!
ব্যাক্তি আক্রমনে আপনার জুড়ি নেই। ! অন্যের পােষ্ট যা খূশি তাই বলে আসা হিউমার নয়- যার আড়ালে বেঁচে আছেন!
আবার কেউ আপনার সাথে সামান্য মজা করলেও সহ্য হয়না !!! কেন????
আমার লেখা নিয়ে না ভাবলেও চলবে। আমেরিকার অবাধ নাগরিক সুবিধা গ্রহণ করে খুব চিল্লানো যায় দেশপ্রেম নিয়ে, দক্ষতা নিয়ে। অন্যের লেখা নিয়ে। স্বৈরাচারিতার মাঝে এসে বলেন দেখি সত্য! ক লাইন লিখতে পারেন!!!! আমরাও দেখি কত হেডাম আপনার!!!
হাতি ঘোড়া গেল তল- -- বলে কত জল!!!!!
হায়!
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হি হি হি
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
কানিজ রিনা বলেছেন: ঝগড়া ঝাটির উপ্রে আল্লার রহম নাজিল
হোক।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
@বিদ্রোহী ভৃগু বলেছেন,
"হাতি ঘোড়া গেল তল- -- বলে কত জল!!!!!
- হাতী ঘোড়া তলিয়ে গেছে, চামিকা উড়ে বেড়াচ্ছে; কারণ, অবস্হা বুঝে সে নিজকে কখনো পশু, কখনো পাখী বানাচ্ছে।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
@বিদ্রোহী ভৃগু ,
আমি কখনো মালটি নিকে ব্লগিং করিনি; বারবার ব্যান করাতে বারবার নতুন নিক নতে হয়েছে। আমি কাউকে কোনভাবে আক্রমণ করিনি; আমার কমেন্ট থেকে ব্লগারেরা উপকৃত হয়েছেন; আমি পড়ে, সঠিক কমেন্ট করি; আমার কোন কমেন্টে, "+++" ছিলো না, আমার কোন কমেন্টে "ভাই " ছিলো না; আমি যাঁদের পোস্টে কমেন্ট করেছি, তাঁরা বারবার বলেছেন যে, তাঁরা সঠিভাবে সমালোচিত হয়েছেন।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
আহলান বলেছেন: ওনার আসুন মুক্তি কামনা করি .... বাক স্বাধীনতার জয় হোক!
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
খোলা মনের কথা বলেছেন: আহলান বলেছেন: ওনার আসুন মুক্তি কামনা করি .... বাক স্বাধীনতার জয় হোক! আপনার সাথে সম্পূর্ন একমত। গতকাল এ পোষ্ট দেখে আমার খুব খারাপ লেগেছিল। চাঁদগাজী ভাইকে মুক্ত করে দেওয়া উচিৎ মডুদের। তাকে বলতে দিন, লিখতে দিন....
কিন্তু বাক স্বাধীনতার কি আসলে কোন ভ্যালু আছে এখানে???
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
@হাইজেনবার্গ ০৬ ,
৩ বছর ৯ মাসে, ৪৯টা কমেন্ট করেছেন; ব্লগারদের কস্টের লেখাগুলো কে পড়ছেন, আপনি? আপনার ৪৯ টি কমেন্টের অর্ধেক হলো আমার ব্যান চেয়ে, ভাবার শুরু করেন। ব্লগ এক শক্তিশালী বাংগালী জেনারেশন সৃস্টি করছে, এটার অংশ হওয়ার চেস্টা করেন।
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চাঁদগাজীর অনেক কথা বা পোস্টের বক্তব্যের সাথে আমি একমত হই না অনেকসময়। কিন্তু এই লোকটার অবজার্ভেশন পাওয়ার আর সোজা ভাবে কথা বলার স্বভাবটা আমার পছন্দ। খোঁচা লেগে থাকলেও লজিক্যালি ঠিক থাকে ওনার কথায়। নিজের লজিক ঠিক থাকলে ওনার সাথে তর্ক করে দেখতে পারেন, জমবে বেশ; আমার মতে।
১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
শরতের ছবি বলেছেন: ''আমি যা দেখি, যা ভাবি তাই প্রকাশ করার চেস্টা করি, বিরাট কিছু না; এতে কিছু মানুষের মন খারাপ হয়; কিন্তু কখন, কোন বাক্য মানুষের মনের উপর আঘাত হানে, বুঝতে পারলে আমি অবশ্যই তা করতাম না; আমার কাছে মানুষ বড়, মানুষের মনে কস্ট যাক, এ ধরণের কিছু করার ইচ্ছা আমার নেই। ''
উপরোল্লিখিত লেখাগুলো পড়ে মনে হচ্ছে - ব্লগারের মন অনুশোচনায় পুড়ছে । পুড়ুক । সে ব্লগারদের কম জ্বালায় নি ! আমি তার দুই তিনটা কমেন্ট খাইছি পরে চিবাইছি । আহা ! কী হাই থটের কমেন্ট । তার কুমেন্টের তুলনা হয় না । তার কমেন্ট পাবার পর সবার ভেতরে ভাল লেখার উৎসাহ বাইড়া যায় । তাকে ব্লগের শ্রেষ্ট উচ্চ মার্গের কমেন্টকারী হিসেবে আখ্যায়িত করন যায় ! খেয়া ঘাট সে উপকার ভুগ করিয়া তাহার জন্য ওকালতিতে মাঠে নাইমেছেন । নামেন --আমরা আছি আপনার সাথে ।
২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০
অগ্নি সারথি বলেছেন: কিছু কমু না। গ্যালারিত বইলাম, ম্যালা দিন পর। পারলে কেউ পপকর্ন দিয়া যান।
২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২
অলওয়েজ ড্রিম বলেছেন: আমি বর্তমানে অনিয়মিত ব্লগার। অনেক খবরই রাখি না। তাই জানি না চাঁদগাজীকে নিয়ে কী হয়েছে। তবে তার পোস্টগুলো আমার ভালোই লাগতো। তার মন্তব্যগুলিও ছিল ইউনিক।
২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে যের যার চিন্তার বহি:প্রকাশ তার প্রকাশনায় ফোটাতে পারে তাতে তারি তার প্রাপ্যতা বুঝে নিতে হয়। সবশেষে ওনি আমারদের একজন পুরাতন ও প্রাগ্য ব্লগার । তাকে ব্যান করে লাভ কি বলেন! তারপর ওনি নিজেই বলছেন অপ্রত্যাশিত কোন কিছুর জন্য ওনি মার্জনা কামনা করেছেন । ভাল থাকবেন সবাই।
২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
এডওয়ার্ড মায়া বলেছেন: রিভার্স কেম্নে খেলে ?? আজও শিখতে পারলাম না
আরিফ ভাই-মডুরা তিন্দিনের ছুটিতে গেছে
২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
সম্রাট৯০ বলেছেন: এমন ব্লগার মানব সভ্যতার জন্য হুমকি, বাংলা ব্লগের জন্য হুমকি, সাহিত্যের জন্য হুমকি, এমন ব্লগারকে একসেস দিয়ে সামু তার দুর্বলতাকেই শুধু তুলে ধরছেনা সামুর অস্তিত্ব বিনাশে অনেক বড় ভুমিকা রাখছেন।
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৩
হাইজেনবার্গ ০৬ বলেছেন: @চাঁদগাজী : স্যার, বেকুব মগজহীন বালছাল বলে ব্লগারদের তিরস্কার করার চেয়ে কমেন্ট না করাই শ্রেয়। আর আপনার সাথে কথা বলেই বা লাভ কি?আপনি কোন ব্লগারের কথা শুনেন না শুনার কোন ইচ্ছা থাকে? ইউ টক লাইক আদার ব্লগ ইজ পিস অব শিট। জন্মের পর বাবা মা তাদের সন্তানদের মুখে মধু/মিষ্টি দেয়, আপনার জন্মের পর মনে হয় না কিছু দিতে পারছে।আপনি এতোদিন ধরে লিখে কয়টা ব্লগারকে অণুপ্রানিত করেছেন বা দেশ ও জাতির কি উপকার হইছে? আপনার পোস্ট প্রথম পাতায় না আসলে কারো কিছু আইবো যাইবো না,সামগ্রিকভাবে বরং সামুর উপকার হবে।আর এতো লেদানোর কি আছে? কয়ডা দিন অফ দিয়া এক্টা ব্রেক লন, দেখি আপনার লেখা মিস করি কি না।
২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
@হাইজেনবার্গ ০৬ ,
আমার পোস্ট কেহ মিস করবে না; আমার পোস্টে নতুন কিছু থাকে না; যা থাকে সেটা হলো, একই বিষয়ের উপর এনালাইটিক্যাল ভাবনা, লজিক্যাল এনালাইসিস, সঠিক পর্যবেক্ষণ। আপনি যা পড়েন, আমিও তা পড়ি; আপনি যা দেখেন, আমিও তা দেখি; কিন্তু আমরা একইভাবে ভাবি না; এজন্য অনেকের সাথে ভাবনার অমিল হচ্ছে; আমি গড্ডলিকা প্রবাহে নেই
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: মোটা ফ্রেমের চশমা এর মন্তব্যটাই আমার মনের কথা!
২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৫
হাইজেনবার্গ ০৬ বলেছেন: @চাঁদগাজী: এনালাইটিক্যাল ভাবনা, লজিক্যাল এনালাইসিস, সঠিক পর্যবেক্ষণ। এনালাইটিক্যাল ভাবনা, লজিক্যাল এনালাইসিস থাকে মানলাম কিন্তুু সঠিক পর্যবেক্ষণ থাকে কে কইলো? নিজের পিঠ নিজেই চাপড়ালেন মনে হয়?!আপনি এক্টার পর এক্টা পোস্ট দিয়েই যান, যার অনেক ভুল থাকে, যা সহজেই প্রমান করা যায় ইউ আর সিম্পলী রং ইন মেনি কেইসেস।আপনার সব পোস্টের ভুল পর্যবেক্ষন দেখাতে এন্টিলজিক দিতে গেলে আমারও আপনার মত বেতনভুক্ত ব্লগার হতে হবে। আর স্যার গড্ডলিকা প্রবাহে না থেকেও চাড়ালীয় আচরন থেকে মুক্ত থাকা যায়। যাই হউক স্যার, আপনি চালায়া যান আপনার যেভাবে খারাপ লাগে
২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
@হাইজেনবার্গ ০৬ ,
ওকে, ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৭
আহা রুবন বলেছেন: আবার কী হল?