নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

হাসিনার এক গ্লাস পানি

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৮

দিল্লীতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রনে ডিনার টেবিলে বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা, পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা, ভারতীয় সেনাবাহিনী প্রধান দলবির সিং,স্পীকার সুমিত্র মহাজান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সবাই খাওয়া শুরু করেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হাসিনা খাবার শুরু না করেই চুপচাপ বসে আছেন। মোদী বললেন- ম্যাডাম খাবার শুরু করুন।
হাসিনা বললেন-খুবই তৃষ্না পেয়েছে।
সাথে সাথে গ্লাসে পানি ঢেলে দেয়া হলো।
এবারও হাসিনা পানি পান না করে আগের মতো বসে আছেন।
মমতা বললেন- কি ব্যাপার দিদি জল পান করুন।
হাসিনা বললেন- ৫৪ নদীর পানি আটকিয়ে দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে পানির কষ্টে রেখে-ওদের প্রধানমন্ত্রী হিসাবে আমি আপনাদের সাথে একি টেবিলে বসে পানি পান করতে পারিনা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৬

সুমন কর বলেছেন: ৫৪ নদীর পানি আটকিয়ে দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে পানির কষ্টে রেখে-ওদের প্রধানমন্ত্রী হিসাবে আমি আপনাদের সাথে একি টেবিলে বসে পানি পান করতে পারিনা।

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৬

মামুন ইসলাম বলেছেন: !:#P

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৬

সৌমিক আহমেদ খান বলেছেন: স্বপ্ন?

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


টপ হয়েছে, ভালো প্রকাশ

৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০০

ইফতি সৌরভ বলেছেন: পরে ম্যাডাম কি ভারতে পানি পান না করেই ছিলেন? :-/

৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২

সঞ্জয় নিপু বলেছেন: লেখার সুত্র দেয়াটা জরুরী,

আর হাসিনার দ্বারা এই ধরনের কাজ স্বাভাবিক, সেটা যে কারনেই হোক।
ধন্যবাদ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫২

করুণাধারা বলেছেন:

ভাল লাগল।++++

৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২

ধ্রুবক আলো বলেছেন: সঞ্জয় নিপু ভাইয়ের কথার সাথে , লেখার সূত্র দেয়াটা জরুরী।

৯| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪

করুণাধারা বলেছেন:
মন্তব্য কারীরা প্রতিমন্তব্য আশা করে।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.