![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইটালীর বিখ্যাত ডেল পসতো খাবার খেয়ে, জার্মানের এস ৬৫০ ক্যাব্রিওলেট গাড়ীতে চড়ে এসে, পারসিয়ান তাব্রিজ কার্পেটের ওপর দিয়ে হেঁটে ,ফ্লোরেন্সে নির্মিত জুতো পা দিয়ে, বৃটিশ ইমপ্যারিয়াল ম্যাজেস্টি পারফিউম গায়ে মেখে, সুইডিশ কোম্পানী আইকিয়া কর্তৃক নির্মিত পোডিয়ামের ওপর দাঁড়িয়ে, ফ্রান্সের বুলেট প্রুফ সেন্ট গোবেইন গ্লাসের ভিতরে থেকে, সনি জাপানীজ ভিডিও ক্যামেরায় রেকর্ডারের সামনে চেয়ে , সুইজারল্যান্ডে তৈরী রোলেক্স ঘড়ি পরিহিত হাত উর্ধ্বে ওঠিয়ে , বাংলাদেশের তৈরী ক্যাপ মাথায় দিয়ে, স্লোভেনিয়ান নারীকে পাশে দাঁড়িয়ে, জার্মানের ডলবি সেনহেইজার মাইক্রোফোনে মিঃ ট্রাম্প সুদৃঢ় কন্ঠ বললেন- শুধুমাত্র আমেরিকায় তৈরী করা পণ্যের বিপণন হবে, শুধুমাত্র আমেরিকানদের কাজে নিয়োগ দেয়া হবে আর অভিবাসীদের আমেরিকায় প্রবেশের পথ রুদ্ধ করা হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭
খেয়া ঘাট বলেছেন: সেটাই ।ধন্যবাদ রইলো
২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪
প্রশ্নবোধক (?) বলেছেন: ছিল রেসলিং এর ভাড় । এটুকু না বললে কি চলে!!!!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮
কালীদাস বলেছেন: ট্রাম্পের বউ খুব সুন্দর
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
খেয়া ঘাট বলেছেন: আপেলের সাথে আপেলের তুলনা হয়,
জলের সাথে জলের,
রঙের সাথে সঙের হয় না,
তুলার সাথে ফুলের।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
সোহানী বলেছেন: কি আর হবে.... নতুন করে আরো ঝামেলা পাকাবে আর কি... এমনিতেই ঝামেলায় সবাই জর্জরিত.........